নিজেকে পরিবর্তন নিয়ে উক্তি

নিজেকে পরিবর্তন নিয়ে উক্তি:  সময় যে রকম বদলায় ঠিক তেমনি বদলায় মানুষের রুচি অভ্যাস সহ সবকিছু । যারা বুদ্ধিমান তারা সবসময় সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে থাকে। আর নিজেকে পরিবর্তন করার মাধ্যমেই তারা নতুন এর সাথে নিজেকে খাপ খাইয়ে চলে। আবার অনেকেই আছে যারা স্বার্থের কারণে নিজেকে পরিবর্তন করে। কিন্তু এরকম পরিবর্তন কোনোভাবেই উচিত নয়। আমাদের পরিবর্তন হওয়া উচিৎ ইতিবাচক।

আমরা যেন নিজেদেরকে ইতিবাচক পরিবর্তন করতে পারি। আর সেটা নিজের জন্য যেরকম ভালো, তেমনি সমাজের জন্যও ভাল। আর তাই নিজেকে পরিবর্তন করার জন্য আমরা কিছু উৎসাহমূলক উক্তি প্রদান করব। যে উক্তিগুলো আপনাকে পরিবর্তন করতে সহযোগিতা করবে। কারণ আমরা চাই সবার ইতিবাচক বা ভালোর দিকের পরিবর্তন।

তাই আসুন নিজের দায়িত্ব, নীরবতা , দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ আরো কিছু বিষয়ে আমরা নতুন নতুন কিছু উক্তি প্রদান করবো । নিজেকে পরিবর্তন নিয়ে উক্তি গুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে, আপনার বন্ধু-বান্ধবদেরকে জানিয়ে দিতে পারবেন। আপনি পরিবর্তন হতে চান, এবং তাদের কেউ পরিবর্তন হওয়া উদ্বুদ্ধ করতে পারবেন।

মানুষ কেন বদলে যায়?

মানুষ মরে গেলে পঁচে যায়। আর বেঁচে থাকলে বদলায়। একথার ধারাবাহিকতা বলা যায়, আমরা জীবনে কারণে বা অকারণে আমাদের নিজেদেরকে বদলাতে থাকি। কারণ প্রতিনিয়ত মানুষের রুচির, অভ্যাসের পরির্তন  হতে থাকে । আর সময়ের সাথে সাথে মানুষের বদলানোর জন্য যে বিষয় গুলো দায়ী সেই সকল কারণসমূহ নিম্নে উল্লেখ করা হলো।

  • মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে।
  • যদি কারও অবস্থার পরিবর্তন হলে।
  • দেশের পরিবর্তন হলে।
  • ভাষার পরিবর্তন হলেও মানুষ বদলায়।
  • বিপদে পড়লেও মানুষ বদলায়।
  • সুযোগের কারণে  ইত্যাদি।

সময়ের সাথে মানুষের পরিবর্তন

সময় এমন একটা গতিময় প্রবাহ। যার কবলে পড়লে সবােইকে পরিবর্তন করে ফেলে। আর তাই সময়কে কেন্দ্র করেই মানুষ তার নিজের কে পরিবর্তন করে নেয়। সময় যত ঘোড়াচ্ছে মানুষের রুচির অভ্যাসের খাদ্যের বাসস্থানের সবকিছুর পরিবর্তন হচ্ছে। তাই বলা হয় সময় হচ্ছে এমন একটি জিনিস যা মানুষকে বদলাতে দেরি করেনা।

আর মানুষ গুলো নিজেদেরকে সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন করে নিচ্ছে । সময় যত বাড়ছে মানুষের রুচি ও অভ্যাস সবকিছুই  পরিবর্তন হয় । আর এই ভাবেই সময়ের সাথে মানুষের পরিবর্ত হচ্ছে।

নিজেকে পরিবর্তন নিয়ে উক্তি

অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সময় বদলায় দিন বদলায় কিন্তু সে নিজেকে কখনোই বদলাতে চায় না। নিজেকে সে সেই আগের জায়গায় দেখতে বা রাখতে চায়। আর তাই সে তার আগের অভ্যাসকে প্রাধান্য দিয়ে একটি জায়গায় পড়ে থাকতে চায়। আর এই সকল মানুষ এক সময় সমাজের বোঝা হয়ে দাঁড়ায় । আর তাই আপনি সমাজের সাথে, দেশের সাথে  নিজেকে তাল মিলিয়ে পরিবর্তন করে নিন।

আর আপনার এই পরিবর্তন হওয়াকে আরও সহজ করতে আমরা নিয়ে এসেছি কিছু উক্তি। যে উক্তি গুলো পড়ার মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করে নিতে পারবেন। একই সাথে এই উক্তিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সবাইকে পরিবর্তন হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারবেন।

পৃথিবীর সবকিছুই পরিবর্তন হবে
কোন কিছুই আজকের মত থাকবে না
তাই তৈরী করো নিজেকে আর তার সাথে
নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে।

 

যদি কোন বিষয়ে তোমার
মধ্যে সংশয় বা দ্বিদা দন্দ
দেখা দেয় ,তখন তা আমাদের
পরিবর্তন করে ফেলতে হবে।
                       লেখক লিলি লিয়ুং

 

যদি কেহ শুধু হৃদয়ের দিক দিয়ে
মনোভাবের কিছুটা পরিবর্তন করে
তবে সে এক নিমেশেই তার 
সকল দিকের পরিবর্তন করতে পারে।
                                         জনাব টোড স্টকার

 

প্রত্যেকের জীবনে তখনই
পূর্ণতা পায়, যখন দেখা যায়
প্রত্যেকের জীবনেই দেখা যাবে
ছোট ছোট পরির্তন শুরু হয়।
                                   প্রখ্যাত লিও টলস্টয়।

প্রতিটা পরিবর্নত এর মধ্যেই রয়েছে
অনেক নতুনের ক্ষমতা আর এই 
সকল বিষয় চিন্তা না করে আসুন

নিজেকে পরিবর্তন করার উপায়

আপনি অনেকভাবে চেষ্টা করতেছেন, নিজেকে পরিবর্তন করার জন্য । কিন্তু কোনভাবেই নিজেকে ইতিবাচক পরিবর্তন করতে পারছেন না। আর এই সমস্যাটি অনেক মানুষের ক্ষেত্রেই দেখা যায় । আমরা অনেকেই নিজেকে খুব সহজে পরিবর্তন করতে পারি না। কারন আমরা একটি অভ্যাসের চক্রে সবসময় ঘুরতে থাকি।

আর সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা টা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আর তাই যারা এই রকম সমস্যায় আছেন, তাদের জন্য আমরা কিছু উপায় বলে দিব। যে উপায়গুলি অবলম্বন করলে আপনি নিজেকে ভালোর দিকে পরিবর্তন করতে পারবেন। তো চলুন দেখা যাক কি কি উপায়ে নিজেকে  আমরা ভালোর দিকে পরিবর্তন করতে পারি।

  • নিজেকে পরিবর্তন করার ইচ্ছা প্রকাশের মাধ্যমে।
  • সু-শিক্ষা গ্রহণের মাধ্যমে।
  • ভালপরিবেশে নিজেকে নিয়ে যাওয়ার মাধ্যমে।
  • নিজের খারাপ অভ্যাস গুলোকে বাদ দেয়ার মাধ্যমে।
  • প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে । আর ছোট ছোট পরিবর্তন গুলো নিজের জীবনে যোগ করতে হবে।

মানুষ চিনতে ভূল করা নিয়ে উক্তি

ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়। মানুষকে কি দেখে চিনবো বল। আপনি ইচ্ছে করলে যেকোন মানুষকে চিনতে পারবেন না সে ভাল না খারাপ। তাই মানুষ চেনা বড়ই কঠিন। আমরা প্রতিনিয়তই মানুষ চিনতে ভুল করে ফেলি । আর সেই ভুলের মাশুল অনেক সময় নিজের জীবন দিয়েও দিতে হয়। তাই মানুষ চিনতে যেন ভুল না করি । সেই বিষয়ে সতর্ক করার জন্য এখানে আমরা বেশ কিছু আনকমন এবং শিক্ষামূলক উক্তি দিব।

যে উক্তিগুলো আপনাকে মানুষ চিন্তে সহজ করবে। সহজেই আপনি ভালো মানুষ ও খারাপ মানুষ কে আলাদা করে ফেলতে পারবেন। আর এই উক্তিগুলো আপনি অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। যাতে করে আমরা সবাই ভালমানুষ চিনে নিতে পারি।

কিছু মানুষ আছে যাদের
খুব কম সময়ে চেনা যায়
আবার কিছু মানুষ আছে 
যাদের অনেক দিনেও চেনা যায়না।

 

জীবনে সবচেয়ে ভূল করেছিলাম
তোমাকে চিনতে আর তাই
যে ভূলের মাশুল দিতে হচ্ছে
আমার জীবন ভর ।

 

আমার স্বভাবটিই এমন
যে প্রতিনিয়ত মানুষ চিনতে
ভুল করি আর সেই ভুলের 
মাশুল দিতে দিতে জীবন যায়।

 

কাউকে বিশ্বাস করা ভাল
কিন্তু কাউকে ভালমানুষের 
সার্টিফিকেট দেয়া অনেক
দিনের সাধনার বিষয় হওয়া দরকার।

 

একদিনেই কাউকে মূল্যায়ন করোনা
কারন মানুষ বড়ই অদ্ভুত 
সে তার প্রয়োজনে যে কখন
তার নিজের রুপ বদলায় ।

মানুষের পরিবর্তন নিয়ে উক্তি

যারা নিজেকে ভালর দিকে পরিবর্তন করতে না চান। তাদের জন্য আমরা  এখানে সাজিয়েছি অনেক সুনন্দর সুনন্দর নিজেকে পরিবর্তন করার উক্তি যে গুলো পড়লে যে কেউ নিজেকে পরিবর্তন করার জন্য উদ্বুদ্ধ হবেন। আর এই সকল উক্তি আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

যেন আমাদের এই উক্তি গুলো দেখে যে কেউ নিজেকে পরিবর্তন করতে চায়।  আসুন দেখে নেয়া যাক সেই সুনন্দর সুনন্দর উক্তিগুলো আর যটপট শেয়ার করে নিন।

সকল পুরুষের সবচেয়ে
ভালো দিক গুলোর মধ্যে
বোকামীর দিক হলো
সে কোন দিন পরিবর্তন হয় না।
জনাব কনফুসিয়াস

 

আমি গতকাল চালাক ছিলাম
আর তাই পৃথিবীটাকে পরিবর্তন
করতে চেয়েছিলাম , আজ আমি
জ্ঞানী তাই নিজেকে পরিবর্তন করছি।
                                 প্রখ্যাত লেখক রুমি

 

প্রত্যেকের জীবনে অবশ্যই
পরিবর্তনকে মেনে নিতে হবে
নিয়ম হিসাবে, তোমার জীবনের 
নিয়ন্ত্রক হিসাবে নয়।
                     জনাব ডেনিস উইটলি

 

আমাদের পরিবর্তন অনেক বেদনাদায়ক
তবে এর চেয়েও বেশি বেদনাদায়ক
এমন কোন মানুষের সাথে থাকা, যেন 
কোন দিন তুমি তার সাথে ছিলেই না।
                                     প্রখ্যাত লেখক ম্যান্ডি হেল।

 

যদি তোমার কিছু পছন্দ না হয়
তা তুমি পরিবর্তন করে ফেলো।
 যদি না পারো তবে জীনিসটা সম্পর্কে
তোমার ধারণ পরিবর্তন করে ফেল। 
                               জনাব ম্যারি এংগেলবেরিইট

শেষ কথা

আমরা সবাই চাই নিজেদের ভালোর দিকে পরিবর্তন করতে। আর চাই সুন্দরভাবে জীবন-যাপন করতে। আর এই উদ্দেশ্যে  সফল হোক সেই প্রত্যাশাই পরম করুনাময় আল্লাহর কাছে । আল্লাহ সবাইকে ভাল রাখুক সুন্দর রাখুন। তাই আমরা যেন কারো ক্ষতি না করি। সবাই সবার উপকার করার জন্য সর্বদা চেষ্টা করি ।

আর আমার এই লেখা দ্বারা যদি আপনার উপকার হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আর একটি অনুরোধ করছি এই লেখা টি বেশি করে শেয়ার করবেন । যেন সবাই  নিজেকে পরিবর্তন করতে পারে। ধন্যবাদ কষ্ট করে লেখাটা পড়ার জন্য।

একই জাতীয় বিষয়:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

২.মার জন্মদিনের শুভেচ্ছা

৩. বাবার জন্মদিনের শুভেচ্ছা

.প্রিয়জনের জন্মদিনের ভালবাসার শুভেচ্ছা

About 24 Favor

Check Also

শুক্র বারের শুভেচ্ছা

শুক্রবারের শুভেচ্ছা বিনিময়-এসএমএস,ছবি এবং উক্তি-Friday Wishing ,SMS & Quote

শুক্রবারের শুভেচ্ছা:-প্রতিটি দিন মুসলমানদের জন্য শুভ দিন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিন হচ্ছে শুক্রবার । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *