সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি জীবনবোধের জীবনমুখী কষ্টের কবিতা লেখায় । আশা করি পূর্বের
মত এই লেখা গুলো আপনাদের অনেক বেশি ভালোলাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কবিতা
গুলো পড়েন তবে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কারণ এই লেখা গুলো আপনারা বিভিন্ন
জায়গায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর
তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনবোধের জীবনমুখী কষ্টের কবিতা লেখাটি পড়তে থাকুন।
মানুষের সেবা
পাহাড় কে আমি বলি
তুমি এত বড় কেন?
পহাড় বলে বড় হয়েছি ভাই
মানুষের সেবা করবো তাই।
নদীকে আমি বলি
তুমি এত বড় কেন?
নদী বলে বড় হয়েছি ভাই
মানুষের সেবা করব তাই।
বিলকে আমি বলি
তুমি এত বড় কেন?
বিল বলে বড় হয়েছি ভাই
মানুষের সেবা করবো তাই।
সাগরকে আমি বলি
তুমি এত বড় কেন?
সাগর বলে বড় হয়েছি ভাই
মানুষের সেবা করব তাই।
আকাশকে আমি বলি
তুমি এত বড় কেন?
আকাশ বলে বড় হয়েছি ভাই
মানুষের সেবা করবো তাই।
জমিকে আমি বলি
তুমি এত বড় কেন?
জমি বলে বড় হয়েছি ভাই
মানুষের সেবা করবো তাই।
এভাবে যত বড় জনকে বলি
সবাই শুধু মানুষের সেবা করবে
এ- কথাটাই শুনি।
জাগো যুবক
ওহে নবীন যুবক
পথের মাঝে বসে রইলে কেন?
হতাশ তুমি কি ?
নাকি তুমি ব্যার্থ?
তুমি কি পথ হারা পথিক?
নাকি তুমি ঘর ছাড়া?
যাই হোক তুমি নবীন যুবক
তোমাকে উঠে দাড়াতে হবে।
তুমি বুড়ো মানুষ হলে চলবেনা।
উঠে দাঁড়াও পথ চল।
তোমার অনেক কাজ
তোমাকে যেতে হবে অনেক দূরে
তোমার দিকে তাকিয়ে আছে সবাই
তুমি জাগাবে নতুন স্বপ্ন
তুমি হবে দেশের রত্ন
তোমরাই পারো দেশ গড়তে
তোমরাই পারো দেশের জন্য গড়তে
১৯৫২ তেই তোমরা ছিলে।
১৯৭১ তোমরা মিলে
দেশ করেছো স্বাধীন
আজ কেন তোমরা
হতাশায় হয়ে আশাহীন।
কাম সাগর
কাম সাগরের মাঝেরে ভাই
কেবা মাঝি যাও।
সাবধানে ভাই চালাও নৌকা
ডুবে নাহি যাও।
দেশে শুনে চালাও নৌকা
তুফান যখন আসে।
তাহলেই তুমি যেতে পারবে
অপার সুখের দেশে।
ঢেউয়ের তালে নৌকা ছাড়
আস্তে চালাউ বৈঠা
মাঝে মাঝে সাবধান থেকো
বিপদ না যায় ঘইটা।
যত আছে দেহ ইন্জিন
দেখো তুমি খোঁজে।
নৌকা যাবে ঝরো গতি
যদি চালাও বুঝে।
কত মাঝি পড়লো মারা
কাম সাগরের মাঝে
অন্ধকারে পড়ে তারা
তীরের আশায় খোঁজে।
পরিশেষে সবাইকে ধ্যন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে চাচ্ছি জীবনবোধের
জীবনমুখী কষ্টের কবিতালেখাটির । যদি এই লেখাটি আপনাদের ভালোলেগে থাকে তবে কমেন্স করে
আমাদের জানাবেন। আর যদি কোন ধরনের নতুন কবিতা প্রয়োজন হয় তবে আমাদের জানাতে পারেন।
আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী কবিতা লেখে আপনাদের উপহার দিব। আপনি যদি আরো সুন্দর
সুন্দর কবিতা পড়তে চান তবে আমাদের সাইটে আরো নতুন নতুন কবিতা আছে । আপনাদের সুবিধার
জন্য নিচে তাদের লিংক শেয়ার করা হলো। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনবোধের জীবনমুখী
কষ্টের কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরো কিছু কবিতাঃ