মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

মার জন্মদিনের শুভেচ্ছা: মা শব্দটি শুনলেই যেন কেমন মধূর লাগে । মা অতি কষ্ট করে জন্ম দেন তার সন্তানকে।  দশ

মাস দশ দিন গর্ভে রেখে আস্তে আস্তে বড় করেন পেটের ভিতর। সেখানেই শেষ নয় ভূমিষ্ঠ হয়ে যত আদর যত্ন পেয়ে থাকি

তার বেশিরভাগ পেয়ে থাকি মার কাছ থেকে । আর সেই মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা নিয়ে এসেছি

কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস। যেটা আপনার মায়ের জন্মদিনে আপনি উইশ করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আসুন মাকে নিয়ে সুন্দর স্ট্যাটাস গুলো দেখি এবং মায়ের জন্মদিনে শেয়ার করি। মায়ের প্রতি আমাদের গভীর ভালোবাসা

এবং শ্রদ্ধা নিবেদন করি।

মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস :

মরণের ভয় না করে মা
জন্ম দিলে আমায়
তোমার জন্মদিনে মাগো
হাজার শুভেচ্ছা তোমায়
সুখে থাকো এই দোয়া রইল
তোমার জন্মদিনে।

মায়াবতী মাগো আমার
তোমার জন্মদিন টা হোক
আরো সুন্দর আরো শান্তির
শুভ হোক তোমার জন্মদিন

আমার আদরিনী মা
তুমি আমাকে জন্ম দিয়ে
করেছে আমায়  ধন্য
তোমার সেবা করা আমি
হতে চাই পূর্ণ।
শুভ হোক তোমার জন্মদিন

এত ভালোবাসা এত আদর
কোথাও নাহি পাই
মাগো তোমার চরণ তলে
দিও আমায় ঠাই
তোমার জন্মদিন
সুখের হোক তুমি দীর্ঘজীবী হও
এই কামনায় তোমার সন্তান

তুমি আমার স্বপ্ন
তুমি আমার সুখ
তোমায় না দেখলে
আমার প্রাণে লাগে দঃখ
শুভ জন্মদিন

দেখলে তোমার মুখের হাসি,
লাগে বড় সুখ।
সারা জীবন থাকবে,
দেই না যেন দুঃখ।

মা কথাটি শুনতে লাগে প্রতি সুমধুর,
ছায়া হয়ে পাশে থেকো যেওনা বহুদূর।

মা যে আমার আঁধার
ঘরের পূর্ণিমারই চাঁদ
সারাজীবন থাকবে পাশে
এটাই আমার সাদ
শুভ হোক মায়ের জন্মদিন

তুমি আমার স্বপ্ন,
তুমি আমার আশা।
জনমভর পাশে থাকো,
দিও ভালোবাসা।

তোমার আদর পেতে মনে সদায় আমি চাই
মাগো তোমার চরন তলে পাই যেন গো ঠাই।
শুভ জন্মদিন তোমার ।

 

শেষ কথা

পরিশেষে বলতে পারি আসুন আমরা মায়ের প্রতি ভালোবাসার বহিঃ প্রকাশের মাধ্যমে তাদের প্রতি নিবেদন জানাই শুভ

জন্মদিনের শুভেচ্ছা । যেন তারা কোনো কষ্ট না পায়, তারা যেন সুখে শান্তিতে থাকে জীবনের বাকি দিনগুলো,তাদের সন্তান

সন্ততি নিয়ে । আর তারা যেন কোন ধরনের কষ্টের শিকার না হয় যেতে না হয় বৃদ্ধাশ্রমের। এই প্রত্যাশায় এখানেই শেষ

করছি । আপনাদের যদি আরো কোন স্ট্যাটাস প্রয়োজন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর আমাদের এই লেখা

ভালো লাগলে শেয়ার করবেন।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

একই জাতীয় বিষয়:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

2.প্রিয়জনের জন্মদিনের ভালবাসার শুভেচ্ছা

৩. বাবার জন্মদিনের শুভেচ্ছা

৪. স্বামীর জন্মদিনের শুভেচ্ছা।

৫. স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা।

 

আরো পড়ুন:

১. বৈহালা বৈশাখের  ইতিহাস

২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৩. কবে পহেলা বৈশাখ?

৪. পহেলা বৈশাখের A to Z ধারনা

৫. গুগলের জানা অজানা নানান তথ্য

About 24 Favor

Check Also

New year SMS and Quotes

New year SMS and Quotes

Every end of the month we are busy wishing for the new year. Because all …