আমেরিকার মুদ্রার ও রাজধানীর নাম কি

আমেরিকার মুদ্রার নাম কি- সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা

করব, যে বিষয়গুলো আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ অন্যান্য প্রয়োজনীয় সময় কাজে লাগবে। যা জানা অনেকের জন্য একান্ত অপরিহার্য। আর সে সকল বিষয়গুলো হচ্ছে আমেরিকার বিষয়ে

সাধারণ তথ্য, যেমন আমেরিকা কোন মহাদেশ অবস্থিত? সেই মহাদেশের নাম গুলো কি? মুদ্রা নাম কি ? অন্যান্য দেশের তুলনায় আমেরিকার সময়ের পার্থক্য। এছাড়াও আপনি আরো জানতে পারবেন

আমেরিকার রাজধানীর নাম কি?  আজকে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো । এরপর থেকে যেন আপনাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে না হয়, এবং কেউ যদি এই সকল বিষয় সম্পর্কে জিজ্ঞেস

করে তবে যেকোনো সময় বিষয়গুলো যেন  সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আর এই সকল বিষয়ে জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমেরিকার মুদ্রার নাম কি  পড়তে  হবে।

আমেরিকা কোন মহাদেশে আবস্থিত

কোন মহাদেশে আবস্থিত আমেরিকা – এই আলোচনার মাধ্যমে আজকে আমি জানিয়ে দিবো বিশ্বের এই শক্তিধর, ও ধনী দেশটি কোন মহাদেশে অবস্থিত। কারণ অনেক সময় আমাদের কাছে অনেকেই

জানতে চায়। তাই আজকে আমি আপনাকে জানিয়ে দিব এই দেশটি কোন মহাদেশে অবস্থিত। এই মহাদেশটি মূলত এই দেশের নামানুসারেই করা হয়েছে আর এটি হলো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম

দুই আমেরিকার মহাদেশের দেশগুলোর নাম-আমেরিকা মহাদেশটি হলো মোট ৯.৮৩৪ মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। আর এই মহাদেশকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আর তা হলো ক)

উত্তর আমেরিকা মহাদেশ। খ) দক্ষিণ আমেরিকা মহাদেশ। আর এই দুটো মহাদেশ ৩৬ টি দেশ নিয়ে গঠিত। আর সেই দেশ গুলো হলো –

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ সমূহ

এই মহাদেশে যে দেশ গুলো রয়েছে। সে গুলো হলো নিম্নরূপ-

  • আর্জেন্টিনা
  • বলিভিয়া
  • ব্রাজিল
  • চিলি
  • কলম্বিয়া
  • ইকুয়েডর
  • গায়ানা
  • প্যারাগুয়ে
  • পেরু
  • সুরিনাম
  • উরুগুয়ে
  • ভেনেজুয়েলা

উত্তর আমেরিকা মহাদেশে যে সকল দেশ রয়েছে সেগুলো হলো-

  • অ্যান্টিগুয়া ও বার্বুডা
  • বাহামাস
  • বার্বাডোজ
  • বেলিজ
  • কানাডা
  • কোস্টারিকা
  • কিউবা
  • গ্রীনল্যান্ড (ডেনমার্ক)
  • ডোমিনিকা
  • ডোমিনিকান প্রজাতন্ত্র
  • এল সালভাদর
  • গ্রেনাডা
  • গুয়েতেমালা
  • হাইতি
  • হন্ডুরাস
  • জামাইকা
  • মেক্সিকো
  • নিকারাগুয়া
  • পানামা
  • সেন্ট লুসিয়া
  • সেন্ট ভিনসেল্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • যুক্তরাষ্ট্র

আমেরিকার মুদ্রার নাম কি?

আমেরিকার মুদ্রার নাম কি
মুদ্রার নাম কি

আমেরিকার মুদ্রার নাম কি?- যারা এখনও জানেনা যে আমেরিকার মুদ্রার নাম কি? বা আমাদের কাছে ইতিপূর্বে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যই মূলত এই অংশটুকু লেখা। কারণ আমার জানা মতে বেশির

ভাগ মানুষই এই দেশটির মুদ্রার নাম জানেন। তবুও কেউ কেউ এই প্রশ্নটি করে থাকেন। তাদের উদ্দেশ্য বলা আমেরিকার মুদ্রার নাম হচ্ছে-মার্কিন ডলার। আর বর্তমানে আজকে যদি আপনি তা বাংলাদেশী

টাকায় বিনিময় করতে চান তবে সে ক্ষেত্রে দেখা যাবে ১ মার্কিন ডলারের বিনিময়ে বাংলাদেশী টাকা পাবেন-১০৪.৮৫। আর যদি ইন্ডিয়ান রুপিতে পরিবর্তন করতে চান তবে পাবেন- ১ ডলার = ৮২.২২ রুপি। এছাড়াও আপনি যদি প্রতিদিনের আপডেট তথ্য পেতে চান তবে এই লিংকে ক্লিক করুন

আমেরিকা এখন কয়টা বাজে

আমেরিকা এখন কয়টা বাজে- অনেকেই জানেনা যে আমেরিকার সাথে এসিয়া তথা বাংলাদেশ ও ভারত সহ সময়ে পার্থক্য রয়েছে অনেক। তাই আপনি যদি মনে করে থাকেন আমাদের এখানে দিন বিধায় সেখানেও দিন বিষয়টি তার সম্পূর্ণ বিপরিত। আমেরিকারসাথে অন্যান্য দেশের সময়ের যে ব্যবধান রয়েছে তা হলো

আমেরিকার সাথে অন্যান্য জায়গার সম
আমেরিকার সাথে অন্যান্য জায়গার সম

এছাড়াও আপনি যদি সবসময় আপডেট সময় দেখতে চান তহলে আপনি এই সাইট ব্রাউজ করলে লাইভ সময় দেখতে পারবেন। আর এর জন্য এখানে ক্লিক করুন।

আমেরিকার রাজধানীর নাম কি?

আমেরিকার রাজধানীর নাম কি?- অনেকেই মনে করে থাকেন নিউ নিউইয়র্ক হচ্ছে আমেরিকার রাজধাণী। কিন্তু এই বিষয়টি ভূল । আপনি জেনে অবাক হবেন যে এই দেশটির ক্যাপিটাল হচ্ছে

  ওয়াসিংটন ডি.সি। আর এই শহরটি গড়ে উঠার পিছনে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস। এই শহরটির ইংরেজী নাম হচ্ছে Washington, D.C. এটি উত্তর আমেরিকার রাজধানী শহর। এটি কোন মার্কিন

অঙ্গরাজ্যের অংশ নয়। এটি শহর ও জেলা একই ভূখন্ডে অবস্থিত ডিসট্রিক্ট অফ কলম্বিয়া নামক একটি কেন্দ্রশাসিত জেলা ও শহর যার আয়তন ১৭৯ বর্গকিলোমিটার।

যুক্তরাষ্ট্র কি আমেরিকা

যুক্তরাষ্ট্র কি আমেরিকা- আমেরিকা ও যুক্তরাষ্ট্র কে অনেকেই একই দেশ মনে করে থাকে। কিন্তু এই দুটো দেশ মূলত একটি দেশ নয় । যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত কয়েকটি দ্বীপপুঞ্জ নিয়ে

গঠিত যাকে সংক্ষেপে ইউনাইডেট স্টেট অফ আমেরিকা বলা হয়। আর দক্ষিণ আমেরিকা আবার কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত। তাই যারা এই দুটো দেশকে এতদিন একটি দেশ মনে করে আসছেন তাদের ধারণা ভুল ছিল।

উপরোক্ত বিষয়ের শেষ বক্তব্য

পরিশেষে সকলকে আমেরিকার মুদ্রার নাম কি  লেখার শেষে বিদায় জানিয়ে শেষ করতেছি  লেখাটির।  এটি অনেক গুরুত্বপূর্ণ লেখা, আশা করি এখানে আপনাদের জন্য এখানে বেশ কিছু বিষয় সম্পর্কে অবহিত করতে পেরেছি। আমেরিকা বিষয়ে আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে।

আপনি ইচ্ছে করলে সেই লেখাগুলো পড়তে পারেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আর এই  লেখাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর খারাপ লাগলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন।

নিচে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট এর লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। আপনি ইচ্ছে করলে সেগুলো পড়ে দেখতে পারেন । ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কষ্ট করে আমেরিকার মুদ্রার নাম কি  পড়ার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

আরো কিছু গুরুত্বপূর্ণ লেখাঃ

আমেরিকা ভিজিট ভিসা প্রেসিসিং ধাপ সমহ

আমেরিকা ভিজিট ভিসা প্রসেসিং

ফ্যামিলি ভিসার খরচ ইতালির

আমেরিকার ইমিগ্রেশন ভিসা

আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা

আমেরিকা ভিসা আবেদন

ইতালির ভ্রমণ ভিসার জন্য খরচ

আমেরিকা ভিজিট ভিসা পেতে কি কি কাগজ পত্র বা ডকুমেন্ট লাগে

আমেরিকা ভিসা ইন্টারভিউ

ইতালিতে বেতন কত?

আমেরিকা ভিজিট ভিসা পাওয়ার যোগ্যতা

আমেরিকা ভিজিট ভিসা প্রসেসিং

ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আপডেট

আমেরিকার ইমিগ্রেশন ভিসা

আমেরিকা ভিসা কিভাবে করতে হয়

আমেরিকা অনলািইনে ভিসা আবেদন

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *