বাংলা নববর্ষের শুভেচ্ছা এসএমএস কবিতা উক্তি ছবি

Pohela Boishakh and Bangali new year: চৈত্র মাসের শেষ হতে না হতেই সবার মাঝে জেগে ওঠে উৎসবের এক নতুন

মাত্রা তাই বাংলা ভাষাভাষী মানুষ তার মা মাটির এই উৎসবকে স্মরণীয় করার জন্য বন্ধুবান্ধব ভাইবোনের সঙ্গে  শুরু করে

শুভেচ্ছা  বিনিময়।আরে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ দিনটি হয়ে ওঠে আরো প্রাণবন্ত আরো স্মরণীয় তাই আসুন আমরা

এই দিনটিকে স্মরণ করার জন্য একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করি সুন্দর সুন্দর এসএমএস কবিতা ছবি ও উক্তির

মাধ্যমে ।

সূচিপত্র

SMS Pohela Boishakh/পহেলা বৈশাখ/নববর্ষের এসএমএস

সএমএস যার বাংলা অর্থ হল খুদেবার্তা আমরা আমাদের এই কর্মব্যস্ত জীবনে এখন আর আগের মতো বড় পরিসরে কেহই

চিঠি লিখি না তাই আমাদের সেই কাজগুলোকে খুদেবার্তার প্রেরণ করে থাকি,মোবাইল অথবা সামাজিক যোগাযোগ

মাধ্যমে।  আসুন আপনার প্রয়োজন অনুযায়ী আমরা নিচে বেশকিছু খুদেবার্তা দেওয়া হল যেগুলো আপনার পছন্দ হবে বলে

আশা করছি । তো  আসুন একেক করে সবগুলো পড়ুন দেখবেন আপনি আপনার পছন্দমত খুদে বার্তা পেয়ে যাবেন যেটা

আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের জন্য ব্যবহার

করতে পারবেন।

Pohela Boishakh and Bangali new year এসএমএস- ০১,

এই ১ নং খুদেবার্তা টি আপনার জন্য হতে পারে এক আকর্ষণে খুদেবার্তা আপনার যদি পছন্দ হয় তো আপনি আপনার

প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমে।

(আপনি যদি জীবনটাকে বদলে দিতে চান। তাহলে আপনার জানা দরকার কিছু জীবন বদলে যাওয়ার টিপস । আর সেই

টিপস গুলো নিয়ে সাজিয়েছে আমাদের এই পেজটি। আপনি ইচ্ছে করলে আমাদের এই পেজ ভিজিট করতে পারেন।

তাহলে আপনি আপনার জীবনকে বদলাতে পারবেন খুব সহজেই।)

এল মোবাইলে এসএমএস
খুলে দেখলাম তুমি
দেখে তোমার এসএমএস ভুলে গেলাম সবই
‘’ শুভ পহেলা বৈশাখ’’

এসএমএস- ০২

অপূর্ব ছন্দ দিয়ে সাজানো হয়েছে এই দুই নং ক্ষুদেবার্তা টি । আমার মনে হয় এই দুই নং বার্তাটি আপনার প্রিয়জনকে

পাঠাতে পারেন পহেলা বৈশাখ উপলক্ষে মোবাইলে এসএমএস হিসেবে অথবা পোষ্ট করতে পারেন ফেসবুকে।

বৈশাখের নতুন দিনে আইসো আমার বাড়ি
না আসিলে আমার বাড়ি
থাকলো কোঠিন আড়ি
’’শুভ পহেলা বৈশাখ’

এসএমএস- ০৩

এসএমএসের মাধ্যমে যখন আপনি আপনার প্রিয়জনকে শুভেচ্ছা পাঠাবেন তো  ৩নং হতে পারে আপনার জন্য এক অপূর্ব

বার্তা । এখানে  অনেক সুন্দর করে সাজানো হয়েছে কথাগুলো । তো আর দেরি নয় আপনার যদি পছন্দ হয় ৩নং বার্তাটি

আপনার সামাজিক যোগাযোগের মাধ্যম অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে।

অন্ধকারকে এড়িয়ে,
সূর্যকিরণের আলো নিয়ে।
নিজেকে কর উৎসাহিত
ভবিষ্যৎ কে কর  জাগ্রত
তোমার জীবন যেন কোন ইচ্ছা অপূর্ণ না থাকে
এ কামনায় তোমাকে জানাই
পহেলা বৈশাখের শুভেচ্ছা

এসএমএস- ০৪

কি আছে ক্ষুদেবার্তার চার নাম্বারে । ভিতরে পড়ে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ।কত সুন্দর এই চার নম্বরের বার্তাটি ।

আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ৪ নাম্বারটা যদি পড়ে থাকেন আপনার ভালো লাগবেই ইনশাআল্লহ ।

এবারের বৈশাখে আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার হয়েযাক এই বার্বাতা টি।

লক্ষ তারার মাঝে কিন্তু চাঁদ থাকে একটা
তুমি আমার প্রানের বন্ধু
দিব
তোমায় বেস্টা
শুভ নববর্ষ

এসএমএস- ০৫

শেষ ভালো যার সব ভালো তার আর আমরাই শেষের ৫নাম্বার বার্তাটি সাজিয়েছি আপনার পছন্দমত। তাই পড়ে দেখুন

আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনি এই বার্তাটি শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, অথবা

মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবাইকে।

আকাশেতে লক্ষ তারা,
তোমার থেকে আমি ছাড়া।
হয়ে যাই যে দিশেহারা
                       ‘’শুভ পহেলা বৈশাখ’

পহেলা বৈশাখ/নববর্ষের উক্তি

বাংলা ভাষাভাষী মানুষ খুবই আবেগ প্রভন । এরা ভালোবাসে বিভিন্ন কবিতা, ছড়া । আর তাই আদিকাল থেকেই প্রচলিত হয়ে

আসছে বিভিন্ন খনার বচন,কবিতা, উক্তি । আর তাই আপনি আমাদের এই সুন্দর সুন্দর উক্তি গুলো আপনার বন্ধু-বান্ধব ও

আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করতে পারেন । যা আপনার ভালোবাসাকে আরো প্রাণবন্ত এবং স্মৃতিময় করে রাখতে

সহায়তা করবে।

’’’আসছে বছরের প্রথম দিন
সবাই নববর্ষের শুভেচ্ছা নিন”

দুঃখ গুলো ভুলে গিয়ে
নববর্ষকে গ্রহণ করো
শুভ নববর্ষ

কোটি কোটি মানুষের ভিড়
তোমায় মারলাম আমার
ভালোবাসার তীর
শুভ পহেলা বৈশাখ

 

কষ্টে ভরা ১৪২৮ সাল
সুখে কাটাবো ১৪২৯ সাল
   শুভ নববর্ষ

 

পহেলা বৈশাখ/নববর্ষের কবিতা

আদিকাল হতে বাঙালি জাতি তথা বাংলা ভাষাভাষী মানুষ ভালবাসে কবিতাকে। অনেক পছন্দ করে তাঁরা বিভিন্ন উৎসব বা

শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসাবে কবিতা ব্যবহার করে থাকে। আর তাই আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দর কবিতা

উপহার দেওয়ার জন্য  আপনি পড়ে কবিতা শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা আপনার

ফেসবুকের ওয়ালে।

নতুন সূর্য নতুন সকাল,
আরো আছে আম মুকুলের গন্ধ।
পান্তা-ইলিশ শুকনা মরিচ,
আরো আছে অল্প পেঁয়াজ
সকাল সকাল হলে তবে
হয়নি কিন্তু মন্দ।
কখন কেটে যায় দিন,
যায় কখন বেলা।
মন্ডামিঠাই খাওয়ার পরে
চরবো নাগরদোলা ।
যার হাত ধরে চালু হলো
নববর্ষ শুরু
তাকে আজকে জানাবো-
আমরা নববর্ষের গুরু।

 

পহেলা বৈশাখের ছবি

ছবির মাধ্যমে শেয়ার করতে পারেন পহেলা বৈশাখ /বাংলা নববর্ষের শুভেচ্ছা। তাই আমি এই পাতায় আপনাদের জন্য

সুন্দর সুন্দর ছবি উপহার দিলাম। যা আপনার প্রিয়জনের জন্য অনেক পছন্দের হবে । আপনি ইচ্ছে করলে নিচের

যেকোনো ছবি ডাউনলোড নিয়ে শেয়ার করতে পারেন ফেসবুক অথবা অন্য যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ধন্যবাদ সবাইকে আমার এই লেখাটি পড়ার জন্য । এই লেখা পড়ে যদি আপনার ভাল লাগে, তাহলে দয়া করে আপনার বন্ধু

বান্ধবদের সাথে শেয়ার করবেন আমার এই পেজটি। আর যদি আপনার কোন মূল্যবান মতামত থাকে তবে এ কমেন্ট বক্সে

আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন,পরবর্তী লেখায় সেই মূল্যবান মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব।

(আপনি যদি কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান? তবে দেখতে পারেন আমাদের এই চ্যানেলটি। এখানে আপনি পাবেন

কৃষি বিষয়ক সকল আপডেট তথ্য যেগুলো দেখলে আপনার কৃষি করা করা সহজ হবে Pohela Boishakh and Bangali new year।)

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

আরো পড়ুন:

১. বৈহালা বৈশাখের  ইতিহাস

২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৩. কবে পহেলা বৈশাখ?

৪. পহেলা বৈশাখের A to Z ধারনা

৫. গুগলের জানা অজানা নানান তথ্য

About 24 Favor

Check Also

হতাশা নিয়ে ইসলামিক উক্তি

হতাশা নিয়ে ইসলামিক উক্তি

হতাশা নিয়ে ইসলামিক উক্তি : ”জীবন মানেই তো যন্ত্রনা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না” …