দুবাই থেকে ওমান যাওয়ার উপায়: সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই লেখাটিতে । আমি অনেক গুলো
প্রশ্নের পরে এই লেখাটি লেখার জন্য উদ্বুদ্ধ হয়েছি। কারণ হিসেবে দেখা গেছে অনেকেই জানতে চেয়েছেন
যে আমি বর্তমানে দুবাইতে আছি আমি যদি এই দেশটি থেকে ওমানে যেতে চাই তবে তা যেতে পারবো
কিনা? আর সেখানে যাওয়ার জন্য সব থেকে কোন মাধ্যমটি আমার জন্য সহজ হবে। আর বৈধভাবে
সেখানে যাওয়ার কোন উপায় আছে কি না? আজকে আমি আমার এই লেখার মাধ্য এই সকল বিষয়
আপনাদের পরিস্কার করে দিব। আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই লেখাটি পড়তে থাকুন
তবেই জানতে পারবেন এই বিষয়টি।
দুবাই থেকে ওমান যাওয়ার উপায়
দুবাই থেকে ওমান যাওয়ার উপায়: সাবাধারণত দেখা যায় আপনি যদি সংযুক্ত আরবআমিরাতে কাজের
জন্য বা বসবাসের জন্য থেকে থাকেন তবে খুব সহজেই এই দেশটি হতে ওমানে ভিজিট ভিসায় যেতে
পারবেন। আর এর জন্য আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে । আর এর জন্য আপনাকে যাযা করতে হবে
তা নিম্নোক্ত বিস্তারিত তুলে ধরবো যাতে করে আপনি যাওয়ার সময় কোন ধরনের সমস্যার সন্মুখিন না হোন।
প্রথমত আপনাকে দুবাই পার্টনার ইনভেস্টর ভিসাধারী অথবা যাদের ভালো চাকুরী আছে যেমন উদাহরন
হিসেবে বলা যায় ম্যানেজার,সুপারভাইজর, একাউন্টেন্ট বা অফিসের ভালো কোন পদে চাকুরী করেন সেই
ধরনের প্রমান পত্র দেখাতে হবে। আর এই সকল প্রমান পত্র দেখাতে পারলে আপনাকে অন এরাইভাল
ভিসা প্রদান করা হবে। যা সাথে সাথে সেখানে ইমিগ্রেশন অফিসে পুরণ করে জমা দিলেই আপনাকে ৩০
দিনের ভিসা প্রদান করবেন। আর এর জন্য আপনাকে কোন আগে ই-ভিসার জন্য আবেদন করতে হবে না।
আর এই ক্ষেত্রে আপনি যদি কোন প্রাইভেট গাড়ীতে করে এই দেশটিতে বেড়াতে আসতে চান তবে তার
জন্য আপনাকে দুবাই ইমিগ্রেশন থেকে পাশ নিয়ে হাত্তা বর্ডার দিয়ে ডুকতে হবে আর তার জন্য দুবাই
ইমিগ্রেশনে ইনস্যুরেন্স ফি প্রদান করতে হবে প্রতি জন ৭০ দেরহাম করে। আর এর সাথে যোগ হবে ১৫%
ভ্যাট। এর পর গাড়ী নিয়ে ওমানের ভিতরে ডুকে ওমানের জন্য আপনাকে গাড়ীর ইনস্যুরেন্স করতে হবে।
আর এর জন্য আপনি যে কয়দিন থাকতে চান সেই কয়দিনের ইনস্যুরেন্স করলেই হবে তবে দেখা যায়
প্রতিদিন প্রায় ৪৫ দেরহাম থেকে ৫০ দেরহামের মত লাগে তবে এক সাথে বেশি দিনের করলে একটু কম
লাগে।
বাসে করে দুবাই থেকে ওমান ভ্রমণ
বাসে করে দুবাই থেকে ওমান ভ্রমণ: এছাড়াও আপনি কাগজ পত্র ঠিক থাকলে সরাসরি বাসে করে
আপনি এই দেশটিতে চলে আসতে পারবেন। আর এর জন্য আপনাকে ৫৫ দিরহাম প্রদান করতে হবে।
আর যদি আপডাউন টিকেট ক্রয় করেন তবে ৯৫ দিরহাম দিতে হবে। আর দেখা যায় দুবাই হতে দিনে
তিনবার বাস ওমানের উদ্দেশ্য ছেড়ে যায়। প্রতিদিন দুবাই আবু হেইল বাস স্টেশন হতে সকাল ৭:৩০ টা,
বিকাল ৩:৩০ ও রাত্রি ১১:০০ ঘটিকায় বাস ছেড়ে যায়। এছাড়াও এয়ারপোর্ট টার্মিনা -২ হতে সকাল ৭:৪৫ টা,
বিকাল ৩:৪৫টা ও রাত ১১.১৫ টায় এবং রাসিদিয়া বাসস্টেশন হতে সকাল ৮ টা, বিকাল ৪ ট ও রাত ১১:৪০
টায় ওমানের উদ্দেশ্য গাড়ী ছেড়ে যায়। এভাবে আপনি ইচ্ছে করলে বিমান পথ ছাড়াও প্রতিবেশি এই রাষ্ট্রটি
ভিজিট করতে পারেন খুব সহজেই।
দুবাই থেকে ওমান যাওয়ার উপায় শেষ কথা
দুবাই থেকে ওমান যাওয়ার উপায় শেষ কথ : পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত
এখানেই শেষ করতে যাচ্ছি আজকের এই দুবাই থেকে ওমান যাওয়ার উপায় লেখাটি। আশাকরি যারা সুন্দর
এই দেশটিতে বেড়াতে যাবে তাদের জন্য অনেক বেশি উপকার হবে। এছাড়াও আরো যদি কোন বিষয়ে
আপনার প্রশ্ন থাকে তবে আমাদের কাছে করতে পারেন । আমি আপনাকে উত্তর দিয়ে সে বিষয়টি পরিস্কার
করবো। এছাড়াও আমাদের ইউরোপের দেশে যাওয়ার বিষয়ে অনেক ভালোভালো লেখা আছে । আপনার
যদি ভালো লাগে সে লেখা গুলোও পড়তে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক অনেক
ধন্যবাদ।
একই বিষয়ে পড়তে পারেনঃ
ফিনল্যান্ডের মুদ্রার বা টাকার ছবি
পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি