অভিমানী ভালোবাসার ছন্দ

অভিমানী ভালোবাসার ছন্দ: যে যত বেশি ভালবাসে তার মান অভিমানের পরিমাণও বেশি থাকে। ভালোবাসার মধ্যেই থাকে সকল মান অভিমান। যে যাকে যতবেশি ভালবাসে তার প্রতি তার অভিমানটাও বেশি থাকে। আর এই মান-অভিমান গুলো প্রকাশ করতে চায়  অভিমানী ভালোবাসার ছন্দ দিয়ে। আর এভাবেই চলেছে আমাদের জীবন।

আমরা অনেক সময় ভালবাসার মানুষের সাথে অভিমান করে থাকি আর সেই অভিমানগুলো ভালোবাসার ছন্দের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করি। সেই অভিমানগুলো প্রকাশ করার জন্য ছন্দের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকি যাতে করে আমাদের ভালোবাসার মানুষটি জেনে যায় অভিমানের কথা।

এতে করে সে বুঝতে পারবে তাকে সে কতটুকু ভালবাসে। আর তাই আমরা এখানে সাজিয়েছি সুন্দর সুন্দর ছন্দ যা আপনাকে ভালবাসা প্রকাশে আরো সহযোগীতা করবে।

অভিমানী ভালোবাসার ছন্দ / অভিমানী ছন্দ/ ভালোবাসার ছন্দ

যাদের মনে বেশি ভালোবাসা থাকে তারাই বেশি অভিমানী হয় । আর  এ ক্ষেত্রে মেয়েরা অনেক এগিয়ে। মেয়েরা সবচেয়ে বেশি পরিমাণ ভালবেশে থাকেন। কারন তারা যাকে ভালবানে তাকে মন প্রাণ উজাড় করে ভালবাসে। যার ভালোবাসায় থাকেনা কোন প্রকার  ছলনা। কিন্তু যাদের ভালবাসায় ছলনা আছে তাদের ভালোবাসায় অভিমান নেই।

তাই যারা অন্তর থেকে প্রকৃত ভালবাসা দেয় তাদের অভিমান কে আমরা স্বাগত জানাই। তাদের অভিমানকে ভালোবাসায় রূপান্তরিত করার জন্য সুন্দর সুন্দর ছন্দ প্রদান করব, যে ছন্দ গুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিতে পারবেন আপনার বন্ধুকে আপনি কতটুকু ভালোবাসেন তাকে। এটা মূলত ভালোবাসারই বহিঃপ্রকাশ।

ভালবেসেছি, ভালবাসবো।
তোমার জন্য আজীবন অপেক্ষা করব।

 

দুই চোখের মাঝে যতটুকু দূরত্ব,
তার চেয়েও কম দূরত্ব তোর আর আমার মনের মাঝে।
এভাবেই মন থেকে ভালোবাসতে চাই তোকে আজীবন ,
কখনো ভুলে যাস না আমাকে।
রেখে দিস তোর মনে আজীবন ।
যেখানে আর কেউ নেই।

 

মনের ব্যাথাটা কি করে তোকে দেখাবো,
যখন তোর কথা মনে পড়ে।
মনটা ব্যথায় শুধু কাঁদতে থাকে।
আর তোকে কাছে পেতে ইচ্ছে করে।

 

মনকে বলেছি তাকে কাছে পেতে চেষ্টা করো না ।
কারণ সে এখন আমার থেকে অনেক দূরে,
আল্লাহর কাছে এই প্রার্থনা,
তুমি আমার প্রিয়তমার কাছে নিয়ে,
তাকে আদর করার তৌফিক দান করিও।

 

হাজারটা বন্ধু চাই না।
হাজারটা ভালো মানুষ চাইনা।
শুধু তোকে চাই ।
জীবনেও তোকে চাই,
মরনেও তোকে চাই।

অভিমান নিয়ে উক্তি

 অভিমান ভালো কিন্তু রাগ ভালো না। অভিমান ভালো কিন্তু ছলনা ভালো না। আমরা অনেকেই কোনটি ভালোবাসা আর কোনটি অভিমান, আর কোনটি ছলনা সেটা প্রকৃতপক্ষে বোঝতে পারি না। এই জন্য অনেকেই অভিমানকে ছলনা ভেবে অনেক সময় আমারও ভুল করে থাকি।  তাই কাউকে ভালবাসলে কোনটি অভিমান কোনটি ছলনা সেটা বুঝতে হবে।

আর যারা এই অভিমান করে থাকেন তাদের মনে থাকে আঘাত ভালোবাসা । তাদের ভালোবাসায় থাকে না কোন ছলনা। তাই তাদের জন্য কিছু  সুন্দর সুন্দর উক্তি। যেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিতে পারবেন।

হাজারো কষ্ট মনে কেউ দেখেনা।
বনের আগুন দেখা গেলেও ,
মনের আগুন দেখার মানুষ নেই।

 

তাকে হারিয়ে দুঃখ করে লাভ কি?
 সে তো কোনদিন আমার ছিলোই না।
আমিই শুধু তাকে মিস করতাম।
সে তো আমাকে কখনো মিস করত না।

 

কাউকে আর মনের দুঃখ বলবো না।
কারণ কেউ দুঃখ বুঝতে চায় না।
সবাই শুধু আমার দুঃখ গুলোকে নিয়ে উপহাস করে।

 

কার সাথে অভিমান করবো ।
সে তো ভালবাসার মানেই  বুঝেনা।

 

আমার অভিমান দেখার-
সময় এখন আর তার নেই।
এখন সে অন্য কারো ।
একসময় সে আমার জন্য বসে থাকতো
আর এখন আমি তার জন্য বসে থাকি।

অভিমানী ভালোবাসার স্ট্যাটাস

অভিমানিরা বেশি কষ্ট পায়। আর মেয়েরাই হয় বেশি অভিমানী। তারা অভিমানী হবার কারণে জীবনে অনেক কষ্ট পায়। হাসিমুখে বরণ করে নেয় সকল দুঃখ গুলো। অনেক সময় দেখা গেছে তাদের অভিমানের কারণে তারা নিজেরা জীবনকে পর্যন্ত বিলিয়ে দিয়ে থাকে। তাদের  অভিমান তারা কখনো প্রকাশ করে না। আবার কখনো তারা নিভৃতে চোখের জল ফেলে ।

আবার কেউবা অভিমানের কারণে নিজের জীবনকে বিলিয়ে দেয়। আমরা চাই না কারো জীবন এভাবে বিলিয়ে দিক। আমরা চাই আমাদের অভিমানকে ভালবাসায় প্রকাশ করে, নিজের মনটা হালকা করতে। আর যারা মনের অভিমান প্রকাশ করে মনকে হালকা করতে পারেন না, তাদের জন্য নিয়ে এসেছি এখানে সুন্দর সুন্দর উক্তি ।

যেগুলি আপনারা শেয়ার করে আপনার মনের দুঃখ প্রকাশ করে নিজে হালকা হতে পারেন।

হায়রে ভালোবাসা
শুধু দুঃখই দিলি
একটু সুখ দিয়ে দেখলি না।

 

প্রতিদিন মনে করি তোর সাথে কথা বলব না।
কিন্তু কথা না বলে একটা দিনও থাকতে পারি না।
তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি।

 

যদি কোন দিন আমাকে ভুলে যাও
তবে আমাকে জানিয়ে দিও।
তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না।
তুমি ভুলে যাওয়ার আগেই মরে যাব।

 

প্রতিদিন ঘুমের ঘোরে-
কান্না করে ওঠি তোকে
হারিয়ে ফেলেছি বলে। তুই ছাড়া আর কেউ নাই।
আমার কল্পনা জুড়ে

 

ভালোবাসা না দিলেও ঘৃণা দিও না।
 করণ তোমকে আমি অনেক 
বেশি ভালবেসে ফেলেছি।
তোমার দেয়া অঘাত সইতে পারবো না।

মেয়েদের রাগ নিয়ে উক্তি

মেয়েদের মনে যেরকম ভালবাসার পরিমাণ বেশি থাকে। ঠিক তার উল্টোটাও হয়ে থাকে অর্থাৎ তাদের রাগের পরিমানও বেশি । তারা যখন রাগ করে তখন তাদের আবেগের পরিমাণ বেড়ে যায় কয়েক গুণে। তাই তাদেরকে আমরা সবসময় রাগ করা থেকে বিরত রাখার চেষ্টা করব ।

তারপরেও যদি আপনার রাগ হয়ে যায় আপনি আপনার রাগ প্রকাশ করতে পারেন নিম্নোক্ত উক্তির মাধ্যমে। বুঝিয়ে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষটিকে আপনারা রাগ হয়েছে।  যেন আপনি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।

তুই ছিলিনা আমার যোগ্য
তার পরেও তোকে ভালবেসে ছিলা
এটাই ছিল আমার জীবনের ভুল।

 

রাগ করলে তোমাকে লাগে ভাল 
ছড়ায় মুখে অন্ধকার কালো।
আবার যখন হাঁসো তুমি
ছাড়ায় তখন মধূর আলো।

 

তোর রাগ আর তোর অহঃকার 
আমার জীবন করে দিল ছাড় খার।

 

রাগ করাটা তোর প্রতিদিনের স্বভাব।
আর তোর রাগ দূর করাটা  আমার স্বভাব।

 

কি করে পারলি আমাকে ভুলে থাকতে
তুই তো এমন ছিলিনা ।
কাছে আসতি আমি ডাকতে।

(কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের এই চ্যানেলটি দেখতে পারেন। এখানে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন।)

 

শেষ কথাটাও অতি সুন্দর

মনের অবেগী অভিমান দিয়ে যারা উপরোক্ত ছন্দগুলো বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। তাদেরকে একটি বিষয় অনুরোধ করছি, আমরা কাউকে যেন আঘাত করার জন্য এগুলো ব্যাবহার না করি । কারণ আমাদের সবারই মনে রাখতে হবে আমরা যাদের সাথে বা যাদের উদ্দেশ্য এই শব্দগুলো ব্যবহার করব, তারাও কারো না কারো বোন কারো ওয়াইফ।

তাই সব সময় নিজের মা বোনদের কথা স্মরণ রেখেই আমরা অন্যজনকে সেই হিসেবে দেখব। কারো যেন কখনো অসম্মান না হয়। সে ব্যাপারে সবসময় সচেষ্ট থাকতে হবে। আমার ছন্দ গুলো পড়ে আপনার ভাল লাগলে দয়াকরে আমাদেরকে কমেন্ট করে জানাবেন । আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ছন্দ দিব।

আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যেন তারাও আপনার এই আনন্দে অংশীদার হতে পারে । ধন্যবাদ আপনাকে কষ্ট করে লেখাটি পড়ার জন্য।

আরো পড়তে পারেন:

১. মোবাইল ফোন রেজেষ্ট্রিশন করার উপায়।

২.  ১০ হাজার টাকার মধ্যে ভাল মোবাল।

৩. স্যামসাং মোবাইল ফোন বিস্তারিত।

About 24 Favor

Check Also

শুক্র বারের শুভেচ্ছা

শুক্রবারের শুভেচ্ছা বিনিময়-এসএমএস,ছবি এবং উক্তি-Friday Wishing ,SMS & Quote

শুক্রবারের শুভেচ্ছা:-প্রতিটি দিন মুসলমানদের জন্য শুভ দিন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিন হচ্ছে শুক্রবার । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *