পুরনো স্মৃতি নিয়ে স্ট্যাটাস: ফেলে আসা দিনগুলোর স্মৃতি অনেক সময় মানুষকে যেমন সুখ দেয় তেমনি আবার কষ্টও দিয়ে থাকে। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু দুঃখের দিন এবং কিছু খুসির দিন ছিল যা জীবনে ভুলে যাবার নয়। আর তাই আমরা হারানো দিনগুলোর কথা কোনভাবেই ভুলতে পারিনা। বারবার আমাদের স্মৃতিতে ভেসে বেড়ায় সেই হারানো দিনগুলোর কথা।
আর সেই কথাগুলো কে আজকে আমরা সুন্দকরে হারানো দিনের পুরনো স্মৃতি নিয়ে স্ট্যাটাস উক্তি ছন্দ ও কবিতা এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। এই লেখাটি পড়লে আপনাদের অনেক ভালো লাগবে। আর এই লেখা আপনাদের নিয়ে যাবে হারানো দিনের স্মৃতিতে।
এই লেখার স্ট্যাটাস উক্তি ছন্দ ও কবিতা গুলো শেয়ার করতে পারবেন আপনার বন্ধু-বান্ধবের সাথে। তাই আসুন আজকে আমরা অল্প কিছু সময়ের জন্য হলেও হারানো দিনে ফিরে যাই স্মৃতিগুলোকে মনে করে। এর সাথে একটু আনন্দ অনুভব করি।
আর একই সাথে এই লেখায় যে স্ট্যাটাস উক্তি ছন্দ ও কবিতা আছে তা আমরা শেয়ার করি আমাদের বন্ধু বান্ধবের সাথে। যেন তারাও স্মৃতিগুলো মনে করে একটু আনন্দ অনুভব করতে পারে।
পুরনো স্মৃতি নিয়ে স্ট্যাটাস
হারানো দিনের স্মৃতিগুলো বর্তমান সময়ের জন্য অনেক আনন্দের। যদিও তা হয় কষ্টের বা সুখের যা কিন থেকে যায় আমাদের মনের মাঝে। আর তাই এই স্মৃতি গুলোকে খুব যত্নে রেখে দেই আমরা মনের ভিতরে। আর তাই সেই পুরনো দিনের স্মৃতিগুলো নিয়ে এখানে সুন্দর কিছু স্ট্যাটাস উপস্থাপন করাহলো যে গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
১. কি করে ভুলে যাবো তোমাদের নিয়ে কাটানো সেই সুখের দিন গুলো । যে খানে শুধু সুখ আর সুখ ছিল।
২. তোদের সাথে কাটানো দিনগুলো ছিল ,জীবনের শ্রেষ্ঠ সময়, এক মুহূর্তের জন্য ভুলতে পারি না তোদের।
৩.পাশের দোকানে কেরাম খেলা আর আড্ডা দেওয়া সেই দিনগুলো আজও স্মৃতিতে গেঁথে আছে।
৪. প্রতিদিন নতুন দিন আসে তার সাথে আসে নতুন সূর্য । কিন্তু তোদের সাথে কাটানো সেই দিনগুলো আর কখনো ফিরে আসে না।
৫. সেই ছোট শহর, আর সেই ছোট ছোট স্মৃতি এখন দূর প্রবাসে বসে ভাবি আর হবে না সেই জীবনের মত জীবন।
পুরনো স্মৃতি নিয়ে উক্তি
উক্তি আমরা সবাই কম বেশি ভালোবাসি আর সেই উক্তি যদি হয় পুরনোদিনের স্মৃতি নিয়ে তাহলে তো কোন কথাই নাই। তাই আসুন আজকে এখানে কিছু পুরনো দিনের স্মৃতি নিয়ে মজার কিছু উক্তি দিব যা আপনাদের অনেক ভাল লাগবে ।আর এই উক্তি গুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার পরিচিত জনের সাথে।
১. কিছু এমন মুহূতূ থাকে যেগুলোর মূল্য তুমি তা স্মৃতি না হলে বুঝতে পারবে না- ডক্টর সিয়াম।
২. প্রতিটি খারাপ স্মৃতিগুলো সবার জন্যই মনে রাখা সহজ । কিন্তু তা ভুলে যাওয়া অনেক কঠিন- বিখ্যাত ব্রডি অ্যাশটন।
৩. প্রতিটা ব্যক্তির পরিবারের সাথে যেই স্মৃতি গুলো থাকে তা সারাজীবনের পাথেয় হয়ে থাকে- জনাব ক্যান্ডে ক্যামেরন বুরে।
৪. একটি ছবি যদি আপনার পুরনো দিনের কথা বলে দিতে পারে । তবে তার পুরনো স্মৃতি সব বাস্তব দেখিয়ে দিতে পারে- সংগৃহীত।
৫.প্রতিটা স্মৃতি অতীতের নয় বরং এটা হলো ভবিষ্যতের চাবি- প্রখ্যাত করি টেন বুম।
৬.আমাদের ভালো স্মৃতিগুলো জীবনের গল্পটাকে তুলে ধরে । আর তা হৃদয়ের মাঝে বেধেঁ রাখে দিন গুলোকে- লেখক ফ্লাভিয়া কাকাসি।
পুরনো স্মৃতি নিয়ে ছন্দ
এখানে আমি আপনাদের জন্য উপস্থাপন করছি বাছাই করা কিছু পুরনো দিনের স্মৃতি নিয়ে ছন্দ । যা আপনাদের অনেক আনন্দ দিবে। আর এই ছন্দ গুলো এক দম নতুন এবং আনকমন। আপনি যদি পড়েন আপনার খুব ভাল লাগবে। এছাড়াও আপনার প্রিয়জনের সাথেও শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবেন।
ঘুরে বেড়িয়েছি মজা করেছি
মনে ছিলনা কোন দুঃখ্য।
সেই কথা মনে হলে
ব্যাথায় ভরে বুক।
দুঃখ সুখের দিন গুলো ভাই
ফিরেয়ে দে তোরা আজ।
দেখতে দেখতে চলে এলাম
জীবন নদীর মাঝ।
সবাই মিলে করতাম গোসল
খেলতাম বিকেলবেলা ।
সময় তো আজ ফুরিয়ে গেল
করে জীবনে অনেক হেলা।
পুতুল আর কানামাছি
খেলেছি সবাই মিলে।
আজও কিন্তু মনে পড়ে
আমার নরম কমল দিলে।
ক্রিকেট খেলতে যাইতাম সভাই
দল বেঁধে ওই মাঠে ।
সবাই মিলে করতাম গোসল
দুষ্টুমি করে নদীর ঘাটে।
পুরনো স্মৃতি নিয়ে কবিতা
কবিতা অনেক সময় বলে দেয় মনের কথা। কবিতার মধ্যমে আজ তাই আমরা আমাদের মনের কথা শেয়ার করবো আমাদের বন্ধুদের সাথে। নিচে খুব সুন্দর একটি কবিতা দেয়া হলো যা আপনার খুব ভাল লাগবে। এছাড়াও এই কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।
পুুরনো স্মৃতি
সাইফুল ইসলাম
পুরনো স্মৃতি হাতরে বেড়াই
পাইনা খুঁজে কূল।
আজকে বসে ভাবি শুধু
জীবনে অনেক ছিল ভুল।
ভুল গুলো সব পারতাম যদি
করতে আবার পূরণ।
তবেই আজ থাকতাম সুখে
করতো সবাই স্মরণ।
জীবনের এতদিন পরে এসও
মিলেনা জীবনের হিসাব।
অনেক গুলো ভুলের কারণে
জীবনে লেগেছে অভিশাপ
তাইতো সবাই দোয়া করো
গড়বো জীবন অভিশাপ মুক্ত
জীবন যেন পরি পূর্ণ হয়
হয় যেন জীবন উপযুক্ত।
পুরনো স্মৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস
এখন সবাই নিজের অনুভূতিগুলো প্রকাশ করে থাকে ফেসবুকে। আর তাই তার মনের আবেগ প্রকাশের জন্য বেছে নেয় ফেসবুককে। আর সেই আবেগ যদি হয় পুরনোদিনের তাহলে তো আরে বেশি অনুভূতির বিষয়। এখানে আপনাদের কথা চিন্তাকরেই মজার সব পুরনো স্মৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়া হলো যা আপনার ভাল লাগবে।
যদি কেউ পুরনো স্মৃতি গুলো ভুলে থাকতে চাও তাহলে, তোমার স্থান পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে পুরনো স্মৃতি মুছে দেয়ার একমাত্র উপায়।
অতিত এক সময় চলে যায় কিন্তু স্মৃতি কখনো চলে যায় না । তা বার বার এসে কাঁদিয়ে যায়।
কি করে বলবো মনে হয় আবার ছোট হয়ে বাড়ি ফিরে যাই । আর সেই সোনালী দিন গুলোর মত করে দিন কাটাই।
হায়রে সোনালী অতীতের দিন, মনে হলেই বেড়ে যায় পাওয়া না পাওয়ার ঋণ।
আমার বাবার প্রতিটা পুরনোদিনের কথা । হীরের চেয়েও মূল্য বান আজ তা বুঝতে পেরেছি।
পুরনো স্মৃতি মনে পড়ে যায়
আমাদের পুরনো স্মৃতি গুলো খুব বেশি মনে পড়ে। কারণ যখন আমরা দূর প্রবাশে বা বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকি তখন আরো বেশি হারানো দিনের কথা মনে পরে। অতিত কথা গুলো মনে করে দেয় আমাদের সেই ফেলে আসা দিনের স্মৃতিকে। বিশেষ করে যারা মধ্য বয়সি বা তার চেয়েও বয়েস বেশি তাদের জীবনে এই অধ্যায়টি আরো বেশি স্মরনীয়।
কারণ জীবনের অনেক গুলো দিন অলরেডি অতিবাহিত করা হয় যার জন্য অতীত টাকেই বেশি মিস করে থাকি। মনে করে থাকি ছোট বেলার দিন গুলো কতই না মধূর ছিল? স্কুল ফাঁকি দিয়ে আম গাছ থেকে আম পেড়ে খাওয়া।
সারা দিন বর্ষার জলে স্নান করা। বিকেল বেলা সবার সাথে মাঠে ফুটবল খেলা । এর সাথে মাঝে মাঝে বেড়াতে যাওয়া। সবই আজ শুধু স্মৃতি। সবার জীবনেই থাকে এই রুমান্টিক স্মৃতি গুলো।
ছোট বেলার স্মৃতি নিয়ে স্ট্যাটাস
ছোট বেলায় পড়া ফাঁকি দেবার অভ্যাস থেকে শুরু করে নানান ধরনের স্মৃতি মনের ভিতরে গেঁথে থাকে। যা বার বার মনের আকঁশে উঁকি দেয়। আর তাই সেই সময়ের কথা নিয়ে যদি হয় স্ট্যাটাস তাহলেতো অনেক মজার হবার কথা। আসুন এখানে কিছু মজার ছোট বেলার স্মৃতি নিয়ে স্ট্যাটাস শেয়ার করি, যা আপনাদের ভাল লাগবে।
১. কি করে ভুলবো ছোট বেলার ফেলে আসা দিনগুলো।
২.অতীতের প্রত্যেকটা দিন আমার কাছে স্বর্গের মতো মনে হয় কারণ ছোট বেলার দিনগুলো কোন দিননও আর আসবে না।
৩. প্রতিটা মানুষের ছোটবেলা হল তার কাছে ফেলে আসা দিনগুলো সবচেয়ে সুখের দিন। কারণ এই দিনগুলোতে থাকেনা কোন চিন্তা ভাবনা, থাকে না কোন চাওয়া-পাওয়ার হিসাব।
৪. ছোট বেলায় বাবা-মার সাথে ঘুরে বেড়ানো আনন্দটাই ছিল আলাদা, যে স্মৃতি থেকে গেছে মনের পাতায়।
৫. যদি আমাকে কেউ একটি জিনিস ফিরিয়ে দেয়, আর আমি সেই ছোট বেলার সোনালী দিনগুলোকেই বেছে নেব।
শেষ কথা
আশাকরি আপনাদের পুরনো স্মৃতি নিয়ে স্ট্যাটাস লেখাটি অনেক ভাললেগেছে। কারণ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই লেখাটি পড়ে থাকেন, তাহলে আপনি জানতে পেরেছেন পুরনো দিনের স্মৃতি নিয়ে বেশ কিছূ স্ট্যাটাস উক্তি ছন্দ ও কবিতা । যে গুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে।
আর কথা না বাড়িয়ে আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভাল থাকুন । সবার জীবন সুন্দর হোক এই প্রত্যাশায় বিদায়।
One comment
Pingback: আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা