পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম : আজকে অমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে
আলোচনা করবো। যে বিষয়টি আপনাদের জানার জন্য অনেক জরুরী। বিশেষ করে যারা বাড়িতে বিদ্যৎ
নিতে চাচ্ছেন তাদের জন্য অতিব জরুরী। আর আমার এই লেখার মাধ্যমে আজ আমি আপনাদের পূর্ণ
ধারনা দিব। আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন আমার এই লেখাটি তাহলেই জানতে
পারবেন কিভাবে আপনার বাড়িতে বিদ্যৎ সংযোগ নিতে হবে এবং কি ভাবে পল্লী বিদ্যৎ মিটার আবেদন
ফরম পূরণ করতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম : বর্তমান সময়ে সরকারের প্রধান এবং প্রথম অঙ্গিকার হচ্ছে ঘরে
ঘরে বিদ্যুৎ আর তাই পূর্বে যেখানে বিদ্যুৎ পাওয়া ছিল সোনার হরিণ পাওয়ার মত বর্তমানে তা অনেক
সহজ হয়েছে। আর তাই দেখা যায় আপনি যদি কিছু কাগজ পত্র জমা দিয়েই আপনার বাড়িতে বিদ্যুৎ
নেয়ার ব্যবস্থা খুব সহজেই করতে পারেন। আর সেই কাজটি আপনি নিজেই করতে পারেন অনেক্ষেত্রে
দেখা যায় সেই কাজটি নিজে না করে যখন কোন দালাল বা অন্য কোন লোক দ্বারা করানো হয় তখন
অনেক বাড়তি টাকা নিয়ে থাকে। যার ফলে প্রতারণার শিকার হয়ে থাকি। আর এই বিষয়ে যদি আমাদের
একটু ধারণা থাকে তবে খুব সহজেই আমরা নিজেরাই মিটার আবেদন ফরমটি পূরণ করে জমা দিলেই
সেই কাজটি সম্পন্ন করা সম্ভব। আর তাই আজকে এখানে আমি আপনাদের সাথে পল্লী বিদ্যুৎ মিটার
আবেদন ফরম শেয়ার করবো এবং এই আবেদন ফরম কিভবে পূরণ করতে হয় তা বিস্তারিত আলোচনা
করবো যাতে করে আজকের পর হতে আপনার আর কারো কাছে যেতে না হয়।
মিটার আবেদন ফরম
মিটার আবেদন ফরম : যখন আপনি বাড়িতে বা কোন স্থানে বিদ্যুৎত নিতে যাবেন তখন সবথেকে যে
বিষয়টি বা কাগজটি বেশি প্রয়োজন আর তা হলো মিটার আবেদন ফরম। আর তাই অনেকেই বিপদে পড়ে
যায় এই আবেদন ফরমটি কোথায় পাওয়া যায় । আর তাদের সুবিধার জন্য এখানে আমি আপনাদের সাথে
শেয়ার করলাম এই আবেদন ফরমটি । আপনি ইচ্ছে করলে এখান থেকে ডাউনলোড করে ফরমটি পূরণ
করে প্রিন্ট করতে পারেন। অথবা খালি ফরম প্রিন্ট করে হাতে লিখে পূরণ করতে পারেন। আপনার জন্য
যেটা সহজ হয় সেটাই করা ভালো। মিটার আবেদন ফরম পাওয়ার জন্য এখানে ক্লিক করুন
মিটার আবেদন ফরম পূরন করার নিয়ম
মিটার আবেদন ফরম পূরন করার নিয়ম : যারা মিটার আবেদন ফরমটি পূরণ করতে অসুবিধা হয় তারা
আমার এই নিয়ম অনুসরণ করে অথবা পূরণকৃত ফরমটি দেখে এই ভাবে আপনার তথ্য দিয়ে পূরণ
করলেই সব কাজ শেষ এবার শুধু আপনি আপনার এলাকায় যে পল্লিবিদ্যুৎ অফিস রয়েছে সেখানে গিয়ে
আবেদন ফরমটি জমাদিবেন।
উপরের ফর্মটি নমুনা হিসেবে নেয়া হয়েছে আপনার এলাকার যে পল্লিবিদ্যুৎ সমিতি রয়েছে সেখান থেকে
আপনি আপনার ফর্মটি সংগ্রহ করে ঠিক একই নিয়মে পুরণ করে জমা দিলেই হবে। যেহেতু সব লেখা
গুলোই বাংলায় লেখা তাই আমার মনে হয় কারও বুঝতে অসুবিধা হবে না। এর পরেও যদি কারো বুঝতে
অসুবিধা হয় তাহলে আমাদের কাছে লিখতে পারেন।
পল্লী বিদ্যুৎ মিটার স্থানান্তর জন্য আবেদন ফরম
পল্লী বিদ্যুৎ মিটার স্থানান্তর আবেদন ফরম : আপনি যদি যে কোন কারণে আপনার মিটার কোন একটি
জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার প্রয়োজন হয় তবে খুব সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন
করার মাধ্যমে তা করতে পারেন। আর তার জন্য আপনার প্রয়োজন হবে মিটার স্থানান্তর করার আবেদন
ফরম। আর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার আঞ্চলিক অফিসে জমা দিলেই আপনার কাজ শেষ।
আর তার জন্য উপরোক্ত ফর্ম এর মতই একই। আর এর পরেও যদি আপনার ফর্মটির প্রয়োজন হয়
আপনি নিচের লিংক অনুসরণ করে সেখান থেকৈ ডাউনলোড নিয়ে তা পুরণ করে জমা দিতে পারেন।
তবে খিয়াল রাখবেন উপরে আপনার আঞ্চলিক অফিসের নাম লিখে নিবেন। অথবা আপনার এলাকার
অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন। ফর্মটি পেতে এখানে ক্লিককরুন।
পল্লী বিদ্যুৎ মিটার নেয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
আপনি যদি আপনার বাড়িতে বা অফিসে বিদ্যুৎ সংযোগ নিতে চান তবে যে সকল কাগজ পত্র লাগবে ।
তার একটি বিবরণ আমাদের জানা প্রয়োজন আর তা নাহলে আমরা সমস্যার সন্মুখিন হবো। আর তাই
আসুন জেনে নেয়া যাক বাড়িতে মিটার নিতে কি কি কাগজ পত্র লাগে ।
১. যে ব্যাক্তির নামে মিটার নেয়া হবে তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২.এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. যে জমির উপর সংযোগ নেয়া হবে তার পর্চার ফটোকপি।
৪. সংযোগ যেখান থেকে নেয়া হবে তার দূরুত্ব ১৩০ ফিটের মধ্যে হতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত / মিটার পরিবর্তনের জন্য আবেদন খরচ?
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত / মিটার পরিবর্তনের জন্য আবেদন খরচ : অনেকেই মনে করে
থাকেন বিদ্যুৎ নেয়ার জন্য অনেক খরচ হয়ে থাকে। এই ধারনাটি ভূল । আপনি নিজে নিজে আবেদন
করতে পারলে খুব অল্প টাকা খরচ করেই আপনার মিটারের জন্য আবেদন করতে হবে। আর তার জন্য যে
খরচ হবে তার পূর্ণ ধারণা আপনাদের সাথে আলোচনা করা হলো। সাধারণত আবাসিক আবেদন ফি – ১১৫
টাকা আর ১ কিলোওয়াটের জন্য ফিরত যোগ্য চুক্তি বন্ধ জামানত ৪০০/= ও সদস্য ফি -৫০ টাকা।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফরম
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে যাচ্ছি আজকের এই লেখাটি।
আশাকরি উপরোক্ত লেখাটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই বিষয়ে আরো কিছু জানার
থাকলে আমাদের কাছে প্র।শ্ন করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও আমাদের সাইটে
আরো অনেক গুলো গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলো পড়তে পারেন।
আশাকরি সেগুলোও অনেক কাজে লাগবে। আর সকল আপডেট তথ্য পেতে অমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ প্রথম থেকে শেষপর্যন্ত পড়ার জন্য।
একই বিষয়ে পড়তে নিচের লিংকে ক্লিক করুন
ফিনল্যান্ড কাজের ও স্টুডেন্ট ভিসা আবেন নগরিকত্ব
ফিনল্যান্ডের মুদ্রার বা টাকার ছবি
পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি
ফিনল্যান্ড যাওয়ার নিয়ম ও বাংলাদেশী