Trending

বাছাই করা সুন্দর জন্মদিনের শুভেচ্ছা ,স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

Jonmodener subecha

সুন্দর জন্মদিনের শুভেচ্ছা: জন্মদিন সবার কাছেই অনেক ভাল লাগার বিষয় আর যদি সেই জন্মদিনটা হয় কারো প্রিয় মানুষের তাহলেতো কোন কথাই নাই। আর তাই  আজকে এখানে আমরা নিয়ে এসেছি কিছু বাছাই করা সুন্দর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা। যা পড়লে আপনার অনেক ভাল লাগবে।

এছাড়াও এই সব আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জন্মদিন আসলেই আমরা সাধারণত খোঁজ করে থাকি । এখান থেকে বাছাই করে নিতে পারেন আপনার প্রিয় শেয়ার করার বিষয়টি।

জন্মদিনের উৎসব কি?

সাধারণত জন্মদিন বলতে বুঝায় আমরা বছরের ক্যালেন্ডার অনুযায়ী যেই দিনে জন্ম গ্রহণ করি সেই দিনটাকে। সাধারণত কোন মানুষের জন্মদিনের লক্ষ্য করে যে উৎসব পালন করা হয় তাকে জন্মদিনের উৎসব বলা হয়। এই উৎসবটি প্রতি বছর যেই দিনে জন্মগ্রহণ করেছে সেই নির্দিষ্ট দিনে উৎসবটি পালন করা হয়।

বিশেষ করে শিশুদের জন্য তার বাবা-মা খুব আনন্দের সাথে উৎসবটি পালন করে থাকে। তাছাড়াও অনেকেই এই উৎসব পালন করে থাকে। তাই সহজভাবে বলা যায় জন্মদিনকে লক্ষ্য করে যে দিবসটি পালন করা হয় তাকে জন্মদিন পালন করা বলে।

কেন জন্মদিন পালন করা হয়?

সবার কাছে তার জন্মদিন টা অনেক প্রিয়। কারণ এই দিনটাতেই সে এসেছিল এই সুন্দর দুনিয়াতে। যখন সে এসেছিল এই পৃথিবীতে তার আসার আগমনে তার আত্মীয়-স্বজন, বাবা-মা সহ সকলেই খুশি হয়েছিল।

আর সেই খুশিটা কে বারবার অনুভব করার জন্য পালন করা হয় জন্মদিন। ছাড়াও আত্মীয়-স্বজনসহ বন্ধু-বান্ধবদের খুশির এই তিনটি শেয়ার করার জন্য পালন করা হয়ে থাকে জন্মদিনের এই উৎসবটি ।

সুন্দর জন্মদিনের শুভেচ্ছা 

আমরা সাধারণত জন্মদিনে সবাই কে শুভেচ্ছা জানিয়ে থাকি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকাতে এই প্রচলন আরো বেড়ে গেছে কয়েক গুনে। তাই যারা এই রকম সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা খোঁজ করতেছেন ।

তাদের জন্যই মূলত এখানে সাজিয়েছি মনের মত কিছু বাছাই করা জন্মদিনের শুভেচ্ছা। যা শেয়ার করতে পারবেন আপনার প্রিয় জনের সাথে।

প্রতিটা প্রহর চেয়ে থাকি,
আসবে তুমার জন্মদিন।
দিব তোমায় শুভেচ্ছা ,
 বাড়বে ভালোবাসার ঋন।
শুভ জন্মদিন

 

দিনটা অনেক সুন্দর আজকে
আমার প্রিয়ার জন্মদিন।
তোমায় ভাল বাসবো প্রিয়া
জন্ম দিনের শুভেচ্ছা নিন।

 

হাজার ফুলের দিব মেলা,
বেলুন দিয়ে সাজাবো ঘর।
সোনামনির জন্মদিন কেউ
হবে না আজকে পর।

 

চাঁদ হাসে ঐ দিচ্ছে আলো,
রাত্রি আঁধার গভীর কালো।
আজকে তোমার জন্মদিন,
তোমার জীবন কাটুক ভালো ।
শুভ জন্মদিন তোমার

 

হাত তুলে করছি দোয়া,
জন্মদিন তোমার শুভ হোক।
অনেক বেশি করব মজা
দেখুক সারা দেশের লোক।

 (পড়তে পারেন: স্বামীর জন্মদিনের শুভেচ্ছা)

জন্মদিনের স্ট্যাটাস

অনেকেই শেয়ার করার জন্য খোঁজ করে থাকেন জন্মদিনের স্ট্যাটাস । আর আপনার জন্যই এখানে সাজিয়েছি কিছু নতুন এবং আনকমন জন্মদিরেন স্ট্যাটাস যে গুলো পড়ে আপনার অনেক ভাল লাগবে। এছাড়াও এই স্ট্যাটাস গুলো আদান প্রদান করতে পারবেন আপনার প্রিয় মানুষের সাথে।

১. তোমার জন্মদিন বলে কথা । আজ আমি সবথেকে খুসি যে, আমার প্রিয়জন আজকে এই দুনিয়াতে এসেছিল।

২. যদি পারতাম পৃথিবীর সব গুলো ফুল এনে তোমার পায়ে রাখতাম। আর তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতাম।

৩. পয়সা নাই তো কি হয়েছে তোমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য গভীর ভালবাসা আছে।

৪. যত দিন বাঁচবো তোমাকে তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাবো। 

৫. সবাই আমার সোনা পাখির জন্য দোয়া করবেন আজ আমার সোনা পাখির শুভ জন্মদিন।

এখানে পাবেন: স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা

সুন্দর জন্মদিনের শুভেচ্ছা  এর  জন্মদিনের ক্যাপশন

সবারই এখন অনেক বড় করে আর জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় বা ধৈর্য নাই । তাই তারা তাদের প্রিয়জনের জন্মদিনেরি শুভেচ্ছা জানানোর জন্য ক্যাপশন ব্যবহার করে থাকে। তাই আপনি যদি এই ধরনের ক্যাপশন শেয়ার করতে চান তাহলে ঠিক জায়গাতেই এসেছেন এখানে শেয়ার করবো কিছু জন্মদিনের ক্যাপশন যে গুলো আপনার অনেক ভাল লাগবে।

নীল আকাশের নীল রাশি,
তারকাদের  সকল তারা।
আজ আকাঁশে দিয়েছে উঁকি,
সবাইকে জানিয়ে দিলাম আজ তার জন্মদিন।
শুভ জন্মদিন।

সোনা মানির জন্মদিন,
অনেক বড় হবে সে।
আমার দোয়া নিয়ে তুমি,
সারা জীবন রবে যে।
শুভ জন্মদিন তোমার 

আজ পাখিরা গান গেয়ে যাক,
ফুল ফুঠে থাক বাগানে।
তোমার জন্মদিনে আজ ,
ভালোবাসা জমে থাক মনে।
Happy Birth Day

সুখি হও সুখে থাক নিয়ে ভালোবাসা,
আজকে সবাই দোয়া করি ।
 সুখের জীবন হোক তোমার ,
সারা জীবন ভরি।
হ্যাপি বার্থ ডে।

ফুলের মত সুন্দর হোক
তুমার  জীবন খানি
সবাই তোমায় ভালোবাসুক
আজকের দিনে করি এই দুয়া খানি।
           শুভ হোক তোমার জন্মদিন।

(প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এখানে ক্লিক করুন)

জন্মদিনের কবিতা

কবিতা সবারই ভাল লাগে কবিতা পড়তে বা কারো সাথে শেয়ার করতে। তাই যারা কবিতা পছন্দ করেন তাদের জন্য এখানে দেয়া হলো সুন্দর কবিতা যা উপহার দিতে পারবেন আপনার প্রিয়জনকে।

শুভ জন্মদিন তোমার
সাইফুল ইসলাম

একটি শুভ দিনে জন্ম হলো তোমার,
তোমায় পেয়ে খুশি হলো ফুটল হাসি সবার।
এমন করে প্রতি বছর কাটুক সুখে,
হাসি ফুটুক মুখে তোমার আবার।
ফুলের ডালা সাজিয়ে রেখেছি,
জন্মদিন আজ তোমার।
আমার এই শুভেচ্ছা জেনে যাক সবাই,
অমর হোক ভালোবাসা আমার।
পুরাতন গিয়ে নতুন বছর,
বয়ে আনুক অনাবিল শান্তি।
কেটে যাক তোমার সকল দুঃখ,
মুছে যাক সকল মনের ভ্রান্তি।
মোমবাতি জ্বালিয়ে তাই আজ,
করছি কামনা তোমার এই।
তোমার জন্মদিন টা যেন,
সবার কাছে মনে হয় সেই।

(যদি ভালবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা প্রয়োজন হয় তবে এখানে ক্লিক করুন)

শেষ নিবেদন

পৃথিবীর প্রতিটি মানুষের জন্মদিন শুভহোক। সবাই যেন বসবাস করতে পারে সুখ এবং শান্তি নিয়ে। আপনাদের যদি এই সুন্দর জন্মদিনের শুভেচ্ছা লেখাটি ভালোলেগে থাকে তবে শেয়ার করার জন্য অনুরোধ করছি।

আর যদি ভালোলেগে না থাকে তবে কোন বিষয়টি ভালোলাগেনি সেই বিষয়টি আমাদের জানাবেন । পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো। সবাই ভালথাকুন সুস্থ থাকুন। এই কামনায় আজকের মত শেষ করছি।

Leave a Reply

Your email address will not be published.