24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি

Gradings

অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি

24 Favor February 12, 2024

অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি: কথায় বলে কোনকিছুই অতিরিক্ত ভালো নয়। সবকিছুতেই একটি সামঞ্জস্য থাকা ভালো । অতিরিক্ত কোনো কিছুই মানুষের জন্য ভালো ফল বয়ে আনতে পারে না। আর ভালবাসার ক্ষেত্রেও যদি আপনি কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলেন তবে সেখান থেকে আপনার ক্ষতির সম্ভাবনাই বেশি।

তাই কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। যতটুকু ভালবাসবে ততটুকুই যেন নিঃস্বার্থ ভালোবাসা থাকে। নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কেবল সফলতা লুকায়িত আছে। কাউকে অতিরিক্ত ভালো বাসলে সেখান থেকে আপনি অনেক কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আর তাই অতিরিক্ত ভালোবেসে পৃথিবীতে অনেকেই কষ্ট পেয়েছে।

আপনিও যদি সেরকম কষ্ট পেয়ে থাকেন তবে এখান থেকে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত ভালোবাসার কষ্টের উক্তি গুলো । এর সাথে আরও পেয়ে যাবেন ভালোবাসার ক্যাপশন, ভালোবাসা নিয়ে উক্তি, শূন্যস্থান নিয়ে উক্তি। নিঃস্বর্থ ভালোবাসার উক্তি। বন্ধুত্বের স্বার্থপরতার উক্তি সহ আরো বেশ কিছু উক্তি। যেগুলো আপনার জীবনকে সুন্দর করার জন্য পথ দেখাবে।

অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি  গুলো পড়ে আপনি অনেক মজা পাবেন, এবং এখান থেকে বাছাই করে নিয়ে আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুবান্ধবের সাথে। তো চলুন সমস্ত বিষয় গুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেয়া যাক।

অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি

যখন আপনি কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলবেন তখন সেই ভালবাসা থেকে শুধু কষ্টই পেতে থাকবেন। সেখান থেকে ভালকিছুর পরিবর্তে খারাপ কিছু পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই জীবনে যদি কাওকে ভালবাসেন তাহলে কখনই অতিরিক্ত ভালবাসতে যাবেন না। আর আপনি যদি কাওকে অতিরিক্ত ভালবাসার ফলে দুঃখ পেয়ে থাকেন।

আর সেই দুঃখ গুলোকে ভুলে থাকতে চাইছেন তাহলে আপনার জন্যই আমার এই লেখা। এখানে আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর উক্তি । যে গুলো আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মধ্যমে। আর দূর করতে পারবেন আপনার মনের সকল দুঃখ গুলোকে। যে কষ্ট গুলো এতদিন আপনার মনের মধ্যে ছিল ।

পরের জন্যে নিজেকে তিলে তিলে
শেষ করার জন্যই কিছু
মানুষের জন্ম হয়। আর তাই 
তারা নিজেকে তিলে  ‍তিলে শেষ করে।

 

ভালবাসা হলো দুটি  হৃদয়ের মিল 
যেটা জোড়া দেয়ার জন্য কোন প্রকার
আঠা লাগাতে হয়না, দরকার শুধু
একটু ভালবাসা আর একটু বিশ্বাস।

 

তোমাকে অতিরিক্ত ভালবেসে
যা পেয়েছি তার থেকে
আরো অনেক বেশি 
হাজার গুন  হারিয়েছি।

 

যে ভালবাসার মধ্যে
হারানোর কোন ভয় নাই
সেই ভালবাসা আসলে প্রকৃত
ভালবাসা হতে পারেনা। 

 

কাউকে ভালবাসা দেয়ার মধ্যে
যতটুকু আনন্দ পাওয়া যায়
ভালবাসা পাওয়ার মধ্যে ততটুকু 
আনন্দ পাওয়া যায়না।

