24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » ঈদ মোবারক ছন্দ ,ঈদ মোবারক পিকচার ২০২২, ঈদ ক্যাপশন সহ ছবি

Gradings

ঈদ মোবারক ছন্দ ,ঈদ মোবারক পিকচার ২০২২, ঈদ ক্যাপশন সহ ছবি

24 Favor September 23, 2024

ঈদ মোবারক ছন্দ: ঈদ আসলেই বেড়ে যায় সবার মধ্যে আনন্দ। আর এই ঈদের আনন্দ টাকে আমরা ভাগাভাগি করে নিতে চাই সকলের মধ্যে। ঈদ ভেদাভেদ থাকে না কোন ধনী ও গরিবের মধ্যে। ঈদের দিনটাকে আমরা ছোট বড় সকলেই উদযাপন করি আমরা নিজেদের মতো করে। আর তাই ঈদের দিনের আনন্দকে ভাগাভাগি করার জন্য বর্তমানে সহযোগিতা নিয়ে থাকি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমের ।

যেখানে আমরা বিভিন্ন ধরনের ছন্দ দিয়ে  প্রকাশ করে থাকি আমাদের মনের ভাব । আর এই মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন পড়ে কিছু ঈদ মোবারক ছন্দ, যেগুলো আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকি। আর এই সময় আমরা সুন্দর সুন্দর ছন্দ গুলো খোজ করতে থাকি। কিন্তু প্রয়োজনের সময় আমরা সেই সুন্দর ছন্দ গুলো পাই না।

আর যাদের এই ধরনের সমস্যা তাদের জন্যই আমরা সাজিয়েছি আজকের এই ঈদ মোবারক ছন্দ। যে গুলো আপনারা সামনের ঈদে সবার সাথে শেয়ার করতে পারবেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তো আর দেরি নয় চলুন নিচে সুন্দর সুন্দর ছন্দ গুলো পড়ি এবং সবার সাথে শেয়ার করার জন্য সেখান থেকে নিজের পছন্দ মত বেছে নেই।

ঈদ মোবারক ছন্দ

ঈদ মোবারক ছন্দ

ঈদ মোবারক ছন্দ

ঈদের আগের দিন রাত্র কে আমরা অনেকেই বলে থাকি চাঁদ রাত। আর আমাদের এই রাত্রে থাকে অনেক আনন্দ। অনেক সময় আমরা এই রত্রে অনেকেই দূর-দূরান্ত থেকে বাড়িতে এসে পৌঁছেই। আর তার জন্যই ঈদের আগেরদিন রাত্র টা সবার কাছে হয়ে ওঠে স্পেশাল। আর এই স্পেশাল দিনে সবার মনে থাকে অনেক আনন্দ।

আর সেই আনন্দকে ভাগাভাগি করার জন্য আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকি আমাদের মনের আবেগি স্ট্যাটাস। যে স্ট্যাটাস গুলোর  মাধ্যমে আমরা পরের দিনের জন্য সবাইকে দাওয়াত দিয়ে থাকি। আর সেই সময় আমরা খোঁজ করতে থাকি ঈদের আগের রাতের বিভিন্ন ছন্দ।

আর তাই তাদের জন্যে মূলত আমার এই সুন্দর সুন্দর ছন্দ যেগুলো। যা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে আপনার বন্ধুদেরকে দিতে পারবেন। এখান থেকে বেছে নিন আপনার পছন্দের ছন্দটি আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

উঠেছে ঈদের চাঁদ,
দাওয়াত দিলাম এই চাঁদের রাতে।
কালকে থাকবে ,
সারাদিন আমার সাথে।

 

রাত্রি পোহালেই হবে ঈদ।
চোখে নাই একটু নিদ,
মনে শুধু খুশির আমেজ ।
তোমাকে দিলাম ঈদের মেসেজ।

 

রাত্রি যত গভীর হচ্ছে ।
আসছে কাছে ঈদ।
সবাই যখন গভীর ঘুমে
আমার চোখে নাই  নিদ।

 

ওরে পাগল আল্লাহর বান্দা
করোনা কোন বাজে ধন্ধা
পড় নামাজ জীবন করো আলো
ঈদ তোমার জীবন বয়ে আনুক আলো।

 

ইমাম হাসান হোসেন মিলে কয়।
 মাগো তুমি দেখবো আয়।
ওঠেছে  পশ্চিম গগনে চাঁদ।
ঈদ হবে কাল ফজর বাদ।

 

বিকাশেতে টাকা নাই
নিলাম নগদে।
নগদে টাকা তুলতে গিয়ে
চরলাম রকেটে।
বিকাশ, নগদ, রকেট ফাঁকা
ঈদের চাদ দিল দেখা
দোয়া করি খুলে যাক ভাগ্যের চাকা।

ঈদের ছন্দ ২০২৩

ঈদ মোবারক ছন্দ

ঈদ মোবারক ছন্দ

ঈদ মানেই মিলনমেলা। ঈদ মানে আনন্দ । ঈদের দিনকে ঘিরে সবার মাঝে থাকে এক অন্যরকম আনন্দ। পরিবার-পরিজনেরা মিলিত হয় ঈদের দিন। আর তাই ঈদের দিনে সবাই নিজেদের আনন্দকে ভাগাভাগি করে বিভিন্ন ছন্দের মাধ্যমে। আর সেই দিনের সুন্দর সুন্দর ছন্দ গুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই লেখা।

আপনি ইচ্ছে করলে ঈদের দিনের ছন্দ গুলো শেয়ার করতে পারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে করে আপনাদের আনন্দের পরিমাণ বেড়ে যাবে আরো বহুগুনে।

উঠেছে ঈদের বাঁকা চাঁদ
সবাইকে দিলাম ঈদের দাওয়াত ।
দিলাম দাওয়াত আসবে বলে,
যদি না আসো আনবো ধরে
এরপরেও যদি না আসতে চাও
মেসেজ দিয়ে ঈদের শুভেচ্ছা জানাও।

 

চাঁদ উঠেছে আকাঁশে
দিলাম দাওয়াত আসিতে
যদি আসতে না পারো
আমার দাওয়াত গ্রহণ করো।

 

ঈদের খুসি ঈদের আনন্দ
ভূলিয়ে দিক সকল বিভেদ দ্বন্ধ।
মিলেমিশে করি ঈদ 
ঈদ সবার জীবন খুসিতে ভরিয়ে দিক।

 

আনন্দের রং লাগলো আমার মনে
ঈদের এই মধুর ক্ষণে।
খুশির রাঙায় রাঙ্গিয়ে
দিব ঈদের এই দিনে। 

 

আকাঁশেতে ঈদের চাঁদ
আজকে হল চাঁদনী রাত।
ঈদ মানে খুসির দিন
রইলো দাওয়াত ঈদের দিন।
দোয়া করি ভাল থেকো সীমাহীন।
রঙিন হোক ঈদের দিন।
ঈদ মোবারক

 

থাকবেনা কোন ভেদাভেদ
আজকে খুশির ঈদ।
গাইবো সবাই ঈদের গান
খুসিতে জেগে উঠুক সবার প্রান।
                                               ঈদ মোবারক 

 

দাওয়াত দিছি আসবে বন্ধু
আমার গরীব ঘরে।
রান্না করছি অনেক কিছু
দিব আদর করে ওরে

 

লাল গোলাপ সবুজ পাতা
ঈদের দিন শুধু কইবো কথা
দাওয়াত দিলাম আসবে বাড়িতে 
বসবে তুমি কাঠের পিরিতে
খাইতে হবে অল্প
তুমার সাথে হবে অনেক গল্প।

 

বর্ষা মাসে মেঘের দিন
ঈদ বাকি একদিন ।
বর্ষা বলে বৃষ্টির দিন
আসতে হবে ঈদের দিন।
আকাশে উড়ে সাদা বক
তোমাকে জানাই ঈদ মোবারক।

 

দেখি যেদিন ঈদের চাঁদ
খুসিতে কাটাই সারারাত
নতুন ভাবে সাজবো ঈদের দিন
ঈদ মানে খুশির দিন
আনন্দে থাকবো সরাদিন
                           ঈদ মোবারক

(আপনি যদি কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান তহলে দেখতে পারেন আমাদের এই চ্যানেলটি। এখানে আপনি প্রতিদিন পাবেন নতুন নতুন ভিডিও । যেগুলো আপনাকে কৃষি কাজে এগিয়ে নিয়ে যাবে। আর তাই দেরি না করে দেখা শুরু করুন আমাদের  এই কৃষি চ্যানেলটি । আর তার জন্য ক্লিক করুন লেখার উপর )

ঈদের মোবারক এসএমএস/ ঈদের মোবারক মেসেজ

ঈদ আসলেই সবাই চেষ্টা করে সুন্দর একটি ম্যাসেজ তার প্রিয়জনকে দেয়ার জন্য। আর তাই নেট দুনিয়ায় খোঁজ করে থাকেনা  এই সুন্দর মেসেজ গুলো । অনলাইনে ঈদের দিন তার প্রিয়জনের সাথে শেয়ার করবেন বলে। আর আপনিও যদি এই ধরনের এসএমএস খোজ করে থাকেন, তহলে ঠিক জায়গাতেই এসেছেন। আপনাদের জন্য সাজিয়েছি সুন্দর সুন্দর এসএমএস।

যেগুলো আপনারা ঈদের মধ্যে প্রিয়জনের সাথে শেয়ার করতে পারবেন। আর প্রিয়জনকে দায়াত দিতে পারবেন এসএমএসের মাধ্যমে। আর তাই  এখান থেকে বেছে নিন আপনার মনের মত এস এম এস টি।

প্রিয় তুমি আসবে কিন্তু ঈদের দিন। অপেক্ষায় থাকবো তুমার । গোলাপ ফুল দিয়ে নয় , অন্তরের ভালবাসা দিয়ে তুমাকে জানালাম ঈদ মোবারক।

হাঁসি খুসি থাকো ভাল। এই দোয়া করি। তুমার ভালবাসা নিয়ে জীবন গড়বো । আজ ঈদের দিনে এই দোয়া করি। শুভ হোক তুমার ঈদের দিন।

পবিত্র ঈদ তোমার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি। তাই এই শুভদিনে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।

প্রিয়া  তুমি সুখে থাকো বলছি থেকে দূরে। ঈদ তুমি খুসিতে কাটাও । তুমার জীবন ভরে।

নীল আকাঁশের পরি তুমি । দূর প্রবাসে আমি। তুমার জন্য দুয়া করছি। তুমার অসহায় স্বামী।

হাজার ফুলের রঙিন হোক তুমার জবিন ওরে। ঈদের আনন্দ উঠুক জেগে তোমার জীবন ভরে।

নগন্য আমি দামি ‍তুমি। দাওয়াত কেমনে দিব তোমায়। আসবে তুমি আমার বাড়ী । নয়নে কিন্তু রইল আড়ী।

গোলাপ ফুলের সুভাশে দাওয়াতের চিঠি দিলাম আকাঁশে। দাওয়াত যদি না পাও। আমার বাড়ী আইসো তাও।

কালকে খুসির ঈদ । আড্ডাদিব সারাদিন । রান্না করবো খাবো বেশি। ঈদের দিন থাকবো অনেক খুসি।

ঈদের চাঁদ যেমন দামি । তুমি ঠিক তেমন দামি। তাইতো দাওয়াত দিলাম কঠিন করে। সুখে থাকো জীবন ভরে।

ঈদ মোবারক পিকচার ২০২৩

ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ ।  ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য সবাই মেতে ওঠে উৎসবে। আর তখন বিভিন্ন মাধ্যমে আদান-প্রদান করেন বিভিন্ন মেসেজ , পিকচার, উক্তি আর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাপশন সহ ছবি। ঈদের ক্যাপশন সহ ছবি যেগুলো দ্বারা খুব সহজেই মনের ভাব  প্রকাশ করা যায়।

আর তাই  এ সময়  অনেকেই খোঁজ করতে থাকেন সুন্দর সুন্দর ঈদ মোবারক ক্যাপশন সহ পিকচার। আর তাদের জন্যই আমাদের এই আয়োজন ঈদ মোবারক পিকচার ২০২২। এখান থেকে পছন্দ করুন আর শেয়ার করুন আপনার পরিবার পরিজন ও সহ সকল লোকের সাথে।

উপরের ছবি গুলো অনেক সুন্দর । আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোন একটি ছবি বাছাই করে শেয়ার করতে পারেন বিভিন্ন সমাজিক যোগা যোগ মাধ্যমে।

শেষ কথা:

আশা করি সকলের কাছেই ঈদ মোবারক ছন্দ অনেক ভালো লেগেছে। আর তাই ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য আপনারা সবাই এই ছন্দ গুলোকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করে  ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে পারবেন। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং আনন্দ, সবাই সুস্থ থাকুন সুখে থাকুন ঈদের আনন্দকে ভাগাভাগি করুন । সবাইকে অগ্রিম ঈদ মোবারক ও  ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।

আরো অনেক মজার বিষয় পড়তে পারেন:

১. ঈদে ভালবাসার মানুষের  শুভেচ্ছা

২.ঈদের সুন্নত

৩ .ঈদে ভালোবাসার মানুষের জন্য এসএমএস।

৪.  ঈদে ফানি স্ট্যাটাস

5.ঈদে মজার ফেসবুক স্ট্যাটাস

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

মজার কিছু ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস sms ক্যাপশন ছন্দ ও কবিতা
ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস লেখাটি হতে যাচ্ছে আপনাদের জন্য ভিন্ন স্বাদের …

মজার কিছু ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস sms ক্যাপশন ছন্দ ও কবিতা

অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি
অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি: কথায় বলে কোনকিছুই অতিরিক্ত ভালো নয়। …

অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: কোরবানির মাসলা মাসায়েল
    June 20, 2022
  2. Pingback: কোরবানির ঈদ ২০২২
    June 20, 2022

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh