চোখ নিয়ে কবিতা : গানের ভাষায় বলতে গেলে চোখ যে মনের কথা বলে। অর্থাৎ চোখের দিকে তাকালেই মনের ভাষা
বোঝা যায়। কারণ চোখ মানুষের মনের আয়না। চোখের দিকে তাকিয়েই অনেক কিছুই অনুমান করা যায়। যেমন তার মন
কেমন আছে? আর তাই অনেক সময় আমরা চোখ দেখেই মানুষ চিনতে পারি। আর এই চোখে নিয়ে কবিগন থেকে শুরু
করে বিভিন্ন লেখক লিখে গেছেন অনেক কবিতা,স্ট্যাটাস,ক্যাপশন ও ছন্দ।আজকে আমরা এখানে কিছু নতুন আনকমন
সুন্দর কিছু কবিতা, স্ট্যাটাস,ক্যাপশন ও ছন্দ তুলে ধরবো যা আপনার অনেক ভালো লাগবে। একই সাথে এই বিষয় গুলো
আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তাই আর দেরি না করে নিচে দেয়া হলো আপনার
কাঙ্খিত সেই বিষয় গুলো।
নারীর মায়াবী চোখ নিয়ে কবিতা
যেই নারী অনেক মায়াবী হয় তার চোখের চাহনি থেকে শুরু করে তার চোখের ভাষা হয় অনেক সুন্দর। আমরা মূলত এখানে
চোখের ভাষা ব্যবহার করেছি কারণ চোখেরও একটি ভাষা আছে। তাই যাদের মায়াবী চোখ তাদের নিয়ে কবিগন
লিখেগেছেন অনেক সুন্দর সুন্দর কবিতা সেখান থেকে বাছাই করে সব থেকে সুন্দর কবিতাটি আপনার সামনে উপস্থাপন
করা হলো । যা পড়ে আপনার খুবই ভালো লাগবে।
মায়াবী চোখ
তোর মায়াবী চোখে শুধু
চেয়ে যেন আমি থাকবো।
তোকে নিয়ে মনে আমি,
প্রেমের স্বপ্ন আঁকবো।
যদি প্রেম না দাও মোরে
দুঃখ কবু দিও না।
আমায় ভালোবেসে প্রিয়া
ভুলে কবু যেও না।
তোর মায়াবী চোখটা দেখে
ভুলে যাই সকল ব্যাধা
তোর চোখেতে পড়লে চোখ
হয়ে যায় সব মনের কথা।
এমন করেই বেসো ভাল
দুঃখ কবুও দিওনা।
আমার ভালোবাসা ছাড়া
অন্য কারো ভালবাসা নিও না।
পুরুষের চোখ নিয়ে কবিতা
মেয়েদের চোখের ভাষা যেমন এক রকম তেমনি পুরুষের চোখের ভাষাও হয় ভিন্ন । বিভিন্ন কারণ ভেদে চোখের ভাষা ভিন্ন
হয়ে থাকে। এখানে পুরুষের চোখ নিয়ে সুন্দর একটি কবিতা উপস্থাপন করা হলো। এই কবিতাটি পড়লে আপনাদের অনেক
ভাল লাগবে। আর এই কবিতাটি ইচ্ছে করলে শেয়ার করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
পুরুষের চোখ
পুরুষের চোখ কবু হয় লালসার,
তাদের চোখে কবু হয় করুনার।
একটু খানি রাগ উঠলে চক্ষু হয় লাল
এটাই হতে পারে কখনো
ডেকে আনতে পারে সর্বনাশের মহাকাল।
পুরুষের রক্ত চক্ষু যোগায় সাহস,
চোখ লাল করে গর্জে উঠে
হয়ে বাঘের মতন।
সব সময় রাগ না করে
ভালবাসাকেউ করিও যতন।
ভেজা চোখ নিয়ে কবিতা
নানান কারনে ভিজতে পারে আমাদের চক্ষু যুগল। কখনো ভেজা চোখ হতে পারে সুখের আবার কখনো ভেজা চোখ হতে
পারে করুন দুঃখের । তাই আজ এখানে বাছাই করা একটি দুঃখের ভেজা চোখ নিয়ে একটি কবিতা উপস্থাপন করবো ।
যে কবিতাটি আপনাদের কাছে খুবই আনকমন এবং নতুন মনে হবে। যদি কবিতাটি ভাল লাগে তবে শেয়ার করার অনুরোধ
রইল। যাতে করে সবাই কবিতাটি পড়তে পারে।
ভেজা চোখ
অশ্রু ভেজা চোখে তোমার বেদনার হাসি
পরের ঘরে থাকবে তুমি মনে নিয়ে খুসি।
অশ্রু ভেজা চোখে তুমি নিলে যে বিদায়
আজও তোমার সাথে কথা বলতে মনে আমার চায়,
সুখে থাক ভাল থাক এটাই চাই আমি
তুমি ছিলে আমার কাছে হীরার চেয়ে দামি।
ভাল থাকিস বন্ধুরে তুই।
অশ্রু ভেজা শিক্ত চোখে তোকেই যেন ছুই
ভালবেসে যাব আমি সারাজীবন ভর।
স্বপ্নে তোকে পাই যে রোজ করেনা কেউ পর
অশ্রু ভেজা চোখে তুমি বেদনার ছবি
তোমায় ভালবেসে আজ হয়ে গেলাম কবি।
চোখ বন্ধ নিয়ে কবিতা
মানুষ যখন তার দু-চোখ বন্ধ করে ফেলে তখন তার আর এই দুনিয়ার কিছুই আপন থাকে না। জীবন যে দিন শেষ হয়ে যায়
দুই চোখ সেদিন বন্ধ হয়ে যায়। একটু চিন্তা করলেই বুঝা যায় মায়াবি দুনিয়াতে আসলে কোন কিছুরই দাম নাই।
দু-চোখ বন্ধ করলেই আমাদের রেখে আসবে কবরের অন্ধ ঘরে। তাই সেই চোখ বন্ধ নিয়ে কবিতা এখানে দেয়ওয়া হলো যা
আপনাদের ভাল মানুষ হতে সাহায্য করবে।
চোখ বন্ধ
নিভে যাবে যখন জীবন প্রদীপ
থাকবে না চোখে আর আলো।
তোমার সবই স্মৃতি হবে,
জীবন প্রদীপ হবে অন্ধকার কালো।
সবাই তুমায় দিবে চির বিদায়
করে সাবাই অনেক কান্না
এই ধরণীতে রবেনা তুমি
তোমার জন্য হবে না আর রান্না।
দুদিন পরেই ভুলে যাবে
তোমার কথা সবাই ওরে।
তুমি না থাকলেও তবু
তোমার স্মৃতি রবে পড়ে।
এমন করেই বন্ধ চোখে
নিভে যাবে আলো
সবার জন্যই দোয়া করি
থাকে যেন সবাই ভাল।
চোখ নিয়ে কবিতা এর লাল চোখ নিয়ে স্ট্যাটাস
স্ট্যাটাস দিয়ে চোখের ভাষা প্রকাশ করতে চাইলে এবং সেই স্ট্যাটাস গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে
চাইলে এখানে পাবেন সেরা সব চোখ নিয়ে স্ট্যাটাস। এই স্ট্যাটাস গুলো আনকমন এবং একদম নতুন।
যদি আপনি কাউকে শেয়ার করেন তবে কেউ বুঝতেই পারবেনা যে এগুলো আপনার লেখা নয়। তাই শুধু এখান থেকে কপি করুন আর বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন।
- প্রথম যেদিন দেখে ছিলাম তোর মায়াবি চোখ, সেদিন হতে তোমায় আমি ভালবাসি, আমার যতই ক্ষতি হোক।
- দেখে ঐ মায়াবি চোখের হাসি। পড়ে গেল আমার গলায় ফাঁসি।
- কাজল কালো চোখ যে তোর দেখতে লাগে ভাল । তুমি না থাকলে অন্ধকার দেখি । তুমি থাকলে হয় আলো।
- আমার চোখে দেখা প্রথম তোমার লাল চোখটি আজও আামর ভয়ের কারণ।
- যদি উঠে তোমার রাগ করো কেন চক্ষু যুগল লাল। এভাবেই কি তোমার জীবন কাটবে চিরকাল।
তাকানো নিয়ে ক্যাপশন
তাকিয়ে থেকে যে কত মানুষের প্রেম নিরবে হয়েছে তা বলে শেষ করা যাবেনা। আর এই তাকানোর মধ্যেই থাকে মনের ভাষা
বুঝানোর কৌশল । যদি আপনার তাকানো সুন্দর না হয় তাহলে আমাদের এই ক্যাপশন গুলো পড়লে বুঝতে পারবেন
কিভাবে আপনার মনের মানুষের দিকে তাকাতে হবে।
আর কি ভাবে তাকাবেন। এই ক্যাপশন গুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষটির সাথে।
১. শুধু তোর দিকে তাকিয়ে থাকবো আর অপলক চোখে তোকে দেখবো।
২. তোর আমার দিকে তাকানো, আমি সবথেকে বেশি ভালবসি।
৩. যদি পারতাম তবে আজীবন তোর দিকেই তাকিয়ে থাকতাম।
৪. স্কুলে পড়ার ফাঁকে শুধু তোর দিকেই তাকিয়ে থাকতাম।
৫. তোর দিকে তাকাতাম দেখে তুই খুব বিরক্ত মনে করতি। কিন্তু নিয়তির কি পরিহাস আজ আর তোর দিকে তাকাতে ইচ্ছে করে না।
৬. সেন্ট জেরোম কোটেস তার লেখায় বলেন “ সবার মুখ হলো যার যার কাছে মনের একটি আয়না এবং চোখ সবার মনের গোপন কথা স্বীকার করে।
৭. তোমার চোখের মাঝে দেখা স্বপ্ন গুলোর দায়িত্ব আমি নিতে চাই। আর সারাজীবন সেই দায়িত্বের ভার বহন করতে চাই।
৮ . তোমার চোখের পৃথিবীটাকে আমার জন্য আলাদা করে রেখো তা না হলে অনেকেই এখানে বসবাস করতে চাইবে।
৯. তোমাকে অনেক কথা বলবো বলে তুমার কাছে আসি। কিন্তু যখন তোমার চোখের দিকে তাকাই তখন সব ভুলে যাই।
১০. তোমার মায়াবী ওই চোখ দেখলে পড়েনা চোখের পলক এতে ঘুম নষ্ট হলেও হোক।
মায়াবী চোখ নিয়ে রোমান্টিক ক্যাপশন
যদি কোন কারণে কারো প্রেমিক বা প্রেমিকার চোখ সুন্দর হয় তবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য খোঁজ
করে থাকে চোখ নিয়ে রোমান্টিক ক্যাপশন। আর তাদের কথা মাথায় নিয়ে এখানে সাজিয়েছি বেশ কিছু মজার মায়াবী চোখ
নিয়ে রোমান্টিক ক্যাপশন যা খুবই নতুন এবং আনকমন। আপনি এখনই পড়ে দেখতে পারেন।
- চোখের ভাষা চোখ দিয়ে বুঝা যায়।
- আমাদের সবারই দুটো করে চোখ থাকে, কেউ সেই চোখকে ভাল কাজে ব্যবহার করে । আবার কেউ সেই চোখকে মন্দ কাজে ব্যবহার করে থাকে।
- চোখ হচ্ছে মনের প্রতিছবি যা আপন চরিত্রকে প্রকাশ করে।
- উজ্জল মায়াবি চোখ মানুষকে আকর্ষণ করে কিন্তু মন শুধু ভাল একটা মন খুঁজে।
- যদি মানুষের খারাপ গুন গুলো চোখে দেখা যেত, তাহলে তা দেখে সে নিজেই লজ্জা পেত।
- তোমার চোখ দুটো যেন পদ্ম ফুল। তোমাকে চিনতে আমি করিনিকো ভুল।
- তোমার হাসি আর তোমার চোখের চাহনি আমার কাছে সবচেয়ে প্রিয় বিষয়।
- তোর চোখ দুটো যদি কাচেঁর বোতলে করে সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারতাম। আর মাঝে মাঝে বের করে দেখতাম। তাহলে অনেক ভাল লাগতো।
- বিখ্যাত মার্ক টোয়েন তার ক্যাপশনে বলেন ”যদি আপনার কল্পনা গুলো ফোকাসের বাইরে থাকে তবে আপনি চোখের উপর নির্ভর করতে পারবেন না।
- বিখ্যাত লেখক নিকোস কাজান্টাজাকি কোটস বলেন “ আমরা যেহেতু বাস্তবতা কে কোন ভাবেই পরিবর্তন করতে পারি না তাই আমার সেই চোখ যুগল পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়।
এই লেখাটি অনেক সুন্দর পড়তে চাইলে: সেরা বাছাই করা চোখ নিয়েে রোমান্টিক উক্তি ও ভালোবাসার কিছু কথা
চোখ নিয়ে কিছু ছন্দ
চোখের ভাষা যে কত মধূর তা কেবল প্রেমিক প্রেমিকারাই জানে। কারণ কারো চোখে চোখ পড়লে তখন সে মনের ভাষা
বুঝতে পারে। আর তাই আপনি যদি চোখ নিয়ে মজার সব ছন্দ খোঁজ করে থাকেন তবে এই লেখাটি হতে পারে আপনার
জন্য। কারণ এখানে আমরা দিয়েছি বেশ কিছু মজার চোখ নিয়ে কিছু ছন্দ যা আপনার অনেক বেশি ভাল লাগবে। আর এই
ছন্দ গুলো শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।
চোখ যে মনের কথা বলে
তোমার চোখে চেয়ে থেকে
নিলাম তোমার ভালোবাসা
আজ আমার ঘরে তুলে।
সুন্দর চেহেরা মায়াবী চোখ
দেখলেই এসে যায় আমার
মনের ভিতর প্রেমের অথৈই
সাগরের মত আমার মনে সুখ।
হরিণ কালো চোখ যে তোমার
রুপের নাইকো শেষ ।
তোমার জন্য পাগল আমি
পাগল হলো বাংলাদেশ।
পটল ছেরা চোখ যে তোমার
ডাগর ডাগর নয়ন তোমার
কাজল কালো আঁখি তাইতো
আমি তোমায় বন্ধু নয়ন ভরে দেখি।
লম্বা তোমার কেশের বাহার
হরিণ কালো চোখ।
তোমায় সবাই ভালোবাসে।
আমি পাই যেন অনেক শোক।
তোমার চোখের তাকানো
মনে আমার লাগে ভালো
তোমার চোখেই দেখতে চাই
সারজীবন এই পৃথিবীর আলো।
তুমি যদিও মিধ্যা বল
চোখ তোমার বলে সত্যি
তুমি আমায় ভালোবাস
মিথ্যা নয় এক রত্বি।
যদি আপনি অনেক মজার বিষয় পড়তে চান তাহলে পড়তে পারেন আমাদের এই লেখাটিঃ-মজার ইমোশনাল বেস্ট শর্ট ভালোবাসার বাংলা রোমান্টিক ক্যাপশন।
মেয়েদের চোখ নিয়ে কমেন্ট ও প্রসংসা
যে সকল মেয়েদের চোখ সুন্দর থাকে তাদের নিয়ে প্রসংসা বা কমেন্ট করতে আমারা অনেক সময় ব্যাস্ত হয়ে পরি। বিশেষ
করে স্কুল বা কলেজে পড়ার সময় এই কাজটি বেশি করে করা হয়। যদি আপনি একটি মেয়ের প্রসংসা করতে পারেন তবে
দেখবেন খুব সহজেই আপনি তার মন জয় করতে পেরেছেন। তাই আজ আমি এখানে এমন কিছু মেয়েদের চোখ নিয়ে
কমেন্ট ও প্রসংসা দিব যা আপনার খুবই ভাল লাগবে। একই সাথে আপনি এই কমেন্ট এবং প্রসংসা গুলো শেয়ার করতে
পারবেন আপনার প্রিয়জনের সাথে এতে করে তার ভালোবাাসা আপনি খুব সহজেই পেয়ে যাবেন।
- তোমার চোখ দুটো দেখতে অনেক সুন্দর।
- দুষ্ট মেয়েদের চোখের তীর শয়তানকেও হার মানায়।
- আপনি কখনই চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারবে না। যদি আপনি মিথ্যা বলতে চান তবে আপনাকে অন্যদিকে তাকাতে হবে- নট্যকার হুমায়ূন আহমেদ
- আমাদের সকলেরই দুটো চোখ রয়েছে তবে সবারই দৃষ্টিভঙ্গি একরকম নয়- বিখ্যাত লেখক উইলিয়াম সেকসপিয়ার।
- যদি আপনার কল্পনা শক্তি কেন্দ্র বিন্দুর বাইরে থাকে তবে আপনি চোখের উপর নির্ভর করতে পারে না- বিখ্যাত মার্ক টোয়েন।
- অনেক সময় চোখ মুখে বলা থেকেও অনেক বেশি কিছু বলে ফেলে- মাইকেল ব্লিস।
- একবার ভেবে দেখেছেন কি? চোখ আমাদের দেখাতে সাহায্য করে কিন্তু সে নিজেকে দেখতে পায় না- বিখ্যাত লেখক স্পেনাসার।
- অনেক সময় আমাদের মুখের ভাষা পরিবর্তন হলেও চোখের ভাষা পরিবর্তন হয়না , কারণ এটা সবসময় একই- জর্জ হার্বাট।
- অনেক সময় আমাদের চোখ সেটাই বলে যেটা ঠোট বলতে ভয় পায়- উইলিয়াম হেনরি।
- ভালো ও মন্দ যে চোখ দুটো সমান ভাবে দেখতে পায় সেটাই যথার্থ চোখ- লেখক কুপার।
- তোমার সব কিছুই হবে স্বর্গীয় যদি তুমি তোমার চোখ দিয়ে নিষ্পাপ দৃষ্টি দাও- ফেডেরিকু ফেলিনি।
- আমাদের সমাজে খুব কম মানুষই আছে যারা চোখ দিয়ে দেখে আর মন দিয়ে সেই বিষয় সম্পর্ককে চিন্তা করে- বিখ্যাত আলবার্ট আইনস্টাইন।
- প্রত্যেকের জীবন তার চোখের চেয়েও দ্রুতগামী তাই সময় থাকতেই সবকিছু ঠিক করতে হবে- জিমি হেন্ড্রিক্স।
- যদি তোমার চক্ষু না দেখতো তবে হৃদয় তোমার বেদনায় ক্ষত বিক্ষত হত না- লেখক কার্ভেন্টিস।
চোখ নিয়ে গান
যখন মানুষ প্রেমে পড়ে তখন নানান রকমের গান শুনতে ভাল লাগে। আর প্রিয়জনটির চোখ যদি দেখতে অনেক সুন্দর হয়
তাহলেতো কোন কথাই নাই ।তখন সে চোখ নিয়ে যত গান আছে তা খোঁজ করতে থাকে ।
আর আপনাদের কথা চিন্তা করেই এখানে নিচে দেয়া হলো কয়েকটি গানের লিংক। যে গান গুলো শুনলে আপনার অনেক
ভাল লাগবে এবং এই গানের লিংক শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষটির সাথে । এতে করে সেও এই গান গুলো
শুনতে পাবে।
আমি তোর চোখের দিকে তাকিয়ে বলতে চাই কিছু তোকে…………………. গানটি অনেক সুন্দর একটি গান এখানে ভিডিও সহ লিংক দেওয়া হলো দেখতে পারেন এই গানটি আশা করি আপনাদের খুবই ভাল লাগবে। ( ভিডিও চালু করুন)
চোখের আলোয় দেখেছি চোখের বাহিরে মন ভরে আজ দেখবো …………………. এই গানটিও অনেক সুন্দর। যারা একটু পুরনো দিনের গান শুনতে পছন্দ করেন । তারা শুনতে পারেন এই গানটি। ইন্দ্রানী সেনের চোখ নিয়ে গাওয়া এই গান।( ক্লিক করুন এখানে)
অপূর্ব মেহজাবিন অভিনিত চোখ নিয়ে এই গানটি যুব সমাজের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে । আর তাই আপনিও দেখতে পারেন সুন্দরে এই গানটি। যদি এই গানটি দেখতে চান তাহলে (এখানে দেখুন)
চোখ নিয়ে কবিতা এর শেষ নিবেদন
চোখের দিকে তাকিয়েই যেহেতু আমরা মনের ভাষা বুঝতে পারি । তাই আমাদের চোখের ভাষা বুঝতে আরো দক্ষ হতে হবে।
আশাকরি আমাদের চোখ নিয়ে কবিতা লেখাটি আপনার অনেক ভাল লেগেছে। নিচে কমেন্স করে আমাদের জানাবেন
কোন বিষয়টি আপনার ভাল লেগেছে । আর যদি কোন বিষয় আপনার খারাপ লেগে থাকে তবুও আমাকে জানাবেন। আমি
চেষ্টা করবো পরবর্তীতে আরো ভাল লেখার। এছাড়াও আমাদের সাইটটিতে আরো অনেক বিষয়ে লেখা আছে যা আপনি
পড়তে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটি পড়ার জন্য।
আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :
১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি
সত্যি ভাইয়া অসাধারন । এই খান থেকে আপনার লেখা সুন্দর সুন্দর ছন্দ গুলো আমার জি এফ কে শোনাই । ও আমার ওপর খুব খুসি হয় ! অসাধারন আপনার ছন্দ । এই রকম আরও ছন্দ চাই প্লিজ । Ajker Bangla Newspaper
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাইয়া চোখ নিয়ে অনেক সুন্দর সুন্দর ছন্দ বানাইছেন । ভালো লাগছে কিন্তু কিছুদিন হলো আমার চোখ উঠছে খুব কষ্ট লাগে , আমার জন্য দোয়া করবেন ,
Ajker Bangla Newspaper
আপনাকে অনেক ধন্যবাদ। দুয়াকরি ভাল হয়ে যাবেন আল্লাহর রহমতে