কানাডায় বৈধ হওয়ার উপায় ইমিগ্রেশন ভিসা ও সিটিজেনশিপ

কানাডায় বৈধ হওয়ার উপায়– এই লেখা দ্বারা সবাইকে একটি কথা না বললেই নয়, আমরা শুধু স্বপ্ন দেখি কানাডা যাব। কিন্তু সেই

স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করা যায়, বা করতে হয় সে বিষয়টি কখনো কল্পনা করি না। বা কোন সময় করতেও চাইনা, কারণ সেই

পর্বটি হচ্ছে অনেক কষ্টের। তাই আজকে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হয়, বা আপনার স্বপ্ন বাস্তবায়ন করা যায় এমন কিছু বিষয় নিয়ে

আলোচনা করবো। আর সেই আলোচনা গুলো হচ্ছে কানাডায় কিভাবে বৈধ হওয়া যায়? আপনি কানাডায় কিভাবে ইমিগ্রেশন ভিসা

পাবেনন ? এর সাথে আরো আলোচনা করবো, কানাডা কিভাবে নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিতে পারেন। তাহলে আর দেরি নয়

প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই সুন্দর কানাডায় বৈধ হওয়ার উপায় লেখাটা পড়তে থাকুন, এবং জেনে নিন আশ্চর্যজনক

কিছু নতুন তথ্য তথ্য । যে গুলো হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে।

কানাডায় বৈধ হওয়ার উপায়

কানাডায় বৈধ হওয়ার উপায়-  আপনি যদি যে কোন দেশে বৈধ না হন তাহলে আপনাকে কেউ কোন ধরনের নাগরিক সুবিধা

দিবে না। তাই কানাডাও একই রকম। এখানে যদি আপনি এসে বৈধ হতে না পারেন তবে কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন না।

একই সাথে সেখানে বসবাস এক সময় আপনার জন্য অনিরাপদ হয়ে যাবে। মোট কথা আপনি সেখানে থাকতেই পারবেন না। তাই

এখানে আসার পর আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো সে দেশে গিয়ে আপনাকে বৈধ ভাবে বসবাস করার

অনুমোদনের চেষ্টা করতে হবে। আর যদি আপনি সেই দেশে বৈধতা পেয়ে যান, অর্থাৎ সেখানে থাকার বৈধতা পেয়ে যান তাহলে

সরকার থেকে আপনার সকল সুযোগ-সুবিধা পেতে থাকবেন। আর এই জন্য সবাই চায় সে দেশে বৈধ হতে। আর বৈধ হতে যে

বিষয়গুলো প্রয়োজন হয় তা হচ্ছে নিম্নরূপ-

  • আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • আপনাকে নূন্যতম এইচ.এস.সি বা সমমানের পাশ হতে হবে।
  • আপনি যে পেশায় যাবেন সে কাজের নূন্যতম এক বছরের কাজের অভিজ্ঞতার সনদ।
  • আবেদন কারীর NID থাকতে হবে।
  • অনলাইনের জন্ম নিবন্ধন থাকতে হবে।
  • যদি কেহ বিবাহিত হয় তবে তার বৈবাহিক সার্টিফিকেট বা কাবিন নামা।
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে।
  • মেডিকেল রিপোর্ট লাগবে।
  • করোনার টিকার সার্টিফিকেট লাগবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স লাগবে।
  • বৈধ একটি পাসপোর্ট লাগবে।
  • কানাডার সরকার কতৃক নির্দিষ্টি ফরমে আবেদন করতে হবে।
  • আইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে।

কানাডায় ইমিগ্রেশন ভিসা

কানাডায় ইমিগ্রেশন ভিসা- নতুন নিয়মে পরিবর্তন হলো কানাডিয়ান ইমিগ্রেশন যা শুরু হয়েছে ২০২২ নভেম্বর থেকে । যেখানে

নতুন ১৬ টি পেশাকে সংযুক্ত করেছে। আর সেই সকল পেশায় এখন নতুন করে লোক এই দেশে যাওয়ার সুযোগ পাবে। যেখানে

আগে এই পেশায় লোক যেতে পারতেন না । তাই এটা নিঃসন্দেহে দারুন একটি সুযোগ বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের জন্য।

তাই আপনি যদি নিম্নোক্ত পেশায় দক্ষ হয়ে থাকেন তবে কানাডা যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।

  • পেরুল অ্যাডমিনিস্ট্রেশন।
  • ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এন্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।
  • নার্স এইড ।
  • ফার্মাসিটিক্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
  • এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট।
  • সেরিফ এন্ড বেইলিফ।
  • কারেকশনাল সার্ভিস অফিসার।
  • বেই ল’ এনফোর্সমেন্ট এন্ড আদার রেগুলেটরি অফিসার্স।
  • স্থানটিক ইলেক্ট্রো লজিক এন্ড রিলেটেড অকুপেশন।
  • রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইনস্ট্রলার এন্ড সার্ভিস।
  • পেস্ট কন্ট্রোল এন্ড ফমি গেটর।
  • আদার্স রিপিয়ার্স এন্ড সার্ভিস।
  • ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার।
  • বাস ড্রাইভার সাব ওয়ে অপারেটর এন্ড আদার ট্রান্সপোর্ট অপারেটর।
  • হেভি ইকুইপমেন্ট অপারেটর।
  • এয়ারক্রাফট এসেম্বল এন্ড এয়ারক্রাফট অ্যাসেম্বলি ইন্সট্রাক্টর।

উপরোক্ত বিষয়ে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবে আপনি খুব সহজই কানাডায় আসতে পারবেন। আর  এই সকল কাজে নতুন

করে লোক নেয়া শুরু করেছে বিধায় এ সকল কাজের উপর ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি।

কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ

কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায়
নাগরিকত্ব পাওয়ার উপায়

কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায়- কানাডার সিটিজেন মানে আপনি হচ্ছেন বিশ্বের উন্নত একটি দেশের নাগরিক। যার সম্মান

অনেক বেশি, আর তাই কানাডায় সিটিজেন হওয়ার জন্য অনেকেই মরিয়া হয়ে ওঠেন। তবে আপনাদের একটি বিষয়ে আশ্বস্ত

করতে পারি আপনি যদি বৈধভাবে কানাডা এসে থাকেন তবে একদিন না একদিন এদেশের সিটিজেনশিপ পেয়ে যাবেন। যদি কোনো

বড় ধরনের অকারেন্স না করেন । তাই সব থেকে ভালো উপায় লেগে থাকুন, আর সবসময় চেষ্টা করুন কানাডার নাগরিত্ব নেওয়ার

জন্য। আর কানাডার সরকারের দেওয়া যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো পূর্ণ করুন,দেখবেন আপনি খুব সহজেই দেশের

নাগরিকত্ব পেয়ে যাবেন। কারণ কানাডিয়ান সরকার সেই দেশে যোগ্য নাগরিক দের কে অনেক সম্মান করে থাকে, এবং তাদেরকে

খুব সহজেই দেশে বসবাস করার অনুমোদন দিয়ে থাকে। আর আপনি যে সকল প্রোগ্রামে নাগরিকত্ব পেতে পারেন সে সকল

প্রোগ্রাম গুলো হলো-

কানাডায় বৈধ হওয়ার উপায় এর শেষ নিবেদন

আশা করি উপরোক্ত কানাডায় বৈধ হওয়ার উপায়  লেখার মাধ্যমে আপনাদেরকে পর্যাপ্ত তথ্য প্রদান করতে পেরেছি। আর

প্রতিনিয়ত কানাডা ও অন্যান্য দেশের ভিসা সহ সকল বিষয়ে আপডেট তথ্য প্রদান করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনি যেন

আমাদের এই লেখা পড়ে উপকৃত হতে পারেন। এছাড়াও আমাদের এই সাইটে আরো অনেক কানাডার বিষয়ে তথ্য দেওয়া আছে,

আপনি ইচ্ছে করলে সেই লেখাগুলোও পড়তে পারেন। আশা করি সেগুলোও আপনার অনেক কাজে লাগবে। আর এই লেখাটি

ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত কানাডায় বৈধ হওয়ার উপায়  লেখা

পড়ার জন্য । ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।কথা হবে আবার একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে।

আরো পড়তে পারেনঃ

কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা

কানাডায় স্থায়ী বসবাস

কানাডার জীবন যাপন

কাতারে কোন কাজের চাহিদা বেশি

কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়

About 24 Favor

Check Also

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা: সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সুন্দর একটি বিষয় । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *