ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস লেখাটি হতে যাচ্ছে আপনাদের জন্য ভিন্ন স্বাদের এক মজার লেখা । আমরা জানি সৃষ্টির প্রথম থেকেই আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা দিয়ে। আমরাও সেই ভালোবসার জন্য একজন আরেক জনকে ভালোবেসে থাকি। বিষেশ করে যুবক বয়সে একটি ছেলে একটি মেয়েকে যেই পরিমাণে ভালোবাসে তা কল্পনা করা যায় না।
আর সেই ভালোবাসার জন্য মানুষ কত কিছুই করে থাকে পৃথিবীতে। অনেক রাজা হারিয়েছে তার রাজ্য অনেকেই দিয়েছে তার প্রান। আর বর্তমানে ভালোবাসা প্রকাশের জন্য ব্যবহার করে থাকে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুককে। সবােই তাদের মনের আবেগ প্রকাশের জন্য ব্যবহার করে থাকে এই মধ্যমকে।
তাই আসুন আমরা যারা আমাদের ভালোবাসাকে ফেসবুকে প্রকাশ করার জন্য সুন্দর সুন্দর মজার কিছু ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস sms ক্যাপশন ও কবিতা খোঁজ করছি তারা এখান থেকে কপি করে নিয়ে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।
আবেগি ভালোবাসর ফেসবুক স্ট্যাটাস
প্রতিটা ভালোবাসার মধ্যেই আবেগ থাকে । আবেগের কারণে ভালোবেসে অনেকেই ছেড়েছে তার বাড়ি ঘর। আবার অনেক রাজা হারিয়েছে তার রাজ্য। আমরা কতকিছুই না করি এই ভালোবাসার জন্য। বিষেশ করে মেয়েদের মন অনেক নরম হয় আর তাই তারা বেশি আবেগি হয়ে থাকে। তাদের ভালোবাসা অনেক মধূর হয়ে থাকে।
তারা যখন প্রেমে পড়ে খুবই আবেগি হয়ে থাকে। আবার অনেক ছেলেও আবেগি থাকে। আর যারা খুবই বেশি আবেগি তাদের জন্য এখানে দেয়া হলো কিছু আবেগি ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস যা পড়লে আপনার ভাল লাগবে।
প্রেমতো আমার মরণ যন্ত্র
কষ্ট দিচ্ছে মনে।
ভুলতে পারিনা ভালোবাসা
সবসময় পড়ে মনে সর্বক্ষণে।
মনটা আমার মানেনা যে
যেতে চায় তোমার কাছে
তোমার ভালোবাসার জন্য
আমার মনে অনেক ভালোবাসা আছে।
তোমায় যদি হারাই প্রিয়
বাঁচবোনা যে আমি।
তুমি আমার ভালোবাসা,
আমার কাছে হীরার চেয়েও দামি।
আমার মনটা শুধু তোকে চায়,
আর পেতে চায় তোর ভালোবাসা,
তোকে নিয়ে থাকবো সুখে,
এটাই ছিল আমার মনে আশা।
তুমি আমার নেই,
নেই ভালোবাসা।
তুমি ছাড়া সব,
মিছে শুধু আশা।
নীল আঁকাশে কালো মেঘ
অন্ধকারে ডাকা।
তুমি ছাড়া আমি বন্ধু
থাকবো কিন্তু একা।
ছাড়বোনা তোমার হাত
ধরছি অনেক শক্ত করি।
তোমায় বন্ধু সুখে রাখবো,
থাকবা সুখে জনম ভরি।
প্রতিটা রাত থাকবে পাশে
করবে মোরে আদর।
ভালোবাসার পরশ দিবে
গায়ে দিবে ভালোবাসার চাদর।
কি করে বুঝাবো তুমি কতটা আপন
বোঝানোর যে শক্তি আমার নাই।
আছে শুধু ভালোবাসা খানি
দিলাম বন্ধু তোমায় তাই।
দূরে গেলেও মনে রেখ ভুলে যেওনা,
অন্যকাওকে ভালোবেসে আমায় কিন্তু
ভুলে দূরে ঠেলে দিও না।
আরো পড়তে পারেন মজার সব দুই লাইনের নতুন প্রেমের রোমান্টিক স্ট্যাটাস,ছন্দ ও ক্যাপশন (ক্লিক করুন এখানে)
ভালোবাসার রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস
ভালোবাসা যদি রোমান্টিক হয় তাহলে সে ভালোবাসাটা হয় অনেক আনন্দের। আর তাই আমাদের ভালোবাসাকে রোমান্টিক করতে, আমরা এখানে দিয়েছি বেশ কিছু রোমান্টিক স্ট্যাটাস। যা আপনার অনেক ভাল লাগবে এবং এগুলো শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।
- তোর ভালোবাসা আর তোর অভিমান আমার কছে এ দুটো দামি হীরের সমান।
- তুমি আমাকে ভালোবাস এই কথা যেদিন প্রথম জানতে পেরেছি । সেদিন থেকেই এই মনটা তোকে দিয়ে দিয়েছি।
- হাজারো মেয়ে/ছেলে আমার কাছে আসতে পারে কিন্তু তোর আসাটা আমার কাছে চাঁদ হাতে পাওয়ার মত।
- তোর জন্য আমার ভালোবাসা যে কতটুকু গভীর সেটা মাপার যন্ত্র এই দুনিয়াতে নাই।
- তুমি যত দূরেই থাক . তোমাকে আমি রাখি আমার মনের মাঝখানে।
- কত কথা কত স্মৃতি তোমার আমার মাঝে । সারা জীবন কাটাবো দুজন এই পরিকল্পনা আছে।
- একটি বাগানে দুটো গোলা যেন ফুটে আছে। আমার তোমার ভালোবাসা যেন চিরদিন বাঁচে।
- দুটি পাখি যেমন করে বান্দে ডালে বাসা। তোমায় বন্ধু কাছে পাবো মনে বড় আশা।
- ভালোবেসে দিলাম তোমায় আমার হৃদয় খানা। আমায় কিন্তু ভালোবেসো পুরো ষোলআনা।
- চন্দ্র তারা পিরিত করে কয়না কথা তারা । তুমায় বন্ধু না পেলে আমার জীবন সারা।
যদি বৃষ্টির দিনে অথবা শীতের দিনের বৃষ্টির রোমান্টিক স্ট্যাটাস পড়তে চান আমাদের এই পেইজটি দেখতে পারেন ( বৃষ্টির ফনি স্ট্যাটাস )
ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস sms
sms এর মাধ্যমে ভালোবাসা শেয়ার করা অনেক জনপ্রিয়। তাই অনেকেই নেটে খোঁজ করে থাকেন এই সুন্দর সুন্দর sms। আর তাই আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আপনি যদি আপনার প্রিয়জনের সাথে sms শেয়ার করতে চান তাহলে পড়তে পারেন নিচে দেওয়া এই সকল sms গুলো ।যে গুলো অনেক সুন্দর এবং আনকমন। যা আপনার ভালোবাসাকে করবে আরো মজবুত এবয় মধূর।
- কথা দিয়েছিলে কখনো ভুলে যাবেনা । তাই আজ ভালোবাসার কথাটি আমার জন্য রাখ । আর আমাকে গ্রহণ কর তোমার স্বামী/স্ত্রী হিসেবে।
- তোমাকে দেখার জন্য আমার মনটা অনেক ব্যাকূল । তাই এই sms পাওয়া মাত্র চলে আসবে এই প্রতিক্ষায় রইলাম।
- গোলাপের শুভেচ্ছা নয় নিজের মনের তাজা রক্তের শুভেচ্ছা দিলাম তোমাকে।
- যদি আমার প্রতি তোমার ভালোবাসা থেকে থাকে তবে আমার কাছে চলে এসো।
- হারানো প্রেম আর হারানো স্মৃতি কখনো ফিরে আসে না । আর তাই আমি তোমাকে হারাতে চাই না।
- হারিয়ে যেওনা আমার জীবন থেকে । আর অস্বীকার করোনা আামার ভালোবাসাকে।
- তুমার দেওয়া প্রতিটা sms যত্ন করে রেখেছি আমার মনের গহীনে।
- তুমি আমাকে কথা দাও জীবনে কখনো ভুলে যাবেনা।
- যদি একবার বল ভালোবাসি তবে তোমার জন্য পরতে পারি হাজার বার গলায় ফাঁসি।
- তুমি আছো বলেই পৃথিবী এত সুন্দর । তুমি আছো বলেই আমার জীবন এত মধূময়।
অনেকেই হারানো দিনের স্মৃতিগুলো মনে করার জন্য হারানো দিনের স্মৃতি খোঁজ করেন আর তার জন্য (এখানে ক্লিক করুন )
ভালোবাসার স্ট্যাটাস ইংরেজী
অনেকেই নিজেকে অধুনিক ভাবে উপস্থাপন করার জন্য ইংরেজীতে তাদের ভালোবাসার স্ট্যাটাস দিয়ে থাকে । তাই যদি আপনিও চান আপনার প্রিয়জনকে সুন্দর ইংরেজী স্ট্যাটাস দিবেন তাহলে দেখবেন আপনার প্রিয়জন আপনাকে অনেক বেশি অধুনিক এবং মর্ডান মনে করবেন। তাই আর দেরী না করে নিচ থেকে যে কোন একটি শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনের সাথে।
- Love is Heaven ,.Love is life.
- If you get pure love your life is successful.
- A life partner is so important for everybody.
- I don’t want anyone without you. For this, I love you so much.
- My all thinking and all love only for you.
- You are my soul. You are my heart. Without you, I don’t live.
- Your every sorrow broke my heart.
- The bird can not sing a song without your presence.
জীবনে যদি সাফল্য চান তাহলে সাফল্য লাভের উপায় দেখার জন্য পড়তে পারেন এই উক্তি সমূহ তাহলে আর দেরি কেন দেখে আসুন আমাদেরে (এই পেইজটি)
ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস এর ক্যাপশন
ছোট কথায় অনেক বেশি ভালোবাসার কথা প্রকাশ করার নাম হলো ক্যাপশন। যারা খুব কম কথায় তাদের ভালোবাসাকে প্রকাশ করতে চান তাদের জন্য এই ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস এর ক্যাপশন।
এই গুলো ব্যবহার করে জানিয়ে দিন আপনার প্রিয়জনকে ভালোবাসার কথা। আর এই ভালোবাসার কথা গুলো আপনি জানাতে পারেন বাংলা এবং ইংরেজীতে । নিচে বাংলা এবং ইংরেজীতে ভালোবাসার ক্যাপশন দেওয়া হলো।
ভালোবাসায় অভিমান এসেছে তাহলে পড়তে পারেন আমদের এই লেখাটি ( অভিমানি ভালোবাসার কষ্টের স্ট্যাটাস)
ভালোবাসার রোমান্টিক ক্যাপশন বাংলা
মনের কথা যদি বাংলায় প্রকাশ করতে চান তাহলে তাহেল ব্যবহার করতে পারেন এই ভালোবাসার রোমান্টিক ক্যাপশন বাংলা যা আপনি যেমন পড়ে মজা পাবেন তেমনি প্রিয়জনকে শেয়ার করলে সেও অনেক মজা পাবে।
- যদি দুঃখ দিতে চাও তবে ভালোবাসলে কেন?
- তোর ভালোবাসাটা না পাওয়াই আমার জন্য ভাল ছিল।
- মনের সবটুকু ভালোবাাসা তোকে দিয়েছিলাম বিনিময়ে আজ শুধু ব্যাথাই পেলাম।
- প্রতিটা দিন শুধু তোর কথাই ভাবি । আর তোকে পাওয়ার স্বপ্ন দেখি।
- হাজারো স্মৃতি মনে আছে তোমাকে না পাওয়ার কষ্টের।
- তোমার ভালোবাসার পরশ আমাকে পাগল করে দেয়।
- যতদিন পৃথিবীতে বাঁচবো শুধু তোর ভালবাসাই চাইবো।
- মনের প্রতিটি কথা শুধু তোকে বলতে ইচ্ছে করে।
- হারানো প্রেম যদি ফিরে পাই তবে সেই সাথে তোকে চাই।
- প্রতিটা রাত্রি আমি জেগে থাকি শুধু তোর কথা শুনবো বলে।
সমাজে বেড়ে গেছে প্রতারণা আর অনেক দেখা দিয়েছে ভন্ড প্রেমিক তাই এদের কাছ থেকে সবাবধান । আর কিভাবে এদের থেক সাবধান থাকতে পারেন এই সম্পর্কে লেখা হয়েছে এই সুন্দর লেখাটি ( পড়তে পারেন এখান থেকে)
ভালোবাসার ক্যাপশন ইংরেজী
ইংরেজী ক্যাপশন গুলো অনেক মজার । বর্তমানে অধুনিক যুগে মনের ভাব এবং স্মার্টনেস প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকে এই ক্যাপশন গুলো। আর আপনিও যদি এই রকম ক্যাপশন খোঁজ করে থাকেন তাহলে এগুলো শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।
- Nothing is important except you.
- Your every step is I like so much because I love you so much.
- If you give me your love I will give you my heart.
- Why you don’t feel me and my love so much?
- I am crazy because I am failing your love
- Until the end of the breath, I want you.
- I don’t know what will be happening with my love.
- So many people called me crazy because I love you.
- Every single moment I don’t want to stay without you.
- I want to announce How much I love you?.
মনে শান্তি নাই, অশান্তিতে ভুগছেন । তাহলে আর দেরি নয় আপনার মানুষিক শান্তির জন্য এখানে আমরা লেখেছি ( বাছাই করা মানুষিক শান্তি নিয়ে উক্তি)
ভালবাসার ফেসবুক ছন্দ
যদি আপনার প্রিয়জনের কাছে নিজের মনের কথা খুব সহজেই প্রকাশ করতে চান তাহেল আপনি ব্যবহার করতে পারেন এখানে দেয়া এই সুন্দর সুন্দর ছন্দ গুলো। যা আপনার ভালোবাসার মানুষের ভালোবাসা পেতে আরো সহজ করে তুলবে। এই ধরনের ছন্দ এখন অনেকেই ব্যবহার করে থাকে।
এখানে যে ছন্দ গুলো দেওয়া হলো সেগুলো নতুন এবং আনকমন। আশাকরি ছন্দ গুলো আপনাদের খুবই ভাল লাগবে। যদি আপনাদের ছন্দ গুলো ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন সমাজিক যোগাযোগ মাধ্যমে ও আপনার বন্ধুদের সাথে যাতে সবাই এই ছন্দ গুলো পড়তে পারে।
ভালোবাসা ছাড়া আমি,
চাইনা যে আর কিছু।
তাইতো আমি পড়ে আছি,
জীবন ভর তোমার পিছু।
সুন্দর দেহ সুন্দর গাল,
দেখতে লাগে অনেক ভাল।
যদি তুমি আসতে আমার ঘরে,
আমার ঘর হত অনেক আলো।
ফুল হয়ে ফুটেছো তুমি ,
গন্ধ গেল তোমার ছড়িয়ে।
আমি হলাম তোমার পাগল,
ভালোবাসা দিয়ে জীবন দাও ভরিয়ে।
দু-চোখ তোমার প্রেমের তীর,
মারলে আমার বুকে।
আমার ভালোবাসা ফিরিয়ে দিয়ে,
এখন আছো কোন সুখে।
হাসতে হাসতে বলেছিলে তুম,
আমাকে ভালোবাসার কথা।
আজকে কেন করলে ছলনা?
দিলে মনে প্রেমের ব্যাথা।
ভালোবাসার ফেসবুক উক্তি
দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভালোবাসার উক্তি গুলো । সবাই তার প্রিয়জনকে তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকে এই উক্তি গুলো। আর যারা এই ধরনের উক্তি খোঁজ করছেন তাদের জন্যই এখানে দেওয়া হলো সুন্দর সুন্দর কিছু ভালোবাসার ফেসবুক উক্তি।
যা একদিকে যেমন আপনাদের মজা দিবে অন্যদিকে প্রকাশ করবে আপনার মনের ভাবকে। তাই আর দেরি না করে শেয়ার করুন আপনার প্রিয়জনের সথে।
- পৃথিবীতে যদি সুখ বলে কিছু থেকে থাকে তবে তার নাম ভালোবাসা তার নাম প্রেম।
- দেখবে তুমি যখন প্রেমে পড়বে সবাই তোমাকে পাগল বলবে । কিন্তু যখন তুমি কাওকে প্রেমে ধোকা দিবে তখন তুমাকে প্রতারক বলবে।
- কখনো প্রেম করো কাওকে ধোকা দিওনা যারা প্রেমে প্রতারণা করে তারা বিবাহিত জীবসে সুখি হতে পারেনা।
- যখন তুমিে একটি মেয়েকে ভালোবাসবে , তখন সে তুমার জন্য সবকিছু করতে পারে, কিন্তু যখন তুমি ধোকা দিবে সে তোমার জীবন ধ্বংসের কারণও হতে পারে।
- প্রতিটা ভালোবাসার একটা সীমা থাকা দরকার তা নাহলে এক সময় প্রেম খাদে পড়ে যায়।
- হাজারো বৃষ্টি মাথায় নিয়ে যাব তোমার বাড়ি। মাঝ পথে এসে আমার ভালোবাসা নিলে কাড়ি।
- তুমি যদি হও বউ দেও মোরে কথা। কবুও যেন দিওনা মোরে আমার মনে ব্যাথা।
- হাটি হাটি পাঁ পাঁ করে পেলাম তোমার ভালোবাসা। তোমায় আমি বউ বানাবো এটাই মনে আঁশা ।
- যত কষ্ট দিবে মোরে ভুলতে পারবোনা । তুমার ভালোবাসা ছাড়া কিছু চাবোনা।
- প্রতিটি দিন আসে আমার দুঃখ শুরু হয়ে। তুমি আমার হলে না তাই দুঃখ বেড়াই ভয়ে।
একমাত্র আল্লাহতালাই পারে আপনার মনের আশা পুরণ করতে। আর তাই আমাদের সবসময় ভরসা করা উচিৎ আল্লাহর উপর । আর সেই ভরসা করাকে আরো মজবুত করবে আদের এই ( আল্লাহর উপর ভরসা করার উক্তি সমূহ ও দোয়া সমূহ )
ভালোবাসার ফেসবুক কবিতা
এটা ভালোবাসা প্রকাশের আরেক অন্যতম মাধ্যম। বর্তমানে অনেকেই সুন্দর সুন্দর কবিতা দিয়েও প্রকাশ করতে পারেন আপনার ভালোবাসাকে। তাই আর দেরি না করে নিচের কবিতাটি ব্যবহার করতে পারেন আপনার ভালোবাসায়।
প্রেম নিবেদন
সাইফুল ইসলাম
সু-কেশী হরিণী চোখ,
দেখে হলাম পাগল।
তোমায় প্রথম দেখার পর এখন,
আমার কপালে উঠলো চক্ষু যুগল।
হয়েছি পাগল দেখার পর,
নিজেকে করতে পারি না বারন।
মনে মনে তাই ভাবি আজ,
তোমাকে না পেলে হবে মরণ।
ভাবিতে ভাবিতে তোমার কথা আজ,
আমার চোখে নাই নীদ নিশিতে।
তাইতো আজ মনে হয় আমার,
তোমায় না পেলে চুমুক দিব বিষের শিশিতে।
যদি কেউ থাকে শুভাকাঙ্ক্ষী ,
দেখি আমার লেখা কবিতাখানি ।
আর দেরি না করে তোমরা সবাই
আমার ভালোবাসার মানুষকে দেও আনি।
ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস এর শেষ কথা
আশাকরি আমাদের এই ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস লেখাটি পড়ে অনেক মজা পেয়েছেন। আর যদি ভাল লেগে থাকে তবে আমাদেরকে কমেন্স করে জানাবেন। আর যদি কোন অংশ বা পুরো লেখাটি ভালো না লেগে থাকে তবুও আপনার মন্তব্য করে জানাবেন। যা পরবর্তীতে আমরা প্রকাশ করবো।
লেখাটি সামাজিক যোগাযাগ মাধ্যমে সবার সাথে শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোবাসার ফেসবুক স্ট্যাটা টি পড়ার জন্য ধন্যবাদ ।
আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :
১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি
One comment
Pingback: ধন্যবাদ জানানোর উক্তি এস এম এস কবিতা ও উপায়