আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব সুইজারল্যান্ড দেশটি কেমন ও রাজধানীর নাম বিষয় টি নিয়ে।
আপনারা যারা সুইজারল্যান্ড দেশ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার এই লেখা টি পড়ুন। আপনারা এই লেখা টি থেকে আরো
জানতে পারবেন সুইজারল্যান্ড এর আয়তন, সুইজারল্যান্ড জনসংখ্যা কত, সুইজারল্যান্ড ধর্ম ও সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি। এর
সকল বিষয় নিম্নে আলোচনা করা হল ।আপনারা যারা জানতে ইচ্ছুক তারা আমার এই সুইজারল্যান্ড দেশটি কেমন ও রাজধানীর
নাম লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
সুইজারল্যান্ড দেশটি কেমন
সুইজারল্যান্ড দেশটি কেমন:সুইজারল্যান্ডের সরকারি নাম সুইস কনফেডারেশন । সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত
একটি রাষ্ট্র। তবে এটি ইউরোপ ইউনিয়নের সদস্য না।সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত দুটি শহর হল জুরিখ এবং জেনেভা।জুরিখ এর
দিকের লোকেরা জার্মান এবং জেনেভার দিকের লোকেরা ফরাসি ভাষায় কথা বলে।আপ্লস পর্বতমালা সুইজারল্যান্ড কে অনন্য
প্রাকৃতিক সৌন্দর্যর রুপে ভূষিত করেছে।বিশ্বের পর্যটকদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ।সুইজারল্যান্ডকে বিশ্বের
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান দিয়েছে।সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন এবং চকলেট এর খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে।দেশটির কোন
নিয়মিত সেনাবাহিনী নেই। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির।সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো
প্রতিবছর ১ লা জানুয়ারি এর রাষ্ট্রপতির পরিবর্তিত হয়।৬ বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের একেক জন মন্ত্রী পালাক্রমে এক বছরের
জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
সুইজারল্যান্ডের রাজধানীর নাম
সুইজারল্যান্ডের রাজধানীর নাম: সুইজারল্যান্ডের রাজধানী বের্ন। এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর। শহর টি আরে নদীর
বাঁক দ্বারা তিন দিকে বেষ্টিত একটি উঁচু শেলান্তরীপের ওপর অবস্থিত।শহরের পুরাতন এলাকাগুলোকে পথচারীদের ভ্রমণের জন্য
পরিবর্তিত করা হয়েছে এবং এগুলো থেকে আপ্লস পর্বতমালার অসাধারণ সব দৃশ্য অবলোকন করা যায়।বের্নে সূক্ষ্ম বৈজ্ঞানিক
যন্ত্রপাতি, টেক্সটাইল, ভারী যন্ত্রপাতি,রাসায়নিক দ্রব্য, ওষুধ এবং চকলেটের কারখানা আছে।প্রতি বছর বের্ন শহরে দুইটি বিরাট মেলা
অনুষ্ঠিত হয় ।এখানে আরো আছে ঘোড়া ও গবাদি পশুর একটি বড় বাজার। বের্ন শহরে প্রায় ১ লক্ষ ৩০ হাজার লোকের বাস। এটি
জনসংখ্যার দিক থেকে সুইজারল্যান্ড এর পঞ্চম বৃহত্তম শহর।বের্ন শহরের প্যাটেন্ট অফিসে কেরানিগিরি করার সময়ে আলবার্ট
আইনস্টাইন তার অপেক্ষিকতা তত্বের রূপরেখা দাঁড় করান।
সুইজারল্যান্ড এর আয়তন
সুইজারল্যান্ড এর আয়তন: সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত। এর উত্তরে জার্মানি,পূর্বে অস্ট্রিয়া,দক্ষিণে ইতালি
এবং পশ্চিমে ফ্রান্স। সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ। এটি কেন্দ্রীয় আপ্লস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আপ্লস
পর্বতমালার কিয়দংশ নিয়ে গঠিত ।এখানে পর্বত পাহাড় নদী ও হ্রদের বিচিত্র সমাহার ঘটেছে। দেশের আয়তন ৪১২৮৫ বর্গ
কিলোমিটার এবং এটি উত্তর-দক্ষিণে ২২০ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ৩৫০ কিলোমিটার দীর্ঘ।আয়তনের দিক থেকে এটি বিশ্বের
১৩২ তম দেশ।দক্ষিণের মাগগিওরে হ্রদের তীরে সমুদ্র সমতল থেকে মাত্র ১৯২ মিটার উঁচুতে রয়েছে পাইন অরণ্যের সারি। অন্যদিকে
সেখান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে ৪০০০ মিটারেরও বেশি উঁচু ৪৮ টি বরফাবৃত পর্বত শৃঙ্গ।
সুইজারল্যান্ড জনসংখ্যা কত?
সুইজারল্যান্ড জনসংখ্যা কত?: ২০১৬ সালের হিসাব অনুযায়ী দেশটিতে ৮৩ লাখ ৭২ হাজার এর অধিক মানুষ বসবাস করে।
সুইজারল্যান্ডে অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এর মোট জনসংখ্যা প্রায় ৪৫ শতাংশ। এছাড়াও মুসলমান,
সনাতন, ইহুদি সহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করে।সুইজারল্যান্ড বহুভাষী রাষ্ট্র এবং এখানে চার টি রাষ্ট্র ভাষা রয়েছে-জার্মান,
ফরাসি, ইতালিয় এবং রোমানীয়। বাকিরা স্পেনীয়, পুর্তগিজ আর তুর্কি ভাষায় কথা বলে। সুজারল্যান্ড শিক্ষার হার ১০০ শতাংশ।
৫থেকে ১৬ বছর বয়সে শিক্ষা বাধ্যতামূলক।
সুইজারল্যান্ড ধর্ম
সুইজারল্যান্ড ধর্ম: সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এরা মোট জনসংখ্যা প্রায় ৪৫ শতাংশ ।
এছাড়া মুসলমান, সনাতন এবং ইহুদি সহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করেন।
সুইজারল্যান্ড এর মুদ্রার নাম কি?
সুইজারল্যান্ড এর মুদ্রার নাম কি?: সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও
রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য,যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি
আকর্ষণীয় স্থান হিসেবে বিনিয়োগকারীদের পরিচিত করে তুলেছে। বৈদেশিক বিনিয়োগের ওপর সুইজারল্যান্ড এর অর্থনৈতিক
নির্ভরতা ক্রমেই বেড়ে চলেছে।সুইজারল্যান্ড এর মুদ্রার নাম সুইস ফ্রঙ্ক। শিল্প ও বাণিজ্য সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালিকাশক্তি।
বিশ্বের সর্বোচ্চ মাথা পিছু আয়ের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। সুইজারল্যান্ডে বেকারত্বের হার কম।এছাড়াও দেশটির
সেবা খাত ক্রমেই অর্থনীতির একটি বড় অংশ হিসেবে আবির্ভূত হচ্ছে।
সুইজারল্যান্ড দেশটি কেমন ও রাজধানীর নাম এর শেষ উক্তি
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুইজারল্যান্ড দেশটি কেমন ও রাজধানীর নাম লেখা টি।এটি সুন্দর
একটি তথ্যমূলক লেখা। আশা করি এই লেখা টি থেকে আপনারা অনেকেই উপকৃত হইবেন ।আপনাদের যদি এর পরেও আরো
কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে সেই বিষয় টি আপনাদের জানিয়ে দিব।
আমরা বিদেশের ব্যাপারে সব সময় সব ধরনের তথ্য দিয়ে থাকি।তাই আপনারা যারা বিদেশের ব্যাপারে তথ্য জানতে চান তারা আমার
এই সাইট থেকে জানতে পারবেন। নিচে আরও কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। প্রয়োজন মনে করলে পড়তে
পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আজকে আমার এই সুইজারল্যান্ড দেশটি কেমন ও রাজধানীর নাম লেখা টি
প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
- দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩
- দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।