জার্মানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা

আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জার্মানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা বিষয় টি নিয়ে।

আশা করি সকলেই ভাল আছেন। বর্তমান সময়ে অনেকেই উচ্চশিক্ষার জন্য জার্মান গিয়ে থাকেন। আজকের এই লেখা থেকে

আপনারা আরো জানতে পারবেন জার্মানিতে মাস্টার্স খরচ, জার্মানিতে মাস্টার্স স্কলার্শিপ ও জার্মানিতে বৃত্তির জন্য যোগ্যতা ।এ সকল

বিষয় নিম্নে আলোচনা করা হল।আপনারা যারা জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে জানতে চান তারা অবশ্যই আমার এই জার্মানিতে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।নিম্নে বিস্তারিত আলোচনা করা

হল।

জার্মানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা

জার্মানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা: এখনকার সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং- এরপরে উচ্চশিক্ষার জন্য অনেকেই দেশের বাইরে

গিয়ে থাকেন। যদিও আমাদের দেশে বর্তমানে বেশকিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ

রয়েছে, কিন্তু বাইরে থেকে ডিপ্লোমা করে আসা ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতা ও দক্ষতা অন্য রকমের। উন্নত দেশগুলোর প্রযুক্তি

আমাদের দেশের চেয়ে অনেক এগিয়ে, সেখানে উচ্চশিক্ষা নিয়ে আমাদের শিক্ষার্থীদের টেকনিক্যাল, কমিউনিকেশন এবং সার্বিক

দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক ভালো হয়।চাকরির ক্ষেত্রে তার সিভি দেখে আর দশ জনের চেয়ে আলদা স্থান দেয়।এসব কারণে

আজকাল অনেক তরুণ বিদেশে ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেন। কিন্ত এ ব্যাপারে সঠিক জ্ঞান না থাকায় এবং

সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেকেই সফলতা অর্জন করতে পারে না।কিন্তু বর্তমান সময়ে নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানের

জন্য একজন ভালো অভিজ্ঞ লোক খোঁজেন। যারা দক্ষতার সাথে সমস্যা সমাধান করতে পারেন। বিদেশে পড়াশোনা আপনাকে

ভাষাগত এবং সাংস্কৃতিক বাধার মধ্য দিয়ে অন্যের সাথে কাজ করতে শিখায়। ইঞ্জিনিয়ারিং- এর মত একটি উচ্চ শিক্ষা

প্রতিযোগিতামূলক এখন কার এই বাজারে আপনার স্বপ্নের চাকরি টি পাওয়ার জন্য বিদেশে উচ্চশিক্ষার অভিজ্ঞতা আপনাকে সত্যিই

অন্যদের চেয়ে অনেক এগিয়ে নিয়ে যাবে।

জার্মানিতে মাস্টার্স খরচ

জার্মানিতে মাস্টার্স খরচ: জার্মানিতে পড়াশোনা করতে কোন প্রকার টিউশন ফ্রী প্রধান করতে হয় না ।সম্পূর্ণ বিনা বেতনে

পড়াশোনার সুযোগ একমাত্র জার্মানিতেই আছে। সব ধরনের যেমন ব্যাচেলর, মাস্টার্স ,পিএইচডি।আপনার পছন্দ মত সব বিষয় এর

উপর পড়াশোনা করতে পারবেন। কিন্তু জার্মানিতে পড়তে গেলে আপনাকে ব্লক একাউন্ট দেখাতে হবে। একাউন্টে থাকতে হবে

৮০৪০ ইউরো।যা বাংলার টাকায় প্রায় ৮ লক্ষ ৪ হাজার টাকা। অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। তবে যে সকল ইউনিভার্সিটি তে উইনি-

অ্যাসিস্ট এর মাধ্যমে আবেদন করতে হয় সে ক্ষেত্রে আপনাদের ৬৮ ইউরো প্রথম ইউনিভার্সিটির জন্য তারপরে একের অধিক

ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে বাকিগুলোর জন্য ১৫ ইউরো করে প্রধান করতে হবে।

জার্মানিতে মাস্টার্স স্কলার্শিপ

জার্মানিতে মাস্টার্স স্কলারশিপ: যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩ টিই

জার্মানিতে। বাংলাদেশের জার্মান রাষ্ট্রদূত আরো বেশি বাংলাদেশের শিক্ষার্থীদের চাকরিতে নিয়োগের দিকে মনোনিবেশ করেছেন।

এসব সুবিধা ছাড়াও এই ইউরোপিয়ান দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পড়ালেখার খরচ

একদম ফ্রি। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর জন্য পাড়ি জমান জার্মানিতে। বাংলাদেশিদের জন্য

জার্মানিতে উচ্চশিক্ষার সবচেয়ে সেরা উপায় হচ্ছে বৃত্তি নিয়ে পড়তে যাওয়া।ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি এর জন্য জার্মানিতে

যথেষ্ট পরিমাণে বৃত্তির সুযোগ রয়েছে। তার মধ্যে গত এক দশক ধরে জার্মানিতে পড়তে যাওয়া বাংলাদেশীদের কাছে সবচেয়ে

জনপ্রীয় সংগঠন হচ্ছে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস বা ডাড।ডাড বৃত্তির জন্য দারুণ সুযোগ- সুবিধাসহ বৈচিত্র্যপূর্ণ বিষয়

নির্বাচনের ক্ষেত্রে থাকায় শিক্ষার্থীরা তাদের পছন্দমতো কোর্স বেছে নিতে পারে। কোর্স এর ওপর ভিত্তি করে মাস্টার্স এর মেয়াদ ১

থেকে ২ বছর ও পিএইচডি’র ৩ থেকে ৪ বছর পর্যন্ত হয়।বৃত্তির সবচেয়ে ভালো দিক টি হচ্ছে, আবেদনের জন্য এখানে কোন দেশ ও

বয়সের সীমাবদ্ধতা নেই। এই বৃত্তির আওতায় স্বাস্থ্য বীমার সাথে সাথে ব্যাচেলর কোর্সের জন্য প্রতি মাসে ৭৫০ ইউরো এবং মাস্টার্সের

জন্য ১০০০ ইউরো দিয়ে থাকে।তাই বৃত্তির অন্তর্ভুক্ত অনুদানে সব ধরণের খরচও মিটে যায়, তাই বলতে গেলে কোন ধরনের আর

বাড়তি খরচ প্রয়োজন হয় না।

জার্মানিতে বৃত্তির জন্য যোগ্যতা

জার্মানিতে বৃত্তির জন্য যোগ্যতা: স্নাতকোত্তর ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক পাস করতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ছয় বছর

একাডেমিক পিরিয়ড দেখানো যায়।ভাষাগত দক্ষতার ব্যাপারটি বাছাইকৃত কোর্সের ওপর নির্ভর করে। সাধারণ ভাবে ডাড বৃত্তির জন্য

আবেদন করার সর্বনিম্ন আইইএলটিএস এর স্কোর ৬।টোফেল এখন গ্রহণ করা হয় না। আর জার্মান ভাষার জন্য বি-১ লেভেলের

প্রশংসাপত্র দরকার। তবে জার্মান ভাষা সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয় ।জার্মানিতে পড়াশোনার পাশাপাশি চাকরি করার জন্য জার্মান

ভাষা জানা থাকলে সুবিধা হয়। মাস্টার্স এর জন্য বৃত্তির আবেদন করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,এখানে অন্যান্য প্রয়োজনীয়

অ্যাক্যাডেমিক ডকুমেন্টর পাশাপাশি অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা দেখতে হয়। জার্মানিতে বৃত্তির জন্য আবেদন সেরা

উপায় হল অনলাইনে আবেদন করা। আবেদন পত্র পাওয়া যায় ডাড এর ওয়েবসাইটে। সেখানে অনলাইনে আবেদনপত্র পূরণ

করতে হয়।এবার ইউরোপাস স্পেসিমেন ফর্ম ডাউনলোড করে তার মধ্যে শিক্ষার্থীর নিজ হাতের স্বাক্ষরসহ সিভি বানাতে হবে। তার

পর হচ্ছে মোটিভেসন লেটার যেখানে আবেদনকারীর কাজের অভিজ্ঞতা ও রেফারেন্সসূমহ উল্লেখ থাকে । এরপর যে শিক্ষাপ্রতিষ্ঠান

থেকে ব্যাচেলর সম্পন্ন হয়েছে, তাদের নিকট থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার যোগ করতে হবে ।তারপর ভাষাগত দক্ষতা

প্রমাণস্বরূপ আইইএলটিএস এর স্কোর এর সনদপত্র যোগ করতে হবে। প্রয়োজন পড়লে জার্মান ভাষার সনদপত্র যুক্ত করে দিতে

হবে।যে বিষয়টি মনে রাখা জরুরী তা হচ্ছে,উপরোক্ত ডকুমেন্টগুলো ছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় আরো কিছু তথ্য বা প্রমাণ চাইতে

পারে। তাই আবেদনের সময় সতর্কতার সাথে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদনের নিয়ম-কানন গুলো জেনে নিতে হবে।জার্মানি

বিশ্ববিদ্যালয়গুলো ব্যবহারিক জ্ঞান ও গবেষণাধর্মী কাজের জন্য ভালো জায়গা।তাই বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা নিমিষেই

জার্মানিতে বৃত্তির জন্য যোগ্যতা অর্জন করতে পারে।জার্মান ভাষায় ক্যারিয়ার গড়ার জন্য ডিইউও’র অনলাইন প্লাটফর্ম এবং ঢাকা

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে সুযোগ আছে জার্মান ভাষা শেখার। তাছাড়া ডাডের অফিশিয়াল ওয়েবসাইটি জার্মানিতে

বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য যথেষ্ট।

জার্মানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা এর শেষ উক্তি

পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে জার্মানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা লেখাটিG এটি সুন্দর

একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক লেখা।আশা করি উপরোক্ত লেখাগুলো অনেকের উপকারে আসবে।  এর পরেও যদি আপনাদের আরও

কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে সেই বিষয়টি জানিয়ে দিব।

আমরা বিদেশের ব্যাপারে সব ধরনের তথ্য দিয়ে থাকি। তাই বিদেশের ব্যাপারে যারা তথ্য জানতে চান তারা আমার এই সাইটে দেখতে

পারেন।আশা করি কাজে লাগবে। নিচে আরও কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। প্রয়োজন মনে করলে সেগুলো

পড়তে পারেন।ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই জার্মানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষা লেখা টি

প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *