অবহেলা নিয়ে উক্তি: বিভিন্ন কারণে মানুষ অন্যজনের কাছ থেকে অবহেলার শিকার হয়ে থাকে। আর তখন তার দুঃখের সীমা থাকে না। একটি কথায় আছে গালে মারলে সহ্যহয় কিন্তু কথায় মারলে সহ্য হয় না। মানুষকে অবহেলা করলে যত টুকু কষ্ট পায় আঘাত করলেও এত কষ্ট পায়না। আর তাই এই অবহেলার কারণে আমরা বিভিন্ন সময়ে মনঃক্ষুন্ন হয়ে থাকি।
এর ফলে দেখা দেয় বিভিন্ন মনের ভিতরে অনেক দুঃখ। আর সেইসব চাপা দুঃখকে ভুলে থাকার জন্য আমরা এখানে আয়োজন করেছি বিভিন্ন অবহেলা নিয়ে উক্তি, মেসেজ ও কবিতা। অবহেলা নিয়ে উক্তি পড়লে আপনার অনেক ভালো লাগবে, এবং এগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন ।
সামাজিক যোগ যোগ মাধ্যমে শেয়ার করে নিজের মনের সমস্ত দুঃখ গুলোকে দূরে সরেয়ি দিন আর যে আপনাকে দুঃখ দিয়েছে শেয়ার করার মাধ্যমে তাকে জানিয়ে দিন। দেখবেন এভাবে আপনার মনের দুঃখ্য দূর হয়ে গেছে। আসুন দেখা যাক সেই সুন্দর সুন্দর অবহেলা উক্তি, মেসেজ ও কবিতা গুলো।
ভালবাসার অবহলের উক্তি
কথায় বলে বনে আগুন ধরলে দেখা যায় কিন্তু মনে আগুন ধরলে দেখার মানুষ থাকে না। আর তাই ভালবাসার মানুষগুলো যখন অবহেলা করে তখন সেই অবহেলা কোনোভাবেই সহ্য করা যায় না । ভালোবাসার মানুষ জনের কাছ থেকে অবহেলা পাওয়া থেকে, অনেক সময় মৃত্যুকেও শ্রেয় মনে হয়। তাই আসুন সেই ভালোবাসার মানুষ জনের কাছ থেকে, যারা অবহেলার পেয়েছেন তাদেরকে নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর উক্তি লিখব।
যে উক্তিগুলোর দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষকে জানিয়ে দিতে পারবেন, তাঁর করা অবহেলা কে আপনি ভালোভাবে নেননি । একই সাথে উক্তির মাধ্যমে তার অবহেলার জবাব দেওয়া যাবে। তো চলুন নতুন আনকমন উক্তি গুলো দেখে নেওয়া যায়। একই সাথে এই উক্তিগুলো পড়লে অবহেলার কারণে যে যন্ত্রনার সম্মুখীন হয়েছেন সেই যন্ত্রণাটাও দূর করতে পারবেন।
অবহেলা করে তুমি তাকাওনি একবার ফিরে।
বুঝতে পারোনি তুমি,
তোমাকে নিয়ে ছিল আমার
সকল ভালোবাসা ঘিরে।
অবহেলা করো না তুমি
দিও ভালবাসা।
তোমায় নিয়ে গড়বো জীবন
বাঁধবো সুখের বাসা।
ভালোবাসা হারালে তুমি
করে আমায় অবহেলা।
একদিন তুমি কাঁদবে জানি
ফুরিয়ে গেলে বেলা।
হাঁসি দিয়ে নিলে মন
ভাঙ্গলে করে হেলা।
কোন ভাবেই বুঝিনি আমি
তোমার ছলনার খেলা।
অবহেলা করছে শুধু
দাওনি ভালোবাসা।
এখন আমার সুদিন দেখে
করো কেন আমায় পাওয়ার আশা।
অবহেলা করে তুমি
তাকিওনা আর।
এখানো দোয়া করি আমি
ভালোবাসা পাই যেন তার।
মেয়েদের অবহেলার উক্তি
বিভিন্ন কারণেই মেয়েরা ছেলেদের কে অবহেলা করে থাকে। সেটা হতে পারে তার রূপ সৌন্দর্য কারণে। আবার অনেক সময় মেয়ের বাবারা টাকা-পয়সার কারণেও ছেলেদেরকে অবহেলা করে থাকে। আর তাই অবহেলা করে কষ্ট দিয়ে থাকে তার প্রেমিকের মনে বা যে ভালোবাসতে চায় তার মনে।
আর যারা এই ধরনের অবহেলার শিকার হয়েছেন তাদের কষ্ট দূর করার জন্য এখানে দিয়েছি বেশ সুন্দর সুন্দর কিছু মেয়েদের অবহেলার উক্তি । যেগুলো আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আপনার মনের দুঃখগুলোকে দূর করতে পারেন।
তোমার বাবার টাকার গরমে
দিলে আমায় লজ্জা।
তাইতো তোমার সাথে –
আজও হলনা ফুল সজ্জা।
মেয়ে তুমি নও জেনে গো
আস্ত রেল গাড়ী
তোমার কপালে জুটবেনা কবু
ভদ্র শশুর বাড়ী।
হাঁসতে হাঁসতে মারলে তীর
আমার বুকে ছুড়ে।
তাইতো আমি ছেড়ে দিলাম
তুমার পিছু ওরে।
তুমি ছিলে অবুঝ মেয়ে
মনটা ছিল ভাল।
তোমার অবহেলা দেখে।
মনটা আমার ভাঙ্গল।
আজকে আমি গরিব বলে
করছো অবহেলা।
একদিন আসবে শুভ দিন
সেদিন বুঝবে ঠেলা।
রূপের বড়াই করে তুমি
করছো অবহেলা
রুপ ফুড়াবে, যৌবন ফুরাবে
তোমার জীবনের শেষ বেলা।
সুন্দরী তুমি অহংকারী
কুৎসিত তোমার মন।
তোমার ধ্বংস হতে
লাগবে না বেশি ক্ষণ।
মেয়েরা যখন অবহেলা করে
লাগেনা তখন ভাল
তোমার ভালবাসা পেলে
হৃদয়ে জ্বালাবো ভালবাসার আলো।
ভালোবাসি বলে
এনেছিলে ঘরে।
আজ কেন এত অবহেলা
যাও দূরে সরে।
ছেলেদের অবহেলার উক্তি
ছেলেরা অনেক সময় মেয়েদের কে কষ্ট দিয়ে থাকে। যেহেতু মেয়েরা অনেক আবেগী হয়, তাই ছেলে দের দেওয়া কষ্টগুলো তারা সহ্য করতে পারেনা। অনেক সময় তার আত্মহত্যার মত পন্থা বেছে নেয়। আর এই অবস্থা তাদের প্রতিনিয়তই সহ্য করতে হয়। আর তাই আপনার যদি এ অবস্থা হয়ে থাকে তাহলে এখান থেকে উক্তি গুলো পড়েতে পারেন মনের দুঃখ গুলো দূর করার জন্য।
আমাদের এই উক্তি গুলো শেয়ার করতে পারেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে করে ছেলেটি কে জানিয়ে দিতে পারেন আপনার মনের দুঃখ গুলোকে।
চাইতে গেলাম ভালোবাসা
ফিরিয়ে দিলে তুমি।
তোমায় না পেয়ে জীবন
হলো শুকনো মরুভূমি।
হৃদয়ের জ্বালা কেউ দেখে না রে ভাই
অল্প এই জীবনটাতে
শুধু তোমার ভালবাসা
যেন জীবন ভর পাই।
ভালবেসে গেলাম শুধু
ভালবাসা পেলামনা।
ভালবাসা দিতে চেয়ে
দিলে শুধু যন্ত্রনা।
আশা ছিল মনে আমার
দিবো ভালবাসা।
এক যুগ পড়ে জানলাম
ঐ বুকে অন্য কারো বাসা।
মন দিলাম ,প্রান দিলাম
আর কি তোমার চাই
তোমার মনে আমার জন্য
একটু জায়গা নাই।
সকল প্রকার অবহেলার মেসেজ
যখন কেউ আমাদের অবহেলা করে, তখন আমরা এর প্রতিবাদ স্বরূপ দিয়ে থাকি বিভিন্ন মেসেজ। যে মেসেজগুলো দিয়ে অবহেলার উচিৎ জবাব দেয়া হয়। আর এই সময় আমরা ইন্টারনেটের বিভিন্ন সাইট খোজ করতে থাকি এই রকম মেসেজ গুলো। আর যারা এই ধরনের মেসেজ খোঁজ করতেছেন তাদের জন্য এখানে দেয়া হলো সুন্দর সুন্দর মেসেজ যেগুলো।
আপনি ব্যবহার করতে পারবেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আপনার প্রিয় বন্ধুকে মেসেজগুলো সেন্ড করে জানিয়ে দিতে পারবেন তার অবহেলায় আপনি কতটুকু দুঃখ পেয়েছে।
তোমার দেওয়া আঘাত সহ্য করা সহজ। কিন্তু তোমার অবহেলা সহ্য করা কঠিন।
ভালবাসি এই কথাটা হল না আর বলা ।তোমার সাথে আমার বন্ধু হলোনা আর চলা।
অবহেলা করিওনা আমায়। ভালবাসা চাই । মরার আগে তোমায় যেন । আমার কাছে পাই।
বুকের মাঝে করলে আঘাত। ভাঙ্গলে ভালবাসা। আজ শুধু আমি একা । পাইনা তোমার দেখা।
আমি চাই তুমি আমাকে আর কোন দিন অবহেলা করিও না। তোমার দেয়া প্রতিটা আঘাত আমাকে মৃত্যু যন্ত্রনা দেয়।
তোমার দেওয়া প্রতিটা অবহেলার আঘাত । যতন করে মনের মধ্যে রেখেছি তোমাকে ফিরিয়ে দিব বল।
জীবনের প্রথম বেলায় ডেকে ছিলাম ফিরে তাকাওনি। জীবনের শেষ বেলায় কেন নির্মম মিনতি।
সকল প্রকার অবহেলার কবিতা
যখন মানুষ অনেক কষ্টে থাকে তখন মানুষ কবিতা লিখে বা কবিতা পড়ে। আর তাই অবহেলার কারনে যাদের মন খারাপ তারা দেখতে পারেন এই কবিতা । আর এই কবিতা যদি আপনার ভাল লাগে তাহলে শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গ্রুপে। আমরা প্রকাশ করতে পারি আমাদের অবহেলার কারণে পাওয় দুঃখগুলোকে । আর দূর করতে পারবেন আপনার মনে জমে থাকা দুঃখ্য গুলোকে।
ছায়ার মত থাকতাম আমি
নিতাম তোমার পিছু।
তবুও যেন একটু আমি
ভালবাসা পাই কিছূ
দিনের পরে দিনযে যেতো।
মাসের পরে মাস।
তোমার পিছে ঘুরার ফলে
সবাই করল উপহাস।
তারপরেও হাল ছাড়িনি
পাবো বলে তোমার ভালোবাসা
আজকে তোমার অবহেলা দেখে ছেড়ে
দিলাম সকল আশা।
শেষ কাথাটিও অনেক সুন্দর
কষ্ট দিও, যন্ত্রণা দিও, কখনো অবহেলা দিওনা । এই কথার সাথে সুর মিলিয়ে বলতে হয়, আমরা সবাই অবহেলার শিকার হলে তখনই কেবল বুঝতে পারি এর কত যন্ত্রনা। তাই আসুন কাউকে অবহেলা করে নয়, ভালোবেসে তাকে বদলে দেই। আর যারা ছেলেমানুষ আছেন তাদেরকে বলি কাউকে কখনো ছোট করে দেখবেন না।
সবাই আমরা মানুষ এজন্যই বলে ” সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না ‘’ আসুন আমরা ভালোবাসার মাধ্যমে এই পৃথিবীটাকে সুন্দর করে গরে তুলি । যেখানে থাকবে না কোন হিংসা, বিদ্বেষ। থাকবে না কোন ঘৃণা, থাকবে শুধু ভালোবাসা । যারা আমার অবহেলা নিয়ে উক্তি লেখাটি কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ।
আপনাদের যদি এই বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।