চিন্তা আমরা অনেকেই করে থাকি । কিন্তু কিছু চিন্তা আছে যা আমাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আর সে
চিন্তাগুলো হয় পজেটিভ আর না হয় নেগেটিভ। আমরা যদি আমদের নিজেদের চিন্তাগুলোকে নিজেরাই বিচার না করি
তবে সেই চিন্তা গুলো হয় মানুষের ক্ষতির কারণ। আর এ জন্য আজকে আমরা কিছু চিন্তা নিয়ে আলোচনা করব যে
চিন্তাগুলো আমরা নিজেরা করে মানুষের জন্য কিছু ভাল কাজ করতে পারি। আসুন কিভাবে চিন্তাগুলোকে আরো বেশি
আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। একই সাথে চিন্তাগুলোকে নিম্নে তা বিস্তারিত আলোচনা করব। যাতে করে
আপনারা বিষয়টি বুঝতে সহজ হয়। আপনাদের অনুরোধ করছি লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তবে বুঝতে
পারবেন সবিচার চিন্তা কাকে বলে।
সবিচার চিন্তা কাকে বলে
অনেকেই প্রশ্ন করে থাকেন সবিচার চিন্তা কাকে বলে? সবার চিন্তা মূলত কি? তাদের এই প্রশ্নের উত্তরে বলতেছি। সব চিন্তা
হলো এমন একটি চিন্তা যে চিন্তাটি আপনি আপনার নিজের মধ্যে করেন। আর সেই চিন্তাগুলোকে নিজের বিচারে মানদণ্ড
যাচাই করে থাকেন, অর্থাৎ ধরুন একটি কাজ করার পরে সে কাজটি ভালো-মন্দ নিজের বিচার করা। একই সাথে কাজটি
মানুষের জন্য কতটুকু ভালো হতে পারে, এবং মানুষের জন্য কতটুকু ক্ষতি হতে পারে। এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে
বিচার করার নামই হচ্ছে সবিচার চিন্তা। বিষয়টা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝার চেষ্টা করা হয়
তাহলে বিষয়টি পরিস্কার হবে আর তাহলো। ধরুন আপনি কারো পক্ষ নিয়ে একটি কাজ করতেছেন, এখন আপনাকে
ভাবতে হবে সেই লোকটিকে আসলো মানুষের ভালো নাকি তাদের জন্য খারাপ । যখন আপনি কোন কারণের জন্য কারো
পক্ষ নিয়েছেন সেটাকে বৈধ। সেই ব্যক্তিটি যদি কোন অপরাধমূলক কাজ করে থাকে, আর সেই কাজের যদি আপনি
সাপোর্ট নিয়ে চিন্তা করে থাকেন । তবে সেই চিন্তাটা হবে আপনার ভুল। আপনার কারো জন্য চিন্তা হবে সবসময় নিজের
সাথে বিচার-বিশ্লেষণ করে। আর এই ভাবে চলার নামই হচ্ছে সবার চিন্তা। আর এই ভাবে চিন্তা যে যত ভালোভাবে করতে
পারে তার চলার পথ সহজ হয়। সে তত অন্যায় থেকে নিজেকে দূরে থাকতে পারে। সমাজে তার সম্মান তো দিনদিন বৃদ্ধি
পায়। তাই আমরা প্রতিনিয়ত চিন্তা করে চেষ্টা করব সব চিন্তা করে নিজেকে পরিচালনা পরিচালিত করার জন্য। যাতে
আমরা স্মরণীয়-বরণীয় হয়ে থাকতে পারি।
সবিচার চিন্তা কাকে বলে এর শেষ কথা
সবিচার চিন্তা কাকে বলে আশাকরি সবিচার চিন্তা কাকে বলে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। উপরোক্ত লেখাটি
কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী আরো লেখা দেয়ার চেষ্টা
করবো। যদি প্রয়োজন মনে করেন আরো সুন্দর সুন্দর লেখা আমাদের সাইটে আছে যা আপনি ইচ্ছে করলে পড়তে পারেন।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভাল থাকুন সুস্থ্য থাকুন এই প্রত্যাশায় ।
আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :
১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি