ব্রিটেন কোন দেশের রাজধানী-সবাইকে স্বাগতম জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি লিখাতে। আজকের এই লেখাতে আপনাদের
কয়েকটি প্রশ্নের উত্তর দিব। যে প্রশ্নের উত্তর গুলো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। তাদের প্রশ্নের আলোকেই এই
ধরনের একটি লেখা। আর সেই প্রশ্ন গুলো হল ব্রিটেন কোন দেশের রাজধানী? ব্রিটিশ কোন দেশ? এছাড়াও আরেকটি প্রশ্ন হলো
লন্ডনের রাজধানীর নাম কি? যদিও অনেকের কাছে এই প্রশ্নগুলো হাস্যকর মনে হয়। কিন্তু অনেকেই প্রশ্ন গুলো আমাদের কাছে
করে থাকেন। তাই আপনি যদি ব্রিটেন কোন দেশের রাজধানী এই লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়েন তবে
বুঝতে পারবেন, বা জানতে পারবেন এ বিষয়ে বিস্তারিত।
ব্রিটেন কোন দেশের রাজধানী?
ব্রিটেন কোন দেশের রাজধানী?- গ্রেট ব্রিটেন হলো উত্তর পশ্চিম উপকূল থেকে কিছু দূরে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত
একটি দ্বীপ। সাধারণত এই দ্বীপটির আয়তন হচ্ছে ২২৯৮৪৮ কিলোমিটার। এটি মূলত ইউরোপের বৃহত্তম দ্বীপ হিসেবে বিবেচনা করা
হয়। আর বিশ্বের যতগুলো বৃহত্তম দ্বীপ আছে তার মধ্যে এটি হলো নবম। আর এই দ্বীপটাকে ঘিরে রয়েছে ১০০০ হাজার দ্বীপ।
যুক্তরাজ্যের অঙ্গ এই দ্বীপটি ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের একটি অঞ্চলে বিভক্ত। এদের রাজধানী যথাক্রমে
লন্ডন, এডিনবরা, কার্ডিফ, ও বেলফাস্ট। আর এই আলোচনা থেকে এটি প্রতিয়মান হয়যে ব্রিটেন মূলত কোন দেশের রাজধানী নয়
এইট মূলথ কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। তাই যাদের মনে এই ধরনের প্রশ্ন ছিল তাদের মনের ভূল ধারনা আজ থেকে
আর থাকবেনা বলে আশা করি।
লন্ডন এর রাজধানীর নাম কি?
লন্ডন এর রাজধানীর নাম কি?- যাদের মনে এই ধরনের প্রশ্ন হয় যে লন্ডন কোন দেশের রাজধানী? সাধারণত অনেকেই মনে করে
থাকেন যে লন্ডন একটি দেশের নাম। এই শহরটি পৃথিবীর সকল মানুষের কাছে এতই মুখে মুখে পরিচিত যে, আমরা অনেক সময়
লন্ডনকে একটি দেশ হিসেবে বিবেচনা করে থাকি। আর তাই অনেকেই প্রশ্ন করে থাকে লন্ডন কোন দেশের রাজধানী? তাহলে লন্ডন
সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। লন্ডন হচ্ছে মূলত উত্তর-পশ্চিম ইউরোপের রাষ্ট্র যুক্তরাজ্য রাজধানী শহর। যা
গ্রেট ব্রিটেনের দক্ষিণ অংশে অবস্থিত। আর এই মহানগরীতে প্রায় ৮৮ লক্ষ লোক বাস করে থাকে। যা ইংল্যান্ড ও যুক্তরাজ্যে বৃহত্তম
শহর। তাই এই আলোচনা থেকে এটি প্রতিয়মান হয়যে লন্ডন কোন দেশ নয় এটি মূলত একটি দেশের রাজধানী শহর।
ব্রিটিশ কোন দেশ?
ব্রিটিশ শব্দের অর্থ হলোঃ এটি মূলথ ইংরেজী শব্দ । যা ব্রিটেনের বিশেষনীয় রূপ। এই শব্দটি মূলত Pretannic থেকে ব্যবহার করা
হয়েছে। আর এই শব্দটি ব্যবহার করা হয় ব্রিটেন ও আয়ারল্যান্ডের অধিবাসীদের একসাথে বুঝানোর জন্য। ব্রিটিশ হলো মূলত
ইংল্যান্ড, স্কটল্যান্ড,ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড এর সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র যুক্তরাজ্য। যা অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত আর
এই সকল দ্বীপ এক সাথে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে অভিহিত করা হয়।
ব্রিটেন কোন দেশের রাজধনী এর শেষ বানী
পরিশেষে সবাইকে ব্রিটেন কোন দেশের রাজধানী এ লেখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আপনাদের মনের মধ্যে যত
ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমরা দিব। এছাড়াও যুক্তরাজ্য/লন্ডন বিষয়ে আমাদের আরো অনেক লিখা আছে। আপনি
ইচ্ছে করলে লেখাগুলো পড়তে পারেন। আপনাদের সুবিধার জন্য সেই লেখার লিংক গুলো নিচে দেওয়া হল। এছাড়াও যদি আপনার
আরো কোন ধরনের প্রশ্ন থাকে সে প্রশ্নটিই আমাদের কাছে করতে পারেন। পরবর্তীতে আমি তার উত্তর দিব। প্রথম থেকে শেষ
পর্যন্ত ব্রিটেন কোন দেশের রাজধানী লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরো পড়তে পারেনঃ
যুক্তরাজ্য বা ইউকের জনসংখ্যা কত?
লন্ডনের স্পাউস ও ওয়ার্ক পারমিট ভিসার দাম কত ২০২৩
লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
যুক্তরাজ্য বা ইউকের মুদ্রার নাম কি?
লন্ডন / ইউকে/যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা প্রসেসিং এজেন্সি
লন্ডন/ইংল্যান্ড বা যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা আবেদন ২০২৩
কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা
বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে লন্ডন দূরুত্ব কত?
যুক্তরাজ্য/ লন্ডনে / ইউকে কাজের ভিসা ২০২৩
ইউকে স্পাউস ভিসা প্রসেসিং খরচ ও সময় ২০২৩