24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » মনের মত বাছাই করা বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

Gradings

মনের মত বাছাই করা বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

24 Favor September 23, 2024

বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস : পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে বাবা-মা। যার বাবা মা নেই সেই জানে বাবা মা

না থাকার কত যন্ত্রনা। যদি পৃথিবীতে আপনাকে কেউ ভালোবেসে থাকে নিঃস্বার্থভাবে তবে সেটা হচ্ছে আপনার বাবা-মা।

অনেকেই  এ কথাটি বাবা-মা থাকতে বুঝতে পারি না । কিন্তু বাবা-মা যখন পৃথিবী থেকে চলে যায় তখনই কেবল বুঝতে পারি

বাবা-মার গুরুত্ব টুকু। আর তাই যাদের বাবা-মা এখনো বেঁচে আছে তাদেরকে অনুরোধ করছি, বাবা মার প্রতি সদয় হোন।

বাবা মাকে ভালোবাসতে হবে এবয় তাদের যত্ন নিতে হবে। তাদের থেকে আশীর্বাদ নিয়ে জীবন চালাতে হবে। মনের ভুলেও

এমন কোন কাজ করা যাবেনা যাতে করে বাবা মা অসন্তুষ্ট হয়। আর যারা বাবা-মাকে ভালোবাসেন তাদের প্রতি রইলো

আমার সালাম । অনেকেেই বাবা মাকে ভালবেসে তাদেরকে উইশ করার জন্য বিভিন্ন সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে।

তাদের উদ্দেশ্যে আজকে এখানে কিছু ফেসবুক স্ট্যাটাস দিলাম যেগুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার

ফেসবুকে। একই সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে। আপনাকে দেখে যেন অন্যরাও বাবা মাকে সম্মান করতে শিখো

ভালবাসতে শিখে।

মাকে নিয়ে সেরা ফেসবুক স্ট্যাটাস

বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

একটি বাচ্চার জন্য মা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। অনেক সময় বাবা না থাকলেও মা তার সন্তানকে খুব সহজেই আগলে রাখতে

পারে। আর তাই একটি সন্তানের সাথে মায়ের সম্পর্ক থাকে নাড়ীর। মা যেমন সন্তানকে অনেক বেশি ভালোবাসে তেমনি

সন্তানও মাকে অনেক বেশি ভালোবাসে। আর তাই আমরা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য দিয়ে থাকে বিভিন্ন

ফেসবুকে স্ট্যাটাস। আপনি যদি ঠিক সেইরকম স্ট্যাটাস খোঁজ করে থাকেন, তবে ঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা

কিছু সেরা ফেসবুক স্ট্যাটাস দিব, যেগুলো শেয়ার করতে পারবেন আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

১। পৃথিবীতে আপনি যত বড় মানুষ হন না কেন। আপনার সবচেয়ে বড় পাওয়া জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। আর সেই মাকে সবসময় ভালোবাসুন যেন সে কষ্ট্য না পায়।

২। যদি কোন মাকে  তার সন্তান বৃদ্ধাশ্রমে পঠায়, তবে মায়ের চেয়ে সন্তানই হতভাগ্য কারণ নিজের জান্নাতকে সে দূরে ঠেলে দিল।

৩। যখন কোন সন্তান মায়ের সাথে, নিজের জীবনে ঘটে যাওয়া সকল বিষয় শেয়ার করে। তাহলে সেই সন্তান কখনো পথভ্রষ্ট হয় না।

৪. জগতের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল।

৫. কখনো যদি মনে করো জীবনে অনেক বড় হতে চাও। তবে মা বাবার দোয়া সবার আগে নাও। কারণ মা – বাবার দোয়া ছাড়া জীবনে বড় হওয়া যায় না।

৬. আমি যদিও গরীব তবুও আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী করান আমার ঘরে সবচেয়ে দামি সম্পদ আমার মা আছে।

৭. মা কথাটি কতই না মধূর । একবার ডাকলেই মনে শান্তি চলে আসে।

৮.  মা তুমি নেই তাই আজ আমি বড় একা । তুমার মত কেউ আর ভালবাসে না।

বাবা কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

সন্তানের জন্য বাবা নির্ভরযোগ্য আশ্রয়স্থল। সন্তানের সকল প্রয়োজনীয় বাবা তার সর্বস্ব দিয়ে পূরণের জন্য সচেষ্ট থাকে।

সন্তানের সকল ব্যয় বাবা হাসিমুখে গ্রহণ করেন। তাই সংসারে বাবার দায়িত্ব এবং ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাবার জন্মদিন

সহ তাকে বিভিন্নভাবে উইশ করার জন্য আমরা স্ট্যাটাস দিয়ে থাকি। তেমনই কিছু নতুন বাছাই করা স্ট্যাটাস এখানে দেয়া

হলো ।

১. জীবনে এই একটা মানুষ দেখলাম , যে নিজের চাহিদা পূরণ না করে সন্তানের চাহিদা পূরণ করে থাকে।

২. পেটে ক্ষুদা থাকার পরেও , সন্তানের মুখে খাবার তুলে দিয়ে যে বলে আমার ক্ষুদা নােই সেই হলো বাবা।

৩. জীবনের প্রতিটা স্তরে যার সহযোগীতা কামনা বা পাওয়া যায় সেই হলে আমাদের প্রিয় বাবা।

৪. জীবনে যদি কাওকে ভালমানুষ হিসেবে দেখি সে হলো আমার বাবা।

৫. যদি পাড়তাম তবে পৃথিবীর সবাইকে জানিয়ে দিতাম আমার বাবার কারো সাথে তুলনা হয় না।

মা বাবাকে নিয়ে কিছু কথা/MA baba niye kichu kotha

বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

এদের কে নিয়ে হাজারো কথা বল্লেও তাদের ভুমিক বলে শেষ করার যাবেনা। তবুও তাদের নিয়ে কিছু কথা না বল্লেই নয়।

আর এই সব কথা খুবই সাধারণ কথা। যে কথা গুলো আপনি খুব সহজেই সবার সাথে শেয়ার করতে পারবেন। তাই নিচে

কিছু বাছাই করা মা- বাবাকে নিয়ে কিছু কথা দেয়া হলো।

মা- বাবা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। আর এটা বুঝার মত মন থাকতে হয়। তা নাহলে বুঝা যায় না।

যদি কাওকে জীবনে আপন ভাবতে পারো সে হলো তুমার বাবা-মা।

হাজার টা নয় লক্ষ্য কোটি লিখলেও মা-বাবার অবদান লেখা শেষ হবে না।

সবচেয়ে দুঃখের কথা হলো মা-বাবা থাকতে আমরা মা -বাবার কদর করি না। আর যখন মরে যায় তখন হারিয়ে কাঁদতে থাকি। 

মা বাবার বয়স বড়লে তাদের কে আমরা আর ভাল চেখে দেখি না । কিন্তু এটা আমাদের কখনো অনূভব হয় না । আমরাও একদিন এই রূপ হবো।

হিসাব খুব সহজ , আজ আপনি আপনার বাবা-মার সাথে যেই রূপ ব্যাবহার করবেন ।তাই আপনার জন্য অপেক্ষা করছে।

যাদের ভালবাসা জীবনে কমে না । আর সেই মহান ব্যাক্তিগুলো হলো বাবা -মা।

মা-বাবা ক্যাপশন/ma baba caption

পৃথিবীতে মা-বাবাকে ভালবাসার বিকল্পনাই। তাদের ভালনাবাসার নেই কোন অপশন। তাদের জন্য থাকবে শুধু ভালবাসার

ক্যাপশণ। ঠিক তাই মা-বাবাকে ভালবেসে যারা ক্যাপশন ফেসবুকে দিতেচান তাদের জন্য এখানে দেওয়া হলো কিছু

ক্যাপশন। যে গুলো আপনার খুব ভাললাগবে।

১.আমাদের প্রতিটা ইচ্ছাই পূরণ করেছেন। কিন্তু আজ তাদের সমান্য একটু চাহিদাও পূরণ করতে আমাদের এত কষ্ট হয় কেন?

২.এমন ভাবে আপনি আপনাকে উপস্থাপন করুন। যেন সবাই আপনার বাবা-মাকে, আপনার ব্যবহার দেখে সন্মান করে।

৩. একবার ভাবুনতো, কাদের আপনি কষ্ট্য দিচ্ছেন? যারা কিনা জীবনের প্রতিটা দিন আপনার ভালর জন্য চেষ্টা করেছেন।

৪. জীবনে যদি অফুরন্ত ভান্ডার দেখতে চান সেটা হলো বাবা-মায়ের ভালবাসা। যা কখনো শেষ হয় না। 

৫. যতই চেষ্টা করুন নিজের দুঃখকে লুকিয়ে রাখতে পারবেন না । মা- বাবা ঠিকেই বুঝে নিবে আপনার মনের দুঃখ ।

৬.  মা-বাবা হলো এমন এক আপন জন যারা আপনার দুঃখেও কাছে থাকে । আপনার সুখেও আপনার কাছে থাকে।

৭. যাদের  প্রতিটা বাক্যই আমাদের শুনা উচিৎ তারা হলেন আমাদের বাবা-মা।

৮. কোন প্রকার লোভ লালসা ছাড়া মা-বাবার মত আর কউ পৃথিবীতে আপনাকে ভালবাসবে না। প্রমান করতে চাইলে ঘুরে দেখে আসতে পারেন।

৯. সন্তানের জন্য যারা হাসি মুখে জীবন বিপন্ন করে দিতে পারে তারাই হলো পিতা মাতা।

১০. জীবনে শুধু একবারই পিতা মাতা পাবেন। তাই দেরী না করে তাদের সেবা করুন।

মা-বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলা/ma baba k niye status Bangla

অনেকেই মা-বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলায় খোঁজ করে থাকেন তাদের জন্য এখানে প্রদান করা হলো কিছু স্ট্যাটাস বাংলায়

যে গুলো আশাকরি আপনার খুবই ভাললাগবে। তাই আর কথা নাবাড়িয়ে চলুন দেখে নেয়া যাক মজাদার সেই

স্ট্যাটাসগুলো।

১ৃ. কোন সন্তান যদি তার পিতা মাতার অশ্রয়ে থাকে তবে সকল শক্তি দিয়ে পিতা মাতা তার সন্তানকে আগলে রাখে । কোন প্রকারের ক্ষতির সন্মুখিন হতে দেয় না।

২.আপনি যদি আপনার পিতা মাতাকে জীবনের বড় সম্পদ মনে করেন। তবে দেখবেন আপনার জীবনে সম্পদের অভাব হবে না।

৪.দুঃথ আপনার কাছেও আসতে পারবেনা । যদি আপনি আপনার পিতা মাতাকে সন্মান করেন।

৫. কি করে ভাবলেন বাবা-মার মন জয় না করে, সারা বিশ্ব জয় করবেন। আর তাই প্রথমে বাবা মার মন জয় করুন । তবেই আপনার দ্বারা বিশ্ব জয় হবে।

৬. ছেলে মেয়ের চাওয়া যতই বড় হোক। বাবা মা সবসময়  সাধ্যমত চষ্টা  করে সেটা পুরণ করার জন্য।

৭. একটি পরিবারের জন্য বাবা-মা হলো বৃক্ষের মতো । এরা যতদিন বাঁচে সন্তানকে ছায়া দিয়ে যায়।

৮ আমাদের মা-বাবার অন্তর থেকে যে দোয়া দেয় , সে গুলো জীবনের প্রতিটা স্তরে আমাদের রক্ষা করতে সাহায্য করে।

৯. যদি কোন ঘরে বাবা মাকে অ-সন্মান করা হয় , তবে সেই ঘরে সুখ শান্তি থাকতে পারে না।

১০. সেই লোক সবচেয়ে ভাগ্যবান । যারা মায়ের ভালবাসা ও বাবার ছায়া নিয়ে বড় হয়েছে।

হারানো মাকে নিয়ে উক্তি/ মা হারানো উক্তি

এই ধরনীতে অনেকেরই মা নেই, তাই আজ তারা মা হারানোর ব্যথায় হাহাকার করে হৃদয়। আর যাদের মা নেই তারাই শুধু

বুঝে মা হারানোর ব্যথা। তাই আপনার মনের ব্যাথা গুলো একটু লাগবের জন্য আপনি এখান থেকে উক্তি গুলো নিয়ে শেয়ার

করতে পারেন আপনার ফেসবুকে। আর সবাইকে জানিয়ে দিতে পারেন আপনার মায়ের প্রতি আপনার ভালবাসা।

১. মা আজোও তুমাকে ঘুমের মাঝে ডেকে উঠি । ভাবতেই পারিনা তুমি আজ আর আমাদের মাঝে নেই।

২. হাজারো কষ্ট্য পেয়েছো কিন্তু বুঝতে দাওনি । আজ বুঝি তুমার পাওয়া সেই কষ্ট্য গুলো যা তুমি লুকিয়ে রেখেছো।

৩. কতদিন হয় মা তুমার মুখ দেখি না। জানি আজ আর আমার সেই ইচ্ছে গুলো পুরণ হবে না।

৪. হারানো দিন গুলো যদি আবার ফিরে পেতাম তবে তোমার প্রতিটা কথার বাস্তবায়ন আমি করতাম।

শেষ কথাটিও অনেক মজার

আশা করি উপরোক্ত বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস লেখাটি ভালো লেগেছে, এবং লেখাগুলো পড়ে বাবা-মার প্রতি

আপনার দায়িত্ব অনেক বেড়েছে। যদি আপনার মনে অনুভব হয়ে থাকে যে আপনার দায়িত্ব বাবা-মাকে ভালবাসা, তবেই

আমাদের লেখা সার্থক। তাই আসুন আমরা প্রত্যেকে বাবার প্রতি যত্নশীল হই, তাদের আরও বেশি করে ভালোবাসি ।

তাদেরকে সুখে রাখার চেষ্টা করি । তারা তাদের যৌবনকালের আমাদের জন্য যে কষ্ট ভোগ করেছে, একটু হলেও চেষ্টা করি

তার প্রতিদান দেওয়ার। যদিও সেটা সম্ভব না, তবুও যেন তারা হাসিখুশি থাকে এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আর

আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার বাবা মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।

আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :

১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি

২. মা নিয়ে কিছু কথা ছন্দ, উক্তি ও মেসেজ

৩. কিছু কথার পিঠে কথা গান

৪. বাপের বেটা কবিতা 

৫.নীরবতা নিয়ে উক্তি, কবিতা

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

নীরবতা নিয়ে উক্তি , কবিতা – nirobota niye ukti
নীরবতা নিয়ে উক্তি: নীরবতা থাকাটা হল একটি উন্নত চরিত্রের বৈশিষ্ট্য। …

নীরবতা নিয়ে উক্তি , কবিতা – nirobota niye ukti

টাকা নিয়ে উক্তি ও কাকে বলে?
টাকা নিয়ে উক্তি এই আলোচনাটি  সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি …

টাকা নিয়ে উক্তি ও কাকে বলে?

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: ছেলেদের ও মেয়েদের নিয়ে ভালোবাসার কষ্টের ছন্দ মালা ও sms
    September 20, 2022

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh