লন্ডন থেকে টাকা পাঠানো : আমরা সাধারণত বিদেশ থেকে প্রচলিত পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরন করে থাকি।
সে ক্ষেত্রে দেখা যায় অনেক মোটা অঙ্কের একটা কমিশন তাদেরকে প্রদান করতে হয়। এতে করে আমরা আর্থিকভাবে
ক্ষতিগ্রস্ত হই। তাই আজকের এই লন্ডন থেকে টাকা পাঠানোর উপায় আলোচনায় আমরা এমন কিছু মাধ্যম নিয়ে
আলোচনা করবো, যেগুলো অনেক এর কাছেই নতুন। আর এই নতুন মাধ্যম গুলোর ব্যাপারে আপনারা একটু খোঁজখবর
নিয়ে দেখলেই বুঝতে পারবেন কত সহজেই খরচ ছাড়াই দেশে টাকা পাঠানো যায়। খরচ তো লাগবেইনা সেই সাথে
বাংলাদেশ সরকার প্রদেয় ২% ভর্তুকি ও আ্যাপ কর্তিক কমিশন সাথে পাওয়া যায়। যার মাধ্যমে দেশে খুব সহজেই মুহূর্তের
মধ্যেই টাকা প্রেরন করা যায়। আজকের এই আলোচনার মাধ্যমে প্রচলিত পদ্ধতি গুলোরও বিস্তারিত বর্ণনা করব। যাতে
করে আপনি আপনার প্রিয়জনের কাছে খুব সুন্দরভাবে টাকা প্রেরণ করতে পারেন।
Sendwave আ্যাপের মাধ্যমে টাকা বাংলাদেশে প্রেরণ
খুব সহজ একটি আ্যাপ আপনি ইচ্ছে করলে গুগল প্লেষ্টোর থেকে এই আ্যাপটি ডাইনলোড নিয়ে আপনার মোবাইলে ইন্টল
করে ব্যবহার কররতে পারবেন। আর এই আ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে আপনার কোনা প্রকার চার্জ দিতে হবেনা।
অনেকের মনে প্রশ্ন হতে পারে ব্যাংক বাদ দিয়ে কেন আমি আ্যাপের কথা বলছি প্রচলতি টাকা পাঠানোর মাধ্যম গুলো
( ব্যাংক সহ) যে খানে মোটা অংকের কমিশন নিয়ে থাকে এই সকল আ্যাপ সেখানে কোন প্রকার চার্জ নানিয়েই টাকা গ্রহণ
এবং প্রদান করে থাকে তাই আমি এই সকল মাধ্যম গুলো নিয়ে আলোচনা করছি। এবার বলবেন কিভাবে এই আ্যাপটি কাজ
করে । প্রথমে আপনি এই আ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন তার পর কয়েকটি ধাপ অনুসরণ করে আপনার
একাউন্ট ক্রিয়েট করে নিবেন। এর পরেই ৩ থেকে ৫ মিটি এর মধ্যেই আপনার পাঠানো পাউন্ডকে টাকা হিসেবে দেশে
পাঠাতে পারবেন তাও আবার সরকার প্রদেয় ভর্তুকি সহ। প্রতিদিন আপনি ৭৬০ পাউন্ড আর মাসে ২৫০০ পাউন্ড । আর
যদি আপনি এর থেকে বেশি পরিমাণে পাঠাতে চান তবে আপনার আইডি বেরিফিকেশন করতে হবে সে ক্ষেত্রে আপনি
প্রতিদিন ৩০০০ পাউন্ড এবং মাসে ১২০০০ পাউন্ড পাঠাতে পারবেন।
এই আ্যাপের জন্য এখানে ক্লিক করতে পারেন (Sendwave)
আরো যদি বিস্তারিত জানতে চান তবে দেখতে পারেন আমাদের দেয়া এই ভিডিওটি তাহলে আপনি আরো সহজেই বুঝতে
পারবেন। ভিডিও দেখার জন্য এখানে ( ক্লিক করুন)
Taptap Send মোবাইল আ্যাপের এর মাধ্যমে লন্ডন থেকে টাকা পাঠানো
যদি আপনি চান তবে যে কোন সময় বাংলাদেশের যে কোন মোবাইলে পাউন্ড এর পরিবর্তে দেশে টাকা পাঠাতে পারবেন।
এর কিছু সুবিধাও রয়েছে যেমন সুবিধা গুলো হলো আপনাকে কোন প্রকার সেন্ট চার্জ দিতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে
দেশে টাকা পাঠাতে পারবেন। আ্যাপ থেকে প্রথম বার বোনাস পাবেন। বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকি পাবেন। যা কিনা
উল্টো আরো বোনাস পাবেন। আর আপনাদের সুবিধার জন্য নিচে আ্যাপটির লিংক দিয়ে দিলাম । অল্প কয়েকটি ধাপ
অনুসরণ করেই এর মাধ্যমে আপনি খুব সহজেই টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। আ্যাপটি ইন্সটল করার জন্য নিচের
লিংকে ক্লিক করুন এবং নির্দেশ মত কয়েকটি ধাপ অনুসরণ করুন। দেখবেন খুব সহজেই আপনি বাংলাদেশে কয়েক
মিনিটের মধ্যে টাকা প্রেরণ করতে পারছেন।
https://taptapsend.page.link/Sadiaand
এর পরেও যদি আপনার কাছে মনে হয় আরো পরিস্কার ভাবে বুঝা দরকার , তবে আমরা এখানে এই আ্যাপ ব্যবহারের জন্য
একটি দিক নির্দেশনা ভিডিও এর লিংক দিলাম। যে খানে সুন্দর ভাবে বর্ণনা করা আছে যে আপনি কিভাবে এই আ্যাপটি
ব্যাবহার করবেন । যদি আপনি মনে করেন দেখতে পারেন। ভিডিও দেখার জন্য এখানে( ক্লিক করুন)।
Remitly App এর মাধ্যমে লন্ডন থেকে দেশে টাকা প্রেরণ
লন্ডন থাকেন বাংলাদেশে টাকা পাঠানোর সহজ একটি আ্যাপ হচ্ছে Remitly App । যে কেউ নিশ্চিন্তে এই মোবাইল
আ্যাপটি ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারেন। অনেক ভাল একটি মাধ্যম টাকা পাঠানোর জন্য। যে কেউ যে কোন
সময় অনেক সহজেই বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আর এর জন্য আপনাকে যে সকল ধাপ অনুসরণ করতে হবে
তাহলো। এই সাইটে গিয়ে আপনাকে একাউন্ট করতে হবে। এবং অল্প কয়েকটি ধাপ অনুসরণ করেই বোনাস অফার সহ
এবং বাংলাদেশী সরাকার কৃত ২% বোনাস সহ বাংলাদেশ হতে টাকা গ্রহণ করতে পারবেন। যদি এর পরেও আপনাদের এই
আ্যাপ সম্পের্কে আরো ধারনার দরকার থাকে তবে আমাদের এখানে (ক্লিক করুন) এবং ভিডিও দেখে বিস্তারিত দেখে নিন।
Wise App এর মাধ্যমে লন্ডন থেকে বাংলাদেশে টাকা পাঠানো
বর্তমানে এই আ্যাপটি অনেক জনপ্রিয় । আপনি ইচ্ছে করলে এই অ্যাপের মাধ্যমেও খুব সহজেই এবং দ্রুততার সহিত
বাংলাদেশের লন্ডন থেকে পাউন্ড গুলোকে টাকা হিসেবে পাঠাতে পারবেন। আর এর জন্য আপনাকে যা করতে হবে তা
হল মোবাইলে প্লে স্টোরে গিয়ে অথবা কম্পিউটারে যদি করতে চান তাহলে এই সাইটে গিয়ে প্রথমে একটি একাউন্ট করতে
হবে। তার পর খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে দেশে টাকা পাঠাতে পারবেন। আপনাদের সহজ করার জন্য নিচে
এই সাইটের ও এই আ্যাপের লিংক দেয়া হলো যাতে করে সহজেই আপনি এই আ্যাপটি ব্যবহার করতে পারেন।
(Wise App সাইটের জন্য ক্লিক করুন এখানে)
যদি বিষয়টি আরো পরিস্কার করে বুঝার দরকার থাকে তবে আমরা এখানে একটি ভিডিও লিংক দিয়ে দিলাম যার মাধ্যমে
আপনি ভিডিও দেখে সুন্দর ভাবে টাকা দেশে পাঠাতে পারেন। (ক্লিক করুন)
Western Union এর মাধ্যমে লন্ডন থেকে টাকা পাঠানো
বাংলাদেশের অনেক ব্যাংকেই এই Western Union এর মাধ্যমে পাউন্ডকে টাকা হিসেবে দেশে পাঠানো যায়। তার জন্য
আপনাকে যা করতে হবে । তাহলো আপনি এই Western Union এর শাখা অফিসে গিয়ে আপনার নামে একাউন্ড খুলতে
হবে। একাউন্ট অপেন করতে বেশ কয়েকটি কাগজ পত্র লাগবে । তার মধ্যে উল্লেখ যোগ্য হলো আপনার আইডি কার্ড ,
পাসপোর্ট, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড , ছবি ইত্যাদি। আর এই একাউন্ট খোলার সময় পিন ভেরিফিকেশন করার
জন্য ১ থেকে ২ কর্ম দিবস সময় নিবে। তার পর থেকে নির্দিষ্ট একটি চার্জ দিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন।
(টাকা পাঠানোর ভিডিও দেখার জন্য আমার দেয়া এই ভিডিও দেখতে পারেন।)
শেষ কথা
আশাকরি আপনার এই লেখাটি অনেক কাজে লাগবে। আর যদি আপনার কোনা ধরনের লেখা প্রয়োজন হয় তবে আমাকে
জানাতে পারেন।আমি পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী লেখা প্রকাশ করবো। আর আপনার যদি লেখাটি ভাল লেগে
থাকে তবে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর যদি লেখাটি কাজে লেগে না থাকে তবুও আমাকে জানাবেন। আর
লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরো পড়তে পারেন:
২. দুবাইয়ের ১০০০ দিরহাম সমান কত?