নারীর মান সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি

নারীর মান সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি  লেখাটির মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করবো কিভাবে বহুকাল আগে

থেকেই আমাদের সমাজ ব্যবস্থায় নারীরা অবহেলিত। পুরুষশাসিত সমাজে তাদের যেন কোন প্রকার আত্মমর্যাদা নেই। আর

তাই পুরুষশাসিত সমাজে তারা যেন সর্বদায় অবহেলিত থেকে যায়। সকল ক্ষেত্রেই ও সব কাজে যেন তারা অবহেলার পাত্র।

আর এই জন্যই যুগ যুগ ধরে তারা নির্যাতনের শিকার হয়ে আসছে । আজকে আমি এই লেখার মাধ্যমে তাদের মর্যাদা

সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করব, যে কারণে তাদের সম্মান মর্যাদা বেড়ে যাবে অনেক গুনে। কারণ আমাদের বুঝতে

হবে তাদেরও আত্মমর্যাদা আছে, তাদেরও সম্মান আছে। আর এই বিষয়ে ইসলাম ধর্মেও অনেক জায়গায় নারীর আত্মমর্যাদা

সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে । তাই প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনুরোধ রইল, এবং

একজন নারীর আত্মমর্যাদা সম্পর্কে অনুধাবন করার চেষ্টা করবেন সেই ইচ্ছা থেকেই নিম্নোক্ত নারীর মান সম্মান

আত্নমর্যাদা নিয়ে উক্তি  লেখায় বিস্তারিত আলোচনা করা হলো।

মান সম্মান নিয়ে উক্তি

সবার মান সম্মান নিয়ে উক্তি- মান সম্মান হচ্ছে এমন একটি বিষয়, যা মানুষ হারালে সহ্য করতে পারে না। কারণ সকল মানুষের

মান সম্মান আছে, সবাই চায় তার মান সম্মানটুকু অটুট থাকুক। সবাই তাকে সম্মান করুক, সে যেন কখনো অসম্মান না

হয়। কারণ প্রতিটি মানুষের মান সম্মান পাওয়ার অধিকার আছে। কাউকে আমাদের অসম্মান করার অধিকার নেই। তাই

প্রতিটা মানুষের সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আমরা যেন সবসময় সচেষ্ট হই  ও একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করি।

কাউকে যেন কখনো অসম্মান না করি, সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সেই সম্মান নিয়ে বেশ কিছু সুন্দর

উক্তি দিব যে গুলোর মাধ্যমে এই বিষয়টির প্রতি গুরত্ব পাবে। আশা করি সবারই এই উক্তি গুলো অনেক বেশি ভাল লাগবে,

এবং তা ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।

যার মান সম্মান নেই
তার কিছুই নেই ।
যার মান সম্মান আছে
তার যেন সবই আছে।

 

মান সন্মান এমন একটি জীনিস
যা নিজেরই রক্ষা করতে হয়।
অন্য কেউ এই সম্পদকে 
রক্ষা করার জন্য আসেনা।

 

যখন আপনি দেখবেন একজন মানুষ
তার মান সন্মাকে পাত্তা দিচ্ছেনা।
তখন বুঝতে হবে সেই মানুষটির 
কোন বিবেক বলতে কিছু নেই।

 

আসুন আমরা সবাই নিজ নিজ
অবস্থান থেকে নিজের মান সন্মান
রক্ষা করার জন্য সবসময়
সজাগ হয়ে তা যেন রক্ষাকরি।

 

মান সন্মান এমন একটি বস্তু
যা হারিয়ে গেলো আবার তা 
ফিরে পাওয়া যায়না তাই
সময় থাকতে তা রক্ষা করতে হয়।

নারীর সম্মান নিয়ে উক্তি

নারীর সম্মান নিয়ে উক্তি-সমাজের প্রতিটি জায়গায় ও প্রতিটি স্তরের নারীদের করা হচ্ছে অসম্মান। আর তাই আমরা  যদি

তাদের সম্মানিত না করি বিভিন্ন কাজে, বিভিন্ন কথাবার্তায় সবজায়গাতে শুধু তাদের অসম্মান প্রদর্শন করি তবে তারা

আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না । আস্তে আস্তে তারা পুরুষশাসিত সমাজ কে ঘৃণা করতে শুরু করবে । আর তাই

তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা একান্ত কর্তব্য। আশা করি আজকের পর থেকে সভাই নারীর প্রতি সম্মান প্রদর্শন

করবেন। কারণ তারাও মানুষ, তারাও আমাদের মানবজাতির অর্ধেক অংশ ।তাই তাদের সম্মান নিয়ে এখানে কিছু উক্তি

প্রদান করবো যাতে করে আমাদের সমাজের মানুষেরা নারীদেরকে সম্মান প্রদর্শন করতে পারে। আমাদের চারপাশে অনেক

মানুষ আছে যারা নারীদেরকে সন্মান করেনা তাদের সাথে এই লেখাটি শেয়ার করার অনুরোধ রইল যাতে করে তাদের মধ্যে

অনুধাবন হয় যে নারীদের মর্যাদা আছে তাদেরও সম্মান আছে।

নারী হচ্ছে মা 
আর মা হচ্ছে বাচ্চার জন্য
পৃথীবির সবথেকে দামি সম্পদ
তাই তাদের সন্মান করতে হবে।

 

যদি কোন ঘরে নারীকে অসন্মান করা হয়
তবে তা যেন পৃথীবির সকল নারীকেই করা হয়।
মনে রাখতে হবে তাদের সংখ্যাও আমাদের 
  বর্তমান বিশ্ব  মানবজাতির অর্ধেক।

 

নারীকে সন্মান দেয়া শিখুন
দেখবেন সে আপনাকে গভীর 
ভালোবাসায় শিক্ত করে দিয়েছে
যা আপনার জীবনকে পূর্ণ করবে।

 

 একজন নারী তার সন্মান পাওয়া
এটা কোন করুনা নয়
এটা তার ন্যায্য অধিকার, অনেক সময়
আমরা সেটা বুঝতে চাইনা।

 

নারীকে সন্মান করা হচ্ছে 
আমাদের নৈতিক দায়িত্ব
সেখান থেকে সরে আসলে
সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

আত্মমর্যাদা নিয়ে উক্তি

আত্মমর্যাদা নিয়ে উক্তি –আত্মমর্যাদা প্রতিটা মানুষেরই অহংকার। কারণ বর্তমান সমাজে যারা আত্মমর্যাদা নিয়ে বেঁচে

থাকেনা তাদের কোন আত্মমর্যাদা নেই। যাদের এই আত্নমর্যাদা নেই তাদের জন্য আর সমাজে কিছুই নেই। আর তাই

আমাদের প্রত্যেকেরই আত্মমর্যাদা থাকা একান্ত প্রয়োজন। এই বিষয়ে অনেক সময় আমরা অনুধাবন করি না ,বা করার

চেষ্টাও করি না। তাই এই উক্তিগুলোর মাধ্যমে আপনার আত্মমর্যাদা ফুটে তোলার জন্য চেষ্টা করবো যাতে করে আপনাদের

সবার মাঝে নিজ নিজ আত্মমর্যাদা  প্রকাশ করার ইচ্ছে মনে জাগে। এর সাথে নিজের আত্নমর্যাদা অক্ষুন্ন রাখতে পারেন।

আমাদের সবার উচিৎ
আত্নমর্যাদা নিয়ে বেঁচে থাকা
কখনো আমরা যেন তা
আত্নঅহংকারে পরিণত না করি।

 

আত্নমর্যাদা হচ্ছে অলংকারের মত
যদি কেউ তা না পড়ে তবে
তার সৌন্দর্য অনেক অংশে কমে যায়।
তাই প্রতিটি মানুষের জন্যই এটা দরকার।

 

নিজেকে জানুন আর সবসময়
নিজের আত্নমর্যাদা নিয়ে সমাজে
নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন
দেখবেন সবাই আপনাকে সন্মান করছে।

 

আত্নমর্যাদা বোধ কেউ জাগিয়ে তোলেনা
এই জীনিসটা যার যার মন থেকে 
নিজেকেই জাগিয়ে তুলতে হয়
অন্যথায় সমাজের কাছে ছোট হতে হয়।

 

যেখানে আত্নমর্যাদা নিয়ে বেঁচে থাকা যায়না
সেখানে বেঁচে থেকে লাভ নেই।
কারণ সেখানে বেঁচে থাকা আর 
মরে যাওয়ার মধ্যে কোন পার্থক্য নেই।

নারীর মান ও সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি এর শেষ বক্তব্য

উপরোক্ত নারীর মান সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি লেখাটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর

নারীরাও মানুষ এ কথাটি আমাদের সর্বদা মনে রাখতে হবে। তাদের প্রতি যেন আমরা কখনোই সহিংসতা প্রকাশ না করি।

সব সময় যেন মানবিক আচরণ করি। আমাদের সাইটে আরো অনেক ভালো ভালো লেখা আছে, আপনি যেগুলো পড়তে

পারেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। কারন আমরা সবসময় চেষ্টা করি ভাল কিছু লেখা প্রকাশ করার জন্য

। যে লেখাগুলো অনেক বেশি কার্যকরী এবং সবার জন্য অনেক মূল্যবান। আর যদি এই লেখাটি ভালো লাগে তবে সবার

সাথে শেয়ার করার অনুরোধ রইল। সুস্থ থাকুন সুন্দর থাকুন, এ প্রত্যাশা নিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। কথা

হবে আবার নতুন কোন লেখায়, ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত নারীর মান সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি লেখাটি

পড়ার জন্য।

About 24 Favor

Check Also

হতাশা নিয়ে ইসলামিক উক্তি

হতাশা নিয়ে ইসলামিক উক্তি

হতাশা নিয়ে ইসলামিক উক্তি : ”জীবন মানেই তো যন্ত্রনা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না” …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *