Skip to content

দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য

দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য  নিয়ে।

আপনারা যারা দক্ষিণ কোরিয়া যেতে চান তারা অবশ্যই যাওয়ার আগে দক্ষিণ কোরিয়া সম্পর্কে ভালোভাবে

জেনে যাবেন। দক্ষিণ কোরিয় বিশ্বের মধ্যে সুন্দর একটি দেশ এবং অর্থনৈতিক দিক থেকেও অনেক সচ্ছল

একটি দেশ । তাই বংলাদেশ থেকে অনেক লোক পাড়ি জমায় দক্ষিণ কোরিয়াতে। তাই আপনারা যারা

‍গিয়েছেন বা যাবেন তারা অবশ্যই অজানা তথ্য গুলো জেনে রাখবেন কারণ আপনি যে দেশে যাবেন তার

সম্পর্কে অবশ্যই ভলোমত জেনে যাবেন যেনে রাখা ভালো। আর ভালোভাবে জানতে চাইলে আজকে

আমার এই দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য লেখা টি মনোযোগ দিয়ে পড়তে থাকুন। নিম্নে

বিস্তারিত ভাবে আলোচনা করা হল-

দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য

দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য

দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য: আপনারা যারা দক্ষিণ কোরিয়া যাবেন যাওয়া আগে অবশ্যই

লেখা টি মনোযোগ ‍দিয়ে একবার পড়ুন। কারণ দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানা

অজানা সব তথ্য জেনে যাওয়া ভালো। আপনার যদি দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানা থাকে তাহলে আপনার

জন্য সব কিছু অনেক সহজ ও সুবিধা জনক হবে। আপনি যদি দক্ষিণ কোরিয়ার অজানা তথ্য সম্পর্কে

জানেন তাহলে জানার পরে অবাক হয়ে যাবেন দক্ষিণ কোরিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে কম স্থুলকায়

জনসংখ্যার দেশের মধ্যে একটি। এই বিষয় টি হল দেশটিতে স্থুলকায় মানুষ কম, দেশটির জনসংখ্যার মাত্র

৩% স্থুলকায় বলে মনে করা হয়। আপনাদের আরও জানাই যে দক্ষিণ কোরিয়া বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত

এবং সুবিধাজনক দেশ । আর এই রাজ্যটিকে সবচেয়ে স্থিতিশীল হিসেবে মনে করা হয়। এছাড়াও এটি একটি

শক্তিশালী অর্থনীতি এবং একটি খুব মর্যাদাপূর্ণ বাজার রয়েছে। এই কারণে অনেক রাশিয়ান আছে যারা

একটি উন্নয়শীল ও সমৃদ্ধ রাষ্ট্রে বসবাস করতে চায় ।

২০ শতাংশ পুরুষ মেকআপ ব্যবহার করেন

আপনারা তো জানেন বা ভাবেন যে মেকআপ শুদু মেয়েরা করে কিন্তু না , এখন বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে

মেকআপ জনপ্রিয় হয়ে গেছে ! তবে এর মধ্যে দক্ষিণ কোরিয়ার পুরুষরা মেকআপ এর দিক থেকে এগিয়ে

আছেন সবার থেকে। দক্ষিণ কোরিয়ার কমপক্ষ ২০% পুরুষ প্রতিদিনি তারা মেকআপ ব্যবহার করেন বলে

তারা। তারা প্রতি বছর মেকআপ এর পিছনে প্রায় ৯০০ মার্কিন ডলার খরচ করে থাকেন। আর এই সব কিছু

দাক্ষিণ কোরিয়া ব্যান্ড বিটিএসকে দেখলেই বোঝা যাওয়ার কথা।

প্লাস্টিক সার্জারি করা কমন

প্লাস্টিক সার্জারির কারণে দক্ষিণ কোরিয়া কে প্লাস্টিক সার্জারির দেশও বলা যায়। এই খানে প্রতি তিন জন

মানুষের মধ্যে এক জন মানুষ প্লাস্টিক সার্জারি করে থাকে ।

কোরিয়ানদের নামগুলো অদ্ভুদ এবং তারা কুকুরের মাংশ খায়

কিম, লি এবং পার্ক সবচেয়ে কমন নাম কোরিয়ানদের । দেশটির ২০ শতাংশ মানুষের নাম কিম। এছাড়াও

লি এবং পার্ক আরও দুইটি কমন নাম। অনেক নামের মধ্যেই এই শব্দ গুলো পাবেন। যেমন উদাহরৎ সরুপ

বলা যায় তাদের প্রধানমন্ত্রীর নাম লি নাক ইয়ন। তাই বলা যায় যে কোরিয়ান দের নাম খুব অদ্ভুদ । এছাড়াও

দক্ষিণ কোরিয়ার মানুষ মুরগি মাংশ , শুয়োরের মাংশ এবং গরুর মাংশ খাওয়ার পাশাপাশি কিছু জায়গায়র

মানুষ কুকুরের মাংশ খায়। আপনারা যারা দক্ষিণ কোরিয়া যাবেন তাদের এই সকল জিনিস জানা থাকা

ভালো।

দক্ষিণ কোরিয়া সম্পর্কে তথ্য

দক্ষিণ কোরিয়া সম্পর্কে তথ্য: দক্ষিণ কোরিয়া শিশুদের জন্মের পর তাদের বয়স এক বছর ধরা হয়।

গ্যাজেট ফ্রিক মানুষদের তীর্থস্থান বলা হয় দক্ষিণ কোরিয়াকে । বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স

সামগ্রী যেমন, স্যামসাং একটি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান। উন্নত প্রযুক্তির স্মার্টফোন, নোটবুক , ল্যাপটপ

থেকে শুরু করে আধুনিক হেডফোন, স্পিকার এখানকার সবার হাতে হাতে দেখা যায় সারা বিশ্বের মধ্যে

দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেটের হাতেগোনা যেকয়টি দেশ আছে দক্ষিণ কোরিয়া তাদের মধ্যে অন্যতম।

দক্ষিণ কোরিয়া ভাষা

দক্ষিণ কোরিয়া ভাষা : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা হল কোরীয় ভাষা। পৃথিবীতে

কোরীয় ভাষার লোক সংখ্যার পরিমাণ ৮ কোটি । কয়েক হাজার বছর আগে কোরীয় ভাষা হাঞ্জা নামক চীনা

অক্ষর লিপি দিয়ে লেখা হত। কিন্তু পঞ্চদশ শতাব্দিতে কোরীয় রাজা সেজোং হাঙ্গুল নামের খুব সহজ

বর্ণমালা প্রকাশ করেন। আর সেই বর্ণমালা গুলো এখন সরকারি বর্ণমালা হিসেবে গৃহীত হয়েছেন । অনেক

ভাষা বিদদের মতে এই বর্ণমালা বেশ সহজ বর্ণমালা ।

শেষ কথা

আজকের মত এখানেই শেষ করছি দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্য লেখা টি । এটি একটি সুন্দর

তম লেখা । আপনারা কোরিয়া সম্পর্কে জানার জন্য লেখাটি পড়তে পারেন আশা করি কোরিয়া সম্পর্কে

অনেক কিছু জানতে পারবেন যা আপনার কাজে লাগতে পারে । এছাড়াও যদি আপনার অন্য কোনো বিষয়ে

জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিবো। নিম্নে

আপনাদের সাথে আরও কিছু লেখার লিংক শেয়ার করলাম । প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা

করি কাজে লাগবে। সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কমনা করে শেষ করছি ।

আরো একই বিষয়ে পড়তেঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial