প্রিয়জনকে জন্মদিনে ভালোবাসার স্ট্যাটাস শুভেচ্ছা উক্তি এসএমএস: জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তুমি
জন্ম নিয়ে পৃথিবীকে করবে আলো। জন্মদিনকে ঘিরে সবারই আনন্দের সীমা থাকে না। আর এই জন্মদিনকে ঘিরে সবাই
তার ভালোবাসার মানুষটিকে জানাতে চায় শুভেচ্ছা। আর যারা জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন উক্তি
এসএমএস কবিতা স্ট্যাটাস খোঁজেন তাদের জন্যই মূলত আমার লেখা। আপনি ঠিক জায়গাতেই এসেছেন । আমাদের
অনেক আনকমন সব উক্তি এবং স্ট্যাটাস আপনাকে বানাবে আরো হ্যান্ডসাম। নিচে যে জন্মদিনের শুভেচ্ছা গুলা আছে
শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনাদের অনেক ভালো লাগবে। এখান থেকে আপনি পছন্দ করে আপনার প্রিয়জনকে
উইশ করতে পারেন তার জন্মদিনে।
প্রিয়জনকে জন্মদিনে ভালোবাসার স্ট্যাটাস
আপন জনকে নিয়ে কত জল্পনা-কল্পনা। কত চিন্তা ভালোবাসা প্রকাশের। ভালবাসায় যেন কোনো কমতি থাকে না। আর এই
প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বিভিন্ন ভালবাসার স্ট্যাটাস খোঁজাখুঁজি করি। কিন্তু মাথার মধ্যে কিছুই আসেনা সেই
সময়। আর যাদের এই সমস্যা তাদের সহযোগিতা করার জন্যই মূলত আমার লেখা। আপনার প্রিয়জনকে নিচ থেকে যে
কোন একটি পছন্দমত ভালবাসার স্ট্যাটাস উপহার দিতে পারেন।
আছো তুমি
থাকবে তুমি
ওগো আমার প্রিয়
তোমার জন্মদিনে আমার ভালোবাসা নিও
শুভ জন্মদিন
তুমি ছিলে
আছো তুমি
তুমি থাকবে
তুমি ছাড়া মরে যাব
জেনে রাখবে
শুভ জন্মদিন
জান তুমি
প্রাণ তুমি
তুমি সোনা পাখি
তুমি ছাড়া আমি যেন
প্রান ছাড়া থাকি
শুভ জন্মদিন
কিছু স্মৃতি শুধু তোর জন্য
কিছু গোলাপ ফুল শুধু
তোর জন্মদিনে তোকে
উপহার দিব । হ্যাপি বার্থ ডে
তোর জন্মদিনটা আমার কাছে আলাদা
তোর মায়াবি মুখটা
আর তোর ভালবাসার শীতল পরশ হাতটা
আজকে তোর জন্মদিনে চেয়ে নিলাম।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
সবারই কাছে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ বা শুভেচ্ছা জানানো অনেক প্রিয়। বিশেষ করে বর্তমান যুগে ফেসবুকের প্রচলন
থাকাতে জন্মদিন উইশ করা হয়েছে এক অন্য এক ভালোবাসার মাধ্যম। জন্মদিনে উইশ করতে পারলে বোঝা যায়
ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই জন্মদিনের ভালোবাসার শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত থাকে সবাই। আর তাই পছন্দ মত
সব শুভেচ্ছা গুলো পেতে আমাদের নিচের শুভেচ্ছা গুলো পছন্দ করতে পারেনে। এই শুভেচ্ছা গুলো খুবই ভালো
লাগবে। আপনি আপনার ভালোবাসার মানুষদের উপহার দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন।
জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার
হ্যাপি বার্থডে টু ইউ
নাইকো আমার জমিদারি
নাইকো গাড়ি বাড়ি।
আছে অগাধ ভালোবাসা
সেটাই দিতে পারি
শুভ জন্মদিন এবার হয়েছে
মোমবাতি জ্বলিয়ে রেখে
ডাকছি তোকে।
আয় আমার কাছে
আজ পালন করবো তোর জন্মদিন।
যতটা মোবাতি আজ জ্বলবে
তত শত বছর যেন তুমি বেচেঁ থাক।
আমি তোমার জন্য
এই দোয়া করি।
আজকে তোর জন্মদিন ।
জানিয়ে দিব সার পৃথীবির মানুষকে।
আর সবাই মিলে
দোয়া করবো তোর জন্য।
প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যম গুলো
বর্তমান যুগ আধুনিক যুগ । এখন খুব সহজেই আপনি আপনার প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন।
একসময় যখন চিঠির প্রচলন ছিল তখন জন্মদিনের শুভেচ্ছা জানানোর ছিল অনেক কঠিন। বর্তমানে আপনি বিভিন্ন
সামাজিক মাধ্যম অথবা মোবাইল এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ এর মত সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে আপনার
প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন।
প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস/ জন্ম দিনের শুভেচ্ছা স্ট্যাটাস
জন্মদিনের শুভেচ্ছা, এটা অনেক আনন্দের ব্যাপার । আর সেটা যদি হয় প্রেমিকার ক্ষেত্রে, তবে তো আনন্দের কোন সীমাই
নাই। সবার চিন্তা ভাবনা করতে থাকে কোন কথাটা বললে প্রেমিকা সবচেয়ে খুশি হবে। আর তার জন্য অনেক চিন্তাভাবনা
করে আপনাদের সহযোগিতায় আমরা আপনার নিচে বেশ কিছু সুনন্দর সুনন্দর শুভেচ্ছা উপস্থাপন করালাম ।যেটা
আপনার ভালো লাগবে এবং আপনার প্রেমিকাকে উপহার দিলে সে অনেক খুশি হবে।
আজকের এই দিনে
এসেছিলে তুমি
তোমায় পেয়ে ধন্য হয়ে ছিল
তোমার মাতৃভূমি
শুভ জন্মদিন
প্রতিদিন থাকো তুমি
হৃদয় মাঝে আমার
হৃদয় খুলে দেখি আমি
নামটি তোমার
শুভ জন্মদিন
তোমার জন্য আমার এক বুক
ভালবাাসা । আজকে তোমার জন্মদিন
আমার বুকের সবটুকু ভালবাসা তোমাকে দিলাম।
শুভ হোক তোর জন্মদিনটা।
তোর আজকে জন্মদিন
দাওয়াত পেলাম না আমি।
তোর কাছে আমিও একদিন
ছিলাম সবার চেয়ে দামি।
এর পরেও তোর জন্মদিনটা খুব মিস করবো।
হারিয়ে গেছ সামনে থেকে
মন থেকে নয়।
তোর জন্মদিনটা আমার
সারা জীবন মনে যেন রয়। শুভ জন্মদিন
প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা এস.এম.এস
জন্মদিনে আমরা একজন আরেকজনকে এসএমএস দিয়ে থাকি। আর সেটা যদি হয় প্রেমিকাকে তাহলে তো, অনেক কঠিন
ব্যাপার। অনেক চিন্তা ভাবনার বিষয়। কোন কথাটা বললে প্রেমিকা অনেক বেশি খুশি হবে । সে বিষয়টা আমাদের মাথায়
ঘুরপাক খেতে থাকে। আর তাদের জন্যই মূলত আমার এই সুন্দর এসএমএস । আপনি নিচের এসএমএস গুলো পড়ুন,
আপনার অনেক ভালো লাগবে এবং আপনার প্রিয়জনকে উপহার দিলে সে খুশি হবে। সে আপনাকে অনেক বেশি
ভালোবাসে।
যেদিন পৃথিবীতে এসেছিলে তুমি তোমায় দেখে সবাই হয়েছিল খুশি হাসি খুশি থাক এ কামনায়
তোমার চেনা একজন. শুভ জন্মদিন।
তোমার জন্মদিনে তোমাকে দিলাম একরাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা । আশা করি তোমার জন্মদিন টা, তোমার জন্য বয়ে নিয়ে আসবে অনাবিল সুখ আর শান্তি।
জন্মদিন বলে কথা। আমার কাছে পৃথিবীর সকল কিছুই যেন শুধু কথা।
তোমার জন্মদিনে তোমাকে দিলাম পদ্মফুলের শুভেচ্ছা । আর তোমার সাথে আমার যেন হয় মিলন আচ্ছা।
এক্স/প্রক্তন প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
সময়ের ব্যবধানে কেউ ভুলে যায়। আবার কেউ বা ভুলে যেতে বাধ্য হয়, কিন্তু মনের মনিকোঠায় থেকে যায় সে ভালোবাসা।
ভুলতে পারেনা পুরাতন প্রেমিকাকে। আর যারা সেই কষ্ট বুকে নিয়ে, প্রেমিকাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে চান
তাদের জন্যই মূলত লেখা । আপনি আপনার প্রাক্তন প্রেমিকা কে জন্মদিনের শুভেচ্ছা দিলে সে অনেক খুশি হবে
আপনাকে অনেক মিস করবে।
তুমি নাই
কিছু নাই
সবই যেন ফাঁকা
তোকে ছাড়া ভাবতে গেলে
লাগে বড় একা
শুভ জন্মদিন
হারিয়ে গেছো জীবন থেকে
রয়েগেছো মনে।
তোমার জন্মদিনটা
আজকে পালন করবো সারক্ষণে।
পালন করতাম দুজন মিলে
তোমার জন্মদিন ।
আজকে তুমি কত দূরে
তোমায় শুধু মনে পরে।
আগের মতই পালন কি করো ?
তোমার জন্মদিন।
জীবন দিয়ে শোধ করে
যাবো তোমার ভালবাসার ঋন।
যে থায় থাকবো
যে ভাবে থাকবো
তোর জন্মদিনটা মনে রাখবো।
শুভ হোক তোর জন্ম দিন।
জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি
জন্মদিনে অনেকে, অনেক ভাবে শুভেচ্ছা বা স্ট্যাটাস দিয়ে তার প্রিয়জনকে শুভেচ্ছা জানায়। কেউ বা ফুল নিয়ে দাঁড়িয়ে
থেকে শুভেচ্ছা জানায় আবার কেউবা এসএমএস দিয়ে কিন্তু বর্তমানে আধুনিক যুগে ফেসবুকে ছবি দিয়ে স্ট্যাটাস দিয়ে
প্রেমিকাকে জন্মদিন জানানো হচ্ছে আধুনিক উপায়ে। সবাই এখন সেই পথটা কেই সহজ হিসেবে বেছে নিয়েছে। আর
তাইতো বিভিন্ন উক্তি সহ ছবি গুলো হয়ে উঠেছে জনপ্রিয়। আপনার পছন্দমত কিছু ছবি উক্তি সহ প্রদান করলাম। যেটা
আপনার অনেক ভালো লাগবে । এই ব্যতিক্রম সকল আয়োজন সুধু আমাদের এখানেই পাবেন। তাই আমাদের এখান
থেকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে এই ছবি গুলো।

ভালোবাসার স্ট্যাটাস শুভেচ্ছা উক্তি এসএমএস
জন্মদিনের শুভেচ্ছা ব্লগ
আধুনিক যুগে অনেক কিছুই, অনেকে জানেনা কিভাবে তার প্রিয়জনকে ব্লগিংয়ের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানো
যায়। আমাদের এই ওয়েবসাইটটি মূলত বিভিন্ন শুভেচ্ছা জানানোর ওয়েবসাইট। তাছাড়া এখান থেকে আপনি আরও অনেক
জিনিস পাবেন যেটা আপনার কাছে ব্যতিক্রম মনে হবে । তাই আমাদের এই সাইটে ভিজিট করে অথবা এই রিলেটেড
আরো অনেকেরই যেখান থেকে আপনার সুবিধামতো পোস্ট নিয়ে আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন।
বান্ধবির জন্মদিনের শুভেচ্ছা
আমরা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার সময় আমাদের অনেক বান্ধবী থাকে। যারা অনেক ভালোবাসার মানুষ হিসেবে
আমাদের কাছে এক সময় থাকত। আর তাদের জন্মদিনে যদি আমরা শুভেচ্ছা বিনিময় না করি সেটা হয় একদম
আনসোশ্যাল। তাই তাদের জন্মদিনে আমরা যেন তাদের পছন্দমতো উইশ করতে পারি, সে জন্যই আমাদের এই বান্ধবীর
জন্মদিনে উইশ লেখা। এখানে আপনি সুন্দর সুন্দর শুভেচ্ছা পাবেন যেটা আপনার বান্ধবীকে জন্মদিনের প্রদান করলে সে
আপনাকে আজীবন মনে রাখবে এবং ভালবাসবে।
তুই ছিলি তুই থাকবি
আমার কথা মনে রাখবি।
শুভ জন্মদিন
ছেলে বা মেয়ে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা
বন্ধু হচ্ছে চলার সাথী । বন্ধু হচ্ছে বলার সাথী। বন্ধুকে ছাড়া থাকাটা অনেক কষ্টের, এই বন্ধুর জন্মদিনে যারা সুন্দর সুন্দর
স্ট্যাটাস উপহার দিতে চান। তাদের জন্যই মূলত আমাদের লেখা। আপনি আপনার ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধুকে দিতে
পারেন নিজ থেকে যে কোন একটি এসএমএস। যেটা আপনার বন্ধুর জন্মদিন কে করবে আরো আনন্দময় আরো সুখকর।
প্রানের বন্ধু তুমি আমার
সবার চেয়ে প্রিয়
তোমার শুভ জন্মদিনে
শুভেচ্ছা আমার নিও।
ভাবির জন্মদিনের শুভেচ্ছা
সংসারে দেবর ভাবীর সম্পর্ক থাকে অনেক মধুর অনেক ভালোবাসার। নিজ বাড়ীর সবাইকে ছেড়ে ভাবী নতুন করে শুরু
করেন স্বামী-সংসার। ভাই যেন বোনকে বিয়ে দিয়ে নতুন করে বড় বোন পায় তেমনি ভাবি পায় আদরের ছোট ভাই।
এভাবেই দেবর ভাবীর সম্পর্ক যেন সুন্দর ও মধূর থাকে তার জন্যই ভাবির জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের
শুভেচ্ছা গুলো। আপনি আপনার ভাবি কে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেন। তাতে সে অনেক
খুশি হবে।
ভাবি তুমি মায়ের মতই
সন্মান করি হাজার বার
এই দিনটি তোমার কাছে ফিরে আসুক বারবার
শুভ জন্মদিন
দেবরের জন্মদিনের শুভেচ্ছা
দেবরের কাছে ভাবি থাকে অনেক প্রিয়। তেমনি ভাবির কাছেও দেবরের প্রিয় । ছোট ভাইয়ের মতো তাঁকে লালন পালন
করে বড় করে থাকে। তার দেখাশোনার দায়িত্ব থাকে ভাবির কাছে, তাই সেই দেবরের শুভ জন্মদিনে কি ধরনের রান্না কি
ধরনের পোষাক , কি ধরনের শুভেচ্ছা উইশ করলে সে অনেক , অনেক খুশি হবে। আর সেই সকল বোনদের জন্য মূলত
আমার এই লেখা। এইখান থেকে সুন্দর এসএমএস গুলো উপহার দিতে পারেন আপনার আদরের ছোট ভাই।
ভাইটি আমার লক্ষী সোনা
আদর করি তোরে
তোরে শুভ জন্মদিনে
জীবন উঠুক সুখে ভরে
শুভ জন্মদিন
কলেজের বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা
শিক্ষা জীবনের অনেক গুলো ধাপ পার পার করতে হয় তার মধ্যে কলেজ জীবন একটি । কলেজ জীবন থাকে সবচেয়ে
আনন্দের। আর এই আনন্দের সময় যোগ হয় অনেক বন্ধু-বান্ধব। সময়ের পরিক্রমায় তারা চলে যায় অনেক দূরে । কিন্তু
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থাকায় যত দূরেই থাক তারা থাকে ফেসবুকে সবাই সবার কাছে । আর
ফেসবুকের মাধ্যমে জানা যায় কলেজের বন্ধুদের কার কবে জন্মদিন। আর সেই জন্মদিনে চাই সুন্দর একটি এসএমএস
সুন্দর একটি উক্তি। যেটার মাধ্যমে, বন্ধু-বান্ধবদেরকে আরো ভালোবাসা প্রকাশ করার মাধ্যম হিসেবে কাজে লাগানো যায়।
নিচের যেকোনো একটি আপনার কলেজের বন্ধু বা বান্ধবীর জন্মদিনে উইশ করতে পারেন।
প্রিয় বন্ধু জানিনা তুমি কোথায় আছো
কিন্তু আজ তুমার জন্মদিন
তোমাকে জানাই হাজারো ফুলের শুভেচ্ছা
শুভ হোক তোমার জন্মদিন।
স্কুলের বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা
প্রাইমারি স্কুল বা হাই স্কুল এটা হচ্ছে শিক্ষা জীবনের শুরুর দিক. প্রাইমারি স্কুলে বা হাইস্কুলে যে সকল বন্ধুবান্ধব থাকে তারা
আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু থেকে যায় স্মৃতিতে ভুলা যায় না। যারা প্রথম বন্ধুবান্ধব থাকে তাদেরকে মনে পড়ে বারবার
। তাদের জন্মদিনে যদি শুভেচ্ছা জানানো হয়, সেটা হয় একদম অন্তর থেকে। বর্তমানে কাজ কর্মের ব্যস্ততার মাঝে স্কুল
জীবনের বন্ধু বান্ধবদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন না বা সময় পান না। আর তাদের জন্য আমার এ আয়োজন
আপনি এখান থেকে শুভেচ্ছা নিয়ে ফেসবুকের মাধ্যমে সকল বন্ধু-বান্ধবদের উপহার নিতে পারেন। তাতে করে তারা
আপনাকে অনেক বেশি মিস করবে।
স্মৃতির মাঝে পড়ে আছিস
তোরা সবই উড়ে
তাই তোমার জন্মদিন
সদাই মনে পড়ে।
শুভ জন্মদিন
সহকর্মীর জন্মদিনের শুভেচ্ছা
চাকরি জীবন হচ্ছে আরেকটা নতুন অধ্যায় । এখানে এসে শুরু হয় নতুন মানুষের সাথে মেলামেশা। এখানে চলতে হয়
অনেক সহকর্মীর সাথে। অনেক সহকর্মী ভাইয়ের/বন্ধুর মত আচরণ করে থাকে । আর তাদের জন্মদিনে আমাদের
শুভেচ্ছা জানাতেই হয়। তাই যার কাজের কারনে সময় পান না বা সময়ের অভাবে সে সকল শুভাকাঙ্ক্ষীদের জন্মদিনের
শুভেচ্ছা জানাতে পারেন না। তাদের জন্যই মূলত আমার এই লেখা। এখান থেকে আপনার মনের মত জন্মদিনের শুভেচ্ছা
কপি করে আপনি আপনার শুভাকাঙ্খীদের মাঝে উইশ করতে পারেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা তাকে
এসএমএস দিতে পারেন।
সবার সাথে মিশেন আপনি
আপনি ভালো লোক
আপনার ভাল কাজ দেখে
ধন্য হোক বাড়ীর লোক
শুভ জন্মদিন
অফিসের বসের জন্মদিনের শুভেচ্ছা
অফিসের বস ঠিক, তো সব ঠিক। অনেকেই সহজেই মেনে নিতে চায়না এই বাক্যকে তাই তাদের জন্যই বলছি। আপনি
আপনার বসের জন্মদিনের শুভেচ্ছা জানালে, আপনার বস আপনাকে একদিকে যেমন ভালো চোখে দেখবে। অন্যদিকে
আপনি তার মন জয় করতে পারবেন। তার জন্মদিন আপনি মনে রাখছেন সেটা তাকে দিবে এক নতুন অনুভূতি। তার এই
অনুভূতিকে আরো সহানুভূতি হিসেবে বাড়িয়ে তোলার জন্য, আপনি তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন। আর
আপনার কর্মব্যস্ততার মাঝে শুভেচ্ছা জানানোর জন্য এসএমএস উক্তি সেগুলো আপনি, আমাদের এখান থেকে পছন্দ
করতে পারেন। এবং শেয়ার করতে পারেন ফেসবুক ওয়ালে, হোয়াটসঅ্যাপ, এসএমএস অথবা যেকোনো সামাজিক
মাধ্যমে।
আপনি আমার অভিভাবক
আপনি সবার সেরা
জীবনটা আপনার ভরে উঠুক
আনন্দ দিয়ে ঘেরা
শুভ জন্মদিন
বস আপনার জন্মদিনে
রইল ফুলের শুভেচ্ছা
পোলাও খাব বিরিয়ানী খাবো
মজা হবে খুব আচ্ছ।
শিক্ষকের জন্মদিনের শুভেচ্ছা
প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ তথা বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই শিক্ষক থাকে। কিছু কিছু শিক্ষক হয়ে ওঠে অনেক
ভালোবাসার এবং শ্রদ্ধার। তাদেরকে ভোলা যায় না কখনো । আর তাদের জন্মদিনের শুভেচ্ছা জানানো আমাদের একটা
নৈতিক দায়িত্ব। যারা মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে তাদের জন্মদিনে যদি আমরা শুভেচ্ছা জানাতে না পারি,
সেটা আমাদের চরম ব্যার্থতা । তারা আমাদেরকে ভালবাসে মন থেকে। আর তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর
জন্যই আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর শুভেচ্ছা প্রদান করা হল। যেটা আপনার শিক্ষকের জন্মদিনে আপনি শেয়ার
করতে পারেন বিভিন্ন মাধ্যমে।
আপনি মহান
আপনি বড়
দিলেন অক্ষরজ্ঞান
আপনার শুভ জন্মদিনে
আমার শুভেচ্ছা নেবেন
শুভ জন্মদিন
বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা
মায়ের পরে যার স্থান বা সংসারে যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে বড় বোন। বড় বোন ছোট ভাই বোনদের জন্য
অনেক কষ্ট করে থাকে। অনেক সময় মায়ের থেকেও বেশি ভূমিকা পালন করে থাকে তাদের লালন পালনের ক্ষেত্রে। আর
সেই সমস্ত বোনের জন্মদিনে আমরা যদি শুভেচ্ছা জানাতে না পারি সেটা হবে আমাদের জন্য দুঃখজনক। আসেন বড়
বোনকে শুভেচ্ছা প্রদানের জন্য সুন্দর সুন্দর কিছু এসএমএস আপনাদের উপহার দিবো। যেখান থেকে আপনি আপনার
বড়বোন কে প্রদান করতে পারবেন।
বোনটি আমার লক্ষী সোনা
আমার নয়নমণি
আজও তোমার মধুর ডাক
কানে আমার শুনি
শুভ জন্মদিন
আপা তোমার জন্মদিনটা
আমার কাছে সেরা।
তোমার ভালবাসা আর
ছোটবেলার স্মৃতিগুলো ঘেরা।
মায়ের পরেই তোমার ছিল
সবচেয়ে অবদান।
জীবন ভরে রাখতে পারি
আপা তোমার মান।
শুভ জন্মদিন
ভালোবাসার স্ট্যাটাস শুভেচ্ছা উক্তি এসএমএস এর শেষ কথা:
সবশেষে বলতে পারি সবার জন্মদিনের শুভেচ্ছা হোক সুন্দর। শুভ হোক জন্মদিন। কল্যাণ বয়ে আনুক সবার জন্মদিন।
সবাই যেন সামনের দিনগুলো সুখে শান্তিতে বসবাস করতে পারে পরিবার-পরিজন নিয়ে। সুখে থাকতে পারে জীবনের
প্রতিটা দিন। সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আপনাদের যদি আরো কোন স্ট্যাটাস বা বিষয়ে জানতে ইচ্ছে
করে আমাদের ওয়েবসাইটটি অন্যান্য পড়া গুলো দেখে আসতে পারেন। সেখানে আপনার মনের মত সমস্ত কিছুই পেয়ে
যাবেন ইনশাল্লাহ।
একই জাতীয় বিষয়:
১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা
আরো পড়ুন:
২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।
No Responses