আল বাতা মার্কেট হচ্ছে সৌদি আরবের একটি মার্কেট বা বাজার। এটিকে বাংলাদেশী বা বিদেশীদের মিলন মেলা বা
মিলনস্থল বলা যায়। চলুন আজকে আমরা আল বাতা মার্কেট কোথায়? এবং কিভাবে যাবেন? যাবতীয় বিষয় আপনাদেরকে
ধারণা দিবো । তাছাড়া সৌদি আরবে যে সকল বাংলাদেশী তথা অন্য দেশ থেকে কাজ করা বা বসবাস করার জন্য আসেন ।
তাদের বিভিন্ন সময়ে বাজার করতে হয় বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তথা সবার সাথে দেখা সাক্ষাত করার জন্য।
আল বাতা(AL Batha Market) মার্কেটের ইতিহাস
বাতা মার্কেট এর সঠিক ইতিহাস আসলে কারো জানা নেই । তবে এই সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেক আগে থেকে যারা
বিভিন্ন দেশের বিশেষ করে ইন্ডিয়ান নগরীক, বাংলাদেশী নাগরীক, ফিলিপাইনী নাগরীক, শ্রীলংকার নাগরীক , সোদানীয়
নাগরীক, মিশরিয় নাগরিক , সহ বিশ্বের অন্যান্য দেশের লোক সৌদি আরবের রিয়াদে বসবাস করে তাদের কাছে মূলত এই
বাতা মার্কেট অনেক জনপ্রিয় কারন এখানে প্রতিদিন ব্যবহার করার মত পাওয়া যায়না এমন কোন জীনিপত্র নেই। শুরু
থেকে আজ অবধি পর্যন্ত মার্কেট সবার কাছে সমান ভাবে পরিচিত
কোথায় অবস্থিত আল বাতা মার্কেট (AL Batha Market)?
বাতা মার্কেট এর অবস্থানটি হলো এটি মূলত সৌদি আরবের একটি বাজার। সৌদি আরবের বিখ্যাত শহর রিয়াদে এর আল
মোরব্বা অবস্থিত। বাতা মার্কেট কোথায় অবস্থিত আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের গুগল ম্যাপ দিয়ে
দিলাম যাতে করে আপনি সহজেই এই ম্যাপ দেখে বাতা মার্কেট চিনতে পারেন। ছবিতে লাল হ্নিত জায়গাটি হচ্ছে বাতা
মার্কেট । আপনাদের নিচে এর যে ঠিকানা টা আমি দিয়ে দিচ্ছি আপনারা সৌদি আরবের যেকোন জায়গা থেকে খুব সহজে
ভাতা মার্কেটে আসতে পারবেন।দেখুন ম্যাপে যে জায়গাটি আমি চিহ্নিত করেছে সেটাই আসলে বাতা মার্কেট।
Address: 2423 Abu Ayyub Al-Ansari Ad Dirah,
Riyadhh 12645, Saudi Arabia
এছাড়াও আপনি যদি সৌদি আরবের যে কোন জায়গা থেকে এই মার্কেটে আসতে চান তাহলে, আসতে পারবেন । আপনি
যে কোন স্থান থেকে ট্যাক্সি অথবা বাস যোগেও আসতে পারবেন। আপনি যদি নাও চেনেন তাহলে শুধু বল্লেই হবে আমি
রিয়াদ আলবাতা মার্কেট যাব। তারা আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবে।
কিকি পাওয়া যায় আল বাতা মার্কেটে (AL Batha Market)?
অনেকের প্রশ্ন করা থেকে আসলো বাতা মার্কেট কি পাওয়া? যারা আপনারা এই ধরনের প্রশ্ন আমার কছে করেন তাদের
আসলে আমি প্রশ্ন করতে চাই কি পাওয়া যায়না এই মার্কেটে ? আপনি যদি মনে করেন ঘরের সুই থেকে শুরু করে গাড়ি
পর্যন্ত সবকিছুই মার্কেটে পাওয়া যায়। তাছাড়া আপনি এই মার্কেটে পাবেন নিত্যপ্রয়োজনীয় আপনার ব্যবহার করার জন্য
সবরকমের জিনিসপত্র। সব এছাড়াও রয়েছে প্রয়োজনীয় মাছ-মাংস কাঁচামালের বাজার আপনি প্রয়োজনীয় সবকিছু ফ্রেশ
জিনিস এখান থেকে ক্রয় করতে পারবেন খুব সহজেই এবং সস্তায় ।
কেন চেনা প্রয়োজন বাতা মার্কেট (AL Batha Market)?
কেন চিনবেন এই মার্কেট? আপনার প্রয়োজনে আপনাকে চিনতে হবে এই মার্কেটে । আপনি যদি নতুন হয়ে থাকেন সৌদি
আরবের নতুন এসেথাকেন তাহলে আপনার জন্য ভাতা মার্কেট চেনা খুবই প্রয়োজনীয়। কারণ এখান থেকে আপনি ক্রয়
করতে পারবেন আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিস এবং এখান থেকে আরও কিছু জিনিস কিনতে পারবেন যেগুলো
অন্য জায়গা থেকে অনেক কম দামে ।
তাছাড়া এখান থেকে আপনি পুরাতন সব জিনিস ক্রয় করতে পারবেন খুব সহজেই । তাছাড়া এখানে যদি আপনি আসেন
এখানে অনেক বাংলাদেশী মানুষ দেখতে পাবেন এবং আপনি যদি অন্য দেশের থাকেন তাহলে আপনাদের দেশের মানুষ
এখানে পেয়ে যাবেন খুব সহজে এই জাযগাটি হচ্ছে বিদেশীদের মিলন মেলা। বিশেষ করে বৃহস্পতি বৃহস্পতিবার রাত্রে
এবং শুক্রবারে বসে এখানে বড় ধরনের মিলন মেলা ।শুক্র বার বন্ধের দিন হওয়া সবাই বেছেনেয় এই দুই দিনকে। আপনার
বন্ধু বান্ধবের সংখ্যা বাড়াতে চান একটু মিলেমিশে থাকতে চান তবে এখানে আপনার আসতে হবে।
বাংলাদেশীদের কাছে কেন জনপ্রিয় বাতা মার্কেট (AL Batha Market)?
বিশেষ করে বাংলাদেশে তথা বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা সৌদি আরবে যায় কাজের জন্য বা স্থায়ীভাবে বসবাসের
জন্য তাদের জন্য ভাতা মার্কেট খুবই জনপ্রিয় একটি মার্কেট । কারণ এখানে গেলে বাংলা ভাষাভাষী মানুষের অনেক
পাওয়া যায়। এখানকার অনেক দোকানদার তথা দোকানপাট বাংলাদেশী দেখা যায় যেখান থেকে তারা সহজেই তাদের
নিত্যপ্রয়োজনীয় বাজার করতে পারেন। আর এই জন্যই যারা পুরাতন এবং যারা নতুন তাদের উভয়ের কাছে রিয়াদের এই
বাতা মার্কেট অনেক জনপ্রিয়।
শেষ কথা
আপনার জানার জন্য আমরা বলতে পারি বাতা মার্কেট সম্পর্কে যদি আপনার আরো কোন কিছু জানার থাকে । তো
আপনি আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা পরবর্তী লেখায় আপনার বাতা মার্কেট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা
করার চেষ্টা করব।আর আমার লেখা যদি আপনার কোন উপকার হয়ে থাকে দয়া করে আপনি আপনার মন্তব্য পেশ করুন
পরবর্তী লেখা আপনার মন্তব্য প্রদানের চেষ্টা করব।
একই সম্পর্কিত বিষয়:
১.টিক্কা মর্কেট (Tekka Market/Center) সিঙ্গাপুর বিস্তারিত।
২.Kotaraya Bangla Market( কোতারায়া বাংলা মার্কেট ) বিস্তারিত।
৩.AL-Attiyah Market (আল আতিয়া ) মার্কেট বিস্তারিত।
৪.আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) বিস্তারিত।
8 comments
Pingback: tekka-market-center
Pingback: Kotaraya Bangla Market
Pingback: Al- Nakheel Bangla Bazar
Pingback: AL-Attiyah Market
Pingback: Easy-way-to-learn-English-sentence
Pingback: What is Family Peace
Pingback: Rice Easy
Pingback: How to cook easily beef