প্রবাসীদের বাড়ি না যাওয়া নিয়ে ঈদ কষ্টের স্ট্যাটাস উক্তি ক্যাপশন

ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস : সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন ও আনকমন কিছু

স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে লেখা। যেখানে আপনাদের জন্য সাজানো হয়েছে নতুন নতুন কিছু স্ট্যাটাস,

ক্যাপশন ,উক্তি , বর্তা ও কবিতা যা আপনাদের অনেক বেশি আনন্দ দিবে। আর আপনি ইচ্ছে করলে এই

সকল বিষয় গুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা

আপনার প্রিয়জনের সাথে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিবে। আর এর জন্য পড়তে থাকুন ঈদ নিয়ে

কষ্টের স্ট্যাটাস   প্রথম থেকে শেষ পর্যন্ত ।

ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস

ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস  এই দিনটি সবার জন্যই আনন্দের হয় না। তাই যাদের এই ধরনের অভিজ্ঞতা

নাই তারা এই বিষয়টি বুঝতে পারবে না। বিশেষ করে যারা এই দিনটিতে বাড়ির বাহিরে বা বিদেশ আছেন

তাদের জন্য যে কত কষ্টের তা বলে শেষ করা যাবে না। আর তাদের এই কষ্ট্ গুলো সবার সাথে শেয়ার করে

নিজেকে হালকা করার জন্য এখানে উপস্থাপন করা হলো কিছু নতুন ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস  যা সবার

সাথে  শেয়ার করা যাবে।

 ১. কি করে বলবো সুখী তো তারাই হবে যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো করে ঈদ উৎযাপন করতেপারে …ঈদ মোবারক।

২. তোমাকে নিয়ে জীবনে যে গল্পটা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। তুবুও তোমাকে মনের মধ্যে রেখেছি দুঃখ পাই বলে—- হ্যাপি ঈদ মোবারক।

৩. জীবনের মানে কি তা বুঝে গেছি এখন আর তুমাকে বিরক্ত করতে চাইনা । দূর থেকে শুধু বলতে চাই —সুখে কাটাও ঈদের দিন।

৪.কাউকে খুব বেশি ভালোবাসতে নেই কারণ সে হয়তবা তুমার ভালোবাসার মর্মটা নাও বুঝতে পারে—ঈদ মোবারক।

৫. যখন তুমাকে নিয়ে স্বপ্ন দেখে ছিলাম তখন সেটা ছিল ভূল তা বুঝতে অনেক সময় লেগে গেছে। ভালো থেকো প্রিয় বন্ধু।

৬. বড় ইচ্ছাকরে বলতে তোমায় অনেক ভালোবাসি, বলতাম আমি ঠিকই তুমায় থাকতে যদি পাশাপাশি, অনেক দূরে আছো তুমি নেইকো আমার কাছে, আজ এই ঈদের দিনে চাইছি তোমায় পাশে।

ঈদ নিয়ে ইসলামিক উক্তি

ঈদের শুভেচ্ছা নিয়ে উক্তি

ঈদ মানে মুসলমানের পবিত্র ও আনন্দের দিন। আর এই সময় ধর্ম প্রান মুসলমান মেতে উঠেন ঈদের

আনন্দে। আর তার জন্যও তারা এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে ঈদ নিয়ে ইসলামিক

উক্তি শেয়ার করার জন্য বিভিন্ন সাইটে খোঁজ করে থাকেন । আর আপনার সমস্যা যদি সেই রকম হয় তবে

আপনি ঠিক জায়গাতে এসেছেন। আজকে এখানে বেশ

কিছু নতুন ও আনকমন ঈদ নিয়ে ইসলামিক উক্তি শেয়ার করবো যা আপনাদের অনেক ভালোলাগবে।

১. ঈদের নামাজ পড়তে সবে যাই ঈদের মাঠে, সবার সাথে মিলে মিশে ঈদের দিন যেন কাটে।

২. হিংসা ভূলে আজকে সবাই মিলাই বুকে বুক, ভেদা ভেদ আর হিংসা গিয়ে থাকুক শুধু সুখ।

৩. পবিত্র ঈদ হচ্ছে মুসলমানদের জন্য আনন্দের দিন, ঈদ মোবারক।

৪. তুমি যে কাপড় পরিধান কর সেই রকম কাপড় ঈদের উপহার হিসেবে তুমার অধীনে থাকা লোকজনকে দিবে। ঈদ মোবারক।

আজ ‍তুমি অনেক দূরে তাইতো তোমায় মনে পড়ে , সব দুঃখ ভুলে যেও আপন জনের হাসিতে সুন্দর এই সময়টুকু কাটুক খুশিতে।

ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা

ঈদের ফানি ক্যাপশন

ঈদমোবারক শুভেচ্ছা বার্তা : একসময় যদিও সবাই ঈদের কার্ড দিয়ে তাদের প্রিয়জনকে দাওয়াত দিত।

কিন্তু সেই দিনটি এখন পরিবর্তন হয়ে সেই দাওয়াত এখন ভার্চুয়ালী দেয়া হয় । আর তার জন্য প্রয়োজন হয়

ভালো মানের শুভেচ্ছা বার্তা । যা প্রিয়জন সহ সবার সাথে শেয়ার করা যায়। আর সেই সকল বন্ধুদের জন্য

এখানে দেয়া হলো মনের মতন কিছু শুভেচ্ছা বার্তা যা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করলে সে অনেক

বেশি খুশি হবে।

  1. আজকে তুমাকে আর কি বলবো শুধু তুমাকে জানাই ঈদের শুভেচ্ছ।
  2. যে ভাবেই যেখানো থাকো তুমি মনে রেখো আমার দেয়া ঈদের দাওয়াত।
  3. হারিয়ে যেওনা ঈদের দিন । মনে রেখো আমাকে সারাদিন।
  4. নতুন নতুন কাপড় পরে আইসো বন্ধু আমার ঘরে।
  5. ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কে গরীব কে ধনী থাকবে নাতো দন্ধ, ঈদ মানে দুর আকাশে মিট মিটিয়ে তারা দের হাসি, ঈদ মানে সুখের গাগর সবাই আমরা ভাসি।

ঈদ মোবারক ক্যাপশন

ঈদের দাওয়াত পত্র

ঈদমোবারক ক্যাপশন: ছোট কথার মাধ্যমে কোন ধরনের শুভেচ্ছা বিনিময় করাকে বলা হয় ক্যাপশন।

আর বর্তমানে অল্প কথায় সবাইকে শুভেচ্ছা জানাতে পছন্দ করে থাকে। যার ফলে ঈদ আসলে সবাই সুন্দর

সুন্দর ক্যাপশন খোঁজ করে থাকেন। আর তাদের জন্যই আজকে হাজির হলাম কিছু নতুন নতুন

ঈদমোবারক ক্যাপশন নিয়ে যা আপনাকে অনেক আনন্দ দিবে। একই সাথে শেয়ার করতে পারবেন

আপনার বন্ধুদের সাথে।

  1.  বাঁকা চাঁদের মধূর হাসি। ঈদ আসলে সবাই খুশি।
  2. এক দুই তিন ঈদের অগ্রিম সালাম নিন।
  3.  নতুন বছর নতুন ঈদ, তুমার সাথে আমার পিরিত।
  4. ফুল তুলে সব গেথেঁছি মালা পড়াবো তমায় বলে , ঈদের দিন আসিতে বন্ধু যাইনা তুমি ভূলে।
  5. ঈদ লেগেছে সবার মনে আজ এই মধূর ক্ষণে তোমায় আমি রাঙিয়ে দিব আজ এই ঈদের দিনে- ঈদ মোবারক।

গরীবের ঈদ নিয়ে উক্তি

গরীবের ঈদ নিয়ে উক্তি: গরীব মানেই অবহেলা । আর গরীব মানেই অশান্তি ও অভিশাপ । যারা ধনী তারা

এই কথার মর্ম বুঝতে পারবে না। আর তাই তাদের কাছে এই ধরনের কথার কোন দাম নেই। আজ তাই

তাদের কথা মাথায় রেখেই এখানে কিছু গরীবের ঈদ নিয়ে উক্তি  শেয়ার করবো যে গুলো আপনি পড়লে

অনেক ভালোলাগবে। আর আপনার অনুভুতিকে শেয়ার করতে পারবেন সবার সাথে। এতে করে আপনার

মনের দুঃখ কিছুটা হলেও কমবে।

  • গরীব বলে আমায় সবাই করলে অতি হেলা। ঈদের দিন আসুক তবে দেখাবো আমি খেলা।
  • গরীবের আবার  ঈদ কোন রকমের বেঁচে থাকা আর কি।
  • সংসারে খাবার নেই আবার ঈদ। গরীবের দিন কোন রকমের কাটে আর কি।
  • সংসারে চাল নেই ডাল নেই কি খাবরে ভাই, ঈদের দিনে সবাইকে তাই সালাম দিয়ে যাই।
  • কষ্টের মাঝেও সুখের হাসি, কি করে বুঝাব তোমায় কত ভালবাসি, তোমার জীবনের প্রতিটা সময় হোক সুখময়-ঈদ মোবারক।

প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস

পরিবারকে সুখে রাখার জন্য পরিবার পরিজন ও প্রিয়জন ছাড়া অনেকেই বাড়ির বাহিরে থাকেন। আর

তাদের ঈদের দিনটি যে কেমন করে কাটে এক মাত্র তারাই বঝতে পারে। আর তাই আজকে এখানে আমি

আপনাদের সাথে কিছু প্রবাসীদের ঈদের  কষ্টের স্ট্যাটাস  নিয়ে আলোচনা করবো যাতে করে এই গুলো

তারা তাদের প্রিয়জনের সাথে শেয়ার করা সহ পড়ে নিজের মনের দুঃখকে কাটাতে পারে।

  1. কথা সবাই দয়ে কিন্তু কথা রাখতে পারে কয়জন । তবুও বলবো সুখে থাকো শান্তিতে থাকো ঈদের দিনে।
  2. প্রবাসে আছি বলে সবাই শুধু টাকা চায় কেউ আজ ঈদের দিনে জানতে চায়না আমি কেমন আছি।
  3. হাজারো মাইল দূরে থাকলেও মনে হয় পরিবারের কাছে আছি । কারণ সবার মধ্যে মনি ছিলাম। সবাই ভালোকরে ঈদ উৎযাপন করো। আর আমার জন্য দোয়া করবে।
  4. কেমন করে থাকি প্রবাসে তা কাউকে বলে বুঝানো যাবেনা। শুধু তারাই বুঝতে যারা আমার মতন । তাই ঈদ আর অন্যান্য দিন আমাদের কাছে সবই সমান।
  5. মুথ আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়,আমার এই এসেএম.এস সবাইকে ঈদের শুভেচ্ছা জানায়।

ঈদে বাড়ি না যাওয়া নিয়ে কষ্টের স্ট্যাটাস

ঈদে বাড়ি না যাওয়া নিয়ে কষ্টের স্ট্যাটাস : যখন ঈদ আসে তখন আমাদের বাড়িতে সবার সাথে এই

দিনটি কাটানোর জন্য মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় কাজের কারণে

বা আর্থিক সামর্থ না থাকার কারণে অনেক সময় দেখা যায় বাড়ি যাওয়া হয়না তখন মনের মধ্যে থাকে

অনেক বেশি কষ্ট্। আর তাই তাদের সেই কষ্ট্কে কিছুটা লাগবের জন্য আজ আপনাদের সাথে শেয়ার

করবো নতুন নতুন ঈদে বাড়ি না যাওয়া নিয়ে কষ্টের স্ট্যাটাস । আর সেই স্ট্যাটাস

গুলো পড়লে মনের কষ্টের অনেকটা লাগব হবে। আর এই গুলো শেয়ার করতে পারবেন প্রিয়জনদের সাথে।

  • সবাই কাটাবে বাড়িতে ঈদ ,আমি রইলাম দূরে। মনটা আমার পড়ে রইল তোমারদের তরে।
  • বাড়ি মানে ঈদ আনন্দ, বাড়ি মানে খুসি, ঈদের দিন থাকলে বাড়ি সবাই আনন্দ পেতো বেশি।
  • আজ টাকার জন্য বাড়ির সবার সাথে ঈদ কাটাতে পরলামনা।
  • আজকের এই দিনে সবাইকে ছেড়ে কেমন লাগছে তা কোন দিনও তোমাদের বুঝাতে পারবো না।
  • হাজারো কষ্টে থাকি তবুও বলবো তোমরা বাড়িতে ভালো থাকো। ঈদ মোবারক।

ঈদ নিয়ে কষ্টের কবিতা

ঈদ নিয়ে কষ্টের কবিতা: কবিতা সবারই কাছে অনেক পছন্দের বিষয়। আর তাই সবাই তার প্রিয়জনদের

সাথে বিভিন্ন উৎসবের দিনে দেখা যায় কবিতা পড়তে বা শেয়ার করতে পছন্দ করে থাকেন। আর ঈদের

দিনটিও তার ব্যাতিক্রম নয়। আর তাই যারা এই দিনটিকে সামনে রেখে সবার সাথে ঈদ নিয়ে কষ্টের কবিতা

শেয়ার করতে চান তাদের জন্য এখানে শেয়ার করা হলো নতুন এবং আনকমন একটি কবিতা যা আপনি

আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারবেন।

কবিতা: খুসির ঈদ
    সাইফুল ইসলাম

সবাই মিলে করবো ঈদ কাটাবো খুশির দিন।
মিলেমিশে থাকবো সুখে ভুলে যাবো
সকল কষ্টের  স্মৃতি ঘেরা ভালোবাসার ঋন।
খুশির দিনে থাকবো সুখে ।
করিলাম আজ পন, তোমায় বন্ধু না পেলে-গো
আমার যে করুন মরণ।
আজকে আমি দিলাম দাওয়াত
আসতে ঈদের দিন।
তুমি যদি আসো বন্ধু শোধ হবে
তোমার ভালোবাসার ঋন।
এমনি করে তোমায় নিয়ে কাটাতে চাই ঈদ,
আমার মুখে থাকে যেন তুমায়
নিয়ে ভালোবাসার গীত।

ঈদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস

ঈদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস:  বর্তমানে ফেসবুক সবার কাছেই অনেক বেশি প্রিয়। আমাদের প্রতিনিয়ত

ভালোলাগা  ও খারাপ লাগা সব কিছুই আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে থাকি। যার

ফলে এই মাধ্যমটি হয়ে উঠেছে সবার মনের সুখ দুঃখ শেয়ারের প্রধান মাধ্যম। আর তাই যখন ঈদ আসে

তখন দেখা যায় সবাই কম বেশি তাদের মনের ভাব প্রকাশের জন্য এই ফেসবুক ব্যবহার করে থাকে। যারা

এই ধরনের ঈদ নিয়ে ফেসবুক স্ট্যাটাস খোঁজ করতেছেন তাদের জন্য এখানে দেয়া হলো নতুন নতুন কিছু

স্ট্যাটাস যা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

 

ঈদের দাওয়াত দিলাম তোরে।
আসবি বন্ধু আমার ঘরে।
রিসিভ কর আমার দাওয়াত।
না হলে বন্ধু পাবো আঘাত।
তখন হবে তোমার সাথে আড়ি ।
যাবোন কোন দিনও তোমার বাড়ি।

 

পশ্চিম আকাঁশে ঈদের চাঁদ।
ঈদের আগে খুসির রাত।
এই দিন মানেই খুসির দিন।
সুখে থেকো সীমাহীন।
ঈদের দিনটা তোমর হোক রঙ্গিন।

 

দুরের মানুষ আসবে কাছে
কাছের মানুষ আরো কাছে
মন ছুটে যায় মনের টানে
নতুন চাদেঁর আগমনে
কাটবে খুসি মনে।

 

রিমঝিম এই বৃষ্টিতে দাওয়াত দিলাম আসিতে।
আসতে যদি না পার ঈদের শুভেচ্ছা গ্রহণ করে।

ঈদুল আযাহার শুভেচ্ছা

সবার কাছে এই ঈদটি বড় ঈদ হিসেবে পরিচিত। কারণ মুসলমানের দুটো ঈদের মধ্যে এটি সবথেকে

আনন্দের ও ‍গুরুত্বপূর্ণ তাছাড়া এই ঈদে কববেশি অনেকেই তাদের প্রিয় পশুটি কুরবানি করে থাকে। যার

ফলে সবাই কম বেশি গরুর মাংস খেয়ে থাকে। যার ফলে সবার কাছেই এই দিনটি বেশি গুরুত্বপূর্ণ হিসেবে

দেখা যায়। আর তাই এই দিনটিকে উৎযাপন করার জন্য প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে থাকে। আর যারা এই

দিনের শুভেচ্ছা খোঁজ করতেছেন তাদের জন্য এখানে শেয়ার করা হলো নতুন কিছু আনকমন ঈদুল

আযাহার শুভেচ্ছা যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

  • গরুর মংসের কালা ভূনা খাইতে দিমু তোমায়।
  • সব কথা না বলে থাকা যায়না। সব আনন্দ  একা অনুভব করা যায় না। তাই সকলে আজ এক সাথে বলি ঈদ মোবারক।
  • আসছে খুসির কোরবানির ঈদ , মনে আমার জাগছে গীত।
  • এখানে সেখানে কাটাও দিন ঈদের অগ্রীম সালাম নিন। দাওয়াত দিলাম আসিতে। ঈদের দিন আসলে বন্ধু দিবো তুমায় বসিতে।
  • কুরবানী দিবো খাসি, তোমায় দেখার অপেক্ষায় রইলাম বসি।

ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস শেষ কথা

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে যাচ্ছি ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস 

এই লেখাটির। এছাড়াও যদি আপনাদের আরো কোন ধরনের লেখার প্রয়োজন হয় তবে আমাদের কাছে

লিখতে পারেন। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী সেই লেখাটি দিব। এছাড়াও আমাদের সাইটে ইউরোপে

যাওয়ার বিষয়ে আমাদের অনেক গুলো লেখা আছে যা আপনার উপকারে আসবে। আপনি ইচ্ছে করলে

সেই লেখা গুলোও পড়তে পারেন। আর তার জন্য নিয়মিত আমাদের সাইটি ভিজিট করুন। আর প্রথম

থেকে শেষ পর্যন্ত ঈদ নিয়ে কষ্টের স্ট্যাটাস  লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

একই জাতীয় বিষয় পড়তে পারেন

১. ঈদুল ফিতরের শুভেচ্ছা

২. ঈদে ভালবাসার মানুষকে শুভেচ্ছা

৩. ঈদে প্রবাসিদের শুভেচ্ছা

৪. ঈদে স্বামী স্ত্রীর শুভেচ্ছা

৫.ঈদে বন্ধু বান্ধবের শুভেচ্ছা

৬. ফেসবুকের ফানি স্ট্যাটাস

৭.ঈদের সালামি নিয়ে উক্তি ক্যাপশন ছন্দ স্ট্যাটাস ও মেসেজ

৮. দুলাভাইয়ের ঈদ সালামি ফানি উক্তি

৯. প্রেমিকার কাছ থেকে মজার ঈদ সালামি ছন্দ

১০. প্রেমিকের কাছ থেকে ঈদ সালামি আনকমন স্ট্যাটাস

১১. বড়দের কাছ থেকে ঈদ সালামি এ বছরের ক্যাপশন

১২. বন্ধুদের কাছ থেকে ঈদ সালামি মেসেজ

About 24 Favor

Check Also

New year SMS and Quotes

New year SMS and Quotes

Every end of the month we are busy wishing for the new year. Because all …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *