ভার্মি কম্পোস্ট এর উপকারিতা :কেঁচো সার যার আরেক নাম ভার্মি কম্পোস্ট আজকাল ভার্মিকম্পোস্ট জমির জন্য
এতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে তা বলার শেষ নাই আমরা ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে একদিকে যেমন জমির উর্বরতা
রক্ষা পাবে । অন্যদিকে আমাদের যারা কৃষক আছেন তাদের অর্থনৈতিক সাশ্রয় হবে। তাই ভার্মি কম্পোস্ট সারের গুরুত্ব
বোঝানোর জন্য আমি আপনাদের সামনে ভার্মি কম্পোস্ট এর যে উপাদান গুলো আছে এবং রাসায়নিক সারের উপাদান
গুলো আছে সেগুলো বিস্তারিত বর্ণনা করব।
রাসায়নিক সার কাকে বলে ?
রাসায়নিক সার বলতে বুঝি জমির উর্বরাতা শক্তি বাড়ানোর জন্য, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত করে ফসলের খাবার উপাদান
বানানো হয় তাকে রাসায়নিক সার বলে। আমি প্রথমে আপনাদের রাসায়নিক সারের নাম এবং রাসায়নিক সারের যে সকল
উপাদান আছে সেই সকল উপাদান বর্ণনা করছি।
রাসায়নিক সার কত প্রকার
- ইউরিয়া,
- টিএসপি বা ডিএমপি ফসফেট
- এমপি বা পটাশ,
- জিপসাম,
- জিংক সালফেট।
- বোরন সার।
রাসায়নিক সারের উপাদান :
ইউরিয়া:- আমরা জমিতে ইউরিয়া সার ব্যবহার করি তার মধ্যে শুধু ৪৬ ভাগ নাইট্রোজেন থাকে।
টিএসপি, ডিএপি ফসফেট: এই সারের মধ্যে আছে ২০ ভাগ ফসফরাস ১৩ ভাগ ক্যালসিয়াম ও ১.৩ ভাগ গন্ধক । এছাড়াও ১৮ ভাগ নাইট্রোজেন রয়েছে।
এমপি বা পটাশ সার: এই সারের মধ্যে শুধু পটাশের পরিমনা বিদ্যমান । এখানে ৫০ ভাগ পটাশিয়াম থাকে।
জিপসাম: এই সারের মধ্যে ১৭ ভাগ গন্ধক এবং ২৩ ভাগ ক্যালসিয়াম রয়েছে।
জিংক সালফেট : শতকরা ৩৬ ভাগ দস্তা ১৭.৬ ভাগ গন্ধক রয়েছে।
বোরন: এই সারের উপাদান গুলো হলো বোরিক এসিড ১৭ ভাগ সলুবোরন ২০ ভাগ।
ভার্মি কম্পোস্ট কি?
ভার্মিকম্পোস্ট হচ্ছে এক ধরনের জৈব সার। যেটা মূলত বিভিন্ন পচা লতা পাতা,গোবর এক ধরনের কেঁচো খেয়ে মলত্যাগ
করে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টকে আবার কেউ কেউ কেঁচো সার বলে থাকেন। নিচে আমরা কেঁচো
সারের বিস্তারিত বর্ণনা করব।
সারের নাম :ভার্মি কম্পোষ্ট বা কেচোঁ সার
ভার্মি কম্পোস্ট এর উপাদান
- জৈব পদার্থ ২৮.৩২ ভাগ।
- নাইট্রোজেন ১.৫৭ ভাগ।
- ফসফরাস ১.২৬ ভাগ।
- পটাশিয়াম ২.৬ ভাগ।
- ক্যালসিয়াম ২ ভাগ।
- ম্যাগনেশিয়াম .০৬৬ ভাগ।
- সালফার .৭৪ ভাগ।
- বোরন .০৬ ভাগ।
- আয়রন ৯৭৫ পিপিএম।
- ম্যাঙ্গানিজ ৭১২ পিপিএম।
- জিংক ৪০০ পিপিএম।
- কপার ২০ পিপিএম।
ভার্মি কম্পোস্ট মাটির জন্য উপকারী । গাছের জন্য যে ১৬টি খাদ্য উপাদান দরকার । তার ১০টি খাদ্য উপাদান, এ ভার্মি
কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট এর মধ্যে বিদ্যমান।
ভার্মি কম্পোস্ট এর উপকারিতা
উপরোক্ত রাসায়নিক সারের গুনাগুন এবং খাদ্যো উপাদান বিচার করলে এবং একই সাথে জৈব সার ব্যবহারের
খাদ্যগুণাগুণ উপাদান বিচার করলে দেখা যায় বেশিরভাগ খাদ্য উপাদানই বিদ্যমান এই ভার্মি কম্পোস্ট সারের মধ্যে । তাই
একদিকে যেমন মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে, অন্যদিকে জমিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থের ঘাটতি মেটায় তাই এর
জন্য জমিতে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা প্রয়োজন। উক্ত আলোচনা থেকে বোঝা যায় যে আমাদের জমিতে অবশ্যই
ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করা একান্ত অপরিহার্য।
ভার্মি কম্পোস্ট এর উপকারিতা এর শেষ কথা:
পরিশেষে বলা যায় ভার্মি কম্পোস্ট এর উপকারিতা জানার পর আমরা জমিতে যদি ভার্মিকম্পোস্ট ব্যবহার করি। তাহলে
একদিকে যেমন আর্থিকভাবে সাশ্রয় হবে অন্যদিকে জমির উর্বরতা শক্তি ফিরে আসবে। দিন দিন রাসায়নিক সার ব্যবহার
করে আমরা জমির উর্বরতা শক্তি নষ্ট করেছি । তাই আসুন আমরা সবাই জৈব সার ব্যবহার করে জমির উর্বরতা ফিরিয়ে
আনি। ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে জানার জন্য এবং ভার্মি কম্পোস্ট সার কেনার জন্য যদি কেউ আগ্রহী থাকেন তাহলে
আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ভার্মি কম্পোস্ট সার সংগ্রহ করে দিতে
পারব। মোবাইল-০১৮৭৮২০৫৮০৭ অথবা ০১৭৩১৬৭৩৭৪১ ।
এছাড়াও আপনি আমাদের ইউটিউব ভিডিও দেখতে পারেন।
(ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন)
ধন্যবাদ সবাইকে কষ্ট করে লেখাটা পড়ার জন্য।
One comment
Pingback: ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি