নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় – অনেকেই নাকে এই ধরনের সমস্যা ভোগ করে থাকে। আর যাদের নাকে
পলিপাস হয় তাদের পোহাতে হয় অনেক ভোগান্তি। আবার পলিপাস হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা অনুভব হতে
পারে । এখানে তাই আজ আপনাদের জানার জন্য বিস্তারিত বর্ণনা করব। যদি আপনারা এ ধরনের সমস্যা হয়ে থাকে
তাহলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এবং কি কি সমস্যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার নাকে
পলিপাস হয়েছে। এটা দেখার পর আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত
লেখাটি পরিপূর্ণ পড়ুন, এবং নাকের পলিপাস সম্পর্কে বিস্তারিত ধারণা নিন।
নাকের পলিপাস কাকে বলে?
অনেকেই আছেন জানেনা আসলে নাকের এটা কোন ধরনের সমস্যা । তাই এ থেকে কি কি সমস্যা হতে পারে? তার আগে
এই রোগটি কি সে সম্পর্কে ধারণ দেয়া প্রয়োজন। বর্তমানে অনেকেই এই ধরনের সমস্যা ভোগ করতে হচ্ছে। এই পলিপাস
বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে শরীরে অত্যাধিক এলার্জি থাকলে সাধারণত তাদের এই ধরনে সমস্যা দেখাদিতে পারে।
তাছাড়াও আরো বেশ কিছু কারণ আছে যেমন ধূলা বালিতে কাজ করলে বা অধিক সময় থাকলে, বংশগত কারণে ইত্যাদি।
তবে এই রোগ টি হলো শ্লেষ্মা ঝিল্লি থেকে প্রক্ষিপ্ত টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি যেটা সাধারণত নাকের মাংশ বৃদ্ধির মত দেখা
যায়।
নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয়?
যাদের এই সমস্যা হয় তাদের যে সকল সমস্যা হয় তা অনেক সময় অনেক কষ্টের কারণ হয়ে থাকে। তাই আজ এখানে
আজ আমি আলোচনা করবো নাকে যাদের এই সমস্যা রয়েছে তাদের কিকি সমস্যা হবে। এদের সাধারণত নিম্নোক্ত সমস্যা
গুলো হতে পারে।
- নাক বন্ধ হয়ে আসতে পারে।
- শ্বাস কষ্ট হবে।
- গন গন সর্দি লাগবে।
- মাথা ব্যাথা হবে।
- নাক ব্যাথা হতে পারে।
- কানে কম শুনতে পারে।
সাধারনত এই সমস্যা গুলো অধিক হারে দেখা যায়। এছাড়াও কিছু সমস্যা দেখা যায় যেটা তেমন একটা উল্লেখ যোগ্য নয়।
শেষ কথা
আশাকরি উপরোক্ত নাকের পলিপাস হলে কি কি সমস্যা হয় লেখাটি আপনাদের অনেক কাজে লাগবে। তাই যাদের
এই ধরনের সমস্যা আছে তাদের সমস্যা যদি প্রবল আকার ধারণ করে তবে অবশ্যই ডাক্তারের পরমর্শ নেয়া প্রয়োজন। তাই
দেরি না করে ভাল একজন দক্ষ্য ডাক্তারের পরামর্শ নিবেন। আর লেখাটি ভাল লাগলে সবার সাথে শেয়ার করবেন।
আমাদের সাইটে আরো অনেক সুন্দর সুন্দর লেখা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলো পড়তে পারেন। আশা করি
অনেক ভাল লাগবে। ধন্যবাদ কষ্ট্য করে প্রধ, ধেতে শেষ পর্যন্ত পড়ার জন্য।
One comment
Pingback: প্রসাবের সমস্যা হলে কি করনীয়