ভালবাসা নিয়ে ক্যাপশন

ভালবাসায় নেই কোন অপশন আছে শুধু ক্যাপশন। আপনি যদি কাউকে ভালবেসে থাকেন আর সেই ভালবাসাকে প্রকাশ করতে পারছেন না । তাহলে এই  ভালবাসা নিয়ে ক্যাপশন আপনার জন্য। আপনি এই ক্যাপশন গুলো শেয়ার করার মাধ্যমে আপনার প্রিয়জনকে জানিয়ে দিতে পারবেন আপনার ভালবাসার কথা।

আমরা সবাই জানি ভালবাসার কথা মুখে বলা অনেক কঠিন । তাই যদি আমরা কোন মাধ্যমে আমাদের ভালবাসা প্রকাশ করতে পারি তবে আমাদের জন্য তা সহজ হয়।  আসুন ভালবাসা নিয়ে নতুন সকল ক্যাপশন গুলো দেখে নেয়া যাক । যা আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে বাস্তবতার সাথে মিল রেখে কালেকশন করা হয়েছে।

ভালবাসা দেওয়া শিখতে হবে
তার পর ভালবাসতে শিখতে হবে
তবেই দেখা যাবে আপনি
জীবনে অনেক ভালবাসা পাবেন।

 

ভালবাসার কোন জাত নেই
ভালবাসার কোন ধর্ম নেই।
এর নেই কোন দেশ
নেই কোন ভাষা। সুধু দুটো মনের আঁশা।

 

তোকে ভালবাসার আনন্দটাই
আলাদা । আর এই কথা তোকে
কি করে বোঝাই তুই যে
আমারকতটা আপন ।

 

তোর ভালবাসা পাওয়ার জন্য
সবকিছুই পরিত্যাগ করতে পারি।
পারবোনা শুধু তোকে ভূলে থাকতে।
আর তোর কাছ থেকে দূরে যেতে।

 

যত্ন করে রেখেছি তোর দেয়া
সকল উপহার আর তোকে
যত্ন করে রেখেছি আমার 
হৃদয়ে যেখানে কেউ তোকে দেখবেনা।

 

নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে উক্তি

কোথায় আছে যদি কাউকে ভালোবাসো তবে সেটা নিস্বার্থভাবে। কাউকে স্বার্থের জন্য ভালোবাসা ঠিক হবে না। কারন স্বার্থপর ভালবাসা কখনো স্থায়িত্ব পায়না। কোন না কোন সময়ে গিয়ে সে ভালোবাসার মধ্যে ভাঙ্গন ধরে। সে ভালবাসার দেখা যায় অনেক খারাপ পরিস্থিতি। তাই আমরা যাকে ভালোবাসবো নিঃশর্তভাবে ভালোবাসবো।

আর নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে এখানে বেশ কিছু উক্তি আছে যেগুলো আপনি শেয়ার করার মাধ্যমে আপনার নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করতে পারবেন।

আমার ভালবাসায় কোন স্বার্থ নেই
নেই কোন চাওয়া পাওয়া
একটাই আমর চাওয়া আমি
যেন তোকে ভালবেসে যেতে পারি।

 

আপনি সরলতা প্রকাশ করুন
আর সরলতাকে আলিঙ্গন করুন
স্বার্থপরতা হ্রাস করুন।
অল্প কিছু আঙ্ক্ষা রাখুন।
                                  প্রখ্যাত লাওসু

 

যে মানুষগুলো তীব্রভাবে স্বার্থপর
তাদের চাওয়ার বিষয়ে সবসময় কঠিন
তারা অন্যের ভালো বিবেচনায়
তাদের কোন সময় ও শক্তি নষ্ট করে না।
                                     জনাব উইডা 

 

জীবনে তারাই শুধু  গভীর আনন্দ
অনুভব করতে পারে
যারা অনেক আন্তরিক 
জীবনে নিঃস্বার্থ অবদান রাখে।
                             বিখ্যাত লেখক টনি রবিনস

 

আপনি যদি নিজেকে খুঁজে 
পেতে চান তাহলে এর সহজ পথ
অন্যের সেবায় নিজেকে
সবসময় নিজেকে নিয়োজিত রাখা
                         মহানায়ক মাহাত্মা গান্ধী

শূন্যস্থান নিয়ে উক্তি

কখনো কখনো ভালোবাসা হারিয়ে হৃদয়ে দেখা যায় শূন্যতা। আর সেই শূন্যতা কাটানোর জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। কারণ ভালোবাসা হারানোর পরে যে শূন্যতা দেখা দেয়, তা খুবই কষ্ট জনক। আর দিন দিন এই  যন্ত্রণা আরও ভয়াবহ হতে থাকে।  এ জন্য আমাদের সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য উপায় খুঁজে বের করতে হবে।

যাতে করে আমরা শূণ্যস্থান নিয়ে কষ্টে না থাকি। আর আপনার কষ্ট দূর করার জন্য আপনি এই সব উক্তি গুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষ গুলোর সাথে যাতে করে আপনার মনের ‍দুঃখ দূর হয়।

আমাদের পূর্ণ হৃদয়ের জন্য 
জায়গা আছে সবসময়
কিন্ত শূণ্যতায় থাকলে তার জন্য
কোন কিছুর জায়গা নেই।
              জনাব আন্তেনিওপোর্চিয়া

আমাদের ভাল-আর মন্দ
সুখ-আর দুঃখ সবকিছুই
পাখির পায়ের ছাপের মতো
শূণ্যতায় বিলীন হয়ে যায়।
                              চোগ্যাম টুরুংপা

কেউ যদি একেবারে শূণ্য হয়ে যায় 
তার শান্ত মনের অস্থিরতা হয়
তবেই আপনি শূণ্যতা থেকে উদ্ভাসিত
আর আপনি তার সবকিছুর সাক্ষী হবেন।
                                 লেখক লাওজু

 

প্রতিটি সৌন্দর্য চিরকালের জন্য আনন্দ
যা মানুষের মধ্যে প্রেমময়তা বৃদ্ধি পায়।
আর এটা কখনই শূণ্যতায় মিলিয়ে যায়না
এটা খেকে যায় আজীবন।
                            জনাব জন কিটস

 

কখনো আপনি যদি কাওকে শূন্যতা দেন
তবে সেই শূন্যতা থেকে একটি মানুষ
চিন্ত করে দেখতে পারে তার এই
শূন্যতা খেকে সে কি পেয়েছে।
                              লেখক ত্যাদাও আনদো

 

মিথ্যা ভালোবাসার উক্তি

গানের শুরেই বলতে হয় মধু কই কই বিষ খাওয়াইলা। এমন করে কেন আমায় মারিলা। যদিও এটি গানের কথা কিন্তু বাস্তবে অনেক সত্য। বর্তমান সমাজে শুধু মানুষ স্বার্থের কারণে ভালবাসে । কাউকে বিনা স্বার্থে  কেউ ভালবাসেনা। সবাই শুধু ছলনা করে থাকে। আর আপনিও যদি কারো মিথ্যা ভালোবায় কষ্ট পেয়ে থাকেন।

তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন ।এখান কার উক্তি গুলো পড়ে আপনি আপনার মনের সকল দুঃগুলো দূর করতে পারবেন।

তোমার মিথ্যা ভালোবাসার অভিনয় 
করার কোন দরকার ছিলনা।
তুমি এর থেকে ভাল করতে
যদি আমাকে প্রাণে মারতে।

 

তোমার একটু মিথ্যা 
আমার জীবনে নিয়েে
এসেছে জীবনের বড়
পরাজয় যা তুমি জাননা।

 

মিথ্যা দিয়ে শুরু করেছো 
মিথ্যা ভালবাসা। তাই 
আজ ছেড়ে দিয়েছি, তোমার
ভালবাসা পাওয়ার আঁশা।

 

কেন আঁশা দেখালে 
ভালবাসার মানুষ হবে।
কেন ভালনাবেসে দূরে 
সরে চলে গেলে জীবন থেকে।

 

তোকে ঘৃনা করি না 
ঘৃনা করি তোর মিথ্যা বলাকে 
আর তোর মিথ্যা বলার অভ্যাশকে।
কারন তুমি সুনন্দর করে মিথ্যা বলো।

বন্ধুত্ব স্বর্থপরতা নিয়ে উক্তি

সুসময়ে অনেকেই বন্ধু বটে, অসময়ে হায় কেউ কারো নয়। অনেক আগ থেকেই প্রচলিত এই কথাটি। তবুও  যেন  আজও বাস্তব মনে হয়। কবি কখন কোন অবস্থার প্রেক্ষিতে কথাটি বলেছিল জানা নেই । কিন্তু বর্তমানে যে চিত্র তা দেকে মনে হয় কবি আগে থেকেই জানতেন এই রকম হবে মানুষের ব্যবহার।  আমাদের চারপাশে অনেক বন্ধু আছে যারা শুধু স্বর্থের কারনে সম্পর্ক রাখে।

আর তাদেরকে ভালবাবে বুঝানোর জন্যই আমার এই উক্তি । এখান থেকে উক্তি নিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার  করুন। যাতে করে সকল স্বার্থ পর বন্ধু গুলো অপমানিত হয়। তারা এই ধরনের ঘৃনার কাজ থেকে বিরত থাকে।

প্রতিটা সময় ছিলে তুমি স্বার্থপর
তোমার স্বার্থ ছাড়া আর কারো দিকে
তোমার খেয়াল রাখার প্রয়োজন
মনে করতে পারতে না।

 

বন্ধুর সাথে চলতে গেলে
কখনো নিজের স্বার্থ দেখতে নাই
অন্যর স্বার্থ বাস্ত বায়ন করাই 
আমাদের সবার লক্ষ্য হতে হবে।

 

আপনি যদি স্বার্থ পর হন
তবে কখনই আপনি 
একজন নিঃস্বার্থ মানুষ
খুঁজে পাবেন না। 

 

সুখের সময় পাওয়া যায়
দুঃখের সময় নয়
কে বলে বন্ধু তারে
ভালমানুষ সে নয়।

 

হাজারো বন্ধু পাবে মনের মত নয়
সু-সময়ে অনেক বন্ধু বটে
অ-সময়ে কেহ নয়।
তোমার জীবনে যেন ভাল বন্ধু জুটে।

ভালবাসার অপেক্ষার উক্তি

কারো কাছ থেকে কোন কিছু পাওয়ার অপেক্ষা অনেক কষ্টের বিষয়। আর সেই অপেক্ষা যদি হয় ভালবাসা পাওয়ার জন্য তাহলেতো কোন কথাই নাই। কারণ আমরা যখন কোন কিছু চেয়ে না পাই তখন আমাদের মনের মধ্যে দেখা দেয় এক ধরনের অস্থিরতা। আর এই অস্তিরতা থেকেই শুরু হয় যন্ত্রনার।

তাই যারা এই রকম অপেক্ষায় থেকে জীবনে কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমরা সাজিয়েছি  এখানে খুবই মজার সব ভালবাসর অপেক্ষার উক্তি । যে গুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার সকল প্রিয় মানুষের সাথে । এতে করে আপনার মনের দুঃখ দূর হয়ে যাবে।

জীবনে অপেক্ষার মত আর 
খারাপ কাজ হতে পারেনা।
আর সেই অপেক্ষা যদি হয়
কারো ভালবাসা পাওয়ার জন্য।

 

প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি
তুমি আমাকে কাছে ডাকবে
আর যখন কাছে ডাকবে 
তখন আমাকে ভালবাসবে ।

 

জানি আজ আর তোমায়
আমি আপন করে পাবোনা।
তবুও তোমার অপেক্ষায় থাকি
যদি একবার তোমাকে পাই।

 

কত আর পরিক্ষা নিবে
তোমার ভালবাসা পাওয়ার 
অপেক্ষায় জীবন দিতে
রাজি তবুও তোমার ভালবাসা চাই।

 

ভালবাসার অপেক্ষা কখনো
মধূর হয় যদি সেই
অপেক্ষা করার মানুষটি
মনের মত মানুষ হয়।

তোমায় নিয়ে উক্তি

তোমাকে লেগেছে এত যে ভাল চাঁদ বুঝি তা জানে। এভাবে বিভিন্ন ছন্দ কথার মাধ্যমে আমরা অনেক সময়, আমাদের  প্রিয়জনকে প্রতিদিন খুশি করতে চাই। আর তখন দরকার পড়ে এই সকল ছন্দ কথা বা উক্তির । এই সকল উক্তিগুলো আমরা খোঁজ করতে থাকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে । কিন্তু সুন্দর উক্তি না পাওয়ায় প্রিয়জনকে খুশি করতে পারি না।

আর তাই যারা তোমায় নিয়ে উক্তি অনেকে খোঁজ করতে আছেন তাদের জন্য আমার এই  সুন্দর সুন্দর আনকমন কিছু উক্তি । যেগুলি শেয়ার করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তোমায় আমি ভালবাসি
তোমার প্রেমে সুখ
তোমায় যেন কবু আমি
দেইনা মনে দুঃখ।

 

তোমায় দেয়া কথাগুলো
আজও মনে পড়ে।
তোমার দেয়া উপহার গুলো
রেখেছি আমার ঘরে।

 

তোমায় কি করে বুঝাবো
কতটা ভালবাসি ।
আর সেই ভালবাসার গভীরতা।
তবুও তোমায় মিস করি।

 

এক জীবনে তোমায় 
ভালবেসে করতে পারবোনা শেষ
তোমার জন্য ছাড়বো বাড়ী
ছাড়বো সোনার দেশ।

 

তোমায় দেখে প্রথম যেদিন
খেয়েছিলাম ওরে ক্রাস।
সেদিন থেকেই আমি ওরে
হয়ে গেছে জীবনে শেষ।

(কৃষি বিষয়ে ভিডিও দেখতে চাইলে আমদের এই চ্যানেলটি দেখতে পারেন।)

শেষ কথাও অনেক মজার

অতিরিক্ত ভালোবাসা নয়, অতিরিক্ত যত্ন। আর সহানুভূতির মাধ্যমেই আমরা গড়ে তুলতে পারি আমাদের ভালবাসাকে। মজবুত করে নিতে পারি ভালোবাসার বন্ধনকে। তাই আসুন আমরা সবাই সবাইকে ভালবাসি । যে যেখান থাকবেনা কোন হিঃসা থাকবেনা কোন স্বার্থ । আমাদের  সম্পর্ক অনুযায়ী একে অপরকে ভালবাসে  সমাজকে সুন্দর করে গড়ে তুলবো।

যে সমাজে থাকবেনা কোন ভেদাভেদ। থাকবে না কোন অহংকার । আর আমার এই লেখা অবশ্যই কোন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন । কষ্ট করে অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি  লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আরো পড়ুন-

১. কাজু বাদাম খাওয়ার উপকারিতা

২. মধু খাওয়ার উপকারিতা

৪. জীবন নিয়ে উক্তি

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

নারীর মান সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি
নারীর মান সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি  লেখাটির মাধ্যমে আজকে তুলে …

নারীর মান সম্মান আত্নমর্যাদা নিয়ে উক্তি

জীবন বদলে যাওয়ার কিছু অভ্যাস
জীবন বদলে যাওয়ার কিছু অভ্যাস: আমরা সবাই চাই সুখী হতে। …

জীবন বদলে যাওয়ার কিছু অভ্যাস

About The Author

24 Favor

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh