24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » কম খরচে কক্সবাজার ভ্রমণ

Tips & Tricks

কম খরচে কক্সবাজার ভ্রমণ

24 Favor February 12, 2024

কম খরচে কক্সবাজার ভ্রমণ: মন জুড়ানো সমুদ্র সৈকত আর পাশে ঝাউবন তার সাথে থাকছে সুবিশাল উচু পাহাড়।

বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত যেন সাজিয়ে তুলেছে কক্সবাজারকে অপরূপ সৌন্দর্যে। প্রকৃতির লীলাভূমি দেখার জন্য

প্রতিবছর  ভিড়  জমায় প্রায়  ১ কোটি পর্যটক।  আর এখানে এসেই অনেকেরই পড়তে হয় বিপত্তিতে। সেই সমস্যার মধ্যে

প্রধান সমস্যা গুলো হলো

  • আপনি কোন হোটেলে থাকবেন।
  • কোথায় খাবার খাবেন।
  • এবং বাড়িতে ফিরে আসার সময় শুটকি মাছ, বার্মিজ আচার সহ নানান ধরনের পোষক কোথা থেকে  কিনবেন সেটা।

কক্সবাজার হোটেল কম খরচে

বিস্তারিত তুলে ধরব আপনি কিভাবে কম মূল্যে ভালো জিনিস কিনতে পারবেন এবং হোটেলে থাকতে পারবেন সবই। শেষ

অব্দি আমার এই লেখাটি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হবে। কক্সবাজার

আসার সাথে সাথেই আপনার প্রয়োজন হবে থাকার জন্য একটি নিরাপদ হোটেল। এখানে আপনার বিভিন্ন দামের, বিভিন্ন

রকমের হোটেল, মোটেল থেকে শুরু করে আপনার কুটির এবং ফ্লাট ভাড়া নিয়ে থাকতে পারবেন ।  সেক্ষেত্রে আপনার

কয়েকটা বিষয় জরুরি সেগুলো আপনার মাথায় রেখে হোটেলে থাকতে হবে।

সে বিষয়গুলোর মধ্যে প্রধান উল্লেখযোগ্য বিষয় হচ্ছে –

  • হোটেলে থাকবেন সে হোটেলটা ভালো মানের কিনা ।
  • আপনার বাজেটের মধ্যে কিনা।
  • নিরাপদ কিনা ।
  • আশেপাশে আরও হোটেল আছে কিনা।
  • খাবার দাবারের ব্যাবস্থা আছে কিনা ।
  • হোটেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত কতটুকু দূরে গাড়ি ব্যবস্থা আছে কিনা ।
  • সেখান থেকে অন্যান্য বেড়ানোর জায়গায় যাতায়াত ব্যবস্থা আছে কি না?

সমস্ত বিষয় লক্ষ্য রেখে আপনার হোটেল ভাড়া করতে হবে। আর তাই নিচে কয়েকটি হোটেলের নাম এবং মোবাইল নাম্বার

আপনাদের সুবিধার জন্য প্রদান করা হলো । আপনারা চাইলে মোবাইলে ফোন করে আপনার সিট বুকিং দিতে পারবেন।

তবে যাবার কয়েকদিন আগেই সিট বুকিং দিলে ভাল । আপনার আর অসুবিধায় পড়তে হবে না।

কক্সবাজার হোটেল বুকিং:

  1. Hotel Bay Mayreina ( হোটেল বে-মেরিনা)
    Plot No-61  Mobile No. 01713488833
  2. Hotel Sea Alif( হোটেল সি-আলিফ)
    Plot No-16  Mobile No. 01715755112
  3. Royal Beach Resort( রয়েল বিচ রিসোর্ট)
    B#64 PWD Hotel Zone Kolatoli Mobile-01708777774
  4. Hotel Elaf International( হোটেল ইলাফ ইন্টারন্যাশনাল
    Plot# No-52 Block # B Sugondha point   Mobile No. 01726000077
  5. Hotel Vista Bay( হোটেল ভিস্তা-বে)
    Plot No-50  Sugondha poin  Mobile No. 01678090991

কক্সবাজার খাবার খরচ

হোটেলে ওঠার পরেই আপনার প্রয়োজন হবে খাবার-দাবার। এখানে আপনার বিভিন্ন ধরনের খাবার  পাবেন । চাইনজ থেকে

শুরু করে দেশীয় সবধরনের খাবার । একদম কম পয়সার মধ্যেও আপনি খেতে পারবেন । তো সেই ক্ষেত্রে আপনাদের

জানিয়ে রাখি আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা যদি একটু কষ্ট করে ৫ থেকে ১০ টাকা গাড়ি ভাড়া দিয়ে

বাজারঘাটা গিয়ে  ভিতরে হোটেল গুলো আছে সেখানে গিয়ে খাওয়াদাওয়া করেন তাহলে অনেক কম দামে ভালমানের

খাবার খেতে পারবেন। কক্সবাজার সমুদ্র সৈকত এর কাছাকাছি  থেকে অনেক সাশ্রয়ী এবং ভাল মানের খাবার খেতে

পারবেন যে সকল হোটেল গুলোতে তাদের কয়েকটি হোটেলের নাম এখানে উল্লেখ করা হলো । কক্সবাজার যে সকল

খাবার  হোটেলে  আছে তার মধ্যে ভালো মানের ৬ টি  হোটেলের নাম নিচে দেয়া হলো।

  1. ডিঙ্গি রেস্তোরা কলাতলী, কক্সবাজার।
  2.  পৌষী রেস্টুরেন্ট বাহারছড়া কক্সবাজার ।
  3.  হোটেল আল গনি থানার মোড় বড়বাজার ।
  4. রূপসী বাংলা রেস্টুরেন্ট সুগন্ধা কলাতলী কক্সবাজার।
  5. শর্মা কিং ডলফিন মোড় কক্সবাজার।
  6. শালিক রেস্তোরা , ডলফিন মোড় কক্সবাজার।

কক্সবাজার শুটকি বাজার

অনেকেই কক্সবাজার এসে বাজার করতে চান। কিন্তু কোথা থেকে বাজার করবেন কোথায় ভালো মানের জিনিসপত্র পাবেন

সেই বিষয়টা জানেন না। যার জন্য সমুদ্রের পাড়ে দোকানগুলো থেকে আপনারা বাজার করেন এবং অনেক উচ্চ মূল্য দিয়ে

বাজার করতে হয়। তাই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা লাবনী পয়েন্ট,কলাতলি পয়েন্ট,সুগন্ধা পয়েন্ট  যেখানেই থাকেন

না কেন সেখান থেকে আপনারা ১০ টাকা অটো ভাড়া দিয়ে বড়বাজার চলে যাবেন সেখানে বার্মিজ মার্কেট আছে এবং

সেখানে অনেক পাইকারি দোকান আছে সেখান থেকে আপনি  শুটকি মাছ  সহ যাবতীয়  জিনিসপত্র কিনতে পারবেন। যে

গুলোর গুনগত মান ভালো মানের হবে। আপনারা কষ্ট করে হলেও বার্মিজ মার্কেট বড় বাজারে যাবেন।

কম খরচে কক্সবাজার ভ্রমণ এর শেষ কথা:

পরিশেষে বলতে পারি, আপনারা আমার এই লেখা পড়ে জানতে পারলেন কক্সবাজার গিয়ে কোথায় থাকবেন কোথায় খাবেন

কোথা থেকে বাজার করবেন। আপনার ভ্রমণ যেন সুন্দর ও আরামদায়ক হয় , কোন কষ্টদায়ক না হয় সে উদ্দেশ্যে আমার

এই লেখা। আপনাদের কক্সবাজার সম্পর্কে  যদি আরো কোন বিষয়ে জানার থাকে তো আমাদের কমেন্ট বক্সে লিখতে

পারেন আমরা আপনাদেরকে সে বিষয়টা জানিয়ে  দিবো। আর কষ্ট করে আমাদের এই লেখাটি পড়ার জন্য আপনাদের

অনেক অনেক ধন্যবাদ।

একই জাতীয় অন্যান্য বিষয় পড়তে:

১. টাঙ্গাইল থেকে কি ভাবে কক্সবার যাবেন।

অন্যান্য বিষয় পড়তে :
  • গরুর খাদ্য ব্যবস্থাপনা।
  • গরু পালন ব্যবস্থাপনা।
  • ভুট্টা চাষ পদ্ধতি।
  • ব্লাক সোলজার মাছির চাষ
  • গামবোরো রোগের কারণ টিকা চিকিৎসা
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

গরমে ত্বকের যত্নে কি ব্যবহার করবেন?
গরমে ত্বকের যত্নে কি ব্যবহার করবেন: গরমে ত্বকের যত্ন আমরা …

গরমে ত্বকের যত্নে কি ব্যবহার করবেন?

বর্তমানে স্বর্ণের দাম ২০২২
বর্তমানে স্বর্ণের দাম ২০২২: আমরা অনেকেই জানতে চাই বর্তমানে স্বর্ণের …

বর্তমানে স্বর্ণের দাম ২০২২

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: টাঙ্গাইল টু কক্সবাজার- How to go Tangail to Cox'sBazar
    October 12, 2022

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh