খারাপ মানুষ নিয়ে উক্তিতে বলা হয়েছে বর্তমান সময়ে সমাজে বেশির ভাগ মানুষ স্বার্থপর এবং খারাপ। আমাদের চার-
পাশে খারাপ মানুষের অভাব নেই। আমাদের চতুর্দিকে শুধু খারাপ মানুষের বসবাস। আর সেই সকল মানুষকে যদি আমরা
চিনতে না পারি, এবং তাদের সাথে কিভাবে চলতে হবে সে বিষয়গুলো জানতে না পারি তাহলে প্রতিনিয়তই হতে
পারি সমস্যার সম্মুখীন। আর তাই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরবো খারাপ মানুষ কাকে বলে? খারাপ-
মানুষ-চেনার-উপায়। খারাপ মানুষ সম্পর্কে বিভিন্ন উক্তি। আর এই সকল উক্তি গুলোর মাধ্যমে আপনি একজন খারাপ
মানুষ কে নির্ণয় করতে পারবেন। একই সাথে তার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন । আশা করি প্রথম থেকে শেষ
পর্যন্ত খারাপ মানুষ নিয়ে উক্তি লেখাটি পড়লে ভাল লাগবে।
খারাপ মানুষ কাকে বলে?
খারাপ মানুষ কাকে বলে এটি বলা মুশকিল তবে একটি খারাপ মানুষে কাকে বলে এর সঠিক সংজ্ঞা না থাকলেও আমরা
খুব সহজেই খারপ মানুষ কে তা উল্লেখ করতে পারি। যদি কোন সময় একটি মানুষের মধ্যে তার আচার এবং আচরণে যখন
খারাপ কিছু লক্ষ্য করা যায় তখন ঐ মানুষকে আমরা খারাপ বলতে পারি । অর্থৎ যখন তার মধ্যে কিছু নেগেটিভ বৈশিষ্ট্য
লক্ষ্য করা যায় যেমন যদি কোন মানুষ মানুষের উপকার না করে বরং মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন আমরা সেই
মানুষটিকে খারাপ মানুষ বলতে পারি। সহজভাবে বলতে গেলে যে মানুষটি দাঁড়া মানুষ এবং প্রাণীকুলের কোন উপকার না
হয়ে বরং ক্ষতি হয় তাকে তখন খারাপ মানুষ বলা হয়।
খারাপ মানুষ চেনার উপায় কি?
একজন লোক দেখলেই তাকে আমরা খারাপ মানুষ বলতে পারিনা। খারাপ মানুষ বলার জন্য তার মধ্যে কিছু খারাপ বৈশিষ্ট্য
থাকতে হবে। আর যদি সেই সকল বৈশিষ্ট্য তার মধ্যে পরিলক্ষিত হয় অথবা সেই সকল বৈশিষ্ট্য এর কিছু অংশ পরিলক্ষিত
হয় তবে তাকে আমরা খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করতে পারি। আর সে সকল বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে ।
- যে মানুষ কখনো নিজের পরাজয় স্বীকার করতে চায় না।
- যদি কোন মানুষ অহংকার করে কথা বলে।
- কোন মানুষ যদি নিজের বুদ্ধিকে সবসময় বড় মনে করে।
- যে সবসময় এবং সমস্ত বিষয়ে নিজের পারদর্শিতা দেখায়।
- সবসময় নিজের শক্তি ও ক্ষমতা সবার সমনে দেখানোর চেষ্টা করে।
- এরা সাধারণত সবাইকে সন্দেহ করে।
- যে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে।
- যে অন্যের প্রতি সম্মান দেখানো কেউ দুর্বলতা মনে করে ।
- যদি কোন ব্যক্তি কথায় কথায় অন্যকে তিরস্কার করে।
- মানুষের পিছনে বা আড়ালে অপর ব্যক্তির নামে বাজে কথা বলে।
- সবসময় মানুষকে তার দুর্বল জায়গায় আঘাত করে ।
- যারা সাধারণত নিজের স্বার্থ আগে দেখে।
- অন্যের যেকোন প্রতিভা কে ছোট করে দেখা।
- মানুষকে ধোকা দেওয়ার প্রবণতা বা চেষ্টা করে।
- অশ্লীল বাক্য কথা বলে এবং গালিগালাজ করে।
- সব সময় মিথ্যা কথা বলে।
উপরোক্ত বৈশিষ্ট্য গুলো পুরোটা বা অংশিক যদি একজন মানুষের মধ্যে পরিলক্ষিত হয় তবে তাকে আমরা খারাপ মানুষ
বলতে পারি। যদি এই সকল লক্ষণ দেখা না যায় তবে তাকে আমরা খারাপ মানুষ বলতে পারি না।
ব্যক্তিত্বহীন মানুষ নিয়ে উক্তি
আমাদের চারপাশে অনেক পরিচিত লোক আছে। যাদের আসলে কোন ব্যক্তিত্ব নেই। যার জন্য এই সকল ব্যক্তিত্বহীন
মানুষ নিয়ে চলতে গেলে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। আর এদেরকে বিভিন্নভাবে উক্তির মাধ্যমে বোঝাতে
গেলে সুন্দর সুন্দর উক্তির প্রয়োজন । আর এখানে আমরা তাই সাজিয়েছি ব্যক্তিত্বহীন মানুষ নিয়ে উক্তি যেগুলোর শেয়ার
করলে আপনি তাদেরকে সচেতন করতে পারবেন।
- যার ব্যক্তিত্ব নাই তার সন্মান বলতে কিছুই নাই।
- ব্যক্তিত্বহীন মানুষ আর বনের পশুর সাথে খুব একটা পার্থক্য নাই।
- প্রতিটি মানুষের ব্যক্তিত্ব এই গুণটি অর্জন করতে হয়। জন্ম গ্রহণ করেই এই গুনের অধীকারি হওয়া যায় না।
- প্রতিটি ব্যক্তিত্বহীন এরা মানুষ হলেও এদেরকে মানুষ বলা যায় না।
- হিংস্র বাঘকে পোষ মানালে তাকে অনেক সময় বিশ্বাস করা যায় কিন্তু ব্যক্তিত্বহীন মানুষকে করা যায় না।
অকৃতজ্ঞ মানুষ নিয়ে উক্তি
খুব কম সংখ্যক মানুষ আছে যারা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। কারণ আমরা স্বভাবত ভাবেই মনে হয় অকৃতজ্ঞ।
কৃতজ্ঞতা স্বীকার করতে চাওয়াটা আমরা মনে হয় লজ্জা মনে করি। আর তাই এখানে আমরা বেশ কিছু অকৃতজ্ঞ নিয়ে
উক্তি দিয়েছি যেগুলো আপনি শেয়ার করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনার অকৃতজ্ঞ বন্ধুদের সাথে।
- এরা এমন প্রকৃতির মানুষ এদের যতই উপকার করুন তারা তা অস্বীকার করবে।
- প্রতিটা মানুষ চায় তার উপকারের প্রতিদান পেতে আর অকৃতজ্ঞ মানুষ তা দিতে জানে না।
- যদি ভূল করেও এই প্রকৃৃতির মানুষকে উপকার করেন তবে তার প্রতিদান চাবেন না।
- অকৃতজ্ঞ মানুষ গুলো সমাজের কাছে সবসময় ঘৃণার পাত্র হয়ে থাকে।
- জীবনে যদি বড় হতে চাও তাহলে অকৃতজ্ঞ হওয়া থেকে নিজেকে পরিহার কর।
মানুষ চেনা নিয়ে উক্তি
সবকিছুই তাঁর নিজস্ব বৈশিষ্ট্য দেখে চেনা যায়। কিন্তু ভালো মানুষ চেনা বড়ই কঠিন। কারণ সমাজে অনেক মানুষ আছে
কিন্তু এর মধ্যে থেকে ভালো মানুষকে চিহ্নিত করতে পারাটা অনেক কঠিন কাজ । তাই মানুষ চেনা নিয়ে উক্তি, যে গুলো
পড়লে মানুষ চিনতে আপনার সহজ হবে, এবং আপনি মানুষ সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন।
- যে হেতু মানুষ চেনার কোন যন্ত্র নাই তাই খুব সাবধানতার সহিত মানুষের সাথে চলতে হবে।
- যখনই দেখবেন একজন মানুষ তার সুখ শান্তিকেই বড় করে দেখছে তখন বুঝতে হবে সেই প্রকৃত খারাপ মানুষ।
- কাউকে ভাল মন্দ একদিনের মাথায় বিচার করার চেষ্টা করবেন না। তার সাথে মিশুন কথা বলুল তার পর তার সম্পর্কে মতামত দেন।
- প্রতিটা মানুষের মাঝে কিছু ভাল গুন কিছু খারাপ গুন দেখতে পাবেন । যদি ভালো গুনের সংখ্যা বেশি হয় তবে বুঝতে হবে লোকটি ভালো। আর যদি খারাপ গুনের সংখ্যা বেশি দেখতে পান তবে বুঝতে হবে লোকটি খারাপ।
- বিশ্বাস ভাঙ্গা খুবই সহজ কিন্তু সেই বিশ্বাস অর্জন করা অনেক বেশি কঠিন।
খারাপ মানুষ নিয়ে উক্তি এর শেষ কথা
আশা করি উপরোক্ত খারাপ মানুষ নিয়ে উক্তি লেখাটি আপনাদের অনেক কাজে লেগেছে। আমরা সবসময় চেষ্টা করব
খারাপ মানুষ থেকে দূরে থাকতে। কারণ আপনার একটু ভুলের জন্যই ঘটে যেতে পারে অনেক বড় ধরনের দুর্ঘটনা । আসুন
আমরা খারাপ মানুষ থেকে সচেতন হই এবং একটু চেষ্টা করি তাদেরকেওে খারপ মানুষ থেকে ভালো মানুষে পরিবর্তন
করার জন্য। যেন তারাও আমাদের সাথে সাধারণ জীবনে ফিরে আসতে পারে।বিষয়টি পড়ে আপনাদের কেমন লেগেছে?
অবশ্যই আমাকে জানাবেন। আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ কষ্ট করে প্রথম থেকে শেষ
পর্যন্ত খারাপ মানুষ নিয়ে উক্তি লেখাটি পড়ার জন্য।
আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :
১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি
No Responses