24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » বেইমান পল্টিবাজ মুখোশধারী সার্থপর মানুষ ঠকানো প্রতারনা নিয়ে উক্তি

Gradings

বেইমান পল্টিবাজ মুখোশধারী সার্থপর মানুষ ঠকানো প্রতারনা নিয়ে উক্তি

24 Favor February 12, 2024

সার্থপর মানুষ নিয়ে উক্তি: স্বার্থপর পৃথিবীতে সবাই যার যার নিজের স্বার্থকে বড় করে দেখে। স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝতে চায় না। আর তাই এই স্বার্থপরতার শিকার হয়ে অনেকে মনে কষ্ট পেয়ে থাকে। কষ্ট পাওয়ার পরেই সে চায় তার বন্ধু-বান্ধবদের সাথে সেই অনুভূতিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্য। আর তাই সেই সময় ইন্টারনেটে খোঁজ করতে থাকে স্বার্থপর মানুষ নিয়ে উক্তি।

আর আপনি যদি সেই রকম কিছু উক্তি খোঁজ করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে আমি এখানে অনেক সুন্দর সুন্দর স্বার্থপর মানুষ নিয়ে উক্তি প্রদান করবো। যেগুলো আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন,এবং আপনার বন্ধু-বান্ধবদেরকে জানাতে পারবেন ।

আমরা যেন সবসময় স্বার্থপর মানুষ থেকে দূরে থাকতে পারি, কারন স্বার্থপর মানুষগুলো বিপদের সময় কাছে পাওয়া যায় না। সার্থপর মানুষ নিয়ে উক্তি এর মাধ্যমে তাদেরকে আমরা চিহ্নিত করব যাতে করে আমরা আগেই সাবধান হতে পারি।

সার্থপর মানুষ নিয়ে উক্তি/স্বার্থপর মানুষ নিয়ে উক্তি

অনেক মানুষ আছে স্বার্থের কারণে বন্ধুত্ব ভুলে যায়। আবার কিছু মানুষ স্বার্থের কারণে পরিচিত লোক কেউ অপরিচিত মনে করে । কারণে এ সমস্ত মানুষ তার নিজের স্বার্থকেই সবসময় বড় করে দেখে। তাদের কাছে বন্ধুত্ব বা সম্পর্কের কোনো দাম নেই। আর তাই সেই সকল মানুষগুলো সমাজের চোখে ঘৃণিত হয়। যদিও তারা সমাজের চোখে ঘৃণিত হয় তবুও তারা বুঝতে পারে না, কারণ তারা স্বার্থপর।

আর তাই স্বার্থপরতা নিয়ে এখানে বেশ কিছু উক্তি দেয়া হলো যেগুলি আপনার অনেক ভালো লাগবে। কারণ এগুলো অনেক মনীষী ব্যক্তির। যারা অনেক জ্ঞানী এবং তাদের বাস্তব জ্ঞান হতে লেখা। আর তাই এগুলো পড়লে আপনি অবশ্যই অনেক মজা পাবেন, এবং আপনার জ্ঞান আরো অনেক বৃদ্ধি পাবে। তার সাথে এই উক্তিগুলো আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের শেয়ার করতে পারবেন।

সর্বদা স্বার্থপরতাকে ক্ষমা করে দিতে হবে। কারণ এর নিরাময়ের কোনও আশা নেই- প্রখ্যাত উপন্যাসিক যেন অস্টেন

সমস্ত আবেগের মধ্যে প্রেম হচ্ছে সবচেয়ে বেশি স্বার্থপর- বিখ্যাত  লেখক আলেক্সান্দ্রে ডুমাস

মানব জাতির সবচেয়ে বড় অভিশাপ হলো স্বার্থপরতা- বৃটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম ই গ্ল্যাডস্টোন 

অন্তরে যতক্ষণ স্বার্থপরতা আছে , ততক্ষণ আল্লাহর প্রতি ভালবাসা স্থাপন অসম্ভব- সংগৃহীত

আমরা অনেক সময় বিশ্বকে সাহায্য করতে চাই । তবে প্রথমে সবাই নিজে সহায়থা করতে চায়- সংগৃহীত

সাধারণত মহান ত্যাগের মাধ্যমে মহান কৃতিত্বের জন্ম হয়। এটা কখনো স্বার্থপরতার ফলে নয়-নেপোলিয়ন হিল বিখ্যাত লেখক। 

বেইমান মানুষ নিয়ে উক্তি

সার্থপর মানুষ নিয়ে উক্তি

সার্থপর মানুষ নিয়ে উক্তি

মীরজাফরের মত মানুষ আগেও যেমন ছিল। তেমনি এখনোও আছে। মীরজাফরের বংশধর পৃথিবীতে ধ্বংস হয়নি। আর তাই বেইমান মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। এরা প্রতিটা কাজে , কথাবার্তা চালচলন মানুষের সাথে বেইমানি করে থাকে । আর এই সকল বেইমানদের নিয়ে এখানে প্রদান করা হলো বেশ কিছু জনপ্রিয় উক্তি।

যে গুলো পড়লে আপনি একজন বেইমান মানুষ সহজেই  চিনতে পারবেন। বেইমান মানুষ গুলোকে লক্ষ্য করে আপনি এগুলোকে সামজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে পারবেন।

জীবনে যদি আমরা আত্নকেন্দ্রিক এবং স্বার্থপর হই তাহলে কোন স্থায়ী সুখ আসবে না- বিখ্যাত লেখক লীন জি রোব্বিন্স

এ পৃথিবীর মানুষ বড়ই স্বার্থবাজ, যতখন স্বার্থ আছে ততখন ভালবাসা আছে। যদি স্বার্থের কারণেই ভালবাসবি তবে আমাকে কেন বলেছিলি আমি তোমাকে ভালবাসি।

আমিই হতবাগা কারণ জীবনের অনেকগুলো দিন আমার বেইমানের সাথে চলতে হয়েছে । আমি আসল বেইমান টিকে চিনতে দেরি করে ফেলিছি।

অনেক মানুষ আছে যার বেইমানি করতে পছন্দ করে । কারণ তাদের রক্তে মিশে আছে বেইমানি।

সৎ মানুষের পুস্বার জান্নাত । আর বেইমানের পুরস্কার হলো জাহান্নাম

পল্টিবাজ নিয়ে উক্তি

এ ধরনের মানুষগুলো অনেক সুবিধা ভোগী । এরা মানুষ হিসেবে ভালো নয়। এরা স্বার্থের কারনে যেকোনো সময় নিজের চেহারা পাল্টে ফেলতে পারে। আর যে কোন সময় সহজেই এক পক্ষ থেকে আরেক পক্ষ নিতে পারে । কারণ এদের পোল্টি দিতে একটু সময়ও লাগে না।

আর তাই এদেরকে উদ্দেশ্য করে এখানে প্রদান করা হলো কিছু পল্টিবাজ নিয়ে উক্তি। যে উক্তি গুলো আাপনি পড়লে অনেক মজা পাবেন। আর এই গুলো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

পল্টিবাজ এবং লোভ, ব্যক্তি বা জাতীয় জীবনে বেশিরভাগ ঝামেলার কারণ হয়ে দাড়াঁয়- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি এস

সব কিছুই তাদের বৈশিষ্ট্য দেখে চেনা যায় । কিন্তু পল্টিবাজদের কোনভাবেই চেনা জায় না ।

সেই দেশের সবচেয়ে বেশি খারাপ অবস্থা । যে দেশের রাজনৈতিক বিদ সবসময় পল্টিবাজ হয়।

মানুষ কখনো পল্টিবাজদের বিশ্বাস করে না । কারণ তাদের অবস্থানের কোন নিশ্চয়তা নেই।

পল্টিবাজ মানুষগুলো সমাজে সবচেয়ে ঘৃণিত । কারণ এদের সবাই খারাপ চোখে দেখে।

মুখোশধারী মানুষ নিয়ে উক্তি

আমাদের চারপাশে কিছু লোক থাকে যারা মুখোশধারী। যাদের মুখোশের আড়ালে থাকে নোংরামি। এরা মানুষ হিসেবে খুবই খারাপ। আর তাই এদের চেনা বড় দায়। কারণ মুখোশধারী হবার কারণে এদের চেনা যায় না।

তাই এদের থেকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আর তাই আসুন কি ভাবে আমরা মুখোশধারীদের থেকে সাবধান থাকতে পারি সেই বিষয়য়ে উক্তির মাধ্যমে এখানে, আমরা দিকনির্দেশনা প্রদান করবো।

আমাদের প্রতিটি মুখ হাজার হাজার মুখোস নিয়ে জন্মগ্রহণ করে- বিখ্যাত মার্টিন ‍রুবীন

আমরা সকলেই মুখোস পরে থাকি। কারণ এটা পড়তে পছন্দ করি এটা দ্বারা আমরা সবসময় নিজেকে আলাদা করে রাখতে পারি- কিম ইন্নয়ন।

আমি একজন মুখোশধারীর থেকে সৎ লোক কে বেশি পছন্দ করি- সংগৃহীত

মুখোশধারী লোকগুলোই সমাজে বেশি দেখতে পাবেন। একটু আড়াল থেকে দেখলেই তাদের আসল চেহাড়াটা দেখতে পাওয়া যায় – 24favor.com

একজন মুখশোধারীর হৃদয়ে কখনো সত্যিকারের ভালবাসা থাকতে পারে না। কারণ তার প্রতিটা বিষয়ই অভিনয়-– 24favor.com

প্রতারণা নিয়ে উক্তি

কিছু মানুষের স্বভাব হচ্ছে প্রতারণা করা। এরা সমাজে  প্রতারনা করে প্রতিনিয়ত । আর তাই এরা চায় মানুষকে প্রতারণা করে ঠকাতে। আর এই সমস্ত মানুষ সমাজে অহরহ দেখা যায়। এই সমস্ত প্রতারকদের নিয়ে এখানে দিয়েছি কিছু উক্তি, যদি আপনি কখনো প্রতারকদের দ্বারা প্রতারিত হয়ে থাকেন ।

আর সেই প্রতারক হয় ‍যদি আপনার পরিচিত কেউ। তাহলে তাকে আপনি ইচ্ছে করলে এই উক্তি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে , তাকে অপমান করতে পারবেন।

যদি কারো প্রতারণার জন্য পর্যাপ্ত সময় থাকে তবে প্রতারণা নিয়ে ভাবারও যথেষ্ট সময় ছিল।

ধোঁকাবাজ ব্যক্তির সাথে আমার কোন সম্পর্ক নেই- সহিহ মুসলিম-১৮৫

কখনো কোন সম্পর্ক নিয়ে প্রতারণা করতে নেই। আপনার যদি পছন্দ না হয় আপনি চলে যান- সংগৃহীত

প্রতারণা করে কখনো জেতা জায় না।এটি দ্বার শুধু বার বার হেরেই যেতে হয়।

লোভী ব্যাক্তি আর প্রতারক এদের মধ্যে পার্থক্য নেই ।সময় পেলে এদের চেহেরা একই- 24favor.com

মানুষ ঠকানো নিয়ে উক্তি স্ট্যাটাস কবিতা 

প্রতিদিন আমরা কারো না কারো দ্বারা ঠকে আসছি। ভাই তার বোনকে ঠকাচ্ছে ভাই ভাই কে ঠকাচ্ছে । এভাবে আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রিয় জীবনে সবাই সুযোগ পেলেই যেন ঠকানোর প্রতিযোগীতায় নেমেছে। আজ সমাজে শুধু ঠকবাজদেরই দেখা মিলে। আর আমি আপনি যেন সবসময় এই ঠকাবাজদের থেকে দূরে থাকতে পারি। তরা জন্য এখানে প্রদান করা হলো কিছু সুন্দর উক্তি যেগুলো ঠকবাজ চিন্তে সহায়তা করবে।

মানুষ ঠকানো নিয়ে উক্তি:

এখানে মানুষ ঠকানো নিয়ে বেশ কিছু মজার উক্তি প্রদান করা হলো যা আপনার ভাললাগবে। তাই নিচে দেখে নিন সুন্দর সুন্দর সেই উক্তিগুলো।

যদি কাওকে অন্ধের মতো  বিশ্বাস করো ,
তবে তা হলো
তাকে প্রতিনিয়ত সুযোগ করে দেওয়া,
যাতে করে সে তোমাকে সহজেই নিয়মিত
ঠকানোর মত কাজটি করতে পারে।

একবার যদি কাইকে ঠকানোর পর
তুমি আবার তাকে পুনরায় ঠকাতে পারো
তবে বলা যায় সে তুমার কাছে
নিজেকে সস্তা করে ফেলেছে।

কাউকে ঠকাইলে
নিজেরও ঠকতে হয় ।
এই কথা সকল গুণি জনে কয়-
24favor.com

কাউকে ঠকিয়ে তুমি মনে করোনা
তুমি জিতে গেছো হয়তবা
যে লোকটি ঠকে গেছে
সে তোমাকে জিতিয়ে দিয়েছে।

সমাজের প্রতিটা স্তরে শুধু
ঠকবাজদের স্থান । 
ভালমানুষ গুলোকে তারা
এখন বোকা মনে করে থাকে।

মানুষ ঠকানো স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই স্ট্যাটাস দিতে পছন্দ করে থাকি। আর তাই নেটে খোঁজ করতে থাকি বিভিন্ন ধরনের স্ট্যাটাস গুলো। আর যারা মানুষ ঠকানো নিয়ে স্ট্যাটাস খোঁজ করতেছেন তাদের জন্য এই গুলো অনেক উপযুক্ত আপনি ইচ্ছে করলে এগুলো শেয়ার করতে পারবেন সবার সাথে।

ঠকাইলে ঠকতে হয় 
এই কথা সবাই কয়।

 

জীবনে কাউকে ঠকানোর আগে
নিজেকে নিয়ে ভাবতে হবে।
আজ যাকে সহজ মনে করে ঠকাচ্ছ
একদিন তুমাকেও সহজ মনে করে ঠকাবে।

 

কাউকে ঠকিয়ে খুসি হবার কোন কারণ নেই।
কারণ তুমি যাকে ঠকিয়েছো সে হয়তবা 
তোমাকে সরল মনে বিশ্বাস করেছিল।

 

ঠকানো মানুষগুলো জিতে যায় একবার
যে জেনেও ঠকে যায়, সে জিতে যায় বার বার।

 

কাউকে সহজ মনে করে ঠকিও না
কারণ তোমার বিপদের সময় সেই  তোমার
সহযোগী হয়ে কঠিন সময়ে পাশে এসে দাাঁড়াবে
তোমাকে সাহায্য করার জন্য। 

মানুষ ঠকানো নিয়ে কবিতা

অনেক সুন্দর এই কবিতা গুলো। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি । আপনি যদি একবার পড়েন এই কবিতা গুলো, তাহলে আপনার অনেক ভাল লাগবে।

কবিতা- অভ্যাসে বসি ঠকানো
কবি- 24favor.com

নিজের অভ্যাসে বসি নিজের গালের পরে চর কষি
মনটা আমার কুসুমের মত পড়েছে প্রেমের জ্বরে।
থাকি বসে তবু,আঁকি কাঁচা হাতে,চক্ষু নিশীথে মেলি,
আর আমি ঘুমের ওষুধে যেন শুধু মৃত্যুর খেলা খেলি।
আমার চোখের নিরবতা দেখে, যদি কাছে এসে যাও,
তবে ‍তুমি যাও! অভিমাণে বল একটু কাছে চাও
যদি শেষে চাও , এত স্রোতে ভেসে আমার নরম হাত,
মেলে দিয়ে হাত , নেবো জড়িয়ে দেখাবো না অজুহাত।
অপেক্ষারতা পার্কের পাশে জীবনের সহচরী
আমার মিষ্টি কবিতা তোমার ব্যগেতে ভরি।
ফুচকার দাবি, একলাই খাবি.বেসনেই যেটা গড়া,
চাপানো পাথর বুকের উপর আমার জন্য সরা!
জীবনের অন্তহীন রাস্তা যাবো পাশাপাশি,
সূক্ষা কোণায় পাশাপাশি তুমি এখনও অভ্যাসই,
আমি অভ্যাসই বলি ,চুমু খাওয়া গলি অথর্ব হই খালি।
তুমারটাকে কান্না বল,আর আমি চোখের বালি।
শখ থাকে মনে একসাথে হেঁটে যাবো চিরকালই,
নিয়মমাফিক ভাবে প্রাক্তন পায় ঠকানোর গালাগালি।
হলে না তুমি প্রক্তন,তোমাকে আমি হারাবো।
তাই তুমি গিয়ে দূরে শুধু আমার কথা ভাবো।
আসলে শুধু বলা এটা ভয় , ওটা আসলে পরাজয়।
পরাজয় নিয়ে মাথা নীচু করে বসি,
তবুও তোমায় পাইনা থেকে যাই দোষি।

ঠকাইলে ঠকতে হয়
               কবি- 24favor.com

ছিল এক গোয়ালিনি দুধে দিল জল,
দেড়গুণ লাভ পেয়ে সে হাসিতে খলখল।
দুধ বিক্রির টাকায় কিনতে গেল চাল,
দোকানদার দিল তাকে শিলা ভরা চাল,
ওজনেও কম দিল কেন এই ফল ?
মোটা লাভ পেয়ে মুদি হাসিতে উজ্জ্বল।

দোকানি গেল বাজারে কিনিল সে মৎস্য,
চোখ ঘোলা টাটকা মাছ বুঝল না রহস্য।
ফরমালিন দেওয়া তাতে কিনিল সে তাই,
মাছওয়ালা হেসে বলে জিতে গেলে ভাই,
তারপরে খবর আসে মাছওলার কাছে
পোলায় ভেঙেছে ঠ্যাং চড়েছিল গাছে।

চিকিৎসার জন্য তারা গেল হাসপাতাল,
দুর্ভাগ্যবশত তাকে দেখিল দালাল।
দালালের খপ্পরে সে পড়ে গেল হায়!
চিকিৎসার টাকা নিয়ে দালাল পালায়।
মাছওয়ালা ভাবে মনে কেন এই ফল ?
চোখেতে ধরে না পানি দেখে তার হাল।

এক পুলিশ দেখে সে করিল নালিশ,
গোপনে ধরে পুলিশ করে মিল মিশ।
এক আনা তাকে দিয়ে নিল তিন আনা,
ঘরে পুলিশের ছেলে ট্যাঁকে হাত মানা।
তবুও হাতালো ছেলে নোট কয় খানা,
বন্ধু-বান্ধব নিয়ে সে গেল শুঁড়িখানা।

(বিঃদ্রঃ দয়া করে কেউ  এই কবিতার কোন অংশকে খারাপ হিসেবে নিবে না। এখানে সকল পেশাকেই রুপক অর্থে গণ্য করা হয়েছে। কেউকে ছোট করা বা হেয় করার জন্য নয়।)

স্বার্থ নিয়ে উক্তি

সবাই আমরা নিজের স্বার্থকেই আগে বড় করে দেখি। অন্যের স্বার্থকে আমরা কখনই মূ্ল্যায়ন করিনা। আর তাই সমাজে প্রতিনিয়ত দেখা যায় সংঘাত। যদি আমরা নিজের স্বার্থকে বড় করে না দেখে, একই সাথে অন্যের স্বার্থকেও গুরুত্ব দিতাম। তবে সমাজে এত জামেলা বা সংঘাতের সৃষ্টি হতো না। তাই আসুন আমরা কিভাবে নিজের স্বার্থের সাথে আপরের স্বার্থও রক্ষা করতে পারি সেই বিষয়ে কিছু মূল্যবান উক্তি প্রদান করবো।

নিজের স্বার্থের জন্য চলার জন্য কোন ব্যক্তিকে স্বার্থ পর বলা হয় না। যখন সে তার প্রতিবেশীর প্রতি অবহেলা করার জন্য তাকে স্বার্থপর বলা হয়- প্রখ্যাত দার্শনিক রিচার্ড হোয়াটলি।

বিশ্বাষঘাতকতা কখনোই নিরাপদ নয়  এবং জীবনে যদি তুমি স্বার্থপর হও, তবে কখনই তুমি সুখি হতে পারবে না- সংগৃহীত।

জীবনে সুখ কখনো স্বার্থপরতা দিয়ে আসে না। একে অর্জন করতে স্বার্থহীনতার প্রয়োজন- সংগৃহীত

আমাদের সবাইকে সকল ধরনের অজ্ঞতা , সকীর্ণতা এবং নিজের স্বার্থপরতার মেঘের উপরে উঠে আসা উচিত- বিখ্যাত শিক্ষাবিদ জনাব বুকর টি

প্রত্যেক মানুষ নিজেকে ভালবাস একই সাথে নিজের যত্ন নেওয়া এবং নিজের সকল ধরনের সুখকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপর নয়। এটি সবার জন্যই প্রয়োজন- সংগৃহীত।

শেষ কথাটিও অনেক সুন্দর

আশাকরি সার্থপর মানুষ নিয়ে উক্তি  আপনাদের অনেক ভাললেগেছে। সবসময় আমাদের সাথে থাকুন আরো অনেক মজার মজার বিষয় আছে এই সাইটিতে আপনি ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন আমাদের মূল সাইটিতে । এখানে ২০৫ + লেখা আছে যা আপনার ব্যাক্তিগত জীবনে কাজে লাগবে। কারণ এখানে অনেক বিষয় আছে যা আপনার দরকার ।

কিন্তু এখানে সবগুলো বিষয় বলা সম্ভব নয় তাই মূল সাইটি এখানে দিলাম ক্লিক করুন এখানে ( https://24favor.com) এবং আপনার প্রয়োজনীয় বিষয়টি পড়ে দেখতে পারেন। আর ভাল লাগলে শেয়ার করবেন । আর খারাপ লাগলে লিখবেন। ধন্যবাদ কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত সার্থপর মানুষ নিয়ে উক্তি  পড়ার জন্য।

আরো যে বিষয় গুলো পড়তে পারেন তাহলো :

১. জীবন নিয়ে সেরা ২৫০ টি কথা .উক্তি

২. মা নিয়ে কিছু কথা ছন্দ, উক্তি ও মেসেজ

৩. কিছু কথার পিঠে কথা গান

৪. বাপের বেটা কবিতা 

৫.নীরবতা নিয়ে উক্তি, কবিতা

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

জীবন নিয়ে সবচেয়ে সেরা ২৫০টি কথা, উক্তি ও ছবি
জীবন নিয়ে কিছু কথা: সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি …

জীবন নিয়ে সবচেয়ে সেরা ২৫০টি কথা, উক্তি ও ছবি

ফেসবুকে দেওয়ার জন্য ঈদের নতুন ফানি স্ট্যাটাস
ফেসবুকে দেওয়ার জন্য ঈদের নতুন ফানি স্ট্যাটাস: ঈদ আসলেই আমরা …

ফেসবুকে দেওয়ার জন্য ঈদের নতুন ফানি স্ট্যাটাস

About The Author

24 Favor

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh