আমেরিকা থেকে টাকা পাঠানো: আজকে সবেইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য একটি গুরত্বপূর্ণ
তথ্যমূলক লেখা আমেরিকা থেকে টাকা পাঠানো । যারা মূলত আমেরিকা চাকুরী, কাজের জন্য, ব্যবসা করার জন্য বা
স্থায়ী ভাবে বসবাস করছেনে। এদের জন্য আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব । যে বিষয়টা
অনেকেরই কাজে লাগবে, এবং আপনি যদি এই তথ্যগুলো জানার পর আপনার খু্ব কাজে লাগবে । এটা ইচ্ছে করলে
আপনার ফেসবুকেও শেয়ার করে সংরক্ষন করে রেখে দেন তাহলেও একসময় দেখবেন আপনার অনেক বড় কাজে
লাগবে। আলোচনার বিষয়টি হলো আপনি কি কি ভাবে আমেরিকা থেকে আপনার অর্জিত আমেরিকার ডলার সহজেই এবং
বৈধ উপায়ে বেশি লাভে বাংলাদেশ পাঠাতে পারেন ।আজকে আমি সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করবো। আজকের
পর থেকে আপনার আরকষ্ট করে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না ।
বৈধ টাকা পাঠানোর মাধ্যম গুলো ব্যবহার করার প্রয়োজনীয়তা
বিষেশ করে অনেকেই বিদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশে দেশে টাকা প্রেরণ করে থাকে। এর ফলে একদিক থেকে যেমন
দেশের অর্থনৈতিক অবস্থাকে খারাপের দিকে ঠেলে দেয়া হয়। অন্যদিকে ব্যক্তিগতভাবেও আপনি যে কোন সময় পড়ে
যেতে পারেন প্রতারণার ফাঁদে।আমাদের অনেকেই আছে যারা আমেরিকা থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকে। যে
টাকা অনেক সময় দেশে তাদের পরিবারের মানুষের কাছে ঠিক মত বুঝিয়ে দেয় না।অনেক সময় দালাল চক্র মোটা
অংকের ডলার জমা করে তারা পালিয়ে যায় । তাই আপনি যদি বৈধভাবে দেশে
টাকা পাঠান তবে একদিকে যেমন আপনি নিজের পরিবারকে নিরাপদ রাখতে পারছেন অন্যদিকে বাংলাদেশর সরকারের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বিশেষ গুরত্বপূর্ণ ভূমিকা পালন করা হলো । তাই আজকের পর থেকে সবাই দয়া করে
বৈধভাবে টাকা প্রেরণ করে আপনার যাতে করে দেশ ও পরিবার সবাই লাভবান হয়।
আমেরিকা থেকে টাকা পাঠানো এর মধ্যম গুলো কি?
যদি আপনি এই দেশ থেকে ডলার পাঠানোর জন্য চান, তবে যে সকল মাধ্যম রয়েছে তার মধ্যে যে গুলো যে গুলো বেশি
ব্যবহৃত সে গুলোকে আজ এখানে পর্যায়ক্রমে আলোচনা করবো । এতে করে আপনি ডলার পাঠানোর যে মাধ্যমগুলো
সবচেয়ে বেশি জনপ্রিয় ও বহুল প্রচলিত সেই গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সুবিধামতো যে কোন সার্ভি গ্রহণ
করতে পারেন। যেই মাধ্যমটি আপনার কাছাকাছি আপনি ইচ্ছে করলে আপনার ডলার সেই মাধ্যমে পাঠিয়ে দিতে
পারবেন। চলুন এক এক করে বিস্তারিত আলোচনা করা যাক।
আমেরিকা থেকে বিকাশের (bkash) মাধ্যমে টাকা পাঠানো
বর্তমানে আমেরিকা থেকে বাংলাদেশ টাকা আনার সবচেয়ে জনপ্রিয়, এবং সহজ মাধ্যম হচ্ছে বিকাশ( bkash) । যদি আপনি চান তবে ইচ্ছে
করলেই যে কোন সময় যে কোন পরিমাণ টাকা আমেরিকা থেকে বাংলাদেশে ফরেন ক্লিয়ার হাউসের মাধ্যমে খুব সহজেই
অনুমোদিত ব্যাংক থেকে বিকাশে টাকা প্রেরন করতে পারবেন। তাই আপনার আশেপাশে যদি কোন বিকাশ কাউন্টার থাকে
তাহলে আপনি যেকোনো সময় টাকা প্রেরন করতে পারবেন। যেহেতু এরা কোন ব্যাংক নয় তাই এদের সার্ভিস অনেক বেশি
সময় ধরে দিয়ে থাকে। তাই আপনি ইচ্ছে করলে আপনার প্রিয়জনের টাকাটা বিকাশ এর মাধ্যমে পাঠাতে পারেন।
ওয়াইজ – Wise এর মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশে টাকা প্রেরণ
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ওয়াইজ( Wise) বর্তমানে টাকা বাংলাদেশে পাঠানোর বিশ্বস্ত এবং খুব ভালো একটি মাধ্যমে।
প্রতিষ্ঠানটি ২০১৯ সালে যাত্রা শুরু করলেও খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে। এদের বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় ২১
বিলিয়ন এর অধিক। যাদের তারা প্রতিনিয়ত সেবা দিয়ে আসছে। আর এই প্রতিষ্ঠানটির প্রথম নাম ছিল ট্রান্সফারওয়াইজ। যা
পরবর্তীতে ওয়াইজ হিসেবে পরিচিতি পায়। আর যারা এই ওয়াইজের মাধ্যমে দেশে টাকা প্রেরণ করবেন । আপনাদের কাছে
এটা মনে হতে পারে এখানে একাউন্ট খোলতে হবে যা অনেক জামেলার । আমি আপনাদের উদ্দেশ্যই বলছি এখানে
একাউন্ট খোলা মোটেই জামেলার নয়। আপনি ইচ্ছে করলেই খুব সহজেই এখানে একাউন্ট খুলতে পারবেন। আর এই
একাউন্ট খোলার জন্য শুধু মাত্র কয়েকটা জীনিস লাগবে আর তাহলো আপনার শুধুমাত্র পাসপোর্ট ও মোবাইল নাম্বার ও
আপনার জন্ম তারিখ । বাস একাউন্ট খোলা হয়ে গেল এবার ইচ্ছে মত যে কোন পরিমাণ টাকা দেশে প্রেরণ করতে
পারবেন। বাংলাদেশে যে কোন বিকাশ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা থেকে তুলতে পারবেন ।
আমেরিকা থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন-Western Union মাধ্যমে দেশে টাকা প্রেরণ
এই পদ্ধতিটির মাধ্যমেও বাংলাদেশে আমেরিকা হতে ডলার কে টাকা হিসেবে পাঠানোর জন্য এটা বেশ জনপ্রিয় মাধ্যম।
বর্তমানে সাধারণ মানুষজনের কাছে ওয়েস্টার্ণ ইউনিয়ন এর মাধ্যমে ব্যাংক থেকে টাকা গ্রহণ করা বেশ জনপ্রিয় হয়ে গেছে।
কারণ ওয়েস্টার্ণ ইউনিয়ন এর মাধ্যমে খুব সহজেই নিজের মোবাইলের অ্যাপ দিয়ে অথবা ব্যাংকে গিয়ে বাংলাদেশের
অধিকাংশ ব্যাংকের যেকোন শাখায় টাকা পাঠানো যায় । তাই এই মধ্যমে টাকা পাঠানো খুব সহজ।
আমেরিকা থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পঠানো
একদিকে যেমন অন্যান্য এজেন্সির মাধ্যমে ইসলামী ব্যাংক বিদেশ থেকে বিদেশী টাকা গ্রহণ করে । দেশে টাকা প্রদান করে
থাকে অন্যদিকে দুবােইয়ের বাংলাদেশী লোক যে এলাকায় বেশি সেখানে গড়ে উঠেছে এই ব্যাংকের শাখা। তাই একদিকে
যেমন তারা অন্য এজেন্সির মাধ্যম হিসেবে কাজ করে টাকা পাঠানোর জন্য তেমনি নিজেরাও সরাসরি ডলার গ্রহণ করে
সেগুলো টাকায় বাংলাদেশের গ্রাহককে প্রদান করে থাকে। টাকা প্রদান করে থাকে এই ইসলামী ব্যাংক। বাংলাদেশী
অধিকাংশ লোক মুসলিম হওয়াতে তাদের কাছে ইসলামী ব্যাংক খুবই জনপ্রিয়। এছাড়াও এই ব্যাংকের সার্ভিস খুব্নেই ভাল।
যে কেউ খুব সহজেই দেশে টাকা পাঠাতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশে টাকা প্রেরণ
ডাচ বাংলা ব্যাংক অনেক জনপ্রিয় একটি ব্যাংক। যেখানে মানুষজন বিদেশ থেকে বিশেষ করে আমেরিকা থেকে ডলার
প্রেরণ করে থাকে । তাই আপনি ইচ্ছে করলে আপনার পরিবার পরিজনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা দেশে
পাঠাতে পারেন খুব সহজেই। বর্তমানে এই ব্যাংকের শাখা অনেক বেশি থাকায় লেনদেন করা সহজ । তাই আপনি নির্দ্বিধায়
ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে আপনার টাকা দেশে পাঠানোর ব্যাস্থা করতে পারেন।
আমেরিকা থেকে মানিগ্রামের(MoneGram) মাধ্যমে বাংলাদেশে টাকা প্রেরণ
মানি গ্রামের নাম শোনেননি এমন লোক খুব কমই আছে এক সময় মালিগ্রাম খুবই জনপ্রিয় ছিল। যে সময় মানুষজনের
এই পদ্ধতিটির মাধ্যমে বেশি করে টাকা পাঠাত, তখন ব্যাংকের তেমন একটা প্রচলন ছিল না বর্তমানে যদিও অনেকগুলো
মাধ্যমে বের হয়েছে।যার কারণে মানে গ্রামের জনপ্রিয়তা একটু কমেছে তবুও অনেক লোক যার এই মাধ্যমটির মাধ্যমেই
ডলার বাংলাদেশে প্রেরণ করে থাকে। আপনিও ইচ্ছে করলে বৈধভাবে মানিগ্রামের মাধ্যমে ডলার বাংলাদেশে প্রেরণ করতে
পারবেন। এছাড়াও যদি আরো বেশ কয়েকটি জনপ্রিয় প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশে ডলার প্রেরণের জন্য সহযোগীতা
করে থাকে তাদের মধ্যে অন্যতম উল্লেখ যোগ্য প্রতিষ্ঠান সমূহ হলো:
১. অগ্রনী ব্যাংক বাংলাদেশ লিঃ
২. সোনালী ব্যাংক বাংলাদেশ লিঃ
৩. স্ট্যান্ডার্ড চার্টাট ব্যাংক । সহ আরো কয়েকটি ব্যাংক।
আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
যদি আপনি একজন আমেরিকান প্রবাসী , লেবার বা চাকুরীজিবী হয়ে থাকেন তাহলে তাহলে কিভাবে আমেরিকা
থেকে ডলার বাংলাদেশে খুব সহজে এবং দ্রুত পাঠানো যায় তা জানা খুবই জরুরি। যা কিনা একটি মোবাইল আপ্স
এর মাধ্যমে অনেক সহজেই আপনি আমেরিকা থেক বাংলাদেশে ডলার কে টাকা হিসেবে পাঠাতে পারবেন। আর যদি
ইচ্ছে করে তবে আপনি এই দারুন মোবাইল এপ্স টি ব্যবহার করতে পারেন। আর এর জন্য আপনাকে যা করতে হবে । যা
ব্যবহার করে আপনি মাত্র ৩০ সেকেন্ডে আমেরিকা থেকে বাংলাদেশে যে কোন ঝামেলা ছাড়াই টাকা পাঠাতে পারবেন।
২০১৪ সাল থেকে এই মোবাইল দারুন এপ্সটি আফ্রিকা অঞ্চলে সেবা দিলেও বর্তমানে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলে সেবা
প্রদান শুরু করেছে।
আমেরিকা থেকে খুখ সহজেই সেন্ড ওয়েব (Send Wave) এর মাধ্যমে ডলার পাঠানোর নিয়ম
এই পদ্ধতিটির মাধ্যমে ডলার কে বাংলাদেশে টাকা হিসেবে পাঠাতে চাইলে আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে
এপ্সটি ডাউনলোড করে নিতে হবে। এই এপ্সটি ইন্সষ্টল করে আপনি শুধু মাত্র বাংলাদেশ থেকে টাকা নিতে পারবেন।
কিন্ত বাংলাদেশ থেকে কোণভাবেই টাকা পাঠানোর সুযোগ নাই। আপনি কোন খরচ ছাড়াই বাংলাদেশে টাকা নিতে
পারবেন।আপনি যদি অন্যান্য এপ্স এর মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে চার্জ
দিতে হবে। সেদিক থেকে চিন্তা করলে এই এপ্সটি ভালো। এই এপ্সটি ব্যবহার করলে আপনার দেওয়ার ডকুমেন্টগুলো
সিকিউর থাকবে।
ডলার কিভাবে বাংলাদেশে পাঠানো হয়।
আপনার দেওয়ার সকল তথ্য এই এপ্স কর্তৃপক্ষ সংরক্ষন করা হয়। তাই আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারনে।
আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে সকাল ১২.৩০ এর মধ্যে টাকা জমা দিতে হবে। না হলে পরের দিন
অফিস টাইমে টাকা সেন্ড করবে। আপনি এই এপ্সটির মাধ্যমে শুধু মাত্র বাংলাদেশের বিকাশের মাধ্যমে টাকা নিতে
পারবেন। আপনার বিকাশ আইডি এর নাম্বার ও নাম দিলেই টাকা চলে আসবে। বিকাশ এজেন্টের কাছে থেকে টাকা তুলে
নিতে পারবেন।
আমেরিকা থেকে বাংলাদেশ টাকা পাঠানোর নিয়ম এর শেষ কথা
আমেরিকা থেকে বাংলাদেশ টাকা পাঠানোর নিয়ম লেখাটি পড়ে আপনাদের অনেক উপকার হবে। এই প্রত্যাশানিয়েই আজকের
মত এখানে বিদায় নিচ্ছি। সবােই ভাল থাকবেন। প্রবাশি ভাইয়েরা আপনাদের বিশেষ করে হাজারো সালাম কারণ আপনারা
দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখার জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। আবার কথা হবে নতুন কোন বিষয়
নিয়ে। সুস্থ্য থাকুন ভালথাকুন আল্লাহ হাফেজ।
No Responses