সাফল্য নিয়ে উক্তি : সাফল্য হচ্ছে জীবনের একটি বড় অর্জন। এই অর্জনটি বেশিরভাগ মানুষের জীবনেই আসেনা বা করতে পারে না। আর যারা জীবনে সাফল্য অর্জন করতে পেরেছে, তাদের জীবন থেকে বিসর্জন দিতে হয়েছে অনেক সময় কে। আর তাই একমাত্র সফল ব্যক্তিরাই জানে সফলতার কত আনন্দ? আজকে তাই সফলতা নিয়ে আমরা এখানে দিব বেশ কিছু উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ক্যাপশন।
যেগুলো আপনাদেরকে সফল হওয়ার জন্য অনুপ্রাণিত করবে।আমাদের উদ্দেশ্য হলো সবাই যেন আমরা জীবনের প্রতিটি স্তরে সফল হতে পারি। এই লেখায় আপনি আরো জানতে পারবেন, সাফল্য কাকে বলে? সফল ব্যক্তিরা কেমন হয়? সফল হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ টিপস। আশা করি আজকের এই লেখাটি আপনাদের জন্য হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ।
আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেখাটি পড়েন, আমি আশা করি আপনার জীবনেও সেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন। আর একবার সফল হলেই বুঝতে পারবেন কেবল সফলতার আনন্দটা । তাই আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত সাফল্য নিয়ে উক্তি লেখাটি পড়ি। একই সাথে নিজের জীবনটাকে সফল হিসেবে গড়ে তুলি।
সাফল্য কি?
এই কথাটির মানে খুজতে গেলে আপনাকে অনেক গুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। কারন আমরা অনেক বিষয়ে সাফল্য লাভ করতে পারি। যদি আমি আপনাদের উদাহরণ দেই তাহলে বলা যায়, কেউ যদি লেখাপড়ায় ভাল করে তবে তাকে লেখাপড়ায় সাফল্য লাভ করেছে বলা যায়। আবার কেউ যদি সু-স্বাস্থ্যর অধিকারী হয় তবে বলা যায় স্বাস্থ্যর দিক দিয়ে তিনি সফল।
কিন্তু এখানে আমরা জীবনের ক্ষেত্রে যে সফলতার কথা বলেছি তাহলো । যদি কারো জীবনে তার মৌলিক চাহিদা গুলো সহ তার সাধ্য মত বিনোদনের চাহিদা পুরনের সক্ষমতাকে বুঝানো হচ্ছে। কারণ মানুষের চাহিদার যেমন শেষ নেই তেমনি সাফল্যরও শেষ নেই, আমাদের একেক জনের একেক রকমের চাহিদা ।
আর তাই দেশ ,কাল, মানুষ ও স্থান ভেদে সাফল্যও নির্ভর করে।সহজ কথায় যদি সাফল্য বলা যায় তবে বলা যায়, একজন মানুষের চাওয়া পাওয়া যখন পরিপূর্ণ হয় তখন সেই ব্যাক্তি সাফল্য লাভ করেছে বলা যায়।
জীবনে সাফল্য কেন দরকার ?
প্রতিটা মানুষের জীবনে সফলতা দরকার। কারণ আমাদের জীবনেরও একটা উদ্দেশ্য আছে। আমাদের আল্লাহ তৈরী
করেছেন কিছু উদ্দেশ্য নিয়ে। আর তার উদ্দেশ্য হলো আমরা এই দুনিয়াতে নিজেরা ভালভাবে বেঁচে থেকে অন্য মানুষের
জন্য ভাল কাজ করা । একই সাথে পরপারের জন্য নিজের ঈমান আমল ঠিক করা। যাতে করে মরে যাবার পরেও মানুষ
তাকে ভাল মনে স্মরণ করে। এছাড়াও সফলতা ছাড়া আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত বস্তুটি পাবনা। আমাদের কোন
আশাই পূরণ হবে না। তাই একদিকে যেমন ইহজগতের জন্য সফলতা দরকার আমাদের সকল চাহিদা পুরণ করার জন্য।
অন্যদিকে পরকালের সফলতা দরকার আল্লাহর সন্তুষ্টির জন্য।
সফল ব্যক্তিরা কেমন হয়?
সফল মানুষ গুলো, একদিকে যেমন পরিবারের কাছে প্রিয় হয়। তেমনি সমাজ ও দেশর মানুষের কাছেও প্রিয় হয়। তাছাড়া
এরা সবার কাছে শ্রদ্ধাভাজন হয় । আর তাই সফল ব্যক্তিরাই কেবল একমাত্র সুখী হতে পারে। এরা একদিকে যেমন
ব্যক্তিগত জীবনে সুখী থাকে, তেমনি সুখি থাকে পরিবারিক জীবনেও।সফল মানুষের জীবনটা থাকে আনন্দময়। সংক্ষেপে
বলা যায় একজন সফল মানুষ ভিতরে বাহিরে সবার কাছেই থাকে সম্মানের।
পরিশ্রম ও সাফল্য নিয়ে উক্তি
কেবল পরিশ্রমই পারে আপনার জীবনে সফলতা আনতে। পরিশ্রম ছাড়া এ জীবনে কেউ সফলতা পায় না। তাই পরিশ্রমের
মাধ্যমে অর্জন করতে হয় সফলতাকে। আমরা প্রত্যেকেই নিজেদের পরিশ্রম দ্বারা সেই সফলতা অর্জন করব। এ প্রত্যাশা
নিয়েই এখানে প্রদান করছি বেশ কিছু উক্তি। যে গুলো আপনাকে দিবে উৎসাহ ও অনুপ্রেরণা । আর তাই এই উক্তিগুলো
আপনি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার করে সকল বন্ধুকেও আপনার মত উৎসাহিত করুন। যাতে করে আমরা সবাই
যার যার দিক দিয়ে সাফল্য লাভ করতে পারি।
১.যদি তুমি তোমার সময়ের মূল্য না দিবে , তবে অন্যরাও তুমার সময়ের মূল্য দিবে না। তুমার নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো । তাহলেই দেখবে সফল হবে।– প্রখ্যাত মার্কেটিং এক্সপার্ট।
২.যদি কারো মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সাফল্য লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি- বিখ্যাত লেখক ডেল কার্র্নেগী।
৩. জীবনে সাফল্যর জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে আর তা হলো ১. আল্লাহর উপর ভরসা। ২. কঠোর পরিশ্রম। ৩. ধৈর্যধারণ- সংগৃহীত।
৪. সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্য যে কারো চেয়ে বেশি মনোযোগী- বিখ্যাত মার্শাল ব্রুসলী।
৫.তোমার জীবনে একটি লক্ষ্য ঠিক করো । আর সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানি নাও। লক্ষ্য নিয়ে চিন্তা করো স্বপ্ন দেখো। আর তোমার শরীরের মস্তিস্ক,পেশী , রক্তনালী সহ পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর এর সাথে বাকি সবকিছু ভুলে যাও । এটাই সাফল্যর পথ- বিখ্যাত লেখক স্বামী বিবেকানন্দ।
সাফল্য নিয়ে স্ট্যাটাস
এখানে দেখতে পাবেন নতুন কিছু সাফল্য নিয়ে স্ট্যাটাস যা আপনাদের অনেক ভাললাগবে। কারণ আমরা সবাই তার
সাফল্যর জন্য সর্বাত্বক চেষ্টা করে থাকি। তাই এই স্ট্যাটাস গুলো আপনার সেই চেষ্টাকে আরো বেগবান করবে।
১.মানুষ কতটা উপরে আছে তা দিয়ে অমি তার সাফল্য নির্নয় করি না। সে একদম নিচে পড়ে যাওয়ার পর নিজেকে কতটা আবারও উপরে তুলতে পারে তাই আসল কথা- আমেরিকার জেনারেল জর্জ এস প্যাটন।
২. জীবনে সাফল্য চাইলে সেটাকে লক্ষ্য বানিও না , বরং তুমি যা করতে ভালোবাস সেই কাজটা মনোযোগ দিয়ে করতে থাকো ।সাফল্য নিজেই ধরা দিবে।-বিশিষ্ট্য লেখক ডেভিড ফ্রস্ট।
৩. সফল হতে চাও, দুটো জিনিসকে কাজে লাগাও। জেদ আর তোমার আত্নবিশ্বাস- বিখ্যাত ঔপন্যাসিক মার্ক টোয়েন।
৪. সাফল্য হলো একটা সোনার হরিণ। একে সহজেই পাওয়া যায় না- সংগৃহীত।
৫. দোয়া করো সফলতা একদিন আমারই হবে- 24favor.com
সাফল্য নিয়ে ক্যাপশন
সাফল্যর ক্যাপশন দেওয়া যত সহজ। সাফল্য অর্জন করা তত সহজ নয়। অনেকেই আমরা সফলতা অর্জনের পর
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশন দেওয়ার জন্য চাই আর তাই খোঁজ করতে থাকি বিভিন্ন ক্যাপশন। করতে পারে আর
তাদের জন্য এখানে উপস্থাপন করা হলো নতুন কিছু সাফল্য নিয়ে ক্যাপশন যেগুলো শেয়ার করতে পারবেন সবার সাথে।
সফল হওয়া আর সাফল্য অর্জন করা এক নয় । কোন ধরনের সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে। কিন্তু সফলতা অর্জন করতে অনেক সময় লাগে। আর সেটাই প্রকৃত সফলতা- সংগৃহীথ ক্যাপশন।
তুমি সাফল্যকে একটি বিজ্ঞান মনে করতে পারো। যদি সঠিক উপাদান মেশানো হয় তবে তুমি সঠিক ফলাফল পাবে- বিখ্যাত নাট্যকার অস্কার ওয়াইল্ড।
তুমার যদি কেহ সমালোচনা করার কেউ না থকে , তবে তোমার সাফল্য লাভের সম্ভাবনা নেই বললেই চলে- আমেরিকার মুসলিম নেতা ম্যালকম এক্স।
প্রতিটা মানুষের জীবনে খুব কঠিন সময় আসাটা দরকার । কারণ কঠিন সয়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে- সাবকে রাষ্ট্রপতি এ.পি জে আব্দুল কালাম।
সফলতার স্পর্শ যে কতটা আনন্দের তা কবেল একজন সফল মানুষই জানে- 24favor.com
সাফল্য নিয়ে কবিতা
অনেকেই সফলতা নিয়ে কবিতা খোঁজ করে থাকেন বিভন্নভাবে শেয়ার করবে বলে। আর তাই এখানে আমি উপস্থাপন
করছি খুবই সুন্দর কবিতা । যা আপনার এবয় আপনার বন্ধুদের অনেক ভাললাগবে। তাই নিজে পড়ুন আর সবাইকে পড়ার
সুযোগ করে দিন ।
সফলতার চাবি কাঠি
লেখক: বীথি আক্তার
সফল যদি হতে চাও লক্ষ্য কর ঠিক,
হবেই তোমার হবে জয় করনা এদিক সেদিক।
ন্যায়-নীতি আর নিষ্ঠা নিয়ে এগিয়ে যাও সামনে,
তোমাকে পিছনে ফেলে কেউ নেই এই ভুবনে।
পরিশ্রম করে এগিয়ে যাও, পেওনাকো ভয়
খুঁজে দেখো যারা করে ছলচাতুরি তাদের হয় ক্ষয়।
সফল যদি হতে চাও ব্যর্থ হও আগে
সফল হতে গেলে ব্যর্থ হওয়া লাগে।
জীবন মানে যন্ত্রনা অনেক মানুষ কয়
দুঃখ আর দুর্দশা সফল ব্যক্তির নয়।
জীবন যুদ্ধে জয়ী যারা তাদের ফলো কর
আসবেই আসবে সফলতা একটু ধৈর্য ধরো।
ব্যর্থতা থেকে সফলতার উক্তি
ব্যর্থ হলে হতাশা নয় । কারণ আমাদের জীবনে অনেক ব্যর্থতা আসবেই। আর তাই সেই ব্যর্থতাকে কাজে লাগিয়েই জীবনে
অর্জন করতে হবে সফলতা । এ পৃথিবীতে অনেক উদাহরণ আছে, যারা জীবনে অনেকবার ব্যর্থ হয়েও পরবর্তীতে সফলতা
লাভ করেছেন। রাজা রবার্ট ক্লাইভ ৭ যুদ্ধের পরাজিত হয়ে অষ্টমবারের মাথায় সে যুদ্ধ জয় করেছে। এরকম উদাহরণ
পৃথিবীতে অনেক আছে । তাই আপনিও আপনার ব্যর্থতা কে, কাজে লাগিয়ে সফলতা লাভ করুন। আপনার সেই যাত্রাকে
সহযোগীতা করার জন্য এখানে প্রদান করছি কিছু উক্তি যেগুলো আপনার জীবনে উৎসাহ যোগাতে কাজে লাগবে।
১ তুমি ব্যর্থতার ছাই থেকে সাফল্যর প্রাসাদ শুরু করো। আর হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যর প্রাসাদের দুই মূল ভিত্তি- বিখ্যাত লেখক ডেল কার্নেগী।
২. ৯ বার পড়ে গিয়ে ১০ বার উঠে দাঁড়ানোর নাম সাফল্য -বন জোভি।
৩. সাফল্য আসবে রাতারতি এটা বলতে কিছু নেই। গভীর মনযোগ দিলে দেখবেন সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে- স্টিভ জবস।
৪. কারো সাফল্য দেখে নয় । অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করতে হবে। কারণ বেশির ভাগ মানুষই একই রকম কারণে ব্যর্থ হয়। কিন্তু সফল হওয়ার অনেক গুলো কারণ থাকতে পারে- আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।
৫.জীবেনে অতীতের সাফল্য তোমাকে ভবিষ্যতে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি ব্যর্থতা থেকে শিক্ষা নাও তবে দিন শেষে তুমি সফল হবেই- জ্যাক মা।
৬. যদি ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে না পারো , তবে কোন দিন সফলতার স্বাদ পাবে না- 24favor.com
৭. বার বার ব্যর্থ মানে পরাজয় নয় , এটাকে ধরে নিতে হবে তোমার শিক্ষনীয় বিষয়- 24favor.com।
৮. জীবনে কিছু সময় হারার মাঝেও আনন্দ আছে। মাঝে মাঝে সেই স্বাদকেউ গ্রহণ করতে হয়- সংগৃহীত।
৯. মাঝে মাঝে আমরা হেরে যাই । আর হেরে গিয়ে নিজের উপর রাগ করি ।, কিন্তু বুঝতে চেষ্টা করি না ,আমাদের নিয়ে সৃষ্টিকর্তার একটি বিশাল পরিকল্পনা আছে। আমরা যা কিছু করি এটা শুধু তার পরিকল্পনার বাস্তবায়ন- 24favor.com।
১০. যদি কখনো জীবনে ব্যর্থ হয়ে যান. তবে নিজেকে ব্যর্থ মানুষ মনে না করে, নিজেকে ব্যর্থতা বরণ করার কারণ জানা মানুষ হিসেবে পরিচয় দিবেন – 24favor.com।
কাজ নিয়ে উক্তি
কাজকে আমাদের ভালবাসতে হবে। কাজের মাধ্যমে খুঁজতে হবে সফলতা। আর কাজের প্রতিটি স্তরে আমরা অনেক সময়
নিজেদেরকে একঘেয়েমি মনে করে কাজ থেকে দূরে সরে যাই। আর তাই আপনার কাজের অগ্রগতি কে ধরে রাখতে
সহায্য করবে আমাদের এই উক্তিগুলো।
১. হাতের কাজের প্রতি ভালবাসা আর কঠোর পরিশ্রম হলো সাফল্যর মূল্য । সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ বিলিয়ে দেয়া- ফুটবলার ও কোচ ভিন্স লম্বারডি।
২. যতক্ষণ ভাল লাগে সাধারণ মানুষ ততক্ষণ কাজ করে। আর যারা অসাধারণ সফল মানুষ , তারা ভাল লাগলেও কাজ করে আর ভাল না লাগলেও কাজ করে। যতখন কাজ শেষ না হয় – মটিভেশনাল ট্রেইনার ব্রায়ান ট্রেসি।
৩. সঠিক কাজ শুরু করাই হলো , সাফল্যর মূল চাবিকাঠি- চিত্রশিল্পী পাবলো পিকাসো।
৪.তখনই সাফল্য আসে যখন একজন মানুষ তার নিজের সক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়- বাস্কেটবল খেলোয়ার জন উডেন।
৫ . খুব সহজ ব্যাপার সাফল্য । যদি কেহ সঠিক কাজটি সঠিক ভাবে ও সঠিক সময়ে করে ফেলো- সফল উদ্যেক্তা আর্নল্ড গ্লাসগো।
৬.কাজ করে যাওয়ার সাথেই আসলে সাফল্য সম্পর্কিত। যারা সফল তারা সবসময় কাজ করে যান। মাঝে মাঝে তারা ভুল করে কিন্তু কখনই সেই কারণে থেমে যায় না।– প্রতিষ্ঠাতা অব হিলটন হোটেল, যার নাম কনরাড হিলটন।
৭. শুধু কাজ করলেই হবে না , কাজের সাথে থাকতে হবে সঠিক পরিকল্পনা । তবেই তুমি সফল হবে- 24favor.com।
৮. প্রতিটা কাজের শুরু থাকে খুবই কষ্টের কিন্তু শেষটা থাকে সফলতায় ভরা- 24favor.com।
৯. নিজের বর্তমান পাওয়াটাকে কাজ দিয়ে ভাগ করে দেখুন । যদি তা কাজের চেয়ে পাওয়ার পরিমাণ বেশি হয় তাহলে, আপনাকে আরো বেশি কাজ করতে হবে সফলতা অর্জন করার জন্য। – 24favor.com।
১০. যদি কেউ কাজের সাথে, সঠিক লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে লেগে থাকে। তবে তার সফলতা আটকানোর কেউ নাই- 24favor.com
দক্ষতা নিয়ে উক্তি
পৃথিবীর সবাই সবচেয়ে বেশি ভালোবাসে কারো গুণ বা কাজের দক্ষতাকে। আমরা যে যত দক্ষ, সেই তত বেশি উন্নত জীবন
যাপন করি। কারণ আমদের শ্রমের মূল্যায়ন করা হয় আমাদের দক্ষতা দিয়ে। আর সেই দক্ষতা অর্জন করার জন্য আপনার
প্রয়োজন কঠোর পরিশ্রম । এখানে দক্ষতা নিয়ে বেশকিছু উক্তি প্রদান করা হলো, যেগুলো আপনার অনেক ভালো লাগবে।
১ . কোনদিনই সাফল্যর আগুন একা জ্বলে না। এটা তোমার নিজ হাতে জ্বালাতে হবে- আর্নল্ড গ্লাসগো।
২. সবাই ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারাটা, সাফল্য অর্জন করার জন্য খুবই প্রয়োজন- উইলিয়াম ফেথার বিশিষ্ট্য লেখক।
৩. দক্ষ হওয়ার চেষ্টা করো সফল হবার নয় । দেখবে একদিন সফলতা এমনিই আসবে- বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।
৪. দক্ষতা হচ্ছে এমন এক জিনিস যা কখনো দমিয়ে রাখা যায় না= সংগৃহীত।
৫, পৃথিবীতে শুধু দক্ষতার কদরই করা হয় সব জায়গায়- সংগৃহীত।
৬. প্রতিটা দক্ষ মানুষ সেই পরিবার তথা সেই জাতির জন্য সম্পদ হিসেবে কাজ করে- 24favor.com
৭. জীবনে এদিক সেদিক না তকিয়ে শুধু দক্ষতা অর্জন করে যাও দেখবে সফলতা তোমার কাছে এমনিতেই আসবে- 24favor.com।
৮. তোমার শিক্ষা ব্যবস্থাকে ঠিক মতো দক্ষ করে তুলো , দেখবে দেশে দক্ষ লোকের জন্ম হবে- বিশিষ্ট্য শিখ্যাবিদ জন ফবস।
৯. চাকরি খোঁজার পিছনে না দৌড়ে, দক্ষতা অর্জন করার পিছনে দৌড়াও। দেখবে চাকরি তোমার পিছনে দৌড়াবে- 24favor.com
১০. পৃথিবীতে কোন মানুষই দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করে না । পৃথিবীতে জন্মনিয়ে দক্ষতা অর্জন করতে হয়- 24favor.com
সাফল্য হবার জন্য কিছু গোপন সহজ টিপস
সবাই আমরা সফল হতে চাই। কিন্তু পরিশ্রম এবং ধৈর্য ধরতে সবাই রাজি নই। সফলতার সোনার হরিণটি ধরতে আমরা
সবাই জীবন ভর দৌড়াই কিন্তু ধরতে পারি না। আর তাই যদি আপনি এই অল্প কিছু টিপস জানতেন তাহলে হয়তবা ধরতে
পারতেন। আর তাই অনেক সময় আমরা হাঁপিয়ে পড়ি। অধরাই থেকে যায় সফলতার সেই সোনার হরিণটি । এখানে
আজকে আমি আপনাদের বেশ কিছু টিপস আলোচনা করব। যে টিপস গুলো দিয়ে আপনি সহজেই সফলতার সোনার
হরিণটি জীবনে ধরে ফেলতে পারবেন। আর এই গোপন টিপস গুলো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এ
প্রত্যাশা রইলো আপনার কাছে। অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের কাছে এই টিপসগুলো শেয়ার করবেন। কারন এটাও
আপনার জন্য একটি ভালো কাজ। নিচে বেশ কয়েকটি টিপস প্রদান করা হলো, যেগুলো আপনার জীবনে কাজে লাগবে।
১. আল্লাহর উপর ভরসা।
২. পরিশ্রম।
৩. ধৈর্য্য ধারণ।
৪. সততা অবলম্বন।
মাত্র জীবনে এই চারটি জিনিস লক্ষ্য রেখে কাজ করে যান । আমি আপনাকে ১০০ ভাগ গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনি জয়ী হবেন।
শেষ কথাটিও আরো সুন্দর
জীবনটা আপনার সুন্দর হোক , সফল হোক। আপনার জীবনের প্রতিটা পর্বে সাফল্য অর্জন হোক । সুন্দরভাবে বেঁচে থাকেন সুন্দর হোক আপনার ভবিষ্যৎ পথ চলা। এই কামনাই পরম করুনাময় আল্লাহর কাছে করি। আর আমার এই সাফল্য নিয়ে উক্তি লেখা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই লেখাটি শেয়ার করবেন যেন সবাই এ লেখাটি পড়তে পারে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।
আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :
১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি
. সঠিক কাজ শুরু করাই হলো , সাফল্যর মূল চাবিকাঠি- চিত্রশিল্পী পাবলো পিকাসো।
৪.তখনই সাফল্য আসে যখন একজন মানুষ তার নিজের সক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়- বাস্কেটবল খেলোয়ার জন উডেন।