বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা : ভালোবাসা হচ্ছে এমন একটি অনুভূতি, যেটা কাউকে দেখানো
যায়না। কাউকে বোঝানো যায় না, যে আমি তোমাকে কতটুকু ভালবাসি। এই ভালোবাসার জন্য কত মানুষ বলি দিয়েছে তার
জীবনকে। আর এই ভালবাসার টানে কত মানুষ ঘর ছেড়েছে। অনেকেই আবার ছেড়েছে তার ধর্ম জাত ও পরিবার।
ভালোবাসা মানে না কোনো জাতপাত, ভালোবাসা মানে না কোন ধর্ম। ভালোবাসায় বিসর্জন দেয় নিজের সমস্ত শক্তি।
আর এই ভালোবাসা দিনটি প্রতিবছরই ঘুরে ঘুরে আসে আমাদের মাঝে ১৪ ই ফেব্রুয়ারি। এই দিনটি সারা পৃথিবির মানুষ
পালন করে থাকে। এখানে ছোট থেকে বড় সকলেই একসাথে পালন করা হয়। সারা পৃথিবীব্যাপীর মানুষ যেমন এই
দিনটিকে পালন করে থাকে তেমনি বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজের কম বয়সি যুবক
যুবতিরা সবাই এই দিনটাকে উদযাপন করে থাকেন।
আর এই দিন উদযাপন করার জন্য চাই সুন্দর সুন্দর এসএমএস ও সুন্দর সুন্দর উক্তি । আর এরই ধারাবাহিকতায় আমরা
আপনাদের জন্য সাজিয়েছি অনেক সুন্দর সুন্দর এসএমএস ও উক্তি । যা আপনি আপনার বন্ধু-বান্ধবদের মাঝে আদান-
প্রদান করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক, সেই সুন্দর সুন্দর
এসএমএস ও উক্তি যা নিচে দেয়া হলো।
বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা
Valentin’s Day বিশ্ব ভালবাসা দিবস এর শুভেচ্ছা: বিশ্ব ভালবাসা দিবস এমন একটি দিন যে দিনে সবার মাঝে ভালবাসার ভাব বিনিময় প্রকাশ করা হয়। সারা পৃথিবীর মানুষ এই দিন টিকে অনেক আনন্দের সাথে পালন করে থাকে। এই দিনে প্রেমিক প্রেমিকা মিলিত হয়ে তাদের ভালবাসার ভাব প্রকাশ করে থাকে। ভালবাসা বিলিয়ে দেয় একে অপরের মাঝে। অনেক কর্ম ব্যস্ততার মাঝে এই দিনটিকে স্মরণ করে থাকে । একে অপরের মাঝে বিভিন্ন প্রকার উপহার বার্তা প্রেরণ করার মাধ্যমেই সাধারনত এই দিনটিকে স্মরণ করি থাকি।
প্রতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের ১৪ তারিখ এই দিনটি পালন করা হয়ে থাকে। তাই আপনাদের এই দিনটি আরো বেশি স্মরণ করার জন্য আপনাদের কিছু বার্তা নিম্নোক্ত প্রদান করা হলো যা আপনাদের প্রিয়জনকে সহ সবার সাথে ভাব বিনিময় করার জন্য ব্যবহার করতে পারবেন।
আসুন আমারা সবাই এই দিনটিকে আরো স্মরনীয় করার জন্য কিছু বার্তা প্রেরণ করি যা আমাদের ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে গন্য হবে। দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো এস.এম.এস পড়বেন যেটি আপনার ভাল লাগে সেটা আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন বিভিন্ন সামাজিক মাধ্যমে অথবা মোবাইলে এস . এম.এস এর মাধ্যমে।
Valentin’s Day বিশ্ব ভালবাসা দিবস এর শুভেচ্ছা এস.এম.এস:
১.আসছে আবার ভালবারসার দিন আমার তরফ থেকে সালাম নিন । ভালবাসবো প্রতিদিন বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা নিন।
2.আমি আছি তোমার আসায় । সকল লোকে জানে ভালবাসা দিবসের এই দিনে তোমায় চাইছি মনে মনে।
৩.আসলো আবার ভালবাসার দিন শোধ হবেনা তোমার ভালবাসার ঋন।
৪.আমি আছি তোমার , আমি থাকব তোমার বিশ্বভালবাসা দিবসের শুভেচ্ছা।
৫. প্রিয়া আমার সাথি তুমি, আমি তোমার জান । বিশ্ব ভালবাসা দিবসে দিলাম তোমায় আমার মন প্রাণ।
৬. আজকে খুশির ভালবাসার দিন বন্ধু আমার সালাম নিন।
৭. তুমি আমার বন্ধু সোনা আমি তোমার জান । ভালবাসা দিবসে দিলাম তোমায় আমার মন প্রান ।
৮. রিক্ত আমি নিঃশ্ব আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালবাসা দিয়ে গেলাম তাই।
৯. যেদিন তোমায় ডেকে ছিলাম দাওনি তুমি সাড়া। আজ আমি অনেক দূরে, তোমায় না পেয়ে দিশেহাড়া।
১০. আসলো ফোনে এস.এম.এস দেখলাম খুলে তুমি। তোমার ভালবাসা পেতে পাগল হলাম আমি।
১১.
ফোন করনা কল দরনা কেমন ভালবাসা । আজও আমি বেঁচে আছি পেতে তোমার ভালবাসা।
১২. হৃদয় মাঝে আছো তুমি মনের ভালবাসায় । সারা জীবন থাকবো আমি তোমায় পাবার আসায়।
১৩. ছোট্ট আমার এস.এম.এস অনেক ভালবাসা , এক দিন আমি তোমার হব এটা আমার আশা।
১৪. ছোট্ট ছোট্ট স্মৃতি গুলো জমা হয়ে থাকে। তোমার আমার ভালবাসা যেন আজীবন থাকে।
১৫.জানুক লোকে জানুক দেশ , তুমিই প্রথম তুমিই শেষ।
১৬. আমি আছি . আমি থাকবো , তোমার কথা মনে রাখবো।
১৭ প্রিয়া তোমার কথাগুলো আমার কানে বাজে । আজও আমি বেঁচে আছি তোমায় পাবার আশে।
১৮. দিন গিয়ে রাত আসে , রাত গিয়ে দিন । কোন দিনও শোধ হবেনা তোমার ভালবাসার ঋন।
১৯. বিশ্ব ভালবাসার এই দিনে মাগো তোমায় মনে পড়ে।
২০.
জানিনা তুমি কোথায় আছো , আছো কতদূরে , ভালবাসার এই দিনে বার বার মনে পড়ে।
২১. আমায় ছেড়ে দূর বিদেশে গেছো তুমি ভালথাকার আশায়। ভাল থেকো সুস্থ্য থাকো নিয়ে আমার ভালবাসা।
২২. ভূল বুঝোনা প্রান প্রিয়া আমি কিন্তু তোমার । তোমার প্রাণে বিরাজ করুক ভালবাসা আমার।
২৩. মন ভূলানো কথা বলে নিয়েছিলে মন। ভুলবে জানি বন্ধু আমায় ভুলতে কত ক্ষন।
২৪. আমি আছি আমি থাকবো তোমার কথা মনে রাখবো।
২৫. দূর থেকে দেখি তোমায় মনে মনে ভাবি । তোমার কছে তুলবো আমি ভালবাসার দাবি।
২৬. ফেসবুক আর ইমু গেটে দেখি তোমার ছবি. তোমার ভালবাসায় পড়ে হয়ে গেলাম কবি।
প্রিয় পাঠক বৃন্ধ আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা আমার এই বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত
পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লেখাকে না পড়ে চলে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ একটু পড়ে আপনার
মূল্যবান মতামত পেশ করুন তাহলে আমি আপনার চাহিদা মত পরের লেখাটি লিখতে পারবো বলে আশা করি। আপনাদের
ছোট ছোট মতামত এবং উপদেশ গুলোকে আমরা আন্তরিকতার সাথে গ্রহণ করবো, এবং পরবর্তী লেখায় তার প্রতিফলন
পাবেন বলে আশা করি। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে খুবই গুরত্ব পূর্ন। তাই দয়া করে মতামত প্রকাশ না
করে কেউ যাবেন না।
(কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল টি দেখুন আর তার জন্য ক্লিক করুন এখানে)
লেখটি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ।
2 comments
Pingback: How to make soil for Garden
Pingback: mothers-day-sms-quotes-image