মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ও ছবি

মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ও ছবি, এই বিষয়য়ে পড়ার সময় আমরা সব সময় মনে রাখবো আমরা মজা করব

কিন্তু সেই মজা যেন না হয় কোন ধরনের ইভটিজিং । কারণ আমাদের সব সময় মাথায় রাখতে হবে, আমরা কোন না কোন

বোনের ভাই। কোন মায়ের সন্তান। আমাদের ঘরেও আমাদের মা বোন আছে । তাই আমরা ফেসবুকে মেয়েদের নিয়ে মজার

ফেসবুক স্ট্যাটাস ও  ছবি দিলাম, সেটা দিয়ে জাস্ট আমরা শুধু মজা করব। এখানে থাকবে না কোনো ধরনের খারাপ লক্ষ্য

বা উদ্দেশ্য । তো চলুন আজকে আপনাদের জন্য হাজির হয়েছি কিছু মজাদার মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ছবি

নিয়ে যা শেয়ার করতে পারবেন আপনার ফেসবুকে।

স্কুলের মেয়েদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

স্কুলের মেয়েদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস
স্কুলের মেয়েদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

 এই লেভেলের মেয়েরা স্বভাবতই থাকে কম বয়সী। এ সময় থাকে তাদের মনোভাব উড়ু উড়ু। এ সময় খেয়াল রাখতে হবে

কোনোভাবেই তাদের কোন আক্রমনাত্মক স্ট্যাটাস দেওয়া যাবে না। তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আপনার প্রতি আকৃষ্ট

হওয়ার বদলে আপনার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হবে। আর তাই আপনার দেয়া স্ট্যাটাস যেন কোন ধরনের

আক্রমনাত্মক না হয় এবং আপনার প্রতি আকৃষ্ট হয়, সে ধরনের কিছু স্ট্যাটাস তুলে ধরলাম যেগুলো আপনার খুবই কাজে

লাগবে।

স্কুলের রাস্তায় দাঁড়িয়ে থাকি,
তোমায় দেখার আসে
একটুখানি ফিরে তাকাও
আমায় ভালবেসে।

রাস্তায় দাঁড়িয়ে থাকি
রাস্তায় দাঁড়িয়ে থাকি

হতাম যদি তোমার
স্কুলের ওই ব্যাগ
লেগে থাকতাম তোমার পিঠে
হয়ে ভালোবাসার ট্যাগ।

 

রাস্তা দিয়ে স্কুলেতে
তুমি যখন যাও।
আমি তোমায় ভালবাসি
এটা জেনে নাও।

 

তোমার সাথে প্রেম করবো
এই কথাটি বলতে পারিনা
তোমার ভালোবাসার আশা
পূরণ হবে কিনা আমি জানিনা।

 

তুমি একটা কিউট মেয়ে
মিষ্টি তোমার চোখ
দেখে আমার সাধ মিটিলো
মিষ্টি তোমার মুখ।

 

ভালোবাসার কথা বলে,
নিয়েছো আমার মন।
দিলাম তোমায় ভালোবাসা,
করিও যতন।

 

আর কতদিন রাখবে দূরে
ফিরিয়ে দিবে ভালোবাসা
তোমার প্রেমে মরবো আমি
এটাই মনের আশা।

 

আপনি যদি জানতে চান কি করে সহজেই একটি মেয়েকে পটানো যায় । তহলে আপনার প্রয়োজন আমাদের এই পেইজটি

দেখা আর এর জন্য( ক্লিক করুন) এখানে আপনি পেয়ে যাবেন মেয়ে পটানোর সহজ উপায়।

কলেজের মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস

কলেজের মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস
মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস

কলেজের মেয়রা  এ পর্যায়ে  থাকে অনেক আবেগী এবং নরম মনের। এ সময় মেয়েদের মন অনেক কমল থাকে। তাই

আবেগকে তারা বেশি পছন্দ করে। তাই আপনি এই পর্যায়ে স্ট্যাটাস ‍দিতে চান তাহলে আপনার স্ট্যাটাসের সাথে থাকতে

হবে আবেগঘন বিষয় । আপনি যত বেশি আবেগী স্ট্যাটাস দিতে পারবেন ততই সে আপনার প্রতি আকৃষ্ট হবে। তাই আসুন

কিছু সুন্দর আবেগঘন স্ট্যাটাস ‍দিলাম যা  ফেসবুকে পোস্ট করতে পারেন।

তোমার হাসিতে প্রাণ জুড়ায়
দেখে জুড়ায় মন
তাইতো তোমায় মনে পড়ে
আমার সারাক্ষণ।

 

কলেজের বারান্দায় থেকে
তোমায় খুঁজে দু-চোখ
কখন তুমি আসবে কাছে
দেখব চাঁদ মুখ।

 

মুক্তা ঝরা হাসি দিয়ে
কেড়ে নিলে মন।
পরান পাখি তুমি আমার,
তোমার কথা বলি সারাক্ষণ।

 

ছল করণা প্রাণ পাখি।
আঁখি মেলে দেখো দেখি ।
আমার ভালোবাসা ,
নাইকো কোন  ফাঁকি।

 

কলেজের ছাত্রী তুমি
কলেজেতে যাও ।
তোমার প্রতি অগাধ ভালোবাসা,
এটা জেনে নাও।

 

হারানো দিনের কথা গুলো,
পড়ছে আমার মনে।
তোমায় দেখে লাগল ভালো,
আমার এতক্ষণে।

আপনি কি মেয়ে পটাতে চান? তাহলে মেয়েদের মেসেজ দিয়ে খুব সহজেই পটানোর কৌশল শিখতে চাইলে আপনার

প্রয়োজন আমাদের এই পেইজটি তাহেলে আর দেরি কেন? (ক্লিক করুন) এখানে। আর শিখে নিন মেয়েদের মেসেজ দিয়ে

পটানোর সহজ কৌশল।

ভার্সিটির মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস

ভার্সিটির মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস
ভার্সিটির মেয়েদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস

আপনি যখন একজন ভার্সিটির মেয়েদেরকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিবেন তখন আপনার বেশ কিছু বিষয় খেয়াল রাখতে

হবে কারণ। এ পর্যায়ে একটি মেয়ে অনেক কিছু বুঝতে পারে। তাই তাদেরকে কৌশল করে স্ট্যাটাস দিতে হবে। আর

কৌশলে যে সুন্দর সুন্দর স্ট্যাটাস দিবেন, সেই স্ট্যাটাস গুলো আপনাদের সুবিধার জন্য নিচে দেওয়া হল। এখান থেকে বেছে

নিন আপনার প্রিয়জনকে লক্ষ্য করে দেওয়ার মত স্ট্যাটাসটি এবং পরবর্তীতে ফেসবুকে পোস্ট করুন।

বিয়ে তোমায় করবো আমি।
বলছি কথা সত্যি ।
তুমি আমার ভালোবাসা,
মিথ্যে নয় এক রত্তি।

 

লেখাপড়ায় অনেক ভালো
ভালো তোমার মন।
আছে আমার অনেক টাকা।
আছে অনেক  ধন।

 

সুখে থাকবে আমার বাড়ি
যদি বিলাও ভালবাসার মধুর হাড়ি।
জীবনভর থাকবো আমি
তোমার নরম হাতটি ধরি।

 

আর আছে কয়েকদিন,
লেখাপড়া হবে শেষ।
বধু বেশে আসবে যখন,
লাগবে তোমায় বেশ।

 

আরামে থাকবে তুমি
আসলে আমার বাড়ি।
যদি ভালোবাসা না দাও আমায়
থাকবে আমার আড়ি।

 

মনের ভিতর অনেক আশা,
পাবো তোমার ভালোবাসা।
থাকবে তুমি পাশে মোর,
সংসার হবে জীবন ভর।

 

প্রেমটাকে পুঁজি করে
মারলি বুকে ছুরি।
প্রেমের বিষে মরলাম আমি
হয়ে গেলাম বুড়ি।

 

আপনি যদি চান ভার্সিটির মেয়েদের সুন্দর সুন্দর উক্তির মাধ্যমে পটাবেন। তাহলে আপনি দেখতে পারেন আমাদের এই

পেইজটি। যে খানে দেওয়া আছে  ভাল ভাল উক্তি যেগুলো আপনি অনুসরণ করলে সহজেই তাদেরকে পাঠাতে পারবেন

তার জন্য (ক্লিক করুন এখানে)

শেষ কথা

উপরোক্ত ফেসবুক স্ট্যাটাস সমূহ আশাকরি আপনার অনেক ভালো লেগেছে । আর আপনার ভালোলাগাই আমাদের কাম্য।

আপনারা আমাদের এখান থেকে ফেসবুক স্ট্যাটাস গুলো কপি করে নিয়ে ফেসবুকে শেয়ার করেন সে প্রত্যাশাই করি ।

আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন।

পরবর্তীতে আপনাদের চাহিদা মতো আরো পোস্ট দিব। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য, ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

আরো পড়তে পারেন:

১.মেয়ে পটানো মেসেজ উক্তি স্ট্যাটাস রোমান্টিক কথা।

২. মেয়ে পাটানোর সহজ উপায়।

 

About 24 Favor

Check Also

ভাল মানুষ চেনার উপায়

ভাল মানুষ চেনার উপায়

ভাল মানুষ চেনার উপায়: আমরা প্রতিদিন চলার পথে নানারকম মানুষের সাথে কথা বলি ও নানান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *