ইউটিউব চ্যানেল খোলার নিয়ম : আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে বাংলায়
আলোচনা আছে বলে জানিনা । তো সবার জানার জন্য আজকে আমি ইউটিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব । যারা
ইন্টারনেটের মাধ্যমে ভিডিও গান বা ফানি ভিডিও যাই হোক নাকেন যে কোনো ধরনের ভিডিও দেখে থাকেন ইউটিউব
(YouTube details) চেনেনা এমন লোক পাওয়া দুষ্কর। তাই আসুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম নিয়ে বিস্তারিত
আলোচনা করি যাতে করে আপনি ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
ইউটিউব চ্যানেল নাম
আমরা অনেকে প্রশ্ন করি ইউটিউব কি? আসলেই ইউটিউবে একটি ভিডিও দেখার এবং শেয়ার মাধ্যম। যেখানে আমরা
যেকোনো ছবি,গান,ফানি ভিডিও, মুভি সহ যেকোন প্রকারের ভিডিও আপলোড দিতে পারি এবং একে অপরের মাঝে শেয়ার
করতে পারি। শেয়ার করার মাধ্যমে আমরা আয় রোজগারও করতে পারি।
ইউটিউব চ্যানেল সম্পর্কে
ইউটিউব প্রথম প্রতিষ্ঠা করেছিলেন তিন ভদ্রলোক । পরবর্তীতে তারা আর নিজেরা ইউটিউ পরিচালনা না করে টাকার
বিনিময়ে মালিকানা বিক্রি করে দেন। আর যার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে এক জন বাংলাদেশীও ছিল
। আর সেই তিন বদ্রলোক মহোদয় হলেন।
১.স্টিভচেন.
২.চ্যাড হার্লি ।
৩. জাভেদ করিম।
পরবর্তীতে ২০০৬ সালের অক্টোবর মাসে ইউটিউব মালিকানা গুগোলের কাছে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিক্রি করে
দেন। তার পর হতে অদ্যবদী বহুজাতীক কম্পানি গুগলই ইউটিউবের মালিক।
বাংলা ইউটিউব চ্যানেল
চ্যানেল খোলার সময় আপনাদের মাত্র কয়েকটা জিনিস। আর তাহলো ইন্টারনেট কানেকসন একটি মোবাইল বা
কম্পিউটার আর একটি জিমেইল অ্যাকাউন্ট। আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল চালাতে চান তাহলে আপনার
প্রথমে মোবাইলে গুগল প্লেষ্টোর থেকে ইউটিউব অ্যাপ ডাউনলোড করা থাকলে তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলতে
পারবেন এবং আপনাদের কিভাবে চ্যানেল খুলে প্রক্রিয়াটি ছবির মাধ্যমে উপস্থাপন করা হলো।
নতুন বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
যে কেউ যার এন্ড্রয়েড মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার আছে এবং মোবাইলে ইউটিউব অ্যাপ আছে সে
মোবাইলে বা কম্পিউটারে ইউটিউব চ্যানেল খুলতে পারবে
কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো
মোবাইলের মাধ্যমে ইউটিউব খোলা খুবই সহজ । আপনার মোবাইলে প্রথমে নিতে হবে ইন্টারনেট কানেকশন। তার পর
প্লে স্টোর থেকে ইউটিউব অ্যাপস টা নামিয়ে নিতে হবে। এবার আপনি ক্রিয়েট একাউন্ট গিয়ে ইউটিউবের চাহিদা মত তথ্য
দিয়ে চ্যানেল খুলবেন। এবার তথ্য দেয়ার পর আপনার মোবেইলে মেসেজ আসবে সেই মোবাইল দিয়ে আপনি ইউটিউব
চ্যানেল চালাতে পারবেন। আসুন বিষয়টি আরো সহজ করে বুঝার জন্য নিচে ছবি প্রদান করা হলো।
আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন সেখান থেকে ইউটিউব অ্যাপটি নামিয়ে নিবেনg নামানোর পর আপনার পরবর্তীতে
স্ক্রিনে আছে সেখানে ক্রিয়েট একাউন্ট থাকবে। যেহেতু আমি আগেই একাউন্ট খুলে রেখেছি সেখানে আমার এখানে
আপডেট আসছে। আপনাদের ওইখানে গিয়ে দেখবেন ক্রিয়েট একাউন্ট লেখা থাকবে এখানে ক্লিক করে আপনার
প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি মোবাইলে চ্যানেল খুলতে পারবেন।
কম্পিউটারের ইউটিউব খোলার নিয়ম
আপনার যদি ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার থাকে তাহলে আপনি অতি সহজেই ল্যাপটপ অথবা ডেস্কটপ
কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন । আসুন আমরা ছবির মধ্যমে দেখি কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে
হয়। আপনাদের বোঝার সুবিধার জন্য আইকনটি গোল দাগ দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে প্রথমে আপনারা ইউটিউব আইকন এ
গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের পরবর্তী উইন্ডোজ দেখানো হবে। আইকন এ ক্লিক করার পর এবার
আপনাদের সামনে এরকম একটি আইকন এইরকম এক্ত পেজ খোলা হবে এবং এই পেজে গিয়ে দেখেন আপনাদের
এখানে ম্যানেজ একাউন্ট যাবেন সেখানে গিয়ে আপনার চ্যানেলের নাম আরশ তথ্য গুলো আছে সেগুলো সঠিকভাবে
দিলেই আপনি আপনার ইউটিউব চ্যানেল চালাইতে পারবেন। এবার আপনি যেকোন ভিডিও ডাউনলোড বা আপলোড
দিয়ে ভিডিও শেয়ার করতে পারবেন।
ইউটিউব থেকে কিভাবে ভিডিও গান ডাউনলোড করব (ইউটিউব চ্যানেল খোলার নিয়ম)
আপনি খুব সহজেই ইউটিউব থেকে গান ডাউনলোড ডাউনলোড করতে পারবেন আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে পছন্দের
গানটি সিলেট করে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করবেন আপনার কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড হতে থাকবে
ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম (ইউটিউব চ্যানেল খোলার নিয়ম)
আমরা আমাদের চ্যানেলের জন্য অনেক সময় ভিডিও আপলোড করে অথবা বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করার জন্য
ভিডিও আপলোড করে থাকে অথবা ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমরা ভিডিও আপলোড দেই ভিডিও আপলোড
দেওয়ার সহজ আপনি আপনার ইউটিউবে আপলোড করবেন তখন আপনি কি ছবি আপলোড হয়ে যাবে
(গুগল সম্পের্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)
ইউটিউব নিজস্ব চ্যানেল ভেরিফাই করার নিয়ম
আপনি যদি পাঁচ মিনিটের অধিক ভিডিও ইউটিউবে আপলোড দিতে চান সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি নিজস্ব
মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয় তাহলে আপনি আপনার ভিডিওতে থামনিল লাগানো সহ পাঁচ মিনিটের
ভিডিও আপলোড করতে পারবেন না সেইজন্য আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে ইউটিউব চ্যানেল
ভেরিফাই করে নিন
ইউটিউবে ভিউ সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়
আমরা ইউটিউব চ্যানেল খুলে না কেন তাদের সবার উদ্দেশ্য থাকে ভিউ বাড়ানো ভিউ বাড়ানোর সাথে সাথে সাবস্ক্রাইবার
বাড়ানো আর আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কন্টেনের দিকে রাখতে
হবে আপনার কন্ঠ সুন্দর হওয়ার জন্য উপকারে আসে আপনি মনে রাখবেন আপনার জন্য কেউ দেখবে না তাদের
নিজেদের প্রয়োজনে তারা আপনার ভিডিও দেখবে তাই আপনার ভিডিওর কন্ঠ সুন্দর করার ভিডিও সুন্দর করে বানান
দেখবেন আপনার বিয়ে করা যাবে এবং একইসাথে তার নিজের স্বার্থের কারণে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে
নিয়মিত আপনার ভিডিও দেখতে থাকবে
যে সব দেশে ইউটিউব চ্যানেল সেন্সর বা নিষিদ্ধ রয়েছে
ইউটিউব চ্যানেল দ্বারা কয়েকটি দেশ সেন্সর বা নিষিদ্ধ রয়েছে । আর যে কয়টি দেশ সে তালিকায় তা নিচে তালিকা করে
দেয়া হলো এবং কি কারনে নিষিদ্ধ তাও আলোচনা করা হলো। সেসব দেশের মধ্যে
উত্তর কোরিয়া- কারণ হলো দেশের সরকারের খারাপ সমালোচনা।
পাকিস্তান- এদেশে সেন্সর বা নিষিদ্ধ হবার কারণ হলো ধর্মীয় সমালোচনা।
উত্তর কোরিয়া- ওই দেশের সরকারের সমালোচনা ।
ইউটিউব চ্যানেলের যে সব ফিউচার আছে তা নিম্নে দেয়া হলো
এই চ্যানেলের ভিডিও ডাউনলোড ও আপলোড এবং ভিডিও দেখা ছাড়াও তাদের আরো নিজস্ব কিছু বেশ জনপ্রিয় সার্বিস
রয়েছে যা নিম্নে আপনাদের সামনে উপস্থাপন করা হলো।
- ইউটিউব কমিউনিটি।
- ,, কিডস।
- ,, প্রিমিয়াম।
- ,, কিডস্।
- ,, মুভিজ।
- ,, স্টোরিজ।
শেষ কথা(YouTube details):
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম নিয়ে আলোচনা আপনাদের যদি আরো কোন বিষয়ে জানার ইচ্ছে থাকে বা জানতে
ইচ্ছে করে তাহলে আপনারা আমাদের এই লেখা পড়ে কমেন্ট বক্সে আপনার মতামত পেশ করেন এবং আপনি জানতে
চাওয়ার বিষয়টি উল্লেখ করুন পরবর্তী লেখায় আপনাদের সেই বিষয়টি আমরা দিয়ে দিব । কষ্ট করে ইউটিউব চ্যানেল
খোলার নিয়ম পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
একই জাতীয় লেখা:
I appreciate the effort and time you’ve spent in putting together this information. Thank you for sharing this with us.