শিল্পী আসিফ আকবর জন্ম বিরহের নতুন জনপ্রিয় গান

শিল্পী আসিফ আকবর – সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভিন্ন একটি লেখা। আমাদের সবার জনপ্রিয় শিল্পী আসিফ

আকবরের গান শুনেনা এমন লোক পাওয়া অনেক দুষ্কর।  জোয়ান থেকে  ‍বুড়ো সকলের পছন্দ তার গান। বাংলাদেশ তথা

বিশ্বের অনেক মানুষের কাছে তিনি অনেক বেশি জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিত। আর এই শিল্পী সম্পর্কে জানার জন্য

অনেকের মনেই কৌতুহল থাকে। আজকে আমি এই শিল্পি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দেবো। তার পরিবার, জন্ম ও

তার বেড়ে ওঠা সহ তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যাতে করে তার গান গান সম্পর্কেও জানতে পারবেন এখান

থেকে। এই আলোচনায় আরো থাকছে যে সকল জনপ্রিয় গান রয়েছে, এবং তার একক এলবাম সমূহ। তাই তার গান শোনার

জন্য আপনারা অন্য কোন জায়গায় যেতে হবে না। এখান থেকে আপনি পেয়ে যাবেন, আর এর জন্য আপনার প্রয়োজন

ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত শিল্পী আসিফ আকবর  বিষয়টি পড়তে হবে।

শিল্পী আসিফ আকবরের জন্ম

সবার মনেই অনেক সময় প্রশ্ন জাগে আমাদের এই প্রিয় শিল্পির জন্ম তারিখ কবে আর তার পরিচয়ই বা কি। আর তাদের

প্রশ্নের উত্তরে এখানে দেয়া হলো প্রিয় এই শিল্পির জন্ম তারিখ ও সাল।  জনপ্রিয় এই শিল্পি ২৫ মার্চ ১৯৭২ সালে কুমিল্লায়

জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম – মৃতঃ আলী আকবর, তিনি পেশায় একজন উকিল ছিলেন। মায়ের নাম – রোকেয়া

আকবর। তাদের পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি হচ্ছেন ৬ নং।

আসিফের পরিবার

এই গায়কের পরিবারের মধ্যে বাবা- মা দুজনেই মারা গেছেন । যাদের নাম উপরে উল্লেখ করা হয়েছে। আর ভাই হলো ৫

জন আর বোন হলো ২ জন। এছাড়াও জনপ্রিয় এই শিল্পির স্ত্রী সহ রয়েছে ৩ সন্তান যাদের নাম- রণ ,রুদ্র এবং সাবার ছোট

মেয়ের নাম হলো আইদাহ আসিফ রঙ্গন।

আসিফ আকবর সালমা আসিফ মিতু

সাধারণত সবার মনে অনেক বেশি কৌতুহুল প্রিয় এই ব্যাক্তির জীবন সংঙ্গি কে? আর তাই অনেকে জানার চেষ্টা করে

থাকেন। আপনি যদি এই বিষয়টি না জানেন তবে হয়তবা এই পর্যন্ত পড়ার আগেই জেনে গেছেন তার স্ত্রীর নাম। তার পরেও

আরেকবার বলছি তার স্ত্রীর নাম হলো সালমা আসিফ মিতু।

আসিফের একক অ্যালবাম

আসিফের একক অ্যালবাম এর তালিকায় রয়েছে অনেক গুলো । অনেকেই এই গান গুলো খোঁজ করে থাকেন। আর যারা

জনপ্রিয় এই শিল্পির একক অ্যালবাম খোঁজ করতেছেন তাদের জন্যই আমার এই আয়োজন। এখান থেকে আপনি জানতে

পারবেন তার গানের লিষ্ট। তার প্রথম একক অ্যালবাম হলো ও প্রিয়া তুমি কোথায় । এই একক গানের অ্যালবামটি অনেক

জনপ্রিয় একটি অ্যালবাম যা ঐ সময়ের সবথেকে ব্যাবসা সফল হয়েছিল। এছাড়াও তার যে সকল একক অ্যালবাম রয়েছে

সে গুলো হলো-

  1. তুমি সুখি হও- ২০০২ সাল।
  2. তুমি কথা রাখনি-২০০২
  3. ২০০২ সালে তুমি কাঁদবে একদিন।
  4. সুখে থাক তুমি বান্ধবি-২০০৩ সাল।
  5. পাষাণী তুমি পাষাণী।
  6. তুমিই মনে রাখনি।
  7. একবার বল তুমি।
  8. কেন তুমি সুখে থাকবে।
  9. তুমিই ভালবাসনি।
  10. তবুও ভালবাসি।
  11. বাতাসে প্রেম উড়িয়ে দিও।
  12. বাঁচবোনা।
  13. জবাব দাও।
  14. অভিনয়।
  15. সংসার।
  16. হৃদয়ে রক্তক্ষরণ।
  17. কিছু ভুল স্মৃতি।
  18. এখোনো জোঁসনা দেখি।
  19. একফোটা অশ্রু।
  20. বন্ধু তোর খবর কিরে।
  21. চোখে পানি নাই।
  22. দিরিয়ারে লোক গান।
  23. সংকলিত দেশের গান দেশাত্মবোধক।
  24. সেই দিন গুলি কই।
  25. এক্স প্রেম।
  26. জানরে।

আসিফের গান ওপ্রিয়া তুমি কোথায়

সবার জনপ্রিয় এই গানটি এখনও অনেক মানুষ শুনে থাকেন। অনেকেরই মুখে এই গানটি শুনা যায়। তাই আজ এখানে

আলোচনা করবো কিভাবে আপনি এই গানটি শুনতে পারবেন। আর আপনি যদি এই গানটি শুনতে চান তবে আপনাকে

নিচের দেয়া লিংকে ক্লিক করতে হবে তবেই শুনতে পারবেন। জনপ্রিয় এই বাংলা গানটি।

(ওপ্রিয়া তুমি কোথায় গানটি শোনার জন্য এখানে ক্লিক করুন)

আসিফের পুরোনো দিনের গান

যাদের বয়স একটু বেশি বা যারা ভাল মানের গান পছন্দ করেন তারা সাধারণত আসিফের পুরোনো দিনের গান গুলো খোঁজ

করতে থাকেন। আর তাদের কথা মাথায় রেখে এখানে সাজানো হলো আসিফের পুরোনো দিনের গান। যে গান গুলো

আপনি খুব সহজেই শুনতে পারবেন। আর তার জন্য আমার দেয়া নিচের লিংক ক্লিক করুন আর উপভোগ করতে থাকুন

জনপ্রিয় এই শিল্পির পুরোনো দিনের গান।

( আসিফের পুরোনো দিনের গান )

আসিফের নতুন গান

একই তালে এখনও তার গান খুবই জনপ্রিয় তাই তার গানের অ্যালবাম এখনও প্রকাশ পায়। তার বর্তমানে অনেক গুলো

গান বাজারে এসেছে যে গান গুলো অনেক ভাল । তাই যারা তার নতুন গান খোঁজ করছেন তারা ঠিক জায়গাতেই এসেছেন

। এখান থেকে আপনি খুব সহজেই তার নতুন সকল গান শুনতে পারবেন। নিচে তার তালিকা দেয়া হলো । আর গান গুলো

শুনার জন্য আপনি শুধু পছন্দের গানে ক্লিক করুন আর উপভোগ করুন গানটি।

শিল্পী আসিফ আকবর শেষ কথা

যারা এই শিল্পী আসিফ আকবর লেখাটি পড়েছেন তাদের ভাল লেগেছে এটা আমার বিশ্বাস। কারণ আমি চেষ্টা করি

আমার প্রতিটা লেখায় তথ্য বহুল করার জন্য। এখানে শিল্পি হিসেবে তার যাবতীয় তথ্য দেয়া হলো। যা আপনি বিভিন্ন

জায়গায় খোঁজ করে থাকেন। তাই এই একই জায়গা থেকে সকল তথ্য পেয়ে যাবেন। আরো যদি কোন কিছু জানার থাকে

তবে আমাদের কাছে লিখতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। আর লেখাটি যদি আপনার ‍উপকারে আসে তবেই

আমাদের লেখা টি স্বার্থক। অনেক অনেক ধন্যবাদ কষ্ট্য করে প্রথম থেকে শেষ পর্যন্ত শিল্পী আসিফ আকবর পড়ার

জন্য।

আরো পড়তে পারেন

২. মেয়েদের নিয়ে মজার ফেসবুক স্ট্যাটাস।

. লিভার সমস্যার লক্ষণ।

About 24 Favor

Check Also

H.S.C Results 2023

H.S.C Results 2023pdf

H.S.C Results 2023: Higher Secondary School Certificate ( H.S.C) examination is so important in our …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *