ঘাড় ব্যথা কিসের লক্ষণ

ঘাড় ব্যথা কিসের লক্ষণ : আমাদের শরীরে যে কয়েকটি অংশ আছে তার মধ্যে ঘাড় হচ্ছে খুবই গুরুত্বপূর্ একটি অংশ।

কারণ যদি আমাদের ঘাড়ে কোন কারণে ব্যাথা দেখা দেয় তবে তা আমাদের মাথাকে প্রভাবিত করে থাকে। ঘাড়ের হাড়,

পেশি এবং লিগামেন্টসমূহ আমাদের মাথার ভার বহন করে, এবং তার চলন নিয়ন্ত্রণ করে। এই অংশগুলোতে যেকোনো

অস্বাভাবিকতা, প্রদাহ বা আঘাতের কারণে হতে পারে ঘাড় ব্যথা

ঘাড় ব্যথা কিসের লক্ষণ

সাধারণত অনেক গুলো কারণেই আপনার ঘাড় ব্যাথা হতে পারে। তবে বেশ কিছু লক্ষণ না দেখা পর্যন্ত পরিস্কার করে কিছুই

বলা যাবেনা মূলত কি হয়েছে। তবে যদি আপনার ঘাড়ের ব্যাথা দীর্ঘদিন স্থায়ীত্ব হয় বা অধিক তিব্রতর হয় তবে ভাল একজন

ডাক্তারের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও যদি কোন কারণে আপনার ঘারের ডান দিকে ঝুঁকে গিয়ে ব্যাথা দেখা যায়

তবে যে সকল কারণে হতে পারে তার মধ্যে উল্লেখ যোগ্য সমূহ হলো নিম্নোক্ত।

  • এই রকম ব্যাথা হলে রুমটাইড আর্থ্রাইটিস হতে পারে।
  • এ রকম হলে সেই ক্ষেত্রে ক্যান্সার হতে পারে।
  • কোন কারণে গভীর বা ভারী চোট খাওয়ার কারণেও এই রকম ব্যাথা হতে পারে।
  • যদি নার্ভাস এবং স্পাইনাল কর্ড ড্যামেজ হয় তবে এই রকম ব্যাথা দেখা দিতে পারে।
  • ওষুধ সেবনের ফলে বা অন্য কোন কারণে ইনফেকশন হলে এই ধরনের ব্যাথা দেখা দিতে পারে।
  • সাধারণত বোন ডিসঅর্ডার এর কারণেও অনেক সময় এই রকম ব্যাথা হয়ে থাকে।

শেষ কথা

আশাকরি উপরোক্ত ঘাড় ব্যথা কিসের লক্ষণ লেখাটি আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি আপনার এই ধরনের

সমস্যা হয়ে থাকে তবে আপনিও জরুরী ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এছাড়াও আপনার জন্য যদি অন্যকোন

ধরনের লেখা প্রয়োজন হয় তবে আমাদের কাছে লিখতে পারেন। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী লেখা দিব । অনেক

অনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।

আরো পড়তে পারেন

১. পিঠে ব্যাথা হলে করনীয়।

২. টাকা নিয়ে উক্তি ও কাকে বলে।

. টাকা কাকে বলে?

. জুমা মোবারক স্ট্যাটাস

৫. পরকীয়া প্রেম নিয়ে উক্তি

৬. স্কুলের বন্ধুদের নিয়ে উক্তি

About 24 Favor

Check Also

অ্যামাজন কোম্পানি

অনলাইনে পণ্য বিক্রি অ্যামাজন: নেট দুনিয়ায় অন্যান্য ওয়েবসাইটের মত অ্যামাজন একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে প্রতিদিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *