১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল লেখাটি। এই লেখাটি যদি কেউ

পড়েন তাহলে খুব সহজেই অল্পটাকার মধ্যে ভাল মানের একটি মোবাইল ফোন ক্রয় করতে পারবেন। ১০ হাজার  টাকার

মধ্যে ভাল মোবাইল এই লেখাটির মাধ্যমে ১০ হাজার টাকার মধ্যে মোবাইল খুজে এবং পেতে আপনাকে সাহায্য করবে।

আমরা অনেকেই আছি অনেক সময় কম দামের মধ্যে কোন মোবাইলটি সবচেয়ে ভালো হবে তা বুঝতে পারি না।  মূলত

তাদের জন্যই এই লেখা। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আমি আশা করি আমার এই লেখাটি পড়লে আপনি আপনার

১০ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো একটি মোবাইল ক্রয় করতে পারবেন।

আর এর জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল লেখাটি পড়তে হবে। তবেই

আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত মোবাইলটি।

কম দামে ভালো মোবাইল ২০২২ / কম দামে ভাল মোবাইল

অনেকেই আছেন বাজেট কম থাকার কারণে তারা একটি ভালো মোবাইল কিনতে পারে না। আবার অনেক সময় কম

বাজেটের কারণে দোকানদার তাদেরকে ঠকিয়ে দেয়। তারা মোবাইল সম্পর্কে না জানার কারণে যখন দোকানে গিয়ে তারা

মোবাইল কম দামের মধ্যে চায় তখন দোকানদার একটি মোবাইল তাদেরকে ধরিয়ে দেয়।

সে ক্ষেত্রে তার কোনো বাছবিচার করার সুযোগ থাকে না । আর তাই আপনি যদি নিচের প্রতিটা মোবাইলের বিস্তারিত দেখেন

এবং সে অনুযায়ী দোকানে গিয়ে মোবাইল চান তাহলে দোকানদার আপনাকে এভাবে ঠকাতে পারবে না। আর তাই আপনি

দেখে নিন আপনার কম দামের মধ্যে কোন মোবাইলটি আপনার পছন্দ হয়।

কোন মোবাইলটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তবেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন মোবাইলটি  আপনার

জন্য প্রযোজ্য।

Symphony Z40 বিস্তারিত

Symphony Z40
Symphony Z40

আপনি যদি এই মোবাইলটি ক্রয় করতে চান তহলে যে সুবিধা গুলো পাবেন তাহলো .৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে ব্যাক ক্যামেরা ১৩

মেগা পিক্সেল এবং ফন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল। এর র‌্যাম রয়েছে ৩ জিবি রোম আছে ৩২ জিবি। এর ব্যাটারি হচ্ছে 5000

mAh Li-Polymer। এই মোবাইলটি দেখতে অনেক সুন্দর আপনি ইচ্ছে করলে এই মোবাইলটি ক্রয় করতে পারেন আর এর

জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৯৯৯০ টাকা।

Symphony Z33 মোবাইল

Symphony Z33
Symphony Z33

দেখতে অনেক ভাল কমদামের মধ্যে এই মোবাইলটি হতে পারে আপনার পছন্দের মোবাইল। আর যদি আপনি এই

মোবাইলটি ক্রয় করেন তাহলে যে সকল সুবিধা সমূহ পাবেন তাহলো । এই মোবাইলটি কম্পানি বাজারে প্রথম ছেড়েছে

২০২১ সালের সেপ্টেম্বর মাসে।  এটা ২ জি থেকে শুরু করে ৪ জি নেটওয়ার্ক সিম ব্যবহার করা যায়।

এটাতে আপনি ইচ্ছে করলে ২ টি সিম এক সাথে ব্যবহার করতে পারবেন। এর ওজন ১৯০ গ্রাম এবং  ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি ।

এর পিছনে রয়েছে দুটি ক্যামেরা যা ১৩ ও ২ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাটি হলো ৮ মেগা পিক্সেল। এটা দ্বারা ফুল

এইচডি ভিডিও করা যাবে।  এই মোবাইলটির র‌্যাম ৩ জিবি ও রোম ৩২ জিবি।

ব্যাটারি 5000 mAh big battery। আপনার কম টাকার মধ্যে অনেক দারুন একটি মোবাইল । আপনি যদি শোরুমে গিয়ে

মোবাইলটি দেখেন তাহলে আমি নিশ্চিত আপনার মোবাইলটি পছন্দ হবে। আর এর দাম পড়বে বাংলাদেশী টাকায়  ৮৯৯০

টাকা মাত্র।

Symphony Z35 মোবাইল

Symphony Z35
Symphony Z35

এই মোবাইলটির  যে সকল সুবিধা রয়েছে তাহলো আপনার দুটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন। ৪ জি পর্যন্ত সিম

ব্যবহারের সুবিধা। ওয়াই ফাই বা হোসপট চালাতে পারবেন। এর ওজন খুবই কম মাত্র ২০৮ গ্রাম এছাড়াও এর মনিটর ৬.৮২

ইঞ্চি মাত্র । যার জন্য বহন করা খুবই সুবিধা। এর পিছনের ক্যামেরা হলো দুটো যার একটি ১৩ ও আরেকটি ২ মেগাপিক্সেল।

সামনের ক্যামেরাটি হলো ৮ মেগাপিক্সেল। এর দ্বারা এইটডি ভিডিও করা যাবে।  ব্যাটারি Lithium-polymer 6000 mAh।

এটা ১০ ওয়াটের দ্রুত চার্জ করা যাবে। যার র‌্যাম ৩ ও ৪ জিবি এবং রোম হচ্ছে ৩২ ও ৬৪ জিবি। এই মোবাইলটির দাম

পড়বে ৯৯৯০(৩/৩২ জিবি)  টাকা আর আপনি যদি  ৪/৬৪ জিবি নিতে চান তাহলে দাম পড়বে ১০৯৯০ টাকা।

Symphony V138 মোবাইল

Symphony V138
Symphony V138

খুবই কমদামে ভাল মানের মোবাইল এটি আর এর মধ্যে যে সকল সুবিধা পাবেন তাহলো এটাতে রয়েছে ৪ জি সিম

ব্যবহারের সুবিধা। এর ওজন আছে ১৫৩ গ্রাম। এক সাথে দুটো সিম ব্যবহার করতে পারবেন। এর মনিটর ৫,৪৫ ইঞ্চি এবং

রেজুলেশন ৭২০ *১৬০০ । ইন্টারনাল মেমোরি ৩২ জিবি যার র‌্যাম ২ জিবি।

এর পিছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং পিছনের ২ মেগাপিক্সেল। এর ব্যাটারি 2580 mAh । এই মোবাইলটি আপনি ক্রয়

করতে পারবেন মাত্র ৬৪৯০ টাকায়।

Oppo A12 মোবাই বিস্তারিত

Oppo A12
Oppo A12

২০ এপ্রিল ২০২০ এই মোবাইলটি বাজারে ছেড়েছে কম্পানি। আর এর মধ্যে যে সকল সুবিধা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য

তার মধ্যে হলো ৪ সাপোর্ট করেি এই মোবাইলটি। দুটো সিম এক সাথে ব্যবহার করাও যায় এক সাথে। ১৬৫ গ্রাম ওজন এই

মোবাইলটি। ৬.২২ ইঞ্চির ডিসপ্লের এই মোবাইল এটি। ক্যামেরার রেজুলেশন ১৩ ও ২ মেগাপেক্সেল ।

এর র‌্যাম হলো ৩/৪ জিবি এবং রোম হলো ৩২/৬৪ জিবি। আর এই সকল দেখার পর আপনি যদি মনে করেন এই মোবাইটি

আপনি ক্রয় করবেন তাহলে এর দাম পড়বে ৯৯৯৯০ টাকা ও ১৩৯৯০ লাগবে।

Xiaomi Redmi 9A বিস্তারিত

Xiaomi Redmi 9A
Xiaomi Redmi 9A

শাওমির এই মোবাইলটি কম দামের মধ্যে অনেক ভাল একটি মোবাইল । কারও যদি বাজেট কম দামে তবে এই মোবাইলটি

কিনতে পারেন আর এই মোবাইলটিতে যা যা সুবিধা থাকবে তা হলো ২ জি সিম থেকে ৪ জি সিম ব্যবহারের সুবিধা।

একসাথে দুটো সিম ব্যবহার করা যায়। এর মোট ওজন ১৯৪ গ্রাম এবং মনিটর ৬.৫৩ ইঞ্চি ।

এর সামনের ক্যামেরা ১৩ মেগা পিক্সেল । পিছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এর ব্যাটারি Lithium-polymer 5000 mAh

(non-removable)। এই মোবাইলটি ১০ ওয়াডের এবং আপনি খুব দ্রুত চার্জ করা যায়। এর অফিসিয়াল দাম ৮৭৯৯ টাকা।

Vivo Y1s  মোবাইল

Vivo Y1s
Vivo Y1s

বর্তমানে Vivo মোবাইল খুবই জনপ্রিয়। যাদের বাজেট একটু কমদামের তাদের জন্য এই মোবাইলটি খুবই ভাল মানের

একটি মোবাইল। এই মোবাইলে যে সকল সুবিধা রয়েছে তা উল্লেখ করা হলো। এর মধ্যে উল্লেখ যোগ্য হলো । এটাতে এক

সাথে দুটো সিম ব্যবহারকরা  যেটা  ৪ জি পর্যন্ত সাপোর্ট করবে। ১৬১ গ্রাম ওজন এটার এবং ৬.২২ ইঞ্চি মনিটর।

ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল ।  এর র‌্যাম ২ জিবি এবং রোম ৩২ জিবি। কম দামের মধ্যে এটা খুব ভাল মানের একটা

মোবাইল। এটার দাম ৮৯৯৯টাকা।

 

কম দামে ভাল ক্যামেরা ফোন ২০২২

আমরা অনেক সময় ভালো ক্যামেরার মোবাইল ফোন কিনতে চাই।  কিন্তু বাজেট কম থাকার কারণে আমরা ভালো মানের

ক্যামেরা মোবাইল ফোন কিনতে পারি না । আর তাদের জন্যই আমি আজকে আলোচনা করবো কিভাবে আমরা কম দামে

ভালো মানের ক্যামেরা মোবাইল ক্রয় করতে পারি। তো আপনি যখন ক্যামেরার জন্য মোবাইল ক্রয় করবেন,

তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে ক্যামেরাটি কত মেগাপিক্সেল, এবং রেজুলেশন কত। অনেক মোবাইল আছে

যেগুলো আপনার ছবি ভাল মানের হয় । এক্ষেত্রে বলা যায় Oppo ও Xiaomi  মোবাইল দুটো ছবি ভাল মানের হয়। তাই

আপনি কম দামে ভালো মানের ক্যামেরা পেতে হলে নিচে দেয়া  মোবাইল গুলো ক্রয় করতে পারেন।

১,

১০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল ২০২২

কম বাজেট তথা ১০ হাজার টাকার মধ্যে অনেকেই মোবাইল খোজ করেন। আর তাদের জন্যই মূলত আমার এই লেখা।

আমরা খুঁজে খুঁজে নিয়ে আসছি ১০ হাজার টাকায়  সবচেয়ে ভালো মানের  সব মোবাইল, যেগুলো আপনি দশ হাজার টাকা

দিয়ে কিনতে পারবেন। আপনার পছন্দেরটি বেছে নিতে নিচের মোবাইল গুলো দেখতে পারেন।

যদি আপনার পছন্দ হয় এখান থেকে  আপনি ক্রয় করতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে মোবাইলের  শোরুম

অথবা মোবাইলের দোকানে।

  •  vivo Y1s – no Fingerprint দাম ৳9,990 2/32 GB
  • 5. itel Vision 3- দাম ৳9,190 3/64 GB

(কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে তাহলে ক্লিককরুন এই চ্যানেলে। আর দেখতে থাকুন প্রতিদিনের আপডেট ভিডিও।)

শেষ কথা বলে কম গুরুত্বপূর্ণ নয়

আশা করি উপরের  ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল লেখাটি পড়ে ভালো লেগেছে । আপনি এখান থেকে

আপনার কম বাজেটের মোবাইলটি খুঁজে পেয়েছেন। আমার এই লেখা টি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই

আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে আমরা আরো সুন্দর সুন্দর লেখা দেবো ।

এছাড়াও যদি আপনার কোন বিষয়ে জানার থাকে বা কোন বিষয়ে প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে

লিখেবেন ।  আমরা পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী লেখা দেবো। আর এই লেখাটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

আরো যে বিষয় পড়তে পারেন তাহলো :

১. মোবাইল ফোন -২০২২

২. স্যামসাং মোবাইল ফোন।

২. কলা খাওয়ার উপকারিতা।

৩. খেজুর খাওয়ার উপকারিতা।

About 24 Favor

Check Also

Practical Action Bangladesh job circular

Practical Action Bangladesh job: Practical action is an international organization. They give circulars for their …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *