আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বুলগেরিয়া কাজের ভিসা বেতন সম্পর্কে
আজকে আপনাদের সাথে বিস্তারিত ভাবে আলোচনা করব। বাংলাদেশ থেকে প্রতি বছর বুলগেরিয়া কাজের
ভিসার জন্য অনেক কর্মী আবেদন করে থাকেন। তবে অনেকেই সঠিক ভাবে আবেদন সম্পর্কে না জানার
কারণে যেতে পারেন না। আর ইউরোপ এর সেনজেন ভুক্ত এই দেশ টি অর্থনীতির দিক থেকে অনেক
শক্তিশালি। আর এই জন্যই বুলগেরিয়ার সরকার বাংলাদেশ থেকে নিয়োগ দিয়ে থাকেন। আজকের লেখার
মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বুলগেরিয়া কাজের ভিসায় বেতন কত এবং বুলগেরিয়া কাজের
ভিসায়া যেতে কত টাকা লাগে। এ সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত ভাবে আলোচনা করব। আপনারা
যারা বুলগেরিয়া যেতে ইচ্ছুক বা নিজের কাওকে পাঠাতে চান তারা আমার এই লেখা থেকে কজের ভিসা
সম্পর্কে তথ্য জানতে পারবেন। তাই যারা জানতে চান তারা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন –
বুলগেরিয়া কাজের ভিসা
বুলগেরিয়া কাজের ভিসা : আপনারা জানেন যে আজকের আলোচনা হল বুলগেরিয়া কাজের ভিসা
সম্পর্কে । তাই আপনারা যারা চিন্তা করেন যে ইউরোপ এর ভালো কোন দেশে যাবেন তারা বুলগেরিয়া কে
বেছে নিতে পারেন। কারণ বুলগেরিয়া হল ইউরোপ এর সেনজেন ভুক্ত দেশের মধ্যে অনেক উন্নত একটি
দেশ। আর এটি ইউরোপ ইউনিয়ন এর সদস্য ভুক্ত দেশ হওয়ার কারনে ইউরোপ এর অন্য সেনজেন দেশের
নগরিকদের বুলগেরিয়া যেতে কোন ভিসা বা পারমিট দরকার হয় না। কিন্ত আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া
অথবা অন্য কোন দেশ থেকে যেতে চাইলে অবশ্যই ভিসা করতে হবে । বুলগেরিয়া কাজের ভিসা তিন প্রকার
দেওয়া হয় –
- এয়ারপোর্ট ট্রানজিট এর জন্য এ টাইপ ভিসা
- আর স্বল্প সময় অবস্থানের জন্য সি টাইপ ভিসা
- এবং বেশি দিন থাকার জন্য ডি টাইপ ভিসা
উপরোক্ত লেখার মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম সেটা হল বাংলাদেশের বা ইন্ডিয়ার মত অন্য যে সকল
দেশ আছে তাদের জন্য ডি টাইপ ভিসা প্রযোজ্য হবে। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে
চান তারা ডি টাইপ ভিসা বা একটি লম্বা ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করবেন।
বুলগেরিয়া কাজের ভিসায় যেতে কত টাকা লাগে ?
বুলগেরিয়া কাজের ভিসায় যেতে কত টাকা লাগে ? : আপনারা যারা বিভিন্ন দেশে কাজ করার জন্য
যান তারা যাওয়ার আগে এই প্রশ্ন টি করে থাকেন। তেমনি এই দেশে যাওয়ার আগেও আপনারা জানতে চান
যে যেতে কত টাকা লাগতে পারে। তাই আপনারা যারা এই কথার উত্তর জানতে চান তারা আমার এই পোষ্ট
এর মাধ্যমে জানতে পারবেন। বুলগেরিয়া যেতে কত টাকা লাগবে এইটা সঠিক করে বলা মুশকিল । কারন
আপনি কোন ধরণের ভিসা নিয়ে যাবেন তার উপর নির্ভর করবে যে আপনার কত টাকা লাগবে। কারণ
বিভিন্ন ধরনের ভিসা বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে । যেমন , আপনি যদি কোন কোম্পানির ভিসা নিয়ে যান
তাহরে এক রকম আবার যদি হোটেল এর ভিসা নিয়ে যান তাহলে আরেক রকম । তাই আপনি যদি নির্দিষ্ট
করে জানতে চান তাহলে জানতে পারবেন যে কত টাকা লাগবে। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে
কাজের ভিসা নিয়ে যাবেন তাদের খরচ হবে সাধারণত ৫ থেকে ৬ লাখ টাকার মতো। আপনাদের একটা
ধারণা দিলাম। এরপরেও আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন তার কাছ থেকে যাওয়ার আগে অবশ্যই
জেনে নিবেন যে কত টাকা লাগবে।
বুলগেরিয়া কাজের বেতন কত ?
বুলগেরিয়া কাজের বেতন কত ? : যারা কাজের ভিসা নিয়ে বুলগেরিয়া যান তারা জিজ্ঞাস করেন যে
বেতন কত হবে। তাই আপনাদের জানানোর জন্য আজকে আমরা এই পোষ্টটি লেখলাম। আপনারা যারা
জানতে চান যে বুলগেরিয়া কাজের বেতন কত তারা এই খান থেকে জানতে পারবেন। আপনারা যারা
কাজের ভিসা নিয়ে বুলগেরিয়া যাবেন তাদের প্রথমত বেতন ধরা হবে ৫০০ থেকে ৬০০ ইউরো এর মতো যা
বাংলাদেশি টাকায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো। আর আপনি যদি কোন কাজের উপর দক্ষতা অর্জন
করে যান তাহলে আপনি ভালো মানের বেতন পাবেন। কাজের উপর নির্ভর করে আপনি প্রতি মাসে ১ লাখ
থেকে ১ লাখ ২০ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি ইনকাম
করতে পারবেন। তাই কাজের উপর নির্ভর করে আপনাকে বেতন দিবে।
শেষ কথা
আপনাদের সাথে বিস্তারিত ভাবে আলোচনা করলাম বুলগেরিয়া কাজের ভিসা বেতন বিষয় টি নিয়ে ।
আপনারা এই লেখার মাধ্যমে কজের ভিসা সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন আশা করি। সবাইকে
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।
- সুইডেন কাজের ভিসা বেতন ও যেতে কত টাকা লাগে ?
- সুইডেন টুরিস্ট ভিসা
- সুইডেন স্টুডেন্ট ভিসা আবেদন প্রয়োজনীয় কাগজপত্র ও স্কলারশিপ
- সুইডেন ওয়ার্ক পারমিট ভিসা বেতন ও যেতে কত টাকা লাগে ?
- সুইডেন ভিসা আবেদন ও স্থায়ী বসবাস
- সুইডেন সিজনাল জব ভিসা ও নাগরিকত্ব