Skip to content

পুরোনো গভীর বিষাদ প্রেমের কবিতা

পুরোনো গভীর বিষাদ প্রেমের কবিতা

পুরোনো গভীর বিষাদ প্রেমের কবিতা: আজকে আমি আপনাদের সাথে এখানে বেশ কিছু নতুন ও আনকমন কবিতা শেয়ার করবো যে কবিতা গুলো আপনাদেরে অনেক ভালো লাগবে। আশাকরি এই কবিতা গুলো আপনার বন্ধুদের সাথে বিভিন্ন যোগাযোগ্য মাধ্যমেও শেয়ার করতে পারবেন। আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতা গুলো পড়তে থাকুন।

পড়তে বস

ছোট ছোট ছেলে মেয়ে
পড়তে বস সবে।
তোমরা হবে দেশের রত্ন
দেশ চালনায় রবে।
লেখা পড়া করো যদি
জ্ঞানী তোমরা হবে।
লেখা পড়া না করিলে
মূর্খ্য হয়ে রবে।
আজকে তুমি ছোট  শিশু
লেখা পড়াই কাজ।
দেশের জন্য কাজ করবে
নাইকো তাতে লাজ।
শিক্ষা দীক্ষায় বড় হবে
হবে মহা জ্ঞানী
দেশের অনেক সুনাম হবে
আমরা সেটা জানি।
লেখা পড়া না করিলে
অন্ধকারে রবে।
তোমরা হবে দেশের শত্রু
দেশের বদনাম হবে।

যুদ্ধ ক্ষেত্র

পৃথী এক যুদ্ধ ক্ষেত্র
যোদ্ধা আমরা সবে।
বাচাঁর জন্য লড়াই করছি,
যুদ্ধ কবে শেষ হবে?
বড়রা সব দখল করে
ভাগা ভাগি করে খায়।
ছোট যারা তারা কেবল
হাহাকারে দিন যায়।
মানুষ হয়ে জন্ম নিয়ে
উঠেছিলাম কেঁদে
আজকে আমি বড় হয়ে
জীবন দিলাম যুদ্ধে বেধেঁ।
কতদিন আর বাচঁবো অমি?
যুদ্ধ করে করে,
জীবন শুধু বইয়ে গেল
না পওয়ার বেদনা বয়ে।

কেউ থাকবেনা

বাবা হলো দাদার মতো
আমি বাবার মত
ছেলে হলো আমার মত
ছেলে হলো আমার মতো।
দুনিয়ার খেলা যত।
এমনি করে বয়স হয়ে
মারা গেলেন দাদা
দাদার পরেই বাবা যাবে
আমার বয়স আধা।
আধা বয়স নিয়ে আমি
কাঠাবো কিছু দিন।
এমনি করে পৃথীবি থেকে
আমার বিদায় হবে একদিন।
কত স্বপ্ন নিয়ে বুকে
বাচঁতে সবাই চায়।
চির দিন বাচাঁর নিয়ম যে নাই।
এই কথাটা বুঝেনা কেহ হায়।
একেক করে যাইতে হবে
বাচঁবে নাকো কেহ
প্রান পাখি চলে যাবে
পড়ে রবে দেহ।

অল্যসতা

অল্যসতায় সময় কাটাইয়োনা
সময় বড় মূল্যবান।
সময় একবার চলে গেলে
আর ফিরে আসবেনা।
সময়কে তুমি যদি
কর অপব্যবহার
সময়ের কত মূল্য
বুঝবে একদিন হাড়ে হাড়
সেদিন থাকবেনা হাঁতে
তোমার সময় আর।
আজকের দিনের জন্য সেদিন
কাঁদবে বাড়ে বার।
আজকের কাজ ফেলে রাখলে
করবে বলে কাল।
সময় একবার চলে গেলে
পাবেনা আর তাল।

আলোর পথে

ইসলাম মানে শান্তি ওরে
ইসলাম ভালো ধর্ম।
জন্ম সূত্রে মুসলিম হয়ে
বুঝলাম না তার মর্ম।
যে নবীর আখলাক দেখে
কাফের হয় মুসলমান
আজকে আমরা মুসলমান হয়ে
ইসলামের বিরুদ্ধে করছি নাফরমান।
নর হত্যা করতে মানা
বলে গেছেন নবী।
লোভ লালসার মহে পড়ে
ভুলে গেছি সবি।
কোন মোহেতে পড়ে তোমরা
হলে নির্মম জঙ্গি,
আজকে তোমরা বিপদ গামী
খারাপ মানুষ হলো তোমার সঙ্গী।
সময় থাকতে তোমরা ওরে
ভালো পথে চলো।
কোরআন হাদিস যা বলেছে
সেটাই তোমার বলো।
সুন্দর হবে তোমার জীবন
সুন্দর হবে পরিবেশ
তোমার জন্য মা বাবা কাদেঁ
কাঁদে গোটা দেশ।

সৎ উপদেশ

অধবসায় থাকলে পরে
সুখ আসবে তোমার ঘরে।
অলস্য হলে পরে
দুঃখ্য থাকবে তোমার ঘরে।
কঠোর পরিশ্রম করলে পরে
দুঃখ পালায় চিরতরে।
সৎ কর্ম করলে পরে
পাপে তাকে নাহি ধরে।
মনের শান্তি যদি পেতে চাও
ধর্মীয় কাজ করে যাও।
প্রতিবেশিকে ভালোবাসে যারা
বিপদে  নাহি পড়ে তারা।
পরের উপকার করলে পড়ে
আল্লাহর রহমত থাকবে তাহার ঘরে।
আত্নীয় হলো অমূল্য ধন
প্রতিনিয়ত তাকে করো যতন।
সন্তান ভালো মানুষ করতে পারলে
বিপদ থাকনো বৃদ্ধ কালে।
জগতে যদি স্মরনীয় হতে চাও
সর্বদা ভালোকাজ করে যাও।

বৃষ্টি

বৃষ্টি পড়ে ছন্দ তালে
বাতাস আসে ধেয়ে
তখন আমি ঘরে বসে
বৃষ্টির গান যাই গেয়ে।
বৃষ্টি পড়ে অঝোর ধারায়
খাল বিল গেল ভরি
অতি বৃষ্টিতে ফসল নষ্ট
এখন কি যে করি।
বর্ষাতে ভাই বৃষ্টি হলে
বাড়ে নদীর পানি।
মাছ দরাতে দুম পড়ে
আমরা সবাই জানি।
বৃষ্টি এলে ব্যাঙেরা সব
করে পানিতে খেলা
শিশুরা সব ঠিল ছুড়ছে
সমলাও এখন ঠেলা।
বৃষ্টি এলে মাছেরা সব
নতুন পোনা ছাড়ে
অধিক পানি হলে পড়ে
মাছের সংখ্যা বাড়ে।
তাইতো বলি ছন্দ তালে
গাও বৃষ্টির গান
বৃষ্টি যেন বয়ে আনে
কৃষকের ঘরে সুখের বান।

মরণ

মরণ এসে ডাকছে আমায়
এবার চলে ওরে
মরণ হয়ে গেলে আমার
কেঁদে উঠলো সবে।
শেষ গোসল করানোর জন্য
বড়ই পাতার গরম পানি হবে
গোসল করাবে সবাই মিলে
আনবে কাফনের কাপড়
মায়ে কাঁদবে পাশে বসে
বুকে নিয়ে থাপর।
খাটিয়া এসে ডাকছে আমায়
এবার চলে ওরে।
খাটিয়া বুঝি নিয়ে এবার
ঘরটি আমার কেড়ে।
সবাই মিলে খাটিয়া নিয়ে
যাবে জিকির করে করে
আমার নিথর দেহ তখন
থাকবে খাটিয়ায় পড়ে।
কবরেতে রেখে আমায়
সবাই করলো পর।
এইনা মাটির ঘরে আমি
থাকবো জীবন ভর।

লক্ষী দিদি

সোনা মনি লক্ষি দিদি
মিষ্টি কথা তার।
সবাই ভালোবাসে তাকে।
প্রিয় যে সবার।
জ্ঞানে গুনে অনেক ভাল
কাজেও দক্ষ্য বেশ।
তাহার ভালো গুনের কথা
বলে হবেনা শেষ।
হাঁসি দিয়ে দুঃখ্য টাকে
করে সে যে জয়
অন্য কারো বিপদে সে
সবার আগে রয়।
অন্যের দুঃখে দুঃখ্য পায়
অন্যের সুখে হাসে,
তাইতো দিদি সবাইকে যে
সমান ভালোবাসে।
দিদিকে আমি ভালোবাসি,
অনেক সন্মান দিয়ে
দিদি যেন বেচেঁ থাকে
শত বছর নিয়ে।

কথার বড়াই

কথার বড়াই কর তুমি,
কাজের বেলায় নও।
সব জায়গাতে তুমি শুধু
সবার পিছু হও,
কথার বড়াই কর তুমি
জ্ঞানের কথা নয়
সবাই তোমায় পাগল বলে
অ-জ্ঞানীর মত কথা যখন হয়।
কথার বড়াই কর তুমি
সময়ের কর হেলা
সময় শেষে ফুড়িয়ে যাবে
তোমর কাজের বেলা।
কথার বড়াই কর তুমি
সবাইকে কর  হেলা
একদিন তোমায় সবাই মিলে
দিবে দারুন ঠেলা।
কথার বড়াই কর তুমি
নিজের ওজন ছাড়া
একদিন তুমি দেখবে শেষে
নিজের বিপদ খাড়া।

দূর দেশ

দূর দেশেতে আছি আমি
ছেড়ে আত্নীয় স্বজন সবে
সবার কাছে থাকবো আবার
সেদিন আসবে কবে?
দূর দেশেতে আছি আমি
থাকবো বলে সুখে,
তাইতো আমি সময় কাটাই
একলা দুঃখে দুঃখে
দূর দেশেতে আছি আমি
পাইনা কারো দেখা
আমি বড় অসহায় যে
থাকি ঘরে একা।
দূর দেশেতে আছি আমি
স্বপ্ন দেখি হায়,
স্বপ্নের ঘোরে মনটা আমার
বাড়ী যেতে চায়।
দূর দেশেতে আছি আমি
মন থাকে মোর বাড়ী
আসবে সেই দিন যাব বাড়ী
চড়ে সোনার গাড়ী।

জন্ম 

জন্ম নিয়ে আমি সেই দিন
উঠে ছিলাম কেঁদে।
সৃষ্টি কর্তা আমায় যেন
সময় দিল বেধেঁ।
জন্ম নিয়ে এই পৃথীবিতে
নাগেনি মোর ভালো
তাইতো  আমি কেদেঁ উঠলাম
চোখে পড়লো যখন আলো।
জন্ম নেয়ার সাথে সাথে
শুরু হলো খাওয়ার চাওয়া
তাইতো মায়ের বুকের দুধে
আমার হলো খাওয়া।
জন্ম নিয়ে দুঃখ্য পেলাম
পেলাম নাতো সুখ।
জগত জুড়াই দেখলাম শুধু
হাহাকার আল দুঃখ।
জন্ম নিয়ে মরতে হবে
বুঝলামনা তার মর্ম
অবহেলায় সময় গেল
করলামনা কোন ধর্ম
জন্ম হোক যথা তথা
কর্ম হোক ভালো
এই কথাটি মানলে পড়ে
জ্বলবে সুখের আলো।

মনে প্রানে বাংলা

সোনার বাংলা সোনার দেশ
সবাই মিলে গড়ি।
বাংলা আমার প্রানের ভাষা
বাংলায় যেন মরি।
ও ভাই বাংলায় ডাকি মা আমি
বাংলায় ডাকি বাাবা
বাংলার মত অপরূপ দেশ
কোথায় তুমি পাবা
যেই দেশেতে নানা জাতির
আছে বসবাস।
সেইতো আমার বাংলা ওরে
বাংলায় আমার বাস।
বাংলা ভালোবাসি ওরে
আমি বাংলা ভালোবাসি
বাংলা দেখলে প্রানটা জুড়ায়
যতই বিদেশ থাকি।
ও ভাই বাংলার গান গাবো
আজকে গলাটা ওই ছেড়ে
বাউল সাজে গেরোয়া পোষাক
দেনা আমায় পরে।

পুরোনো গভীর বিষাদ প্রেমের কবিতা এর শেষ কথা

আশাকরি উপরোক্ত কবিতা গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন কবিতা পড়ার জন্য নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন। তবেই পেয়ে যাবেন নতুন নতুন সকল কবিতা। প্রথম থেকে শেষপর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 

এছাড়াও আরো যে কবিতা গুলো পড়তে পারেনঃ

যোগ্য ছেলে

বদ নেতা

সত্যবাদী

মায়ের স্বপ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial