24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » বেষ্ট ফ্রেন্ড স্ট্যাটাস- Best Friend Status

Gradings

বেষ্ট ফ্রেন্ড স্ট্যাটাস- Best Friend Status

24 Favor February 12, 2024

বেষ্ট ফ্রেন্ড স্ট্যাটাস: চলার পথে আমাদের অনেক বন্ধুবান্ধব থাকে। কিন্তু সব বন্ধুই একরকম হয় না, কিছু বন্ধু থাকে

ক্ষনিকের, কিছু বন্ধু থাকে দীর্ঘ সময়ের  আবার কিছু বন্ধু থাকে স্বার্থের কারণে। নিঃস্বার্থ বন্ধু গুলোই হচ্ছে প্রকৃত বন্ধু । যে

বন্ধু আশা করে না কোন লাভ, বুঝেনা কোন স্বার্থপরতা। এই নিঃস্বার্থ বন্ধুই হলো প্রকৃত বন্ধু । আর এরাই  একসময় জীবনের

সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে আজীবন। আমরা কিছু মজাদার স্ট্যাটাস দিব যেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে

শেয়ার করে আপনার বন্ধুত্বের বন্ধনটাকে আরও মজবুত করতে পারেন।

বেষ্ট ফ্রেন্ড স্ট্যাটাস- Best Friend Status

বেস্ট ফ্রেন্ড হচ্ছে সেই বন্ধুটি যে ডাকলেও আসে, না ডাকলেও আসে। সুখে-দুখে পাশে থাকে সবসময় , ভালোবাসে

নিঃস্বার্থভাবে। পাশে থাকে সব সময় ছায়ার মত। আর সেই বন্ধুকে ঘিরে যত থাকে আমাদের ভালবাসা। সে ভালোবাসাকে

প্রকাশ করার জন্য আজকে আমরা অনেক মজাদার স্ট্যাটাস দিব।

বন্ধু আছে শত-শত
তোর মত নাই।
মরণ পর্যন্ত বন্ধু যেন,
তোকে কাছে পাই।

বন্ধু তুমি আমার জীবনের।
বেস্ট ফ্রেন্ড।

কি করে বলবো তোকে?
তুই আমার জীবনের সেরা বন্ধু।

তোর বন্ধুত্বের হাতছানি,
খোদার দেওয়া শ্রেষ্ঠ উপহার।
তোর বন্ধুত্ব নিয়ে বেঁচে থাকতে চাই আজীবন।

প্রিয় বন্ধু আমার।
তুই সুখে দুঃখে পাশে থাকিস বলেই,
তোকে এত মিস করি।

বন্ধু হিসেবে পাশে থেকো ।
কোনদিন দূরে যেওনা।

বন্ধু হয়ে আছি পাশে,
যতই বাধা ঝড় আসে.
যাব তোকে ভালোবেসে।

আমার আদরের বন্ধুটি যেন
সুখ আর হাসি মুখ নিয়ে,
চিরদিন বেঁচে থাকে।

মরণ পর্যন্ত শুধু তোর
শুভ কামনা করব ,
প্রিয় বন্ধু আমার।

তুই আমার বেস্ট ফ্রেন্ড।
এটা ভাবলেই যেন অন্যরকম ফিল করি।

তোর সাথে কাটানো দিনগুলো
আজ অনেক মিস করি।
যেখানেই থাকিস
যেভাবেই থাকিস ভাল থাকিস
প্রিয় বন্ধুটি আমার।

হারিয়ে যাওয়া দিনগুলো
আবার যদি ফিরে পেতাম।
তবে তোর সাথেই সারা সময় কাটাতাম।

জানি আর পাবোনা ফিরে,
তোর সাথে কাটানো
সেই সোনালী দিনগুলো।

যখন বাড়ি যাই।
শুধু তোর কথা মনে পড়ে।
স্মৃতি হয়ে রইলি আমাদের মাঝে।
প্রিয় বন্ধু আমার।
সুখে থাকিস ওপারে।

পাগল বন্ধুটি আমার।
মনে কি পড়ে সেই হারানো দিনগুলো?
যেদিন  ছিল শুধু তোর আর আমার।

আমরা ছিলাম স্কুলের-
সেরা বন্ধুর জুটি।
যখন ইস্কুল ছুটি পেতাম,
যাইতামখেলায় ছুটি।

প্রিয় প্রানের বন্ধু।
কখনো হারাবে না,
তোমার ভালোবাসার
স্মৃতি মাখা দিনগুলো।

মনের গহীনে তুমি বন্ধু।
হৃদয় মাঝে আছো।
তোমার সাথে আমার বন্ধুত্ব
যতদিন তুমি বাঁচো।

আমি বন্ধু দেহ তোমার।
তুমি হলে আত্মা,
অন্য কারো ভালোবাসা-
পায় না যেন পাত্তা।

দৃর দেশে এসে  বন্ধু
তোকে অনেক বেশি মিস করি।
আজ বুঝি বন্ধুত্বের মানে কি ছিল?
বেস্ট ফ্রেন্ড কাকে বলে।

স্কুলে এসে শুধু তোকেই মনে পড়ে।
তোকে কাছে পেতে চাই।
কারণ তুই হইলি আমার বেস্ট ফ্রেন্ড।

বন্ধু আজকে বিদায় দিলেও
মন থেকে বিদায় দিও না।
মনে রেখে দিও আজীবন।

আমি হলাম হার্ডওয়ার,
তুই আমার সফটওয়্যার,
একজন ছাড়া আরেকজন অচল।

মহান সৃষ্টিকর্তার কাছে,
এই দোয়া করি।
আগামীর পথ চলা চলা যেন হয়।
আমার প্রিয় বন্ধুর সাথে।

আজ শুধু নীরবে চোখের জল ফেলি।
ওরে আমার প্রিয় বেস্ট ফ্রেন্ড,
তুই আজ কই গেলি?

তোকে ভালোবাসি-
আমার হৃদয় থেকে।
কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড।

 হারিয়ে গেছে কোথায় সেটা
আমি জানিনা।
বন্ধু তোমায় কাছে পাবো না,
সেটা মানিনা।

শেষ কথা:

আমাদের বন্ধুত্বের বন্ধন যেন থাকে মজবুত। কোনদিন যেন নষ্ট না হয় বন্ধুত্বের বাঁধন। আমরা লালন করব আমাদের

ভালোবাসা দিয়ে বন্ধুত্বের বন্ধনকে।  এ বাঁধন অটুট থাক এই কামনায় শেষ করছি। আপনারা যদি আমাদের আরও লেখা

দেখতে চান দেখতে পারেন । নিচের লিংক দেওয়া আছে সেখানে অনেক অনেক সুন্দর লেখা আছে। আপনার মন চাইলে

সেগুলো পড়তে পারেন ধন্যবাদ।

একই বিষয়:

১.মেয়ে পটানোর সহজ উপায়।

2. মেয়ে পটানো মেসেজ।

আরো পড়ুন:

১.  বৈশাখের ইতিহাস।

২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৩. কবে পহেলা বৈশাখ?

৪. পহেলা বৈশাখের A to Z ধারনা।

৫. গুগলের জানা অজানা নানান তথ্য।

6. স্কুল লাইভ নিয়ে স্ট্যাটাস।

৭. গুগলে মানুষ কোন বিষয়ে বেশি সার্চ করে।

 

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস বাংলা ও ইসলামিক
স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস  লেখাটির শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি …

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস বাংলা ও ইসলামিক

দায়িত্ব নিয়ে উক্তি , ক্যাপশন, মেসেজ ও কবিতা
দায়িত্ব নিয়ে উক্তি: দায়িত্ব হচ্ছে এমন একটি জিনিস, যা কাউকে …

দায়িত্ব নিয়ে উক্তি , ক্যাপশন, মেসেজ ও কবিতা

About The Author

24 Favor

One Response

  1. Pingback: বাচ্চাদের চুলকাটার স্টাইল-Kids haircut style
    March 29, 2022
  2. Pingback: গরমে ত্বকের যত্নে কি ব্যবহার করবেন?
    March 29, 2022
  3. Pingback: ত্বক ফর্সা হওয়ার সহজ উপায়,ঘরোয়া পদ্ধতিতে
    June 8, 2022
  4. Pingback: ফেসবুক ফানি স্ট্যাটাস-Facebook Funny Status
    June 8, 2022
  5. Mohamed Madrigal

    Your blog never fails to captivate me. It’s like entering a different realm.

    July 23, 2023

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh