24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » গুগল অফিস, কাজ, আয়, মালিক,গুগলের প্রডাক্ট, গুগলপ্লেক্স, গুগলের সব A to Z

Tips & Tricks

গুগল অফিস, কাজ, আয়, মালিক,গুগলের প্রডাক্ট, গুগলপ্লেক্স, গুগলের সব A to Z

24 Favor September 23, 2024

আমরা যারাই ইন্টারনেট সাথে জড়িত আছি গুগল (know-about-google) মামাকে জানেনা, এমন কোন মানুষ নাই বললেই

চলে। তো সেই গুগলের রয়ে গেছে অনেক জানা-অজানা তথ্য আসুন আমরা এই লেখার মধ্য দিয়েই গুগলের সেই

বিষয়গুলোকে বিস্তারিত বর্ণনা করব । যা জানলে আপনার জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে। সেই জানা তথ্য ব্যবহার করতে

পারবেন অনেক জায়গায়।  গুগোল আমরা ব্যবহার করি কিন্তু এ সম্পর্কে আমরা বিস্তারিত কিছুই জানিনা তো চলুন আমার

এই লেখার মাধ্যমে গুগলকে বিস্তারিত জেনে নেই।

গুগল কী – Google

গুগোল হল মূলত একটি সার্চ ইঞ্জিন। এটা কোন ব্যক্তি বা বস্তু নয়।  এটা যুক্তরাষ্ট্রের বহুজাতিক ইন্টারনেট সফটওয়্যার সেবা

প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিদিন সারা পৃথিবীর মানুষ ইন্টারনেটে তথ্য সংগ্রহের জন্য যে মাধ্যম ব্যবহার করে তাদের মধ্যে

গুগলই প্রথম। গুগল আরো কিছু সফটওয়্যার সেবা প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউটিওব,গুগল ম্যাপ,

গুগল অ্যাপ, গুগল মেইল ইত্যাদি।

গুগোলের মালিক কে- Who owns Google?

গুগল যেহেতু একটি কম্পানি তাহলে অশ্যই এর মালিক রয়েছে । আসুন এখান থেকে আসলে গুগলের মালিক কে তা

জানবো। ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন গুগলের প্রথম কাজ শুরু করেন

প্রকল্পে হিসেবে । পরবর্তীতে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর দুজনে মিলে গুগলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে

গুগোল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০৪ সালে১৯ আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয় । বর্তমানে

একটি বহুজাতিক কোম্পানির সাথে পরিচিত।

গুগলের(know-about-google) উদ্দেশ্য-The purpose of Google

প্রতিটা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে তাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে । তেমনি গুগলেরও লক্ষ্য

এবং উদ্দেশ্য আছে।  যে উদ্দেশ্যে গুগল গড়ে  উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলে  ভাল মানের সেবা প্রদানের করে

ব্যবহার কারীর সংখ্যা বৃদ্ধি করা এবং অধিক ব্যবহার করীর সামনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে অধিক হারে মুনাফা অর্জন

করা।

গুগলের কি কি প্রডাক্ট রয়েছে- How many Product Google have?

গুগোল বেশ কিছু প্রোডাক্ট বা বিষয় নিয়ে ব্যবসা করে থাকে । তার মধ্যে রয়েছে

১.অ্যান্ড্রয়েড।

২. বিজনেস মেসেজ।

৩.ক্রোম এন্টারপ্রাইজ।

৪.ক্রোম রিমোট ডেক্সটপ ।

৫.ডাটা স্টডিও ।

৬. গুগল অ্যাসিস্ট্যান্ট।

৭. গুগল ক্লাউড ।

৮. গুগল ডিজিটাল গ্রেস।

৯. গুগোল ডোমেইন ।

১০. গুগোল ম্যানুফ্যাকচার সেন্টার ।

১১. গুগল ম্যাপস প্লাটফর্ম।

১২. গুগোল মার্কেটিং প্ল্যাটফর্ম।

১৩. গুগল মেট।

১৪. গুগল মার্কেট সেন্টার।

১৫. গুগল মাই বিজনেস।

১৬. গুগল প্রোডাক্ট ম্যানেজার ।

১৭. গুগোল ট্রেন্ডস।

১৮. গুগল ওয়েব ডিজাইনার ।

১৯. অপটিমাইজ।

২০. পিক্সেল ফর  বিজনেস।

২১. ওয়াজ লোকাল।

২২. ট্যাগ ম্যানেজার।

গুগলের গোপনীয়তা বা শর্তাবলী-Google’s privacy or terms

প্রতিটা প্রতিষ্ঠানের রয়েছে কিছু গোপনীয়তা এবং  শর্তাবলী। কারণ  এখানে মানুষ প্রতিদিন হাজার  কোটি প্রাইভেট তথ্য

আদান প্রদান করবে । যদি কোন প্রকার গোপনীয়তা না থাকে তাহলে সবাই সবার তথ্য দেখে ফেলবে বা চুরি করে নিবে আর

তার জন্যই গুগল জুড়েদিয়েছে বেশ কিছু শর্ত এবং তারা নিজেরাও পালন করে বেশ কিছু গোপনীয়তা। তেমনি গুগলেরও

বেশ কিছু  গোপনীয়তা বা শর্তাবলী রয়েছে। আর আপনি যদি সেই  গোপনীয়তা বা শর্তাবলী বিস্তারিত জানতে চান তাহলে

দয়াকরে নিচের লিংক অনুসরন করতে পারেন। আপনি বিস্তারিত পেয়ে যাবেন।

(গুগলের গোপনীয়তা বা শর্তাবলী জন্য )

গুগোলের কাজ- Google Activities

আমরা অনেকেই জানি না গুগলের আসলে কাজ কি? কি ভাবে গুগোল কাজ করে?  তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই ।

গুগল মূলত একটি সার্চ ইঞ্জিন নেট দুনিয়ার সকল তথ্য থেকে আমরা যে তথ্যটি পেতে চাই বা আমারেদ যে তথ্যর দরকার

সেটা লিখে, মুখে বলে ছবির মাধ্যমে  সার্চ দেয়ার সাথে সাথে সে নেট  দুনিয়ার তথ্য গেটে আমাদের চাহিদা মত তথ্য  খুব

দ্রুততার সহিত আপনার আমার সামনে উপস্থাপনই হলো গুগোল এর কাজ।

গুগোলের আয়ের উৎস- Google Income source

গুগলের আয় কিভাবে করে? এ নিয়ে অনেকেরই কৌতহলের সীমানাই।  তথ্য সংগ্রহ করে দিয়ে গুগলের লাভ কি?  আর

যারা এধরনের প্রশ্ন করে থাকেন   তাদের উদ্দেশ্যে বলছি ।  গুগোল একটি বহুজাতিক কোম্পানি গুগলের আনেক আয় ।

গুগল মূলত তাদের  সাইডের প্রদর্শিত বিজ্ঞাপন থেকে  আয়ের বড় অংশ আসে এছাড়াও বিভিন্ন সফটওয়্যার ইমেইল সেবা

প্রদানের মাধ্যমে গুগল আয় করে থাকে।

গুগলের হেডকোয়ার্টার কোথায়- Google Office’s

গুগোল একটি বহুজাতিক কোম্পানি । গুগলের প্রধান কার্যালয় ক্যালিফর্নিয়া মাউন্টেইন শহরে অবস্থিত। এছাড়াও গুগলের

আরো অনেক অফিস রয়েছে যা বিভিন্ন দেশে অবস্থিত। এদের মধ্যে প্রধান প্রধান  অফিস সমূহ হচ্ছে  ইউরোপের ডাবলিন,

আয়ারল্যান্ড, লন্ডন, ইউকে, প্যারিস, ফ্রান্স, আলমিরা, শিকাগো শহরে সহ আরো অনেক দেশেই গুগলের অফিস রয়েছে।

গুগোল প্লেক্স( Google Plex)/হেড অফিস- Google Head Office

আমরা জানি গুগলের প্রধান কার্যালয় অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার  1600 Amphi theater parkway in mountain

view santa clara country অবস্থিত ।    মোট ৪৭০৩৮ স্কয়ার মিটার স্থান নিয়ে ২৬ একর জমির  উপর অবস্থিত এই গুগোল

প্লেক্সটি। কি নেই এই অফিসে এখানে আছে – সুইমিং পুল, খেলার মাঠ. রয়েছে হোম থিয়েটার, শুট পুল খেলার ব্যবস্থা

রয়েছে, রয়েছে সংগীত গাওয়া বা চর্চা করার ব্যবস্থা, আছে পালিত কুকুর নিয়ে ঢোকার ব্যবস্থা,  আছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন

ব্যাবস্থা, আছে বাচ্চাদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা ,রয়েছে খাবারের ব্যবস্থা সহ এখানে আরো অনেক সুযোগ সুবিধা রছে।

(আরো বিস্তারিত দেখতে চেইলে)

গুগোল (know-about-google) নামের অর্থ- Meaning of Google

আপনি প্রতিদিন গুগল ব্যবহার করবেন আর এ নামের অর্থ জানবেন না তা কি করে হয়। আসুন আমরা নিজেদের জানা

জ্ঞান বৃদ্ধির জন্য গুগলের নামের অর্থ জেনে নেই । গুগল শব্দটি মূলত একজন অংক  লেখকের এর বই থেকে নেওয়া ।

গুগল মানে হলো  a term for the number one followed by 100 zeros.

গুগোলের (know-about-google) ব্যবহার-Use of Google

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে তারা গুগলের ব্যবহার জানি এটা বললে ভুল হবে।  আমরা যদি নেট দুনিয়া হতে কোন

তথ্য সহজে পেতে চাই, তাহলে সবার আগে আমাদের দ্বারস্থ হতে হয় গুগল মামার কাছে । কারন গুগল মামায় ভালো

জানে কোথায় আমাদের চাহিদামত তথ্য আছে। আর তাই যে কোন একটি ব্রাউজারের মাধ্যমে গুগোল সাইটে যেতে হয়

এবং তখন গুগোল পেজ খুলে, তখন আমরা আমাদের চাহিদামত তথ্য পাওয়ার জন্য নাম দিয়ে গুগলে সার্চ দিলে সেই তথ্য

কয়েক মহুর্তের মধ্যেই আমাদের চোখের সামনে এনে হাজির করে ।  আর আমরা এই নেট দুনিয়ার তথ্য ভান্ডার থেকে তথ্য

সংগ্রহ করার কাজে গুগলকে ব্যবহার করে থাকি।

গুগোল অ্যাপ( Google App)

গুগোল অ্যাপস হল মূলত গুগোল কোম্পানি দ্বারা পরিচালিত এক ধরনের  সফটওয়্যার। যেটা দিয়ে যে কেউ সহজেই

গুগলের যে কোন ওয়েবসাইটে ব্রাউজ করা এছাড়াও গুগল দ্বারা পরিচালিত যেকোন কাজ সহজে করা যাবে । এটা

সাধারণত মোবাইলের জন্য বেশি জনপ্রিয়।  যে কোন  অ্যান্ড্রয়েড ফোন , ট্যাবে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আজকাল

গুগল অ্যাপস কাজের সুবিধার জন্য খুবই জনপ্রিয়তা পেয়েছে।

(গুগল অ্যাপ পেতে এখানে ক্লিক করুন)

 গুগোল ম্যাপ( Google Map)

প্রায়ই সময় আমরা আমাদের অবস্থান জানার জন্য বা কোন ব্যক্তির লোকেশন বা জায়গা ঠিকানার অবস্থান জানার জন্য

গুগল ম্যাপ ব্যবহার করে থাকি। এটি হলো একটি ওয়েব ম্যাপিং প্লাটফর্ম। যা গুগোল দ্বারা পরিচালিত  ভোক্তার চাহিদা মত

স্থান প্রদর্শিত হয়। গুগল ম্যাপ মূলত  স্যাটেলাইটের মাধ্যমে রাস্তার মানচিত্র ট্রাফিক পরিস্থিতি পায়ে চলার রাস্তা , গাড়ীতে

চলার রস্তা, ট্রাফিক পরিস্থিতি, এয়ারে চলার রাস্তা এবং বাইকে চলার রাস্তা সহ সব দিক নির্দেশনা করে থাকে।

(আপনার যদি গুগল ম্যাপ প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করুন)

শেষ কথা:

আপনি যদি গুগল(know-about-google)  সম্পর্কে আমার এই লেখাটি পড়ে থাকেন তাহলে  আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনি আশাকরি গুগোল সম্পর্কে অনেক কিছু জেনেছেন এর বাহিরেও যদি আপনার আরো কিছু গুগল(know-about-

google)  সম্পর্কে জানার ইচ্ছে থাকে।  তাহলে আমাদেরকে লিখবেন পরবর্তী লেখায় আমরা চেষ্টা করব আপনার সেই

প্রশ্নের উত্তর দিতে এবং গুগলের সেই বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা দিতে ।

তাছাড়াও আপনি আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন কমেন্স সেকসনে। আপনার মূল্যবান মতামত আমদের

কাম্য। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।

আরো সব মজার অজানা তথ্য পড়তে পারেন:

১. গরু পালন  A to Z ।

২ . গরুর খাদ্য ব্যাবস্থাপনা বিস্তারিত।

৩. ভুট্টা চাষ বিস্তারিত।

৪. মা দিবসের এ টু জেড ।

৫. বাংলা নববর্ষ 

৬. পহেলা বৈশাখ এর শুভেচ্ছা সহ  আরো অনেক বিষয়।

৭।ইউটিউব বিস্তারিত।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

কাজু বাদাম খাওয়ার উপকারিতা
কাজু বাদাম খাওয়ার উপকারিতা: কাজুবাদাম হচ্ছে অনেক রোগের ঔষধ । …

কাজু বাদাম খাওয়ার উপকারিতা

Mobile funny sms
Mobile funny sms: Love comes from heaven. All men and …

Mobile funny sms

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: SMS,Quote,Poetry,Image for Pohela Boishakh & Bangali new year-1429
    March 2, 2022
  2. Pingback: Cow food Management/গরুর খাদ্য ব্যাবস্থাপনা A to Z
    March 2, 2022
  3. Pingback: Maize Cultivation /ভুট্টা চাষ- A to Z
    March 2, 2022
  4. Pingback: YouTube details
    March 5, 2022
  5. Pingback: ফেসবুক বিস্তারিত - Facebook Details
    March 18, 2022
  6. Pingback: গুগল ম্যাপকি এর মালিক এর কাজ বিস্তারিত- Google Maps Details
    March 18, 2022
  7. Pingback: আমাজন বিস্তারিত- Amazon Details
    March 18, 2022

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh