রোমান্টিক ভালোবাসার মিষ্টি প্রেমের ছন্দ sms মেসেজ কবিতা ও স্ট্যাটাস

মিষ্টি প্রেমের ছন্দ  আশা করি এই লেখাটি আপনার অনেক ভাল লাগবে, এবং এগুলো আপনি সবার সাথে শেয়ার করতে

পারবেন। আপনি যদি নতুন কিংবা পুরাতন প্রেম করে থাকেন, অথবা আপনার ভালোবাসার মানুষকে বিভিন্ন ছন্দ উপহার

দিতে চান। তাদের সাথে শেয়ার করতে চান অভিনন্দন, তবে এই লেখাগুলো আপনার জন্য। আমি আশা করি আপনি যদি

প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেখা গুলো পড়তে থাকেন তবে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে সব গুলো লেখাই

১০০ ভাগ ইউনিক দেওয়া হয়েছে । আপনি কোথাও আর  এইরকম লেখা আশাকরি পাবেন না। কারণ অনেক কষ্ট করে

আপনাদের জন্য আমরা সংগ্রহ করেছি। আর তাই আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন আশা করি

আপনার মনের কথাটি পেয়ে যা বেন, আমাদের এই লেখার মাধ্যমে।

মিষ্টি প্রেমের ছন্দ

মিষ্টি প্রেমের ছন্দ যা আপনার মনে দিবে অনেক আনন্দ। আজ অংশে বেশ কিছু ছন্দ দিব যে গুলো আপনার মনে আনন্দ

যোগানোর জন্য যথেষ্ট্য। বিশেষ করে যখন নতুন নতুন প্রেম করে তখন কিভাবে প্রেমিকাকে ইমপ্রেস করবে সেই চিন্তায়

মত্ত থাকে। আর তাই আমি তাদের জন্য একটু হলেও সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি মাত্র। আপনি ইচ্ছে করলে এখান

থেকে এই ছন্দ গুলো শেয়ার করতে পারবেন আপনার প্রেমিকা বা প্রেমিকের সাথে।

পাণ করেছি ভালোবাসার মধূ
এখন শুধু তোমাকে বানাবো বধূ।

চার দিকে উড়ছে মৌ
তুমি আমার হবে বউ।

একটি গাছে দুটি পাখি বেধেঁছে প্রেমের বাসা
তোমার ভালোবাসা পেতে মনে আমার অশা।

চুপটি করে কাছে বসে গাইবো প্রেমের গান
তুমি আমার সোনা পাখি তুমি আমার প্রান।

হাজার ফুলের সেরা তুমি আমার গোলাপ ফুল
তোমায় বন্ধু ভালোবাসি চিনতে করিনি ভুল।

রোমান্টিক প্রেমের ছন্দ

রোমান্টিক প্রেমের ছন্দ এর মধ্যে দেখানো হয়েছে । কি ভাবে প্রেম করলে একটি প্রেম রোমান্টিক হয়। আর সেই

 প্রেমকে কিভাবে মনের ভিতর লালন করতে হয়। অনেকেই প্রেম করে কিন্তু তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক

থাকে না। কারণ এই ধরনের প্রেম করতে হলো সবার আগে রোমান্টিক মনের প্রয়োজন। আর যাদের রোমান্টিক মন নাই

তারা রোমান্টিক প্রেম করার প্রশ্নই আসেনা। আপনার প্রেমিক বা প্রেমিকা যদি রোমান্টিক না হয়ে থাকে তবে আমার এই

ছন্দ গুলো তার সাথে শেয়ার করে তাকে রোমান্টিক বানানোর চেষ্টা করতে পারেন।

হাত ধরে বসে থাকবো ছেড়ে যাবনা আজীবন
যতই আসুক বিপদ হোক সমান ভূবন।

তুমি কবিতা আমি গান
আমি দেহ তুমি জান।

সাদা মন কালো চুল
ফুটিয়েছি বিয়ের ফুল।

তোমার ফুলের মধূ খাব ইচ্ছে জেগেছে মনে।
সারাটি রাত বসে রইলাম তুমার ঘরের পিছনে।

ফোলনটা  হাতে নিলে পরেই তোমার ছবি আসেে
এত বেশি ভালোবাসি বুঝে গেছি বার মাসে।

মিষ্টি প্রেমের sms

মিষ্টি প্রেমের sms হচ্ছে প্রেমিক প্রেমিকাদের মনের কথা আদান প্রদানের অনেক বড় একটি মাধ্যম। আপনি যদি প্রেম

করে থাকেন তবে আপনি sms ব্যবহার করে তার সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন। আর তার জন্য দরকার নতুন এবং

আনকমন sms যা আপনার মর্যদা আরো বাড়িয়ে তুলবে। আর তাই আপনার জন্য এখানে কিছু নতুন এবং বাছাই করা সুন্দর

বার্তা দেয়া হলো যা আপনার অনেক ভালোলাগবে বলে আমার বিশ্বাস।

  1.  প্রতিদিন তুমার কথা ভাবি আর তুমাকেই ভালোবাসি । প্রিয়া কখনো ভুলে যেওনা।
  2. তোমাকে ভালোবাসার পর আবার নতুন করে জীবনের মানে শিখতে পেরেছি।
  3. আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমাকে বধূ করে আমার ঘরে নিয়ে আসবো।
  4. তুমি এবং তুমার চুলের গন্ধ আমার কাছে অনেক বেশি পছন্দের।
  5. জান তুমাকে এত বেশি ভালোবাসি কারণ তুমি আমার হৃদয় তুমার কষ্ট গুলো আমার হৃদয়ে লাগে।

ভালোবাসার মেসেজ

যে খানেই থাকি যত দূরেই থাকি । ছোট্র একটা ক্ষুদে বার্তার মাধ্যমে নিমেষেই ভালোবাসার মানুষের খোঁজ খবর নিতে পারি।

আজ এই বিষয়টি এত সহজ হয়েছে যে নিমেষেই হাতের মধ্যে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই তা করতে পারি।

ভালোবাসার মানুষটির খোঁজ নেয়ার জন্য এটা খুব সহজ একটি মাধ্যম। আর কিভাবে আমরা ভালোবাসার মানুষ জনকে

মেসেজ লিখব বা কেমন মেসেজ লিখবো তা যদি জানতে চান তবে আমাদের এই অংশটুকু পড়লেই আপনি খুব সুন্দর

একটি ধারণা পেয়ে যাবেন। অথবা আপনি এখান থেকে কপি করে আপনার প্রিয় জনের সাথে শেয়ার করতে পারেন। এতে

করে আপনি যদি অনেক ব্যাস্ত থাকেন তবে িএটা আপনার সময় বাচাঁবে।

  • এক জীবনে তুমাকে ভালোবেসে ভালোবাসার ইচ্ছে মিটবে না। তাই মনে হয় আবার যদি জন্ম নিতাম তবে আবার তুমাকেই ভালোবাসতাম।
  • আমার প্রেমের মালা গলায় পরে নিও অথবা আমা জন্য বিষ কিনে দিও।
  • কি লিখবো খুঁজে পাচ্ছিনা কোন ভাষায় লিখবো তুমায় ভালোবাসার কথা। তবে বুঝে নিও অনেক বেশি মিস করি তুমায়।
  • প্রতিদিন মনে মনে ভবি তুমার সাথে কাটানো দিন গুলো আমার জীবনে শ্রেষ্ট্য সময় হয়ে থাকবে।
  • প্রিয় ময়না পাখি আমার । ভালোবাসা রইল আমার মন থেকে। আমাকে তুমার মনের মানুষ হিসেবে গ্রহণ করো।

রোমান্টিক প্রেমের কবিতা

মেয়েরা সাধারণত কবিতা বেশি পছন্দ করে থাকেন। আবার যার স্মার্ট ছেলে তারড়াও বর্তমানে কবিতা অনেক বেশি পছন্দ

করে থাকে। আর আপনিও যদি এই রকম হোন বা আপনার প্রেমিক বা প্রেমিকা যদি কবিতা পছন্দ করে থাকে তবে তার

সাথে  আমার এই কবিতাটি শেয়ার করতে পারেন। এতে করে দেখা যাবে সে অনেক বেশি মজা পেয়েছে। আর যদি এই

কবিতাটি আপনার অনেক ভাল লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল।

প্রেমের কবিতা

তোমার হাসি তুমার গান কেড়েছে আমার প্রণ।
তুমি আমার সোনা পখি, তুমি জানের জান।
সকল কিছু ভুলতে পারি পেতে তুমার ভালোবাসা
এখন শুধু মনে আমার পেতে তোমায় আশা।
কেমন করে ভুলবো তুমায় যখন ভুলার কথা ভাবি
ভুলতে পারবোনা কোনদিনও শুধু ভালোবাসার দাবি।
অনেক কিছু চাই না আমি চাই যে ভালোবাসা
তোমার সাথে ঘর বাধিঁবো এটাই মনে আশা।
জীবন নদী পাড়ি দিব গড়বো প্রেমের বাসা
সারাজীবন একসাথে রবো এটাই মনে আশা।

ভালোবাসার ছন্দ স্ট্যাটাস

ভালোবাসার ছন্দ স্ট্যাটাস অংশটি অনেক মজার । আপনি যদি কাউকে গভীর ভাবে ভালোবেসে থাকেন তবে আপনি

অবশ্যই তার মন খুশ রাখার চেষ্টা করবেন। এখানে সেই সকল ভালোবাসার মানুষ গুলোর জন্য কিছু ছন্দ স্ট্যাটাস দিব যা

আপনি আপনার প্রিয়জনকে উপার হিসেবে দিবেন। আশাকরি ভালোবাসার ছন্দ স্ট্যাটাসটি ব্যাতিক্রম ও নতুন স্বাদ যোগাবে

আপনাদের জন্য।

রঙ্গিন ফুল, রঙ্গিন আকাশ, সবুজের সব খেলা,
আমায় বন্ধু মন দিও করোনা কিন্তু হেলা।

নরম হাতে ছোয়া দিলে হৃদয়ে পরশ জাগে
এমন মায়ার অনুভূতি লাগেনি কখনো আগে।

অনেক কথা বলবো বলে যাই তুমার কাছে
সবকিছু ভুলে যাই ,আমি অবশেষে।

মেসেন্জারে মেসেজ দিলাম ফেসবুকে তে পোষ্ট
তুবুও যেন হয়গো বন্ধু আমার প্রেমের বুষ্ট ( বৃদ্ধি করা)

নরম প্রেমে শরম বেশি
আমি তোমায় পেয়ে খুশি।

মিষ্টি প্রেমের ছন্দ এর শেষ নিবেদন

পুরো মিষ্টি প্রেমের ছন্দ  লিখাটি আপনাদের অনেক ভালো লেগেছে, এই প্রত্যাশা রেখে আমরা আজকে শেষ করতে যাচ্ছি

এই লেখাটি। তবে আপনাদের কাছে অনুরোধ রইলো যদি লেখাটি ভাল লেগে থাকে তবে অবশ্যই আমাদেরকে জানাবেন।

আর যদি খারাপ লেগে থাকে তবুও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা মত লেখা দেওয়ার জন্য।

আর যদি আপনাদের কোন ধরনের লেখা প্রয়োজন হয় আমাদের লিখতে পারেন, আমাদের কাছে অনেক ধরনের লেখক

আছেন যারা বিভিন্ন বিষয়ে লিখে থাকেন। ধন্যবাদ আপনাকে কষ্ট করে লিখাটি পড়ার জন্য

আরো পড়তে পারেন

১. টাকা নিয়ে উক্তি ও কাকে বলে।

. টাকা কাকে বলে?

. জুমা মোবারক স্ট্যাটাস

৪. পরকীয়া প্রেম নিয়ে উক্তি

৫. স্কুলের বন্ধুদের নিয়ে উক্তি

About 24 Favor

Check Also

শুক্র বারের শুভেচ্ছা

শুক্রবারের শুভেচ্ছা বিনিময়-এসএমএস,ছবি এবং উক্তি-Friday Wishing ,SMS & Quote

শুক্রবারের শুভেচ্ছা:-প্রতিটি দিন মুসলমানদের জন্য শুভ দিন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিন হচ্ছে শুক্রবার । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *