চোখ নিয়ে উক্তি ভালোবাসার কিছু কথা: বন্ধুর দুইটা চোখ যেন দুই নালা বন্দুক । গুলি করে ভাঙলো আমার মনেরই
সিন্ধুক। ঠিক এই গানের মতই চোখের চাহনি দ্বারা হতে পারে অনে রকমের কথা। চোখ কখনো কখনো হয় রোমান্টিক
আবার কখনো হয় অশ্রুশিক্ত। অবস্থার উপর ভিত্তি করে আমাদের চোখের ভাষা পরিবর্তন হতে থাকে। চোখের সেই ভাষাটি
বর্ণনা করার জন্য আমরা অনেক সময় ব্যবহার করে থাকি চোখ নিয়ে উক্তি ভালোবাসার কিছু কথা । যে কথা এবং উক্তি
আমাদের চোখের ভাষাকে বুঝাতে সহায়তা করবে। তাই যদি আপনি আপনার প্রিয় জনের সাথে এই ধরনের উক্তি শেয়ার
করতে চান তাহলে এখান থেকে শেয়ার করতে পারবেন।
চোখ কি? বা চোখ কাকে বলে?
চোখ হলো আমাদের দেখার যন্ত্র । যদি সহজ কথায় বলা যায় তাহলে, যা দিয়ে আমরা সাধারণত দেখার কাজ করে থাকি
তাকেই চোখ বলে থাকে। প্রাণীর গঠন আকার আকৃতির উপর নির্ভর করে চোখের গঠন বা আকৃতির।চোখ দিয়ে আমরা
অনেক সময় বর্ণ রং আকার আকৃতি পার্থক্য করে থাকি। আবার অনেক সময় চোখ আমাদের সৌন্দর্যের প্রতিক হিসেবেও
কাজ করে। । আর তাই চোখ নিয়ে লেখা হয়েছে অনেক কাব্য কবিতা আর গল্প।
মেয়েদের বা নারীর চোখ নিয়ে উক্তি
নারীর চোখ অনেক বেশি মায়াবী থাকে আর তাই তাদের চোখের প্রসংসা বা তাদের মন জয় করার জন্য আমরা এখানে বেশ
কিছু মজার মেয়েদের বা নারীর চোখ নিয়ে উক্তি গুলো দিব । যে উক্তি গুলো আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই
উক্তি গুলো আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
- প্রতিটা নরীর চোখ কখনো হয় মায়াবী আবার কখনো হয় প্রতিশোধের।
- যদি কেউ নারীকে তার চোখ দেখে ভালবেসে ফেল তবে তা ভুল । কারণ চোখের ভাষা আর মনের ভাষা এক নয়।
- বিশেষ একটি অনুরোধ কখনো নিষ্পাপ চোখ দুটোকে কলঙ্ক করার চেষ্টা করো না।
- যদি কখনো সুন্দর চোখ দেখই প্রেমে পড়ে যেতে চায় মন । তবে জেনে নিও ঐ দুটো সুন্দর চোখের মধ্যে অনেক যন্ত্রনাও আছে।
- আমরা শুধু বাহিরের সৌন্দর্যটা কেই দেখি। আর তা দেখেই বিচার করি, তার মনের সৌন্দর্য একবারও দেখার চেষ্টা করি না।
- জীবনে যদি ভালো নারী খুঁজতে যাও তাহেল আগে সুন্দর দুটো চোখ খুঁজতে হবে। আর সেই চোখের ভাষা দেখেই বুঝতে পারবে সে ভাল কিনা?
- প্রতিটা নরী হয় আমাদের মা অথবা আমাদের বোন । তাই চোখ দেখেই তাদের খারাপ মনে করা যাবেনা।
- চোখ দুটোকে অনেক যত্ন করে রেখো বন্ধু । কারণ ঐ সুন্দর চোখ দুটো দিয়ে প্রতিদিন আমাকে দেখতে পাও।
- নরীরা একই চোখে কত ভাবে দেখে যেমন কেউ তার স্বামী আবার কেউ তার শশুর ,শাশুরি,ছেলে,মেয়ে ইত্যাদি। তাই তাদের সংসারে যত্ন করতে হবে ।
- প্রতিটা মেয়েই তার বিয়ের সময় চোখ দিয়ে এটাই উপলব্ধি করার চেষ্টা করে যে, তার জন্য যে স্বামী দেখা হচ্ছে সেটা তার মনের মত হবে কিনা।
যদি চোখ নিয়ে সুন্দর কবিতা পড়তে চান তাহলে পড়তে পারেন আমাদের এই পেইজটি:- চোখ নিয়ে কবিতা।
চোখ নিয়ে রবীন্দ্র নাথের উক্তি
আমাদের জাতীয় কবি রবীন্দ্র নাথ ঠাকুর তার বিভিন্ন লেখায় চোখ নিয়ে লিখেছেন। সে চোখ নিয়ে কবিতাও লিখেছেণ। একই
সাথে তার চোখ নিয়ে আছে কিছু উক্তি যে গুলো খুবই জনপ্রিয়। যার জন্য অনেকেই এই উক্তি গুলো খোঁজ করে থাকে
বিভিন্ন মাধ্যমে শেয়ার করবে বলে। তাদের জন্য এখানে দেয়া হলো সেই সকল উক্তি হতে কিছু বাছাই করা উক্তি । যে গুলো
আপনার অনেক বেশি ভাল লাগবে।
১. ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ সীমাকে লইয়াই অসীম প্রেমকে লইয়াই মুক্তি, প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি সীমার মধ্যে সীমা নাই- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
২. যে সকল পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই, সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে- কবি গরু রবীন্দ্র নাথ ঠাকুর।
৩. যায় যদি লুপ্ত হয়ে, থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জল এ তাজমহল – বিখ্যাথ কবি রবীন্দ্র নাথ ঠাকুর।
৪. চাই দেখতে সে সব দৃশ্য ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতিদ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়- বিশ্ব কবি রবীন্দ্র্র নাথ ঠাকুর।
৫.তুমি যাকে ভালোবাস তাকে কখনো চোখের আড়াল করো না- বিখ্যাত কবি রবীন্দ্র নাথ ঠাকুর।
৬. তারা বসে বসে শুধু পুঁথি পড়ে তাদের আর কোনদিকে চোখ নাই- রবীন্দ্র নাথ ঠাকুর।
৭. যখন চোখের পাহাড়া এড়িয়ে অন্তরে লুকিয়ে দেখা যায় তখন এর নাম ভালোবাসা- বাংঙ্গালীি জাতির জনপ্রিয় কবি রবীন্দ্র নাথ ঠাকুর।
প্রেমিকার চোখ নিয়ে প্রেমের উক্তি
মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রেম নিয়ে খোঁজ করে থাকেন প্রেমিকার চোখের প্রসংসা করার জন্য চোখ নিয়ে নানান ধরনে
উক্তি । আর মানুষের মন জয় করার জন্য বা প্রেমিকার মন জয় করার জন্য এই উক্তি গুলো দারুন কাজে লাগে। আর তাই
এখানে আজকে আমি বেশ কিছু নতুন এবং আনকমন উক্তি দিব । যা আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন
আপনার প্রেমিকার মন জয় করার জন্য।
- তুমি প্রিয়া হবে আমার তাই দেখি চেয়ে আপলক দৃষ্টিতে। আমার জন্য বাহিরে দাড়িয়ে শরীরকে ভিজিয়ে দিওনা আর বৃষ্টিতে।
- ভালোবাসি তুমার চোখ দুটো মায়াবী থাকার কারনে। তুমার কাছে আসি তাইতো কারণে অকারনে।
- প্রতিদিন বন্ধু চেয়ে থেকে মিষ্টি করে আমার পানে। তুমার আশা পুরুণ করবো যতটুকু কূলায় আমার জানে।
- যদি কখনো চোখের ভাষা বুঝতে পারো, তবে দেখবে তুমি তার কাছে সবচেয়ে আপন জন হয়ে গেছো।
- প্রতিদিন আমি তোমার দিকে চেয়ে থাকি আর তোমার চোখের ভাষা বুঝার চেষ্টা করি।
- প্রেম করে কখনো প্রেমিকার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে নেই। কারণ সে সেটা বুঝতে পারে লজ্জায় শুধু বলে না।
- প্রিয়তমা যদি আমি প্রতিদিন একটি করে কবিতা লিখি তোমর ঐ সুন্দর চোখ নিয়ে, আমার মৃত্যু পর্যন্ত লিখলেও কবিতা লেখা শেষ হবে না।
- যে বিধাতা তোমার এত সুন্দর দুটো চোখ দিয়েছে সে না জানি কত সুন্দর।
- তুমি হাসি দিলে গালে পড়ে টোল। আর তুমি আমার দিকে দৃষ্টি দিলে মনে বাজে আনন্দের ঢোল।
- আমি তুমাকে ছেড়ে চলে আসার সময় যখন দেখি তুমার সুন্দর চোখ দিয়ে পানি আসে। আমাকে নিজের কাছে তখন খুবই অসহায় মনে হয়।
চোখ নিয়ে সেরা রোমান্টিক উক্তি
আপনি যদি চোখ নিয়ে সেরা রোমান্টিক উক্তি আপনার প্রিয় জনের সাথে শেয়ার করতে চান তবে আপনি ঠিক জায়গাতেই
আসছেন। এখানে অনেক আনকমন কিছু নতুন চোখ নিয়ে সেরা রোমান্টিক উক্তি দেয়া আছে যা আগে কেউ কখনো
দেখিনি। এগুলো একদম নতুন সংগ্রহ করা। অন্য কোনা সাইটের সাথে মিল নাই । তাই আপনি শেয়ার করতে পারেন
বন্ধুদের সাথে নিশ্চিন্তে।
যদি সুখে থাকতে চাও
করিও না প্রেম ফেলো চখের জল।
তাহলে জীবনে পাবে অনেক কষ্ট
তোমার জীব হয়ে যাবে নষ্ট।
তোমার চোখের মায়ায় পড়ে
কত জন খায় ক্রাস।
তোমার রুপে পাগল হয়ে
ছেড়েছে অনেকেই দেশ।
রুপবতী কন্যা তুমি আমায় ভালোবাস
তোমায় আমি ভালবাসবো আমার কাছে আস।
বউ সাজিয়ে নিব বাড়ী করে আমার গাড়ী।
তুমার পরনে থাকবে ওরে বেনারসি শাড়ি।
নতুন সাথীর চোখের ইশারায়
হলাম আমি যে পাগল পনা।
সবাই এখন পাগল বলে আমায়
আমি নাকি অবুঝ মনা।
কত কথা কও তুমি যে
তুমার দুটো চোখের ইশারায়
তোমার ভালবাসা পেলেই যেন
আমার সকল দিক যে হারায়।
সুন্দর চোখ নিয়ে রোমান্টিক কিছু ভালবাসার কথা
যাদের চোখ দেখতে সুন্দর তাদের দেখতেও অনেক সুন্দর লাগে। আর তাই তাদের মন জয় করার জন্য আমরা অনেক ভাবে
চেষ্টা করে থাকি। আর যদি আপনি তাদের মন খুব সহজেই জয় করতে চান তবে ব্যবহার করত পারেন আমাদের দেয়া
নিচের সুন্দর চোখ নিয়ে রোমান্টিক কিছু ভালবাসার কথা। যা আপনার প্রিয়জনের ভালবাসা পেতে সহজ করবে।
- তোমার সুন্দর চোখের দিকে তাকিয়ে খেয়েছি আমি ক্রাস। এখন থেকে তাইতো আমি হয়ে গেছি শেষ।
- তোমার সুন্দর চোখ দিয়ে আমি দেখবো আমাদের আগামীর জীবন। নতুন করে গড়বো মোরা আমাদের প্রেমের ভূবন।
- আমার কাছে যদি প্রশ্ন করতে তোমার দেহের সবচেয়ে দামি কি ? তবে তোমাকে আমি কি উত্তর দিতাম তা তুমি জানো? আমার কাছে তোমার সবচেয়ে যে জীনিসটা দামি সেটা হলো তোমার ঐ মায়াবী দুটো চোখ।
- যতবার তোমার উপর প্রতিশোধ নিতে চাই ততবারই শুধু তোমার মায়াবী চোখ দুটো ভেসে উঠে। তাই আর তোমার উপর প্রতিশোধ নেয়া হয় না।
- অপলক দৃষ্টিতে যখন তুমি আমার দিকে তাকিয়ে থাক, তখন আমি নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলি।
- তোমার চোখের মায়াজালে আমাকে করেছো তুমি আজ বন্দি । জানিনা তোমাকে ছাড়া আর বাঁচবো কিনা।
- প্রতিদিনই যে ছবি আঁকি আর তাহলো তোমার মায়াবী দুটো চোখ । কারণ তোমার সুন্দর চোখ দুটো ছাড়া আমার কল্পনায় আর কিছু আসে না।
- করুন দৃষ্টিতে যে দিন প্রথম আমার দিকে তাকিয়ে ছিলে সেদিনই বুঝার বাকি ছিলনা তুমি আমাকে ভালবাস।
- তোমাকে আজ কথা দিলাম তোমার ঐ সুন্দর চোখে, আল্লাহর রহমতে কোন দিনও জল আসতে দিব না।
- তোমার ফেলা চোখেল জল । আমার জীবনে অনেক দামি। আমি তোমাকে অনেক বেশি কিছু দিব যা তুমি হারিয়েছো তোমার জীবন থেকে।
মেয়েদের চোখ নিয়ে কিছু কথা
মেয়েদের চোখ হয় অনেক শান্ত প্রকৃতির। তাদের চাহনি যেন অপলক দৃষ্টি। তাই তাদের চোখ নিয়ে অনেকেই অনেক কথা
লিখে গেছেন । আর সেই সব লেখা থেকে বাছাই করা কিছু কথা আজ এখানে আমরা তুলে ধরবো যে কথা গুলো আপনার
মনের মত হবে । একই সাথে এই কথা গুলো আপনি শেয়ার করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনার
প্রিয়জনের সাথে।
- মেয়েদের চোখ গুলো হয় নিষ্পাপ , আর না হয় শয়তানের।
- যদি আপনি মেয়েদের চোখের প্রসংসা করেন, তবে দেখবেন সে আপনাকেও পছন্দ করা শুরু করে দিয়েছে।
- যদি আপনি একটি মেয়ের চোখের দিকে তাকিয়ে তাকে ভালোবাসার কথা বলতে পারেন। তবে দেখবেন সে অনেক বেশি আপনার প্রতি দূর্বল হয়ে গেছে।
- সত্যি বলছি তোমার চোখ দুটো অনেক সুন্দর যা তোমার সাথে প্রেম করার জন্য যথেষ্ট।
- প্রতিটা নারীর সৌন্দর্যের জন্য তার সুন্দর চোখ দুটো অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
- শুধু মেয়েদের চোখ দেখেই প্রেম করা যাবে না, তার সাথে তার মনটাকেও দেখতে হবে।
- চোখ দিয়ে ইশারা করা মেয়েদের অদিকালের স্বভাব। এটা তারা সুযোগ পেলেই করতে থাকবে।
- চোখ হচ্ছে মেয়েদের বড় অস্ত্র। কারণ এই চোখ দিয়ে যে কোন সময় একটি পুরুষকে গায়েল করতে পারে।
- মেয়েদের একটি অনুরোধ করছি তোমরা চোখ দিয়ে বাজে ইশারা করে একটি ছেলের জীবন নষ্ট করো না। কারণ তুমি যাকে দুষ্টমি ভাবছো আরেক জন সেটাকে সিরিয়াস নিতে পারে।
- প্রতিটা মেয়ের চোখেই একটি সুন্দর স্বপ্ন থাকে আর তা হলো সুন্দর একটি জীবন পাবে।
চোখের ভাষা নিয়ে কিছু কথা
চোখের ভাষা নিয়ে আছে অনেক ধরনের কথা। আর তাই যুগে যুগে চোখ নিয়ে প্রচলিত আছে নানান কথা। অনেক কবি
থেকে শুরু করে অনেক লেখক গীতিকার লিখে গেছে চোখ নিয়ে নানান ধরনের লেখা। এখানেও আমরা আজ চোখের ভাষা
নিয়ে কিছু কথা লিখবো যে গুলো বাছা্ই করা। আর এই কথা গুলো একদম নতুন। আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার
করতে পারবেন।
- চোখের ভাষা বুঝা অনেক কষ্টের । কারণ তা মহুর্তের মধ্যে পাল্টে যেতে পারে।
- সময় এবং পরিস্থিতি বলে দেয় চোখের ভাষা কেমন হবে?
- যদি কারো মনের কথা বুঝতে চাও তবে তার চোখের ভাষা আগে বুঝতে হবে।
- কারো মনে যদি খারাপ উদ্দেশ্য থাকে। তবে খুব ভালো করে তার চোখের দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে। কারণ মন মিধ্যা কথা বল্লেও চোখ মিথ্যা কথা বলে না।
- আমাদের চোখ অনেক কথাই বলে দেয় যা আমরা মাঝে মাঝে বুঝি আবার অনেক সময় বুঝি না।
- আমরা যদিও কখনও মনের কষ্ট কে প্রকাশ করতে চাই না কিন্তু চোখ সেই মনের সকল কথা বলে দেয় । যা আমরা ইচ্ছে করলেও লুকিয়ে রাখতে পারি না।
- মুখে যতই হাসি দাও বুঝতে পারছি তোমার চোখ দেখে তোমার মনে অনেক কষ্ট আছে।
- মানুষ চেনা নিয়ে সময় না কটিয়ে মানুষের চোখ চিনতে চেষ্টা করুন, দেখবেন তাতে সহজেই মানুষ চিনতে পারছেন।
- এই চোখের ভাষা দিয়ে মানুষকে যত সহজেই বুঝানো যায় মুখের কথা দিয়ে অত সহজেই বুঝানো যায় না।
- এমন ভাবে মানুষের দিকে তাকাও সেখানে যেন কোন প্রকারের লোভ না থাকে।
যদি সুন্দর এই লেখাটি পড়তে চান তবে এখানে ক্লিক করুন আর পড়তে থাকুন: –স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল রাখার উপায়।
চোখের জল নিয়ে কিছু কথা
গানে আছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা ………………..। তাই অনেকেই চোখের জল নিয়ে কথা খোঁজ করে
থাকে শেয়ার করার জন্য। আর আপনি যদি এই ধরনের কথা খোঁজ করে থাকেন । তবে বলবো আমি আপনি সঠিক
জায়গাতেই এসেছেন। তাই এই চোখের জল নিয়ে কিছু কথা লেখা থেকে আপনার পছন্দের লেখাটি শেয়ার করতে পারেন
সবার সাথে। যাতে তারাও আপনার সাথে আনন্দ উপভোগ করতে পারে।
- অনুতপ্ত হৃদয়ের চোখের জলের ফোটা মহান আল্লাহতালার কাছে অনে পছন্দের।
- চোখের জল ফেলে দোয়া করলে আল্লাহতালা তার সকল দোয়া কবুল করে নেয়।
- চোখে জল দেখলেই ভাবতে নাই এটা দুঃখের কখনও কখনও সুখেও চোখে জল আসে।
- যদি জীবনে প্রতিশোধ নিতে চাও তবে চোখের জল দিয়ে নয়। আঘাতের বদলা আঘাত দিয়ে প্রতিশোধ নিতে হয়।
- জীবনে যদি কারো জন্য চোখের জল ফেলে থাক তবে ভুল করেছো কারণ আমরা সবাই স্বার্থ পর এখানে কারো জন্য চোখের জল ফেলে লাভ নেই।
- কেউ কেউ চোখের জলের দাম দিতে পারে না ।কারণ সে বুঝতেই পারে না কোনটা আসল প্রেম আর কোনটা সাজানো অভিনয়।
- যতই তুমি চোখের জল ফেল লাভ নেই কারণ যাদের হৃদয় পাষানণ তাদের কাছে প্রেম ভিক্ষা চেয়ে লাভ নেই।
- সবার জীবনেই কিছু স্মৃতি থাকে যা হলো কারো জন্য নিরবে চোখের জল ফেলা।
- প্রতিটা প্রেমের শুরু হয় মুখের হাসি দিয়ে আর তা শেষ হয় চোখের জল দিয়ে।
- একজন মায়ের কান্না দেখে আমরা মনে করি কেন কান্না করে সেই জানে সন্তানের জন্য কত যে মায়।
চোখ নিয়ে উক্তি ভালোবাসার সুন্দর কিছু কথা এর শেষ পর্ব
আমার বিশ্বাস আপনি যদি প্রথম থেকে শেষপর্যন্ত চোখ নিয়ে উক্তি ভালোবাসার কিছু কথা এই লেখাটি পড়ে থাকেন
তবে আপনার কাছে লেখাটি অনেক ভাল লেগেছে। এই লেখার প্রতিটি বিষয় বাছাই করা এবং নতুন সংগ্রহ করা। অন্য
কোন লেখার সাথে এই লেখার মিল পাওয়া যাবে না। আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু উপহার দিতে। তাই এই লেখার
মত আরো অনেক লেখা আমাদের সাইটে আছে যে গুলো আপনাদের অনেক ভাল লাগবে। তাই ইচ্ছে হলে সেগুলো পড়ে
আসতে পারেন। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।
আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :
১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি
One comment
Pingback: চোখ নিয়ে কবিতা স্ট্যাটাস ক্যাপশন ও ছন্দ