24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » মেয়ে পটানো মেসেজ উক্তি স্ট্যাটাস রোমান্টিক কথা-Strategies to easily win the hearts of girls

Tips & Tricks

মেয়ে পটানো মেসেজ উক্তি স্ট্যাটাস রোমান্টিক কথা-Strategies to easily win the hearts of girls

24 Favor February 12, 2024

মেয়ে পটানো মেসেজ উক্তি স্ট্যাটাস রোমান্টিক কথা: আপনার একটি মেয়েকে ভালো লেগেছে, কিন্তু তার সাথে আপনার প্রেম হচ্ছে না অথবা তাঁকে আপনার মনের ভাষা বুঝতে পারছেন না। এই সমস্যা সমাধানের জন্য আজকে এমন কিছু টিপস আপনাদের জানাবো যা জীবনে কখনো আপনি জানে না বা শুনেননি।

আশাকরি আমার অনেক গুলো টিপস থেকে আপনার সুবিধা মত বা অবস্থার প্রেক্ষিতে অনুসরন করলে ১০০ ভাগ কাজ হবে বলে আশা করা যায়।

মেয়ে পটানো-Ways to win the girl’s heart

আমরা অনেক ভাবেই অনেকের মন জয় করার জন্য, অনেক কিছু করে থাকি ।  বিশেষ করে যারা ইয়ং বয়সের ছেলে তার তাদের  নিজের দিকে মেয়েদের আকর্ষণ করার জন্য অনেক কিছুই করে থাকেন। তো তাদের মন জয় করার জন্য যে কৌশলগুলো অবলম্বন করে তাদের মন জয় করা হয় তার নামই হচ্ছে মেয়ে পটানো।

আপনার উদ্দেশ্য অবশ্যই ভালো হতে হবে । খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কোন মেয়েকে পটাতে যাবেন না।  তার আগে চিন্তা করবেন আপনার বাড়িতেও আপনার মা বোন আছে। তাই ভালো উদ্দেশ্য সামনে রেখে আপনি মেয়ে পটানোর কৌশল গুলো গ্রহণ করতে পারেন।

মেয়ে পটানো মেসেজ- Romantic SMS

ম্যাসেজ এর মাধ্যমে মেয়ে পটানো খুবই সহজ। আপনি যদি কিছু সুন্দর সুন্দর মেসেজ  মোবাইলে অথবা ফেসবুক ওয়ালে অথবা যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার টার্গে করা মানুষটিকে দিতে পারেন তা হলে  দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই মেয়েটি পটে গেছে। তো চলুন এখানে কিছু দারুন মেসেজ দিব যে গুলো দিয়ে সহজেই আপনি একটি  মেয়েকে পটাতে পারবেন।

১.  প্রিয়তমা তোমার জন্য অপেক্ষা করবো আজীবন।
তুমি ছাড়া আমার জীবন নিঃস্ব।
তুমি ছাড়া আমি একা।
তুমি যদি আমার জীবনে না আসো
তহলে  তুমি ছাড়া আমার জীবনকে আমি কল্পনা করতে পারি না।

                                                                              ইতি তোমার ভালোবাসা

২. প্রিয় আমার, কি করে বলবো তোকে তুই যে আমার জান ।
তুমি ছাড়া আমি যে একা।
তুমি আমার স্বপ্ন। তুমি আমার আশা। তোমাকে নিয়ে ঘিরে আমার যত ভালোবাসা।
                                                                                                ইতি তোমার জীবন

 

৩.আকাশ যতদিন থাকবে।
বাতাস যতদিন বইবে।
আমার দেহে প্রাণ যত দিন থাকবে।
তুমি ছাড়া আর কাউকে আমি কল্পনা করতে পারিনা।
মরণ পর্যন্ত তোমাকে চাই।

৪.এই পাগলি বুঝিস না।
তোকে কতটা ভালোবাসি।
তোর জন্য হৃদয় ছিড়ে ,
তোর সামনে হাজির করতে পারি
শুধু তুই একবার বল তুই আমাকে ভালবাসিস।

 

৫.প্রিয় জান আমার । তোকে দেওয়ার মতো-
অনেক টাকা-পয়সা আমার নেই
কিন্তু তোকে দেওয়ার মত আমার পিওর ভালোবাসা আছে ।
যেটা শুধু তোকেই দিব ।
এখান থেকে আর কাউকে ভাগ দেব না।

বিঃদ্রঃ আপনাদের খিয়াল রাখতে হবে যখন আপনি কোন মেয়েকে মেসেজ দিবেন ।  তখন অবশ্যই এমন কোন বিরক্তিকর বাক্য লিখবেন না যেটা সে পছন্দ করে না । তাই আগে থেকেই তার পছন্দ-অপছন্দের বিষয়গুলো জেনে নিন।

মেয়ে পটানো রোমান্টিক কথা- Romantic word for a beautiful woman

 

মেয়ে পটানো রোমান্টিক কথা

কথার জাল  অনেক বড় জাল। কথা যাদের  সুন্দর তাঁদেরকে অনেকেই পছন্দ করে। আর এই কথা দিয়ে সহজেই অন্যকে নিজের বশে আনা যায়। তাই সুন্দর সুন্দর কথা দিয়ে কিভাবে আপনি একটি মেয়েকে পটাবেন, সে বিষয়টি এখানে আমরা শেখাবো।

  1. আপনি যখন তার সাথে কথা বলবেন তখন অবশ্যই সুন্দর বাচনভঙ্গিতে এবং শুদ্ধ ভাষায় কথা বলবেন। যেন সহজেই আপনার কথা বুঝতে পারে, এবং আপনার কথায় বিরক্তি বোধ না করে।
  2. বিভিন্ন অজুহাতে তার কাজের এবং তার কথার প্রশংসা করুন। তাহলে দেখবেন  সহজেই পটে গেছে।
  3. যাকে আপনি পটাতে চান, তার পছন্দের খেলা, তার পছন্দের নায়ক,  তার পছন্দের গান, তার পছন্দের ছবি গুলোকে আপনিও পছন্দ করেন সে বিষয়টি তাকে জানান।
  4. কথা বলার সময় অবশ্যই তার সাথে কোন যুক্তিতর্কে যাওয়া যাবেনা, এবং তার সাতে কোন প্রকার তর্কে জড়ানো যাবে না। সব সময় আপনার, তার সহমত পোষণ করতে হবে । তাহলে আপনি তাকে পটাতে পারবেন।
  5. আপনি সব সময়ই তার বাবা, ভাই, বোন, এবং যদি তার দুলাভাই থাকে তাদের প্রশংসা করতে হবে। তারাই সবচেয়ে ভালো মানুষ তাদের থেকে আর কোন ভাল মানুষ নাই । এ বিষয়টি তাদের তাকে বলতে হবে।

মেয়ে পটানোর সঠিক উক্তি- Quotes for beautiful woman

যাকে আপনি পছন্দ করেন তার সাথে ফেসবুকের মাধ্যমে তার বিভিন্ন বিষয়ে পজিটিভ কমেন্টস করুন। বিভিন্ন  পোষ্টে পজিটিভ  রিয়েক্ট দিন যেন সে বুঝতে পারে এগুলো শুধু তার জন্য। নিচে কিছু  উক্তি দেয়া হলো যেগুলো দিয়ে আপনি সহজেই আপনার ভালবাসার মানুষের মন জয় করতে পারবেন সুধু সময় সুযোগ মত কাজে লাগান।

১.আমার চোখে দেখা
তুমি বিশ্বসুন্দরী ।
আমার কাছে আসলে তুমি,
ভালোবাসি তোমায় বলতে ভুল করি।

 

২.হাজার মেয়ে আছে পৃথিবীতে।
তোমার মত নয়।
তোমায় আমি ভালোবাসি সেটাই হৃদয় কয়।

৩.মন চায় দেখতে তোমায়,
শুধুই বারেবার।
তাকে তোমরা বলে দিও-
সে শুধু আমার।

৪.ফেসবুকেতে দিলাম মেসেজ।
মেসেঞ্জারে কল।
আমি তোমায় ভালোবাসি,
নেইকো কোন ছল।

৫.বন্ধু তুমি পরান পাখি ।
তোমার জন্য কান্দে আঁখি।
দিওনা কোনদিন আমায় ফাঁকি।

মেয়ে পটানো কার্যকরী ফেসবুক স্ট্যাটাস- Facebook Status for cute Woman

 

মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস

বর্তমানে যেহেতু ফেসবুক হচ্ছে অনেক কাছে আসার একটি মাধ্যম। এখানে আপনি আপনার পোস্ট দ্বারা যে কাউকে আকর্ষণ করতে পারেন। তাই ফেসবুকের স্ট্যাটাস দিয়ে কিভাবে আপনার টার্গেট সেই মানুষটির মন জয় করতে পারবেন, তার জন্য কিছু ফেসবুক স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করছি। যেটা দিয়ে সহজেই আপনি তাকে পটাতে পারবেন।

কাউকে পটানোর আগে আপনার কিছু করণীয় :

  1. তার সাথে আপনার বন্ধুত্ব থাকতে হবে।
  2. আপনি তাকে মনে মনে ভালবাসেন সে কথাটি তাকে যে ভাবেই হোক জানাতে হবে।
  3. আপনার সকল কথায় তাকে ঘিরে সে বিষয়টি তাকে বোঝাতে হবে।
  4. তাকে আক্রমণাত্মক বা তার মান-সম্মানের লাগে এমন কোন স্ট্যাটাস ফেসবুকে দেওয়া যাবে না।
  5. তার ফেসবুক আইডি সে স্বাধীনতা চালাতে পারি কিনা সে বিষয়টি জেনে নিবেন।

এবার নিচের স্ট্যাটাসগুলো আপনার ফেসবুকে পোস্ট করুন দেখবেন সে কত সহজেই পটে গেছে-

  • লিখতে চাই অনেক কিছু কিন্তু লিখতে পারিনা। তুই পাগলী বুঝিস না, ফেসবুকে যখন কিছু লিখতে চাই তখন শুধু তার মুখের ছবি ভেসে উঠে। আঁকতে পারিনা লোকলজ্জার ভয়ে।
  • ফেসবুক ব্রাউজ করি শুধু তোমার ছবি এবং তোমার দেওয়া পোস্টগুলো দেখার জন্য।  যদি এমন হত  facebook-এ শুধু তোমার পেস্ট।
  • ওরে ফেসবুক আমার প্রান ও পাখি কে বলে দিস। এই মন শুধু তার জন্য অপেক্ষা করছে। সে ছাড়া আমার মন আর কিছু চায়না । সে যেন আমাকে গ্রহণ করে নেয়।
  • ফেসবুকেতে থাকবে স্মৃতি আমায় তোমায় নিয়ে। ভালোবাসা গড়া যেন তোমার আমার বিয়ে।

মোবাইল ফোনে মেয়ে পটানো সহজ ধাপ- Easy step to seduce a girl on mobile phone

 

আপনি মোবাইল দিয়েও সহজে যে কোন একটি মেয়েকে পটাতে পারেন। প্রথমে মোবাইলের নাম্বার সংগ্রহ করবেন। সেক্ষেত্রে আপনি সহযোগিতা নিতে পারেন আপনার কোন আত্মীয়, ছোট বোন, ভাই, তবে যার কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন সে যেন আপনার শত্রু না হয়। তাহলে হিতে-বিপরীত  হবে।

আপনার আগে ইন সিওর হতে হবে, যার কাছ থেকে আপনি সহযোগিতা নিবেন সে আপনার সহযোগী কিনা ? যদি সহযোগী না হয় সে ক্ষেত্রে আপনার ভালোবাসা পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার নিচের ধাপগুলো অনুসরণ করে তার সাথে কথা চালিয়ে যান, দেখবেন কিছুদিনের মধ্যেই সে আপনার প্রেমে পড়ে গেছে।

ধাপ -০১: প্রথমে আপনি কল দিয়ে বুঝতে চেষ্টা করুন সে আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী কিনা?

ধাপ-০২:যদি আপনার সাথে সে কথা বলতে আগ্রহী না হয়। তাহলে শুধু তার ভালো-মন্দ জিজ্ঞেস করি কথা বন্ধ করে দিন। আর যদি সে আপনার সাথে কথা বলতে আগ্রহী হয়ে থাকে তাহলে আপনি তার খোঁজখবর নিন এবং তার ভালোলাগা খারাপ লাগা বিষয়গুলো জেনে নিন।

ধাপ-০৩: যেহেতু আপনি ইনসিওর হয়েছেন সে আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী। সেহেতু এখন তাকে নিয়মিত ফোন করে তার খোঁজখবর নিন। তার খাবার-দাবারের খোঁজখবর নিন। তার বাবা-মা ও আত্মীয়-স্বজনের খোঁজখবর নিনি।

ধাপ-০৪:  এই সময়  এসে আপনাকে একটু সাবধানে কথা বলে, আপনি বুঝাতে হবে আপনি তাকে পছন্দ করেন , এবং বিভিন্ন আকার ইঙ্গিতে তাকে আপনি অনেক ভালবাসেন   সে বিষয়টি বুঝাতে হবে। তবে কোন ভাবেই  সরাসরি ভালোবাসেন সে কথাটি বলা যাবেন না।

ধাপ-০৫: ধাপ ৪ শেষ করার পর আপনি যদি দেখেন সে আপনার সাথে স্বাভাবিক কথাবার্তা বলছে, তাহলে বুঝতে হবে  আপনার সেই অপেক্ষার দিনটি এসে গেছে। আপনি ধাপ চার পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারলে। এবার আপনার প্রস্তাব দেয়ার পালা। আপনি শুধু বলতে দেরি সে আপনাকে উত্তর দিতে দেরি করবে না।

কারণ ধাপ ৪ পর্যন্ত ছিল আপনার সবচেয়ে কঠিন মুহূর্ত। আপনি এখন তাকে পরিপূর্ণ প্রস্তুত করতে পেরেছেন । এবার আপনার মনের কথা জানিয়ে দিন। দেখবেন সে কত খুসি হয় আপনার এই কথা শুনে।

মেয়ে পটানোর ১০০ ভাগ কার্যকরী কিছু টিপস- 100 Percent effective tips to win woman’s heart

এখানে আপনাকে পটানোর কিছু সহজ টিপস দিচ্ছি । যেটি কাজে লাগিয়ে আপনারা সহজেই যে কোন একটি মেয়েকে পটাতে পারবেন টিপসগুলো হলো-

টিপস-০১: সব সময় তার প্রশংসা  করুন।

  ,,  -০২: সব সময় তাকে ফলো করুন।

  ,, -০৩: বিভিন্ন অজুহাতে তাকে গিফট দেওয়ার চেষ্টা করুন।

  ,,  -০৪: সে কখন কখন স্কুলে যায় অথবা অফিসে যায় তার যতায়াত ফলো করুন।

  ,, -০৫: তার যেকোনো কাজে তাকে সহযোগিতা করার চেষ্টা করুন।

  ,, -০৬: তার কোন পোষা প্রাণী থাকলে সেটাকে আপনি ভালবাসুন।

  ,, -০৭:তার বাবা-মাকে দেখলে আপনি অনেক নম্র-ভদ্র সে বিষয়টি তাদের সামনে উপস্থাপন করুন।

  ,,-০৮: যদি মেয়ের বাবা শিক্ষক হয় তাহলে আপনি তার কাছে প্রাইভেট পড়তে পারেন।

  ,, -০৯: মেয়ের সাথে প্রেম করার আগে মেয়ের মাকে আগে পটিয়ে ফেলতে হবে।

  ,, -১০: বিভিন্ন দিবসে তার সাথে বেড়ানোর ব্যবস্থা কর করুন।

  ,, -১১:আপনার যদি সামর্থ্য থাকে,এবং সে যদি কাপড়চোপড় অনেক পছন্দ করে তাকে আপনি দামি কাপড় চোপড় গিফট করতে পারেন।

   ,, -১২: তার ছোট ভাই বা বোন থাকলে। তাদেরকে অনেক ভালবাসুন, এবং চকলেট আইসক্রিম জাতীয় খাবার কিনে দিন।

  ,,  -১৩: তার সামনে আপনি সবসময় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন।

   ,, -১৪:তার পছন্দের গান, তার পছন্দের রং, তার পছন্দের সিনেমা সবই আপনার পছন্দের তালিকায় নিয়ে নিন।

   ,,-১৫: অনেক ধৈর্য্য ধারণ করে বারবার তাকে ভালবাসেন এ কথাটা বোঝানোর চেষ্টা করুন।

সুন্দরী মেয়ে পটাবো কি ভাবে?-How to seduce a beautiful girl?

মানুষের মন অনেক বড় কঠিন । কিন্তু সেটা যদি হয় কোন সুন্দরী মেয়ের মন, তাহলে তো কোন কথাই নেই। কারণ সুন্দরী মেয়েদের পিছনে অনেকেই ঘুরে থাকে যার কারণে সুন্দরী মেয়েদের মন পটাতে গেলে অনেকের সাথে পাল্লা  দিয়ে তাদের মন জয় করতে হয়। আর এটা অনেক বড় কাজ তাই আসুন আমরা কিভাবে সুন্দরী মেয়েদের মন পটাতে পারবো সে বিষয়টি নিয়ে আলোচনা করি।

যেকোনো সুন্দরী মেয়েকে পটাতে গেলে আগে তাদের সাথে ঘনিষ্ঠভাবে মিশতে হবে।  প্রথমে আপনি প্রেম করতে চান সে বিষয়টি বুঝতে দিবেন না। আপনার কোন উদ্দেশ্য আছে সে বিষয়টি তাকে জানাবেন না। প্রথমে তাকে বন্ধুত্বের হাতছানি দিয়ে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক  গড়তে হবে। পরবর্তীতে আস্তে আস্তে  ভালবাসার দিকে যেতে হবে।

একই বিষয়:

১.মেয়ে পটানোর সহজ উপায়।

আরো পড়ুন:

১.  বৈশাখের ইতিহাস।

২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৩. কবে পহেলা বৈশাখ?

৪. পহেলা বৈশাখের A to Z ধারনা।

৫. গুগলের জানা অজানা নানান তথ্য।

6. স্কুল লাইভ নিয়ে স্ট্যাটাস।

৭. গুগলে মানুষ কোন বিষয়ে বেশি সার্চ করে।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা
মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা: আজকে আমি আপনাদের এমন একটি …

মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা

নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও জনসংখ্যা কত?
হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও …

নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও জনসংখ্যা কত?

About The Author

24 Favor

One Response

  1. Pingback: মেয়ে পটানোর সহজ উপায়-Easy way to seduce a girl
    March 26, 2022
  2. Pingback: বেষ্ট ফ্রেন্ড স্ট্যাটাস- Best Friend Status
    March 27, 2022
  3. Pingback: ফেসবুক ফানি স্ট্যাটাস-Facebook Funny Status
    March 28, 2022
  4. Pingback: মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস ও ছবি
    April 8, 2022
  5. Pingback: মেয়েদের ভালবাসলে কি পাওয়া যায়
    April 9, 2022
  6. Robin Marrion

    Your writing has a lively quality that paints clear images in my mind. I can easily visualize every aspect you portray.

    July 24, 2023

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh