ঈদের সালামি নিয়ে উক্তি : ঈদ মানেই আনন্দ আর এই আনন্দকে আরো বেশি করে প্রকাশ করার জন্য
এই দিনটিতে বড়রা ছোটদেরকে এবং অনেক সময় দুলাভাই বা প্রিয়জন প্রিয়জনকে সালামি প্রদান করে
থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু ঈদে সালামি দেয়া নিয়ে মজার কিছু ক্যাপশন
স্ট্যাটাস মেসেজ ও ছন্দ। যেগুলো আপনি শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। আর এর জন্য
অন্যকোথাও যেতে হবেনা। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিচের আপনার সম্পর্ক অনুযায়ী সুন্দর
বিষয়টি কপি করে নিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে করে আপনি ঈদ সালামি পেতে
পারেন।
ঈদের সালামি নিয়ে উক্তি ক্যাপশন ছন্দ স্ট্যাটাস ও মেসেজ
যখন প্রতি বছর ঈদের সময় আসে তখন আমাদের মধ্যে ঈদ সালামি পাওয়ার প্রতিযোগীতা লেগে যায়। আর
তখন দেখা যায় ফেসবুকে পোষ্ট করা সহ সবাই মোবাইলে মেসেজ দেয়া সহ সহ বিভিন্ন ধরনের পদ্ধতি
অবলম্বন করে থাকে। আর তাদের জন্য আজ আমি কিছু ঈদের সালামি নিয়ে উক্তি ক্যাপশন ছন্দ
স্ট্যাটাস ও মেসেজ শেয়ার করবো যা আপনাদের সালামি পেতে সহায়তা করব। আর এই সালামি গুলো
কপি করে আপনার প্রিয়জনের সাতে শেয়ার করুন। যাতে করে আপনি আপনার সালামি পেতে পারেন এবং
একই সাথে তাদের সাথে মজা করতে পারেন।
ঈদের সালামি নিয়ে উক্তি
আপনি যদি ঈদের সালামি নিয়ে উক্তি খোঁজ করে থাকেন তবে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। এখানে
আপনাদের সাথে আলোচন করা হবে নতুন ও সুন্দর কিছু উক্তি যা আপনি আপনার প্রিয়জনের সাথে বিভিন্ন
সামাজিক মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
ঈদ এসেছে সালামি দাও ।
আমার আমান্তরিক সালাম নাও।
আছেন যত বন্ধু সব
সালামি দিতে করবেনা কলরব।
সবাই যখন চায় দোয়া হাতে নিয়ে সালামি।
আমি কি হয়েছি বড় তোমার কাছে অ-দামি।
মনের আকাশে দিয়েছে উঁকি।
ঈদের আনন্দ যত ।
যদি এবার না দাও ঈদের সালামি
আমাকে হারাবে চিরদিনের মত।
ঈদের সালামি নিয়ে ক্যাপশন
ছোট ছোট ক্যাপশন দিয়েও সালামির বিষয়টি সবার মাঝে প্রকাশ করা যায়। আজ এখানে যারা ছোট কথার
দ্বারা সবার সাথে ঈদের সালামির বিষয়টি শেয়ার করতে চায় তাদের জন্য এখানে আয়োজন করা হয়েছে।
বেশি কিছু নতুন ও আনকমন কিছু ক্যাপশন যা আপনাদের অনেক বেশি আনন্দ দিবে। আর এর জন্য এই
ঈদের সালামি নিয়ে ক্যাপশন লেখাটি পড়তে থাকুন।
- এবার ঈদের সালামি যদি না পাই তোমার মুখ যেন দেখতে না পাই।
- যদি আসো আমার বাড়ি । ঈদের সালামি আনিও সঙ্গে করি।
- মনে রেখ সালামির কথা। এটা না দিয়ে আমার মনে দিওনা ব্যাথা।
- তোমার কাছ থেকে ঈদের সালামি পাবো বলে এত দূরে এসেছি চলে।
ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস
যারা ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস খোঁজ করতেছেন তাদের জন্য এখানে আজ আমি শেয়ার করবো নতুন
নতুন আনকমন কিছু সালামি নিয়ে স্ট্যাটাস যা আপনাদের কাছে অনেক বেশি ভালোলাগবে। আর তার
জন্য এই ঈদের সালামি নিয়ে স্ট্যাটাস অংশটুকু মনযোগ সহকারে পড়তে থাকুন। যাতে করে আপনি
এই অংশ থেকে কপি করে নিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।
আছেন যত বন্ধু সব নিবেদন সবার কাছে।
ঈদের সালামি দিতে ভূলবেনা পিছে।
হাজারো টাকা আছে আমার কাছে।
তোমার দেয়া ঈদের সালামি পাওয়ার
অন্যরকম একটা আনন্দ আছে।
এবার ঈদে বসে আছি দিবে কে সালামি।
তার কাছে থাকবো আমি চিরদিনি ঋনি।
দুলাভাইয়ের ঈদ সালামি ফানি উক্তি
সালা বা সালির জন্য নতুন দুলা ভাই হলো ঈদের মধ্যে আর্শীবাদের মত। কারণ এই সময় তারা অপেক্ষায়
থাকে দুলা ভাই কি পরিমাণে সালামি প্রদান করে । আর এর জন্য অনেক দুষ্ট্য সালা সালি দেখা যায় দুলা
ভাইকে মেসেজ বা ফেসবুকে পোষ্ট দিয়ে থাকে যাতে করে তারা তাদের সালামি পেয়ে যায়। আর যারা এই
ধরনের উক্তি থোঁজ করতেছেন তাদের জন্য এখানে আনকমন ও নতুন কিছু মজার দুলাভাইয়ের ঈদ
সালামি উক্তি দেয়া হলো যা আপনাদের অনেক ভালোলাগবে। এবার আপনার প্রয়োজন মত কপি করে
আপনার দুলাভাইয়ের সাথে শেয়ার করুন।
- দুলাভাই আমার অনেক ভালো দিবে ঈদের সালামি। তাইতো সে আমার কাছে এত বেশি দামি।
- আমার সালাম গ্রহণ করুন আর ঈদের সালাম প্রদান করুন।
- কেমন করে বলি দুলাভাই বলতে লাগে শরম। ঈদের সালামি না দিলে দেখাবো তোমায় আমার মেজাজ গরম।
- আমার দুলাভাই শ্রেষ্ট সবার রাখে অমাদের মনে। সালামি আমরা পেয়ে যাবে ঈদের দিনে।
- আসবেন আমাদের বড়ি ঈদের দিনে সাথে করে নিয়ে আমার বোন। ঈদের সালামি দিতে যেন কাঁদেনা আপনার মন।
প্রেমিকার কাছ থেকে মজার ঈদ সালামি ছন্দ
প্রেমিকার কাছ থেকে ঈদ সালামি ছন্দ : আগেকার দিনে শুধু ছেলেরাই মেয়েদেরকে ঈদ সালামি দিত
কিন্তু বর্তমান যুগে মেয়েরাও তাদের ভালোবাসার মানুষটিকে বিভিন্ন উৎসবে উপহার দিয়ে থাকে। আর ঈদ
আসলেতো কথাই নাই । অনেকেই সালামি দিয়ে থাকে তাদের প্রেমিকে আর তাই আপনিও যদি আপনার
প্রেমিকার কাছ থেকে সালামি পেতে চান তবে এই ছন্দ গুলো ব্যবহার করুন আপনার মনের মানুষের সাথে
দেখবেন সে বুঝতে পারবে আপনাকে ঈদ সালামি দিতে হবে। এতে করে আপনাকে আর মুখ খুলে সরাসরি
সালামি চাইতে হবে না। আর এর জন্য আমরা আয়োজন করেছি প্রেমিকার কাছ থেকে ঈদ সালামি
ছন্দ লেখাটি যে খানে আপনি পেয়ে যাবেন নতুন নতুন সকল ছন্দ।
- তুমি আমার প্রিয় পাখি । আমার সোনা জান। তোমার কাছে সালামি পাবো , থাকে যেন বন্ধুদের মাঝে আমার মান।
- প্রতি ঈদেই তোমার কাছ থেকে ঈদ সালামি পাওয়ার যে আনন্দ সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না।
- সবার প্রেমিকা দিচ্ছে ঈদ সালামি আমার সালামি কই। সবার কাছে ছোট হবে তুমি এটা হবার নয়।
- আলাদা তুমি অনেক বড় বন্ধুরা সবে কয়। তুমি দাও অনেক বেশি ঈদের সালামি এটা ভূলার নয়।
- আসছে আবার নতুন ঈদ বাকি নেই বেশি দিন। কবে দিবে আমায় ঈদ সালামি অগ্রিম তার সালাম নিন।
প্রেমিকের কাছ থেকে ঈদ সালামি আনকমন স্ট্যাটাস
প্রেমিকের কাছ থেকে ঈদ সালামি স্ট্যাটাস: সাধারণত দেখা যায় আনন্দের এই দিনটি আসলে প্রতিটি
মেয়ে তাদের প্রেমিকের কাছে আগেই বলে রাখে এবার ঈদ সালামি কত পাবো। আবার কেউ কেউ মুখ খুলে
বলতে লজ্জা পায় যার ফলে এই ধরনের উপহার তেকে বঞ্চিত হয়। আর তাদের জন্য আজকে আমি এখানে
আয়োজন করেছি প্রেমিকের কাছ থেকে ঈদ সালামি স্ট্যাটাস যে গুলো আপনার ভালোবাসার মানুষের
সাথে শেয়ার করার সাথে সাথে সে বুঝতে পারবেন আপনাকে সালামি দিতে হবে।
- প্রিয় ভালোবাসা আমার দিও মোরে ঈদের সালামি। তুমি হলে আামার কাছে সব থেকে দামি।
- আমার বাড়ি আসবে বন্ধু ঈদের খুসির দিনে। আমায় সালামি দিতে বন্ধু রাইখো তুমার মনে।
- তুমার জন্য করবো রান্না অনেক কিছু আজ। তুমায় দেখানো জন্য বন্ধু সেজেছি খুসির সাজ। মুখটি দেখে দিবে তুমি ঈদের সালামি।
বড়দের কাছ থেকে ঈদ সালামি এ বছরের ক্যাপশন
বড়দের কাছ থেকে ঈদ সালামি ক্যাপশন: ঈদের দিন আসলে ছোটদের বাড়তি আনন্দের বিষয় হয়ে
যায় ঈদ সালামি। আমার আজও মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন সবাই কম বেশি ঈদ সালামি দিত
কি যে আনন্দ লাগতো তা বলে বুঝানো যাবেনা। আর তাই সেই কথা মাথায় রেখে এখানে কিছু মজার
বড়দের কাছ থেকে ঈদ সালামি ক্যাপশন লিখবো যা আপনাদের অনেক বেশি মজা দিবে। আর এই
ক্যাপশন গুলো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। আর এই শেয়ার করার মাধ্যমে
আপনি আপনার ছোট বেলার স্মৃতি গুলোকে মনে করতে পারবেন।
- ছোট আমি ঈদের দিনে সালামি আমি চাই। সালাম করার পরে যেন ঈদের সালামি পাই।
- বড়রা সবাই আছেন যত করছি এই আরোজ । ঈদের সালামি যেন পাই রোজ রোজ।
- প্রিয় আব্বু প্রিয় আম্মু আরজি জানাই এই, ঈদের সালামি আজকে যেন পেয়ে যাই সেই।
বন্ধুদের কাছ থেকে ঈদ সালামি মেসেজ
বন্ধুদের কাছ থেকে ঈদ সালামি মেসেজ: একজন বন্ধু আরেক বন্ধুকে অনেক ভাবেই উপাহার প্রদান
করে থাকে। আর তাই দেখা যায় ঈদ আসলে সালামি দেয়ার ধুম পড়ে যায়। আবার অনেক সময় কেউ কেউ
বন্ধুর কাছে সালামি চাইতে লজ্জাবোধ করে বা মজা করার জন্য কিভাবে সালামি চাইতে হবে তা না জানার
কারণে চায় না। আজকে আমি আপনাদের জন্য এখানে কিছু মাজার মেসেজ শেয়ার করবো যে গুলো
ব্যবহার করে আপনি আপনার বন্ধুর কাছ থেকে ঈদ সালামি গ্রহণ করতে পারবেন। আর তার জন্য আপনি
আমার দেয়া এই বন্ধুদের কাছ থেকে ঈদ সালামি মেসেজটি পড়তে থাকুন।
- বন্ধু তুমার ঈদের সালামি পেয়ে লাগবে মনে খুসি। সময় হলেই পাঠিয়ে দিও এই আশাটাই মনে পুশি।
- প্রিয় বন্ধু আমার প্রতিটা ঈদেই তোমার সালামি পাওয়ার অপেক্ষায় থাকি।
- তুমার কাছে দিলাম আমার এই মেসেজ । ঈদের সালামি পাই যেন শেষমেস।
- ভূল করোনা বন্ধু আমার পাঠাতে ঈদের সালামি। তুমি আমার কাছে হলে সব থেকে দামি।
- মনের মাঝে রেখেছি তোমায় আমার মত করে। ঈদের সালামি পাঠিয়ে দিও আমার মোবাইলে ভরে।
পরিশেষে বলা যায় উপরোক্ত লেখাটি আপনাদের অনেক বেশি ভালোলেগেছে। আর আমাদের এই ধরনের
আরো মজার মজার লেখা পড়তে আমাদের সাথেই থাকুন। কারণ এই ধরনের আমাদের আরো অনেক
গুলো লেখা আছে যে লেখা গুলো আপনাদের অনেক বেশি ভালোলাগবে। আর তার জন্য লাইক দিয়ে
পেয়েছে নিয়মিত ভিজিট করুন। এছাড়াও আমাদের সাইটে বিদেশের বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য
শেয়ার করা হয়। যে কোন ধরনের তথ্য সবার আগে পেয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ঈদের সালামি
নিয়ে উক্তি লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
একই জাতীয় বিষয় পড়তে পারেন
২. ঈদে ভালবাসার মানুষকে শুভেচ্ছা।