টাঙ্গাইল টু কক্সবাজার- How to go Tangail to Cox’sBazar

টাঙ্গাইল টু কক্সবাজার: পাশেই ঝাউ বন আর গাছ গাছালি সহ, সু-উচ্চ পাহাড়। আর তার  সাথে থাকছে  সমুদ্রের

ঢেউয়ের গর্জন । এটা যেন এক প্রকৃতির  অপরূপ লীলাভূমি । আর এই  লীলাভূমির নামই হচ্ছে বাংলাদেশের কক্সবাজার

সমুদ্র সৈকত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন হার মানায় অন্য যেকোন স্থানকে তাই প্রতিবছর বিভিন্ন দেশ থেকে এবং

বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লাখো দর্শনার্থীরা ছুটে আসে  এখানে বেড়ানোর জন্য। আসুন এই প্রকৃতির লীলাভূমি কিভাবে

আমরা বেড়াতে যাব? কোথায় থাকব? কোথায় খাব ? সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করব।

কিকি উপায়ে টাংগাইল থেকে  কক্সবাজার যাওয়া যায়- How many way go to Tangail to Cox’sBazar

আপনি সাধারণত টাঙ্গাইল থেকে তিনটি উপায়ে কক্সবাজার যেতে পারবেন । যেভাবে যেতে পারবেন তার মধ্যে তিনটি বিষয়

উল্লেখযোগ্য তাছাড়াও আপনি যেকোন ধরনের গাড়ী রিজার্ভ করলে যেতে পারবেন। নিম্নে তিনটি  বিষযয়ে বিস্তারিত

আলোচনা করা হলো।

বাসে টাঙ্গাইল টু কক্সবাজার- By bus from Tangail to Cox’s Bazar

টাঙ্গাইল টু কক্সবাজার: টাঙ্গাইল থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাসে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি টাঙ্গাইল নতুন

বাস স্ট্যান্ড থেকে সরাসরি  বাস পাবেন। এছাড়াও উত্তরবঙ্গ থেকে বেশকিছু গাড়ি আসে যেমন শ্যামলী,এস এ

পরিবহন,হানিফ  সহ আরো বেশ কয়েকটি গাড়ি। আপনি যদি  উত্তরবঙ্গ থেকে আশা গাড়ীতে যেতে চান তাহলে আগ হতে

টিকিট কেটে টাঙ্গাইল বাইপাস অপেক্ষা করতে হবে। এ সব গাড়ী গুলো সাধারনত রাত্রি ১০:০০ ঘটিকায় টাঙ্গাইল বাইপাস

আসে।

বিমানে টাঙ্গাইল টু কক্সবাজার- By Air from Tangail to Cox’s Bazar

আপনি যদি টাঙ্গাইল থেকে কক্সবাজার বিমান জেতে চান । সেক্ষেত্রে আপনাকে প্রথমে টাঙ্গাইল শহর হতে ঢাকা

বিমানবন্দরে লোকাল গাড়িতে অথবা টাঙ্গাইল থেকে আপনি অনেক গাড়ি পাবেন যেগুলো ঢাকার উদ্দেশ্যে যায় । সেই

গাড়িতে ঢাকা গিয়ে ঢাকা থেকে যেকোনো বিমানের টিকিট আগেই কিনে রাখবেন এবং ঢাকা থেকে বেশ কয়েকটি বিমান

আছে যারা কোন প্রকার সমস্যা না থাকলে প্রতিদিন  কক্সবাজারের  উদ্দেশ্যে যায়।  এদের  মধ্যে আছে বাংলাদেশ বিমান ও

নভোএয়ার . ইউ.এস বাংলা  উল্লেখযোগ্য।

(বিমান টিকেটের দাম. বিমানের সময়সূচি,কোন কোন বিমান যায় বিস্তারিত জানতেে এই লিংকে ক্লিক করুন)

ট্রেনে টাঙ্গাইল টু কক্সবাজার- By Train from Tangail to Cox’s Bazar

আপনি ইচ্ছে করলে টাঙ্গাইল থেকে কক্সবাজার ট্রেনে যেতে পারবেন । তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে টাঙ্গাইল থেকে

ট্রেনে ঢাকা যেতে হবে।  ঢাকা থেকে চিটাগাং যেতে হবে কারণ এখন পর্যন্ত চিটাগাং এর পরে কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন

তৈরি হয় নাই। তবে তৈরির প্রসেস রয়েছে। আপনি যদি আগেই ট্রেনের টিকিট কেটে রাখতে পারেন  সেটা আপনার জন্য

ভাল।  তবে  টাঙ্গাইল থেকে কক্সবাজার ট্রেনে যাওয়া ঝামেলা। আমার মতে আপনার জন্য প্রথম দুইটি অপশন  তুলনা

মূলক ভাল। তবে যদি আপনার একান্তই ট্রেনে যেতে ইচ্ছে করে তবে যেতে পারেন।

টাংগাইল থেকে গাড়ি ছাড়ার সময়- Bus Time to leave from Tangail

টাঙ্গাইল থেকে যেসকল গাড়ি ছাড়ে তারা সাধারণত প্রতিদিন বিকেল ৫:০০ ঘটিকায় গাড়ি ছাড়ে। এখানে আপনার নির্ধারিত

সময়ে গিয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে অন্য সময় আপনারা কোন গাড়ি পাবেন না।  প্রতিদিন একই সময়ে

সোনিয়া  এবং বিপুল কোম্পানির  গাড়ি ছাড়বে । গাড়ী ছাড়ার স্থান হলো   টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড সোনিয়া  এবং বিপুল

বাস কাউন্টারের সামনে থেকে।

বিপুল গাড়ীর টিকেট বুকিং কাউন্টার নাম্বার- Tangail  Bipul Bus booking Counter Number

টাংগাইল কাউন্টার -০১৭১৭০৩৬৮৮৮
কক্সবাজারের কাউন্টার-০১৯১৫৯৯৮৮

সোনিয়া গাড়ীর টিকেট বুকিং কাউন্টার নাম্বার- Tangail Soniaya  Bus booking Counter Number

টাংগাইল কাউন্টার -০১৭১৭০৩৬৮৮৮
কক্সবাজারের কাউন্টার-০১৯১৫৯৯৮৮

দুই গাড়ীর একই নাম্বার কারন তারা পর্যায়ক্রমে গাড়ী বুকিং দিয়ে থাকে।

যাত্রা পথে বিরতি এবং পৌছানোর সময়:

টাংগাইল থেকে গাড়ি ছাড়ার পর, গাড়ি প্রথম যাত্রাবিরতি করে কুমিল্লা বিশ্বরোড। সেখানে হোটেলে ২০ মিনিট যাত্রা বিরতির

পর আবার গাড়ি ছেড়ে যাবে। কক্সবাজারের আগে পৌঁছানোর আরেকটি হোটেলে ২০ মিনিট যাত্রা বিরতি  হবে। মোট

দুইবার যাত্রা বিরতি শেষে সকাল সাড়ে ছয়টা থেকে ৭ টার  মধ্যে কক্সবাজার পৌঁছে যাবেন।

আপনি কক্সবাজারে যাওয়ার পরে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য । সেই  বিষয়গুলো জানার জন্য

আমাদের নিচের লিংকে ক্লিক করুন এবং বিস্তারিত জেনে নিন আপনার ভ্রমন আরও সহজ এবং সুন্দর করার জন্য।

(কক্সবাজার হোটেল . খাবার খাওয়া,  বাজার করা, সহ বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন)

কোথায় কোথায় বেড়াবেন-Location Of Cox’s Bazar Visit place

আপনি কক্সবাজার গেলে কোথায় কোথায় বেড়াবেন, সে বিষয়ে আপনি অনেক সময় দ্বিধা-দ্বন্ধে পড়ে যান।  আর

আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি প্রথমে আপনি কক্সবাজার যাবেন। সেখান থেকে আপনি –

  • হিমছড়ি  ঝর্ণা।
  • ইনানী সমুদ্রসৈকত।
  • মহেশখালী ।
  • রামু বৌদ্ধ বিহার।
  • রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড।
  • সেন্টমার্টিন সমুদ্রসৈকত।
  • টেকনাফ মাতিনের কুপ বেড়াতে পারেন।

টাঙ্গাইল টু কক্সবাজার এর শেষ কথা:

পরিশেষে বলা যায় কক্সবাজার হচ্ছে সুন্দর লীলাভূমি। এখানে না আসলে বোঝার উপায় নাই এখানে বেড়ানোর  আনন্দই

অন্যরকম। তো আপনি এখানে বেড়াতে আসুন আপনাদের কক্সবাজার  বেড়ানোর সম্পর্কে যেকোনো বিষয় জানতে চাইলে

আমাদের লিখুন পরবর্তী  আপনার লেখার  উত্তর দিব। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

আমাদের অন্যান্য বিষয় পড়তে পারেন:

About 24 Favor

Check Also

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত বিস্তারিত

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত হচ্ছে  সংযুক্ত আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *