24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » স্বামী স্ত্রীর ভালোবাসা দোয়া,স্ট্যাটাস ,উক্তি, কবিতা,ছন্দ ও মেসেজ

Gradings

স্বামী স্ত্রীর ভালোবাসা দোয়া,স্ট্যাটাস ,উক্তি, কবিতা,ছন্দ ও মেসেজ

24 Favor February 12, 2024

স্বামী স্ত্রীর ভালোবাসা  পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক । একটি বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই সম্পর্কের সূচনা। আর শেষ হয় মৃত্যু দিয়ে । বিবাহর পর থেকে একজন আরেকজনের সাথে বসবাস করতে থাকে সকল প্রকার সুখ-দুঃখে। নিজেরা ভাগাভাগি করে জীবনের সকল বিষয়। সংসার পরিচালিত করে তাদের মনের ভালোবাসা দিয়ে।

আর এই সময়ের মধ্যে  ঘটে যায় নানান স্মৃতি। আর তাই এখানে স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে লেখায় দেয়া হলো তাদের জন্য দোয়া ,স্ট্যাটাস,উক্তি, কবিতা ,ছন্দ ও মেসেজ । যে গুলো পড়লে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং আপনারাও এগুলো শেয়ার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিৎ?

প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত? এই প্রশ্নটিই সবার মনেই জাগে। সবাই শুধু জানতে চায় স্বামী আর স্ত্রীর ভালোবাসা টা কেমন হওয়া উচিৎ? আর যাদের মনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তাদের উদ্দেশ্য করেই বলতেছি, স্বামী স্ত্রীর ভালোবাসা টা হতে হবে গভীর প্রেমময়। যেখানে থাকবে না কোন প্রকার সন্দেহ ।

এই সম্পের্কে  থাকবে না কোন প্রকার অবিশ্বাস, আর থাকবে না কোনো সন্দেহ। একজন আরেক জনের সহযোগী হিসেবে বসবাস করতে হবে। কখনই একজন অপর জনকে প্রতিদ্বন্দ্বী মনে করা যাবে না, সহযোগি হিসেবে মনে করতে হবে।

আর সবসময় বাড়িয়ে দিতে হবে সাহায্যর হাত । প্রতিনিয়ত সচেষ্ট থাকতে হবে, যাতে করে  একজনের কথায় আরেক জন কষ্ট না পায়।

স্বামী- স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির দোয়া

যদি কেহ স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করতে চায়, তবে মহান আল্লাহ পাক আমাদের জন্য তার পাক কালামে দিয়ে রেখেছেন কয়েকটি দোয়া । যেই দোয়ার সাহায্য বাড়িয়ে ‍তুলা যায় স্বামী-স্ত্রীর ভালোবাসাকে। যদি কেহ নিয়ম করে নিম্নোক্ত দোয়া পাঠ করে তবে মহান আল্লাহর রহমতে কয়েক দিনের মধ্যেই তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পেতে শুরু করবে। নিচে দোয়াটি বাংলা উচ্চারণ সহ উল্লেখ করা হলো।

১, আল্লাহ তাআলার গুণবাচক ৯৯ টি নামসমূহের মধ্য থেকে যদি কেহ নিয়ম করে  “ আল-ওয়াদুদু “ নিয়মিত আমল করে তবে অল্প কিছুদিনের মধ্যে ই স্বামী-স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়ে যায়। তাছাড়াও যদি কেহ নিয়ম করে ১০০১ বার এই দোয়া পড়ে কোন খাদ্য দ্রব্যের মোধ্য ফুক দিয়ে উভয়কে খায়ানো হয় তাহলেও তারা তাড়ি ফল পাওয়া যায়।

২. যদি কোন কারনে কারোর স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না থাকে তবে সেই বোন নিচের আয়াতটি পড়ে মিষ্টি জাতীয় দ্রব্যর মধ্যে ফু-দিয়ে খাওয়ালে অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলার রহমতে স্ত্রীর প্রতি ভালোবাসা পয়দা হয়ে যাবে।

এই আমলটি কোন ভাবেই অবৈধ সম্পর্ক করার ক্ষেত্রে কাজে আসবে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন।

স্বামী-স্ত্রীর ভালোবাসার স্ট্যাটাস

অনেক স্বামী-স্ত্রী আছেন যারা তাদের ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে সুন্দর সুন্দর স্ট্যাটাস। আর তারা এই স্ট্যাটাস গুলো শেয়ার করে থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও । আজকে এখানে বেশ কিছু মজার স্বামী-স্ত্রীর ভালোবাাসা নিয়ে স্ট্যাটাস উপস্থাপন করা হবে । যে ‍গুলো সবাই শেয়ার করতে পারবেন বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে।

১. প্রিয় জীবন সাথী আমার, তোমাকে ভালোবাসি আমি আকাশের মত।

২. নীল আকাশ আর চাঁদের হাসি, প্রিয় শুধু তোমাকেই ভালোবাসি।

৩. হাসি তোমার মুক্ত ঝড়ে কথায় বীনের সুর। তোমায় ভালোবাসলে প্রিয় লাগে যে মধূর।

৪. প্রতিটা ক্ষণ থাকি চেয়ে দেখবো বলে তোমায়। তোমার পরশ পাবার আশায় । থাকি প্রহর চেয়ে।

৫. তুমি আমার জীবন সাথী। তুমি আমার আশা। তোমায় যেন দিতে পারি আমার ভালোবাসা।

(বাছাই করা সাফল্য নিয়ে স্ট্যাটাস এখানে আছে)

স্বামী-স্ত্রীর ভালোবাসার উক্তি

উক্তি বর্তমানে খুবই প্রচলিত। সবাই তাদের ভালোবাসাকে শেয়ার করতে চায় মজার মজার উক্তির মাধ্যমে। আর তাই যারা নতুন বিবাহিত বা পুরাতন বিবাহিত। সবারই জন্য উপযুক্ত আমাদের এই মজার উক্তি সমূহ। যে কারো বিবাহ বার্ষিকী পালন করার সময় শেয়ার করতে পারবেন নিম্নোক্ত উক্তি গুলো। সকল প্রকারের বিবাহিত ভাই ও বোনেরা ব্যবহার করতে পারেন এইখানে দেয়া সকল স্বামী-স্ত্রীর ভালোবাসার উক্তি গুলো। এছাড়াও এই উক্তি গুলো শেয়ার করতে পারবেন আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

১.যথেষ্ট পরিমাণ সময় স্ত্রীকে দিন । আর যদি সময় না দিতে পারেন তাহলে তাকে বিশ্বাস করুন। তবেই সংসার যুদ্ধক্ষেত্র মনে হবে না- কবি সুনীল গঙ্গপধ্যায়।

২.যদি আপনি কোন দিন স্ত্রীর কাছে প্রেমিক হতে না পারেন , তবে আপনি একজ কাপুরুষ- কবি কাজী নজরুল ইসলাম।

৩. যদি পারেন তবে প্রতিদিনই স্ত্রীকে বলুন আমি তোমাকে ভালোবাসি । তবে দেখবেন মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে- বিখ্যাত লেখক সত্যজিৎ রায়।

৪. যদি স্ত্রীকে সপ্তাহে একদিন নিয়ম করে ফুচকা খাওয়াতে এবং প্রতি মাসে ঘুরতে নিয়ে যায় তবে স্বামীর শরীর স্বাস্থ্য ভালো থাকে- সমরেশ মজুমদার।

৫. নিয়মিত স্ত্রীর যত্ন নিন, দেখবেন সেও আপনার যত্ন নিচ্ছে- সংগৃহীত।

(স্বামীর জন্মদিনের শুভেচ্ছা অনেক ভাল লাগবে পড়তে পারেন)

স্বামী-স্ত্রীর ভালোবাসার কবিতা

কবিতা কমবেশি সবাই আমরা ভালোবাসি। কবিতা দ্ধারা অনেক সময় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। তাই কবিতা অনেকেই শেয়ার করে তার প্রিয় জনের সাথে । আজকে এখানে এমন এক মজার কবিতা দিব যা আপনার অনেক ভাল লাগবে। আর এই কবিতা যদি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন তাহলে সেও অনেক মজা পাবে।

কবুল করে নিলাম(স্বামী-স্ত্রী )
                  সাইফুল ইসলাম

কবুল করে নিলাম তোমায়
করে ঘরের লক্ষী বধূ।
এখন থেকে আমায় তুমি
ভালবাসবে দিবারাত্রি সুধু।
অনেক প্রহর প্রতীক্ষার পর
পেলাম তোমায় কাছে।
দিব তোমার অনেক সুখ
আমার ভালোবাসা যত আছে ।
দুঃখ তুমি দিওনা প্রিয়
হাসি খুশি থেকো ।
তোমার নরম হাতের ছোঁয়ায়
সংসার সুখের রেখ।
লক্ষ্মী তুমি বলবো আমি
ঘোমটা দিয়ে চলো ।
তুমি আমার সোনা বউ
ভালবাসবে এই কথাটি শুধু বলো।

স্বামী- স্ত্রীর ভালোবাসার ছন্দ

ছন্দে ছন্দে আজকে আমরা এখানে প্রকাশ করতে চাই স্বামী-স্ত্রীর ভালোবাসা। আর আপনারাও আপনাদের ভালোবাসা প্রকাশ করতে পারবেন এই ছন্দ গুলোর মাধ্যমে। এখানে দেয়া প্রতিটি ছন্দই নতুন এবং আনকমন। তাই আর দেরী না করে এগুলো ছড়িয়ে দিন সবার মধ্যে সবাই আপনাকে মজার লোক হিসেবে জানবে।

জীবন ভর ভালোবেসে
করিব তোমায় যতন।
আমায় তুমি কাছে রেখো
ভালোবাসা ‍দিও মনের মতন।

তোমার হাতের পরশ পেলে
লাগে আমার অনেক ভাল।
তুমি কাছে আসলে প্রিয়
জ্বলে আমার হৃদয়ে সুখের আলো।

আমার বুকে ঘুমাও তুমি
চিন্তা তুমি নাহি করো।
তোমায় আমি কথা দিলাম
রাখবো সুখে যত দিন না মর।

ফুল ফুটেছে বাগানেতে
চাঁদ উঠেছে ঐ আকাশে
তুমি বন্ধু দূরে থাকলে
জীবন আমার হয় ফ্যাকাশে।

বেশি কিছু চাইনা বন্ধু
দিও তোমার ভালোবাসা
মরণ পর্যন্ত থাকবো তুমার
এটাই মনে আমার আশা।

স্বামী-স্ত্রীর ভালোবাসার মেসেজ

বিশেষ করে অনেক সময় স্বামী বা স্ত্রী মান অভীমান করে থাকে। আর তখন আদান প্রদান হয় মেসেজ। আপনাদের ভালোবাসা প্রকাশ করার জন্যও ব্যবহার করতে পারেন এখানে দেয়া সুন্দর সুন্দর মেসেজ গুলো । যে মেসেজ দ্বারা আপনার ভালোবাসা আরো বৃদ্ধি পাবে।

১. প্রাণের প্রিয়তমা তুমিই আমার সব। তুমি আমার কাছে থাকলে আমার জীবন হয় সুখময়।

২. তুমি আসবে বলে পথ চেয়ে থাকি।আর প্রতিটি সময় মনে মনে তুমার কথাই ভাবি।

৩. যদি আমার সাধ্য হত, তবে পৃথিবীর সকল সুখ তুমাকে দিতাম। বিনিময়ে শুধু তোমার ভালোবাসা নিতাম।

৪. আজ কত দিন হয় তোমায় দেখি না ! দূর প্রবাশে বসে ভাবি যদি তুমি পাশে থাকতে তাহলেই আমার অনেক সুখ লাগতো।

৫. তুমার প্রতিটা স্পর্শ আমাকে পাগল করে দেয়। তাই প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথাই ভাবি।

শেষ পরিবেষন

স্বামী স্ত্রীর ভালোবাসা লেখাটি আপনাদের মন কেড়ে নিয়েছে । এই বিশ্বাসের সাথে শেষ করছি আজকে এখানে। আবার দেখা হবে কোন এক নতুন লেখা নিয়ে । আপনারা  মাদের সাথে থাকুন। নিয়মিত আমাদের লেখাগুলো পড়ুন। অনেক অনেক সুন্দর লেখা আছে আমাদের সাইটে, যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :

১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি

২. মা নিয়ে কিছু কথা ছন্দ, উক্তি ও মেসেজ

৩. কিছু কথার পিঠে কথা গান

৪. বাপের বেটা কবিতা 

৫.নীরবতা নিয়ে উক্তি, কবিতা

6.Qatar World Cup-2022

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

চোখ নিয়ে কবিতা স্ট্যাটাস ক্যাপশন ও ছন্দ
চোখ নিয়ে কবিতা : গানের ভাষায় বলতে গেলে চোখ যে …

চোখ নিয়ে কবিতা স্ট্যাটাস ক্যাপশন ও ছন্দ

আমি তোমার সাথে কথা বলবো না
আমি তোমার সাথে কথা বলবো না  এই লেখায় সবাই কে …

আমি তোমার সাথে কথা বলবো না

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: ধন্যবাদ জানানোর উক্তি এস এম এস কবিতা ও উপায়
    September 14, 2022

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